Biswa Bangla Sharad Samman 2019 registrations now open

Like every year, the state government will award the best Puja committees across the state for their performance in several segments this year. Puja committees outside Bengal – in India and abroad – will also be honoured.

On Tuesday, Minister of State (MoS) for the Information and Cultural Affairs and Tourism department announced that Puja committees can register for the competition till September 26. He stated that the number of Puja committees winning awards may increase in 2019. He also informed that this year, the Durga Puja Carnival will take place at Red Road on October 11, while the winners will be announced soon after the Puja.

The entry form for Biswa Bangla Sharad Samman will be available from the Kolkata Information Centre. Puja committees across the city can apply online as well. Puja committees in the districts will have to collect the application form from the office of the District Information and Cultural officer and Sub-Divisional Information and Cultural officer. Bengalis across the country and abroad will also participate in the competition like previous years and their applications will be received online.

Tourism promotion in housing complexes during Durga Puja

Bengalis are known for their penchant for food and travel. So, what better time to promote the tourist spots in Bengal, than the four days of Durga Pujo? With this thought in mind, the State Tourism Department has come up with an innovative idea.

To cater to tourists in Kolkata, the State Tourism Department has decided to go for direct promotion in housing complexes. Twenty-six of the big housing complexes have been selected for the purpose.

The promotion would be in the form of banners and hoardings. Some of the complexes, which play host to a large number of people, would also be visited by Tourism Department officials.

A similar plan is being made for the big puja pandals, where lakhs of people converge on each of the festival days.

Source: Bartaman

Bengal Govt to set up tourist hub at Tiger Hill

The State Government is setting up a tourist hub at the ever-popular destination of Tiger Hill in Darjeeling.

Viewing sunrise from Tiger Hill is a very popular activity among all tourists to Darjeeling. Now the Tourism Department is making full-fledged staying arrangements – so that one can view the sunrise from the comfort of the balcony, sipping a hot Darjeeling brew.

Ten cottages would be constructed. The Forest Department would be planting grass and trees around the cottages. After the project comes up, considering the popularity of Tiger Hill, the area would see major socio-economic development.

Source: Sangbad Pratidin

Bengal Govt to open 50 tourist information centres across Bengal

To make information to tourists easily available, the Bengal Government has decided to open as many as 50 tourist information centres across the State.

Though aimed primarily at tourists from other parts of the country as well as from across the world, the information centres would cater to tourists from the State as well. All information related to a particular area would be available at each centre. These would be run by the Tourism Department.

These tourist centres would play a major role in making Bengal more tourist-friendly. As it is, it is one of the top States in terms of tourist arrivals, both nationally and internationally. This project would take Bengal significantly higher in the rankings.

Where to stay, what to do, what to eat, what to buy, what are the specialities of a particular place or area – information of every kind would be available at these centres. Guide books would be available in English, Hindi and Bengali. They would contain detailed information about the history, geography and culture of a place.

These centres are already running at the airports in Kolkata and Bagdogra. Soon they would come up in four other places in Kolkata (Kolkata and Sealdah railway stations, Rabindra Sadan and Madhusadan Mancha), Howrah and Santragachi railway stations, Kakdwip and Diamond Harbour railway stations (South 24 Parganas district), Murshidabad, Malda, Bankura, Birbhum district, Darjeeling, Jalpaiguri, Siliguri and other places to cover all the districts.

The information available at the centres would also help tourists to decide how and where to go next. All in all, the tourist information centres would act as one-stop centres for all tourists visiting Bengal.

Source: Sangbad Pratidin

Funding for tourism sector goes up to Rs 400 crore in 6 years

As an indication of the importance that Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government places on the tourism sector, public funding in the sector, according to a senior official of Tourism Department, has gone up from Rs 35 crore to Rs 400 crore in the past six years.

Bengal is gifted with all the necessary elements for making it a preferred destination for travellers from around the world.

As a consequence of this increase in funding, Bengal has witnessed a 20 per cent growth in its tourist population. The state has one of the best hotel occupancy rates in India. Kolkata has 3,000 high-end hotel rooms with a phenomenal occupancy rate of 70 per cent. During the Durga Puja this year, Bengal saw about 2,000 foreign visitors.

Currently some major tourism projects are coming up in Gajoldoba in north Bengal and Jharkhali in the Sundarbans. A convention centre is coming up in Digha.

To promote the state’s tourist spots, the State Government regularly takes part in national and international tourism fairs and conventions, like Travel East and others.

Source: Millennium Post

বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি

পর্যটন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি। এর থেকেই বোঝা যায় পর্যটনের বিকাশের প্রতি কতটা দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

পর্যটনের প্রসারের জন্য সবকটি উপাদানই রয়েছে বাংলায়। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে সাগর, রাঙামাটি থেকে ঐতিহাসিক স্থাপত্য – কি নেই বাংলায়? পাবলিক ফান্ডিং বৃদ্ধির ফলে বাংলায় পর্যটকদের সংখ্যা ২০% বেড়েছে। হোটেল পূর্ণ করণেও দেশে এগিয়ে বাংলা।
দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যে এসেছিলেন ২০০০ এরও বেশি বিদেশী পর্যটক।

এই মুহূর্তে রাজ্যে দুটি বৃহৎ পর্যটন প্রকল্প চলছে – উত্তরে গাজলডোবা ও দক্ষিণে ঝড়খালিতে। দীঘাতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। পর্যটনের প্রসারের জন্য দেশি-বিদেশী অনেক পর্যটন মেলাতেও অংশগ্রহণ করছে রাজ্য সরকার।

Bengal Tourism Department launches mobile app for Durga Puja

The Bengal Tourism Department has brought out an app on the occasion of Durga Puja, named Sharadotsav. The app is available on Android devices.

The app has four primary sections – ‘Puja in Map’, ‘Nearby Pujas’, ‘Zone-wise Puja’ and ‘Emergency Contacts’.

The ‘Puja in Map’ section has the important well-known Durga Puja pandals marked on a map of Kolkata. The ‘Zone-wise Puja’ section has a list of the famous Durga Puja pandals in Bengal divided into seven groups – North Central Kolkata, Port Area, South Suburban and South West, South and South East, Heritage Puja, Siliguri and Other Puja – along with pictures.

The ‘Emergency Contacts’ section information on blood banks, fire stations, hospitals, the metro rail and police stations.

You can download the app from the Google Play store.

 

নতুন অ্যাপ আনছে পর্যটন দপ্তর – থাকছে দুর্গা পুজোর বিভিন্ন তথ্য

পুজোর ভিড়ে মানুষ যাতে হারিয়ে না যায় সেইজন্য এবার একটি নতুন মোবাইল অ্যাপ চালু করছে পর্যটন দপ্তর। শুধু রাজ্যের মানুষ নয়, শারদোৎসব দেখাতে আসা ভিন রাজ্য বা বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই অ্যাপ। অ্যাপটির নাম ‘SARADOTSAV’।

গুগল প্লে স্টোরে গিয়ে ‘SHARADOTSAV’ লিখলেই কলকাতার দুর্গাপুজো দেখার প্রয়োজনীয় সব তথ্যবাহী এই অ্যাপ পাওয়া যাবে। রাজ্যের অন্য শহরের পুজোর তথ্যও মিলবে এই অ্যাপে। এই অ্যাপে পুজোর নানা পাশাপাশি রাজ্যের নানা দ্রষ্টব্য স্থানের তথ্যও পাওয়া যাবে। পুজো দেখার ফাঁকে সেগুলিও দেখে নিতে পারবেন পর্যটকরা।

এছাড়া এই অ্যাপে থাকছে রাজ্যের বিখ্যাত পুজোগুলির তথ্য, পুজোর নির্ঘণ্ট, বনেদি বাড়ির পুজোর ইতিহাস। কোন পথে গেলে পছন্দের পুজো দেখা যাবে, তাও জানিয়ে দেওয়া হবে ম্যাপের মাধ্যমে। পুজোর মণ্ডপ লাগোয়া রেল, মেট্রো, বাসস্টপের দুরত্বও জানা যাবে। পাশাপাশি নিকটবর্তী রেস্তোরাঁ, পুলিশ সহায়তা কেন্দ্র, থানা, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা, ব্যাঙ্কের এটিএম, পাবলিক টয়লেটের তথ্য মিলবে।

এখানেই শেষ নয়, কোন পুজোর উদ্বোধন কবে তাও জানা যাবে। অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে বিসর্জন দেখার জন্য লঞ্চের টিকিট। এছাড়াও এতে রয়েছে বারোয়ারির খুঁটি পুজো থেকে দুর্গা পুজোর মণ্ডপের নানা ছবি। রয়েছে বাংলা শিল্প সংস্কৃতির নানা তথ্য। এর মাধ্যমে ট্যুরিস্ট লজগুলিও বুকিং করা যাবে। তাঁর প্রয়োজনীয় লিঙ্কও দেওয়া রয়েছে এখানে।

অ্যাপ্ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

Bengal ready with ‘homestay policy’ for tourism

Bengal Government is ready with the new homestay policy and it is ready to be placed in next state Cabinet meeting, state Tourism minister said.

The idea was conceptualised by Chief Minister Mamata Banerjee while she was travelling in North Bengal. She instructed the state Tourism department to frame the policy as soon as possible.

“The Homestay permits tourists to board and lodge with local residents and get an instant feel of the society and culture there. This gives a chance for the residents to have a mean of livelihood as well,” the minister said.

“The intention is to spread the homestay culture in Bengal only for a growing footfall of foreign tourists,” the minister added.

The families involved in the homestay would be brought under Bread & Breakfast Scheme, which will help them by having a tie-up with Incredible India. Also, plans are going on to start community development and organic farming in places – Darjeeling, Lamahata, Purulia, Bankura, Mandarmoni and in many other places.

 

পর্যটনের বিকাশের জন্য নয়া ‘হোম স্টে নীতি’ তৈরী রাজ্যের

বাংলাকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই পেশ করা হবে নতুন ‘হোম স্টে নীতি’ জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী।

নতুন ‘হোম স্টে’ নীতি তৈরির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেন এবং পর্যটন দপ্তরকে দ্রুত এই কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।

মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যেই বাংলায় এই হোম স্টে কালচার আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে পর্যটকরা এই এলাকার সংস্কৃতি সম্পর্কে যেমন অবগত হবেন তেমনই বেশ কিছু কর্মসংস্থানও তৈরি হবে এর ফলে।

ইতোমধ্যেই দার্জিলিং ও ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে ‘হোম স্টে’ পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে৷

দার্জিলিং, লামাহাটা, পুরুলিয়া, বাঁকুড়া, মন্দারমনি এবং অনেক অন্যান্য স্থানে – হোম স্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ৷

New Bengal Tourism ads to be unveiled at Bengal Global Business Summit 2017

A new series of advertisements to promote tourism in Bengal will be unveiled at the 2017 edition of Bengal Global Business Summit, to be held in January. The advertisement campaign is being overseen by Chief Minister Mamata Banerjee herself.

The advertisements would be created around the theme of ‘Experience Bengal’, which is the new tagline of Bengal Tourism. The State’s brand ambassador, actor Shah Rukh Khan has been roped in for this campaign.

The Tourism Department has brought out pamphlets focusing on 20 tourist spots, with details of accommodation, booking and other required information. It has been planned to promote each of these tourist spots with the brand ambassador as part of the campaign.

The Tourism Department has been going all out to promote the tourism centres of the State through its website and mobile app, even the off-beat ones. It is also taking advantage of social networking to increase its reach.

 

 

২০১৭ বিশ্ববঙ্গ সম্মেলনে প্রকাশিত হবে পর্যটনের নতুন বিজ্ঞাপন

বাংলার পর্যটনের নতুন ট্যাগ লাইন ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’। ‘বিউটিফুল বেঙ্গল’-কে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান৷ আরও ব্যাপকভাবে বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বলিউডের বাদশাকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে রাজ্য সরকার৷

আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হবে৷ পর্যটন নিয়ে রাজ্যের এই বিজ্ঞাপনের বিষয়টি একেবারে নিজে তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববাংলা গ্লোবাল সামিটে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷

ইতিমধ্যে বাংলার পর্যটন বিকাশে ওয়েবসাইটের মাধ্যমে প্রচারকেও তুঙ্গে তুলেছে রাজ্য৷ বেঙ্গল টুরিজম নামে একটি অ্যাপও চালু করেছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে বাংলার অফবিট পর্যটন কেন্দ্রগুলিকেও সামনে আনা হচ্ছে৷

রাজ্যের ২০টি  টুরিস্ট স্পটকে পৃথক-পৃথকভাবে প্রচার পুস্তিকার মাধ্যমে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে পর্যটন বিভাগ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে দিয়ে প্রতিটি স্পটকে তুলে ধরা হবে৷ পর্যটন রূপসী বাংলাকে বিদেশের কাছে আরও ভালভাবে তুলে ধরতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

Durga Puja idol immersion to be branded as special tourist attraction this year

Durga Puja has long been an attraction for tourists visiting Bengal. But the idol immersions, on the contrary, are never seen in such a way.

This year, the Bengal government have come up with an idea to showcase the immersion ceremonies of Durga idol across the state, to the rest of the world.

The government is planning to not only brandish the different Pujas but also highlighting the immersion process too.

According to government plans, the idol immersing procession will proceed through Red Road on October 14 from 6 pm till midnight. Adequate measures will be taken for the tourists to witness the immersion alongside the roads and ghats.

Some cultural shows are also being planned at the venue. The state tourism department will also display various pictures to capture the moments of the Puja and immersion in temporary gallery on both sides of the roads.

 

এ বছর দুর্গাপূজা প্রতিমা বিসর্জন পর্যটকদের বিশেষ আকর্ষণ

বাংলার দুর্গাপূজা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। পক্ষান্তরে, প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান এমনভাবে আগে কখনো হয়নি।

এই বছর সরকার সারা রাজ্য জুড়ে দুর্গা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান করার নতুন পরিকল্পনা নিয়েছে।

শুধুমাত্র পুজো নয়, প্রতিমা বিসর্জনক প্রক্রিয়াকেও যথেষ্ট লক্ষণীয় করতে চায় রাজ্য সরকার।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে ১৪ অক্টোবর সন্ধ্যে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেশ কিছু সাংস্কৃতিক শো ও প্রদর্শিত হবে। রাজ্য পর্যটন বিভাগ পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি রাস্তার দুপাশে গ্যালারির মাধ্যমে প্রদর্শিত হবে।

Bengal tourism set to form separate policy for Home Stays

The Bengal Tourism Department is all set to formulate separate policy for Home Stays in the State. The new policy will ensure proper arrangements for stay, food quality as well as security of the guests in the Home Stays.

When the policy is framed, the families which are involved in Home Stays will be brought under Bread & Breakfast Scheme, which will benefit them by having a tie-up with Incredible India. Also, plans are afoot to start community development and organic farming in these places.

Home Stays allow travelers to board and lodge with locals and get a first-hand feel of the regional customs and culture. This gives an opportunity to the residents to earn a livelihood as well.

Several Home Stays have come up in the hamlets in north Bengal, particularly in the Dooars region (the floodplains and foothills of the eastern Himalayas in northeast India around Bhutan). Home Stays are a hit with international tourists.

 

 

নতুন হোম-স্টে নীতি আনতে চলেছে পর্যটন দপ্তর

হোম-স্টে-র ব্যবস্থা জনপ্রিয় হওয়ায় এবার এক পৃথক নীতি প্রণয়ন করছে রাজ্য পর্যটন বিভাগ। আগামী তিন-চার মাসের মধ্যেই সেই নীতি তৈরি হয়ে যাবে। নতুন নীতির মাধ্যমে পর্যটকদের থাকার জন্য যথাযথ ব্যবস্থা, খাদ্যের মান সেইসাথে অতিথিদের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা করবে পর্যটন দপ্তর।

নতুন নীতি তৈরির সময় হোম-স্টে-র সঙ্গে যুক্ত পরিবারগুলিকে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট প্রকল্পের আওতায় আনা হবে। সে ক্ষেত্রে ইনক্রেডিবল ইন্ডিয়া-র আওতায় সারা দেশের মানুষের কাছেই তাঁদের কথা পৌঁছাবে। কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্গানিক ফার্মিংয়ের মত বিষয়গুলিও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গে বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে (প্লাবনভূমি ও ভুটানের প্রায় উত্তর-পূর্ব ভারতে পূর্ব হিমালয়ের পাদদেশে) প্রায় ১০০টি হোম-স্টে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটকদের কাছে এই হোম-স্টে খুবই আকর্ষণীয়।