Mamata Banerjee to preside over extended core committee meet today

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to preside over a core committee meeting scheduled to be held today at Nazrul Mancha.

All MPs, MLAs, district leaders up to the level of panchayat will be present at the meeting. The meeting gains special significance in view of the Panchayat election scheduled to be held next year.

It may be mentioned that in the administrative review meetings held in different districts in the past six months, Mamata Banerjee has repeatedly asked people’s representatives to build intense contact with the masses. In the recently held administrative review meeting in Jhargram on October 10, she instructed district leaders to cooperate with the administration in giving the best service to the people.

 

আজ বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নজরুল মঞ্চে বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একেবারে পঞ্চায়েত স্তর থেকে সকল নেতা, সমস্ত জেলা সভাপতি, বিধায়ক, সাংসদরা উপস্থিত থাকবেন এই বর্ধিত বৈঠক-এ। আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রাখলে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত ছয় মাস ধরে জেলায় জেলায় চলছে প্রশাসনিক পর্যবেক্ষণ বৈঠক। মুখ্যমন্ত্রী সকল জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জনসাধারনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। অক্টোবর ১০-এ অনুষ্ঠিত ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে তিনি স্থানীয় নেতাদের নির্দেশ দেন জনগণকে আরও ভালো পরিষেবা দিতে প্রশাসনকে সবরকম সাহায্য করতে।

 

Digha to get its own convention centre in 2018

New Digha will soon have a first-of-its-kind convention centre with facilities for organising international conventions, exhibitions and business meet to promote tourism, commerce, trade and industry in the state’s coastal areas. The project work has already begun.

Chief minister Mamata Banerjee had laid the foundation stone of the project in July 11, 2017.

The project has been planned on a 5.5 acre land in New Digha comprising a 1000 sq/mt exhibition centre, a 300 capacity seminar hall, a conference room and a modern auditorium with a seating capacity of 1000 people. It will be a four-storey building with each floor planned to have an area of 1722 sq/mt.

 

২০১৮-য় দিঘায় কনভেনশন সেন্টার

নিউটাউনের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার। যা আগামী বছর উদ্বোধন হবে।

বাণিজ্য ও পর্যটনের মেলবন্ধন ঘটিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকমহলকে আরও একটি কনভেনশন সেন্টার উপহার দিতে চান। নিউটাউনের অত্যাধুনিক কনভেনশন সেন্টারের পর এটি হবে আরও একটি চমক। এই সেন্টারটি তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। আনুমানিক ১০০০ জনের বসার জায়গা থাকবে।

কার্যত বাণিজ্যিক সম্মেলনের দরজা খুলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটননগরীতে এমন প্রাসাদপ্রমাণ বাণিজ্য সেন্টার খোলা হচ্ছে, যা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে লগ্নিকারীদেরও আকর্ষণ করবে।

Mamata Banerjee performs Kali Puja at her Kalighat home

Bengal Chief Minister Mamata Banerjee performed Kali Puja at her residence at Kalighat last night.

The CM, who was fasting during the day and prepared ‘bhog’, played host to a large number of guests including VVIPs, cabinet colleagues, politicians and commoners last night.

The puja has been performed at her house for several decades now.

 

কালীঘাটের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী

কালীঘাটে নিজের বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদশক ধরে তার বাড়িতে হয়ে আসছে এই পুজো। এবারেও কোনো অন্যথা হয়নি।

মুখ্যমন্ত্রী পুজো উপলক্ষে সারাদিন উপোস করেন এবং ভোগও রান্না করেন। কালীপুজো উপলক্ষে তার বাড়িতে সমাগম হয় বহু মানুষের।

মন্ত্রী থেকে সাধারণ মানুষ – অভ্যাগত অতিথিদের আপ্যায়নে কোনও খামতি রাখেননি মুখ্যমন্ত্রী।

 

 

I hate those who indulge in communal politics: Mamata Banerjee

On Tuesday, Chief Minister Mamata Banerjee inaugurated a number of Kali Puja pandals. Speaking on the occasion, she once again communal politics of the BJP.

She said that the BJP is doing communal politics and is trying to divide people on the basis of religion, something which the people of Bengal won’t tolerate. The BJP is doing this because it does not have any acceptance here.

She said she has nothing but hate for those who use others’ religious beliefs to hold on to their existence. It is a personal matter as to who wants to follow which religion; nobody can force a belief on another person. It is the duty of those in power to unite people, not divide them.

Many people intentionally keep beef inside temples and then spread the rumour that someone has done it hurt religious beliefs. One of them was caught red-handed and had admitted that he was a BJP member. Therefore the Chief Minister asked everyone not to fall into the trap of communal misinformation.

She said that the colour of the blood of both Hindus and Muslims was the same – red. In Bengal, people of different religious denominations and beliefs stay in unity. Hence, she appealed to everyone to stay together in peace.

 

যারা ধর্ম বিক্রি করে তাদের আমি ঘৃণা করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার শহরে একাধিক কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি যা বাংলায় বরদাস্ত করা হবে না। বিজেপির কোন গ্রহণযোগ্যতা নেই তাই ওরা গুরুত্ব পেতে ভাগাভাগির রাজনীতি করছে। তাঁর কথায়, “যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে ধর্মকে বিক্রি করে তাদের আমি ঘৃণা করি। কে কোন ধর্ম পালন করবে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কেউ চাইলেই কিছু চাপিয়ে দিতে পারে না। চেয়ারে যারা থাকে মানুষের মধ্যে ভেদাভেদ তাদের মানায় না, সকলকে একজোট করে রাখতে হবে”।

“অনেকে মন্দিরে গরুর মাংস ফেলে যায়। আবার নিজেরাই তার প্রচার করে অশান্তি ছড়ায়। একজন হাতে নাতে ধরা পড়েছিল এবং সে যে বিজেপির সদস্য তাও স্বীকার করেছিল।” তাই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা কোনও প্ররোচনায় পা দেবেন না।

তাঁর কথায়, “হিন্দু মুসলমান সকলের রক্তই এক। বাংলায় বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ বাস করে”। তাই সবাইকে নিয়ে একসাথে চলার আবেদন করেন মুখ্যমন্ত্রী।

Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

 

Mamata Banerjee pens promo song for U-17 World Cup

Bengal Chief Minister Mamata Banerjee has penned a promo song for the FIFA Under-17 World Cup; it was launched on September 20.

The World Cup started from October 6. The Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata will host 10 matches, including the final, from October 8 to October 28.

The song reflects the excitement and feelings associated with football. At the same time, the message of communal harmony has also been given through the song. The song has been launched in audio format, and a video format will come out soon.

The song will be distributed among Durga Puja organisers and it will be played in many Durga Puja mandaps.

The Chief Minister takes a keen interest in the development of sports in the state and taken a number of measures including setting up infrastructure, starting tournaments, and giving awards and monetary aids to sportspersons and clubs.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ২০সে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং-এর উদ্বোধন হল।

এই বিশ্বকাপ শুরু হবে ৬ই অক্টোবর। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে ফাইনালও। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮সে অক্টোবর।

এই খেলায় মানুষের যে ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, সেটি গানে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও আছে, এই গানটির অডিওটি প্রকাশিত হয়েছে, ভিডিওটি প্রকাশিত হবে খুব শীঘ্রই।

দুর্গা পুজো আয়োজকদের এই গানটি বিতরণ করা হবে ও এটি মণ্ডপগুলিতে চালানো হবে।

মুখ্যমন্ত্রী ২০১১ সাল থেকেই ক্রীড়া জগতকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন। অনেক পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে, টুর্নামেন্ট শুরু করা, ক্লাব ও খেলোয়াড়দের পুরস্কার ও অর্থনৈতিক অনুদানও আছে।

Source: Millennium Post

 

 

 

Bengal Tourism Dept to train students to act as guides during World Cup

‘Atithi Bandhu’ or ‘Friend of Guest’ – around 200 students studying Hospitality and Tourism Management courses in Kolkata have been trained to act as such during the days of the FIFA Under-17 World Cup in Kolkata. Ten matches, including the final would be played in the city.

They would be guides to some of the approximately 3,000 foreign tourists expected to be in the city daily during the duration of the World Cup. This number is expected to become 10,000 per day around the days of the final.

The Bengal Tourism Department is involved in getting these students trained in Spanish, Portuguese and German – languages other than English which are expected to be the mother tongues of most of the foreign tourists – at the Ramakrishna Mission Institute of Culture, as well as giving them other necessary training to turn them into effective tourist guides.

Kolkata is one of the favourite cities with foreign tourists and the grand sporting occasion is expected to act as a major boost to the number. Be it Victoria Memorial, India Museum, Kalighat Temple or the other historical and cultural sites of Kolkata, or the places linked to the lives of Mother Teresa, Rabindranath Tagore and Satyajit Ray – the three most-recognised personalities from the City of Joy – these ‘Atithi Bandhus’ or ‘Friends of Guests’ would be the ideal people to interpret the significance of these places and guide tourists through them.

Details regarding the identities of these guides – like names, e-mail addresses, etc. – as well as the cost of hiring them would be available on the website of the State Tourism Department. Tourists can contact the guides directly through the website.

This is not a one-off project though. The State Government, through the Tourism Department, is going to make ‘Atithi Bandhu’ an ever-continuing project, for foreign tourists arrive in Kolkata throughout the year; and Christmas is the next big occasion.

Source: Anandabazar Patrika

 

অতিথিকে ফুটবলের শহর চেনাবে বন্ধু

 

ফুটবল-মহোৎসব দেখার পাশাপাশি এবার ফুটবলের শহরটাও ঘুরে দেখবেন বিদেশি অতিথিরা। ‘পুজোর শহর’ বদলে যাচ্ছে ‘যুব বিশ্বকাপ ফুটবলের শহরে’। ফুটবল দেখতে দেখতে কলকাতাকে দেখার ইচ্ছে হলে কোনও চিন্তা নেই। আপনাকে শহর ঘুরিয়ে দেখাবে অতিথি-বন্ধু।

চিলে, ইংল্যান্ড, ইরাকের ফুটবলারেরা ইতিমধ্যেই কলকাতায় হাজির। মেক্সিকোও দু’এক দিনের মধ্যে এসে পড়বে। চার দেশের ফুটবলারদের সঙ্গেই আসছেন কয়েক হাজার সমর্থক। এই বিদেশিদের কাছে টেনে কলকাতার পর্যটনকে জনপ্রিয় করতে এখন মরিয়া রাজ্য সরকার।

রাজ্যের নতুন অস্ত্র— ‘অতিথি-বন্ধু’। এরা আসলে হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টের বাছাই করা শ’দুয়েক পড়ুয়া। যাদের তৈরি করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ দিয়ে। ‘অতিথি-বন্ধুরা বিদেশি পর্যটকদের নিয়ে যাবেন তাঁদের পছন্দসই সাবেক কলকাতার নানা জায়গায়।

অতিথি-বন্ধুরা সকলেই ইংরেজিতে স্বচ্ছন্দ। গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে স্প্যানিশ, পর্তুগিজ ও জার্মান ভাষায় কথা বলার প্রাথমিক পাঠও তাঁদের দেওয়া হয়েছে। নাম, ই-মেল আইডি-সহ অতিথি-বন্ধুদের যাবতীয় তথ্য দেওয়া থাকছে রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে। সেখানেই যোগাযোগ করে কথাবার্তা আগাম সেরে রাখতে পারবেন বিদেশিরা। গোটা বন্দোবস্তের অবশ্যই কিছু খরচ রয়েছে। একই ভাবে সাম্মানিক পাবেন অতিথি-বন্ধুরাও।

গ্রুপ পর্বের খেলা চলার সময়ে কলকাতায় দৈনিক গড়ে ৩ হাজার পর্যটক থাকবেন। ফাইনালের সময়ে তা ১০ হাজার ছাড়াবে। এদের থাকার জন্য শহরের পাঁচতারা হোটেলগুলি সহ ধর্মতলার আশপাশের হোটেলগুলিকেও তৈরি রাখা হচ্ছে। বিশ্বকাপ শেষ হলেও অতিথি-বন্ধুদের কাজ ফুরোবে না। কলকাতায় বিদেশিদের আনাগোনা লেগেই থাকে। বড়দিনে তা আরও বাড়বে।

 

 

The Singur Struggle – A timeline

On August 31, 2016, the Supreme Court of India, in a historic judgment declared that the land acquisition made by the erstwhile Left Front Government in Singur was illegal and asked the present Government led by Mamata Banerjee to return the lands to its owners. This was the end of the 10 year struggle started by Didi against illegal land acquisition.

Year 2006

May 2006: The then West Bengal Government decided to acquire 997 acres (initially 1013 acres were asked for) for the Tata Motors small car factory in Singur of Hooghly district. Almost 6,000 families, including many agricultural workers and marginal peasants were to lose their land and livelihoods.

There was no compensation for the landless agricultural workers, unrecorded bargadars and other rural households who were indirectly dependent for their livelihood on land and agricultural activities. Almost all the land owners had also expressed their unwillingness to give their land from the inception of the project, but these appeals have fallen on deaf ears.

17 July: Work on acquisition of land for the Nano factory for producing small cars at Singur began. Farmers led by the Trinamool Congress’ MLA from Singur, Rabindranath Bhattacharjee, lodged protests saying that the state government was trying to remove them from land they owned.

25 September: Singur Land was forcefully acquired. The events  showed that the Left Front Government would go to any extent to evict the people and hand over the land to the company officials, more than four hundred people including several women and children were brutally assaulted and about 78 activists were arrested which includes 27 women and MP Mamata Bannerjee.

At around 1:40 am in the night the RAF and the police attacked a few thousand men-women-children who had been protesting peacefully all day. Few hundred persons were injured. About 5000 people including about 2000 women workers had peacefully demonstrated at the Block Development Office at Singur against the distribution of cheques to the peasants under the banner of “Singur Krishi Jami Raksha Committee”. Rajkumar Bhul, who was attacked by police, died on September 28.

The struggle of the people nevertheless continued in a democratic and peaceful fashion the next few months. Marches, rallies, public hearings got organised in Singur and Kolkata.

1 October: On the day of Bijoya Dashami, night vigil is observed in the affected mouzas of Singur. All the villagers in all the villages of Singur area switched off the lights in their houses in the evening as a symbol of protest.

30 November: Assault on Ms. Mamata Banerjee who was barred by police from proceeding to Singur. The government prohibited all assemblies in the Singur area, displaying its Fascist face.

2 December: Farmers of Khaserbheri, Bera Beri and Gopalnagar gathered to resist the fencing of the proposed project land. Severe police force was used against them, several people injured and more than 60 people were arrested.

4 December: The Singur agitation intensified with Mamata Banerjee starting a hunger-strike at Esplanade in central Kolkata after the state government had rejected her demand for stopping fencing work at Singur and withdrawal of police forces from the area. It lasted 26 days.

18 December: At about 6 AM, the body of a young activist of the Singur Krishi Jami Raksha Samity, Tapasi Malik was found burning in the fenced area. The girl was reportedly raped and murdered by miscreants who were present within the guarded area.

2008

October 3: The Nano Project is moved out of Bengal.

2011

March 28: Mamata Banerjee announced that she will do everything to return 400 acres of land in Singur to the unwilling farmers before Assembly Election.

20 May: Trinamool-led Government takes oath with Ms. Mamata Banerjee as Chief Minister

14 June: AITMC-led government passes the historic Singur Land Rehabilitation and Development Bill passed in Assembly

2016

August 31: Supreme Court of India terms the land acquisition in Singur illegal and unconstitutional.

 

আজ ঐতিহাসিক সিঙ্গুর রায়ের বর্ষপূর্তি

আজ ৩১শে আগস্ট। ঠিক এই দিনে গত বছর সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের আন্দোলনকে মান্যতা দিয়ে রায় দেন সিঙ্গুরে জমি অধিগ্রহণ ছিল অবৈধ।

২০০৬

মে মাসে তৎকালীন বামফ্রন্ট সরকার টাটা গোষ্ঠীর ১ লাখি গাড়ির কারখানা ও আনুসাঙ্গিক শিল্প গড়ার জন্য সিঙ্গুরের মোট ১০০০ একর জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়। গায়ের জোরে সরকারের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় কৃষক বিক্ষোভ। শিল্প ও বাণিজ্যমন্ত্রীকে কালো পতাকা দেখান তারা। প্রায় ৩০০০ কৃষক সিঙ্গুরের বিডিও অফিসের সামনে ধর্না দেয় সরকারের এই জমি অধিগ্রহণের বিরোধিতায়।

১৭ই জুলাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য’র নেতৃত্বে কৃষকরা প্রতিবাদ জানান।

সব প্রতিবাদ উপেক্ষা করে ২৫শে সেপ্টেম্বর বলপূর্বক তৎকালীন সরকার জমি অধিগ্রহণ করে। ৪০০রও বেশী মহিলা, পুরুষ, শিশু নির্মম ভাবে অত্যাচারিত হন। ৭৮ জন প্রতিবাদী – যার মধ্যে ২৭ জন মহিলা ছিলেন – গ্রেফতার হন। তাদের মধ্যে ছিলেন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়।

রাত :৪০ নাগাদ শান্তিপূর্ণ প্রতিবাদরত মানুষের ওপর নেমে আসে RAF ও পুলিশের নির্মম অত্যাচার। পুলিশের অত্যাচারে আহত রাজকুমার ভুল  ২৮ তারিখ মারা যান। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলে বিক্ষোভ।

সেই বছরই বিজয়া দশমীর (১লা অক্টোবর) রাতে নিজেদের বাড়িতে সব আলো বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ করেন।

এর পর ৩০শে নভেম্বর সিঙ্গুর যাওয়ার পথে আটকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৪ঠা  ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন শুরু করেন। ২৬ দিন চলে এই অনশন।

১৮ই ডিসেম্বর ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা সমিতির’ অন্যতম প্রতিবাদী তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। প্রতিবাদে উত্তাল হয় সারা বাংলা।

২০০৮

অক্টোবর কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয় গোষ্ঠী।

২০১১

২৮শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে অনিচ্ছুক চাষিদের ৪০০ একর জমি ফেরত দেবে তার সরকার।

২০শে মে রাজ্যে ঘটল পালাবদল। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস।

১৪ই জুন রাজ্য সরকার ঐতিহাসিক ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল’ পাস করে বিধানসভায়।

২০১৬

৩১শে আগস্ট: বাম আমলের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট।

এর মাঝে সিঙ্গুরের উন্নয়নের জন্যও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ:

  • ২০১৪ সালে সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারের উদ্বোধন করা হয়,
  • সুফল বাংলার ১টি আউটলেট খোলা হয়,
  • একটি নতুন সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরে স্থাপন করা হয়েছে,
  • জুলপিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে,
  • স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আই সি ডি এস সেন্টার পুনর্গঠন করা হয়েছে,
  • জল সরবরাহ প্রকল্প গ্রহণ এবং উন্নীতকরণ করা হয়েছে।

 

 

Mamata Banerjee – The face of land movement in Bengal

Mamata Banerjee has been the face of the land movement in Bengal. It was she who fearlessly fought against the tyranny of the Left Front Government during the Singur and Nandigram movements.

In 2006, the Left-led Govt made acquisition of 997 acres of multi-crop land required for the car factory in Singur. The forcible acquisition which was made under the colonial Land Acquisition Act of 1894, led to protest from all over Bengal, led by Mamata Banerjee. She even went on a hunger strike for 26 days for the sake of farmers’ rights.

In 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal after the people voted in large numbers for a change of guard in the State. Since then, the Government has taken up numerous initiatives for Land reforms.

Here are some of the most important achievement of the Government:

Singur Verdict:

In compliance of the landmark verdict by the Hon’ble Supreme Court of India, possession of land amounting to almost 980 acre (situated within the erstwhile Singur Project Area) has been returned to almost 12,000 families dispossessed due to the project, after making the land suitable for cultivation.

New Land Bill:

Following the footsteps, the Bengal the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Bill, 2015 was introduced in the Lok Sabha on February 24, 2015.  The Bill replaces the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Ordinance, 2014.

 Land Policy:

• During 2011-2017, many important policy decisions have been taken for achieving better administration, regulation and management of land:

• In a bold policy initiative, the State Government has decided to waive tax on agricultural land. This will go a long way in not only mitigating hardship faced by the farmers but also boost agricultural output and income in future.

• Land Allotment Policy has been formulated in 2012-13 in order to introduce uniformity, reduce discretion and ensure transparency while dealing with public assets. The policy laid down a transparent process for allotment of land along with the terms for such allotment.

• Land Purchase Policy has been introduced in 2014-15 in order to enable the State Government and its parastatal agencies to purchase land for infrastructure projects through a process of direct negotiations with willing land owners against just compensation and incentive. The scope of this policy has been extended to land purchase for central government departments as well in 2016-17.

The stated policy of the State Government is that there will be no forceful acquisition of land. The purchase policy of the Government is thus consent based and transparent. So far the Standing Committee on Industry, Infrastructure and Employment has cleared direct purchase of about 950 acre of land for various projects of public importance.

• State Land Use Board has developed a Land Bank of available land in respect of all districts of West Bengal with a view to ensuring availability of land for infrastructural development for industries and other developmental works including ­agship projects of the state.

• Amendment to Section 14Y of the West Bengal Land Reforms Act, 1955 has been carried out in 2014 which broadened the scope of the section. Now, entrepreneurs may with prior permission of government, utilize ceiling surplus lands to set up units for various industrial and social infrastructural activities in sectors namely IT, shipbuilding, township, transportation terminal, logistics hub, etc., in addition to existing sectors.

Land Use Map:

Utilising the concept of index-linked land use zoning maps has been introduced in the year 2011-12 for use of investors. Land Use Maps broadly contain parameters like Dry / Barren land, Single Crop land, Double / Multi-crop land, Forest land, Metal roads, National / State Highway, Railway Network, Water bodies, etc.

 ‘Nijo Griha Nijo Bhumi’:

• NGNB (launched in 2011) provides up to 5 decimal land to eligible beneficiary families (all rural landless and homeless agricultural labourers / artisans /fishermen). Almost 2.2 lakh NGNB Pattas have been distributed under this scheme, so far.

• During 2011-2017, more than 3 lakh Pattas (NGNB / Agricultural / Forest Pattas) have been distributed, so far.

 

মমতা বন্দ্যোপাধ্যায় – বাংলার জমি আন্দোলনের কান্ডারি

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।

বাংলার জমি আন্দোলনের কাণ্ডারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন বাম সরকারের শাসনকালে সিঙ্গুর ও নদীগ্রামের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনিই সোচ্চার হয়েছিলেন; রুখে দাঁড়িয়েছিলেন বলপূর্বক জমি অধিগ্রহনের বিরুদ্ধে।
২০০৬ সালে বাম সরকার সিঙ্গুরে বহুফসলি জমি বলপূর্বক অধিগ্রহণ করে। এর বিরুদ্ধে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়; কৃষকদের স্বার্থ রক্ষার্থে ২৬ দিনের অনশনও করেন তিনি।

বিপুল জনসমর্থন পেয়ে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। সেই থেকে ভূমি সংস্কারের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ:-

সিঙ্গুর রায়ঃ

মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ মান্য করে (পূর্বতন সিঙ্গুর প্রকল্প এলাকার মধ্যে থাকা) প্রায় ৯৮০ একর জমি চাষযোগ্য করে প্রায় ১২০০ পরিবার, যারা ওই প্রকল্পের কারণে জমি থেকে উচ্ছেদ হয়েছিল, তাদের জমির অধিকার ফেরত দেওয়া হয়েছে।

জমি নীতি:

২০১১-১৭ সালে জমি বিষয়ে অপেক্ষাকৃত উন্নততর প্রশাসন, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপন সুচিসচিত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছেঃ

রাজ্য সরকার কৃষিজমির কর মকুব করে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে যে শুধুমাত্র কৃষকদের দুঃখ -কষ্ট (যা তারা ভোগ করেছেন ) লাগব হবে তাই নয় ,কৃষিজ উৎপাদনও কৃষকদের ভবিষ্যতের উপার্জনও বৃদ্ধি পাবে।

সরকারি সম্পত্তি নিয়ে কাজ করার খেত্রে সাদৃশ বজায় রাখা ,বৈষম্য হ্রাস করা এবং স্বচ্ছতা সুনিশ্চিত করার লক্ষ্যে ২০১২-১৩ সালে জমি বন্টন নীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতি জমি বন্টনের শর্তাবলি-সহ জমি বন্টনের জন্য একটি স্বচ্ছ প্রক্রিয়ার উদ্ভব ঘটিয়েছে।

রাজ্য সরকার এবং তার অধিনস্থ সংস্থাগুলি যাতে কেবল ক্ষতিপূরণ ও প্রোৎসাহোন মূল্যের বিনিময়ে ইচ্ছুক কৃষকদের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে পরিকাঠামো গড়ার প্রকল্পের জন্য জমি কিনতে পারে, সেদিকে দৃষ্টি রেখে ২০১৪-১৫ সালে জমি ক্রয় নীতি প্রণয়ন করা হয়েছে।

এ ব্যাপারে রাজ্য সরকারের ঘোষিত নীতি হল এই যে, জোর করে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। সুতরাং সরকারের জমি কেনার নীতি হচ্ছে সম্মতি-ভিত্তিক এবং স্বচ্ছ। বিভিন্ন জনস্বার্থ-কেন্দ্রিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য এযাবৎ শিল্প। পরিকাঠামো ওকর্মসংস্থান বিষয়ক স্থায়ী কমিটি প্রায় ৯৫০ একর জমি সরাসরি কেনার অনুমোদন দিয়েছে।

রাজ্যের বিভিন্ন অগ্রণী প্রকল্প-সহ শিল্পের জন্য পরিকাঠামো উন্নয়ন এবং অন্ন্যান্য উনন্নয়নমূলক কাজের জন্য সুনিশ্চিত করতে রাজ্য ভূমি ব্যবহার পর্ষদ পশ্চিমবঙ্গের সমস্ত জেলারক্ষেত্রে জমির একটি জমি ব্যাংক প্রস্তুত করেছে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, ১৯৯৫ -এর ১৪Y ধারার সংশোধন করা হয়েছে ,যার ফলে উক্ত ধারার কার্যপরিধি অনেক প্রসারিত হয়েছে। বর্তমানে উদ্যোগপতিরাসরকারের অনুমতি নিয়ে সিলিং -বহির্ভুত জমি তাদের স্বাভাবিক ক্ষেত্রের বাইরে বিভিন্ন শিল্প ও সামাজিক পরিকাঠামোগত কাজকর্ম যথা ,তথ্যপ্রযুক্তির ,জাহাজনির্মান ,উপনগরীস্থাপন ,পরিবহন টার্মিনাল ,লজিস্টিক হাব ইত্যাদি কাজে নিয়োজিত করতে পারেন।

২০১১-১২ সালে বিনিয়োগকারীদের ব্যবহারের জন্য সূচক -সংশ্লিষ্ট জমি ব্যবহারের এলাকা বিভাজন মানচিত্রের ধারণাকে কাজে লাগিয়ে জমি ব্যবহার মানচিত্র প্রবর্তিত হয়েছে। শুল্কবা পতিত জমি,একফসলি জমি ,দো -ফসলি /বহু -ফসলি জমি,বনভূমি ,পাকা রাস্তা,জাতীয় /রাজ্য সড়ক ,রেল -সংযোগ ব্যবস্থা ,জলাশয় প্রভৃতি উপাদানগুলিকে জমি ব্যবহারমানচিত্রের অন্তভুক্ত করা হয়েছে।

নিজ গ্রহ নিজ ভূমিঃ

নিজ গ্রহ নিজ ভূমি (NGNB) প্রকল্পে (২০১১ সালে প্রবর্তিত) যোগ্য উপকারভোগী পরিবারকে (সকল গ্রামীণ ভূমিহীন ও গৃহহীন খেতমজুর/কারিগর/মতস্যজীবী শ্রেনিভুক্ত) ৫ ডেসিমেল পর্যন্ত জমি দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখনো পর্যন্ত এই পরিকল্পের অধীনে প্রায় ২.২ লক্ষ নিজ গ্রহ নিজ ভূমি পাট্টা বিতরণ করা হয়েছে।

২০১১-১৭ সময়কালে ৩ লক্ষেরও বেশী পাট্টা (নিজ গ্রহ নিজ ভূমি/কৃষি/বন পাট্টা) বিতরণ করা হয়েছে।

 

 

Huge improvement in sports infrastructure in Bengal

The sports infrastructure in Bengal during the last six years, under the leadership of Chief Minister Mamata Banerjee has improved significantly.

The Department of Youth Services and Sports has undertaken a lot of programmes on the education, health, employment and holistic mental and physical development of students and the youth.

 
Development of playgrounds: Financial assistance given to 331 institutions/ organisations

Setting up of multi-gyms: Financial assistance given to 2,244 institutions / organisations

Construction of mini indoor games facilities: Financial assistance given to 635 institutions/ organisations

Tournaments: Organisation of Annual Youth Festivals and Jangalmahal Cup, and financial assistance to police authorities for conducting the Sunderban Cup and Himal-Tarai Dooars Sports Festival.

Mountaineering and adventure sports: Encouraging the youth to take up mountaineering and adventure sports activities under the aegis of the West Bengal Mountaineering and Adventure Sports Foundation (WBMASF). During the last six years, 18 mountaineers from the state have conquered Mt Everest (compare this to only 4 from 1947 to May 2011). Stringent rules have been framed to select the climbers for Mt Everest and other 8000 metres above peaks. Through the department, rock climbing courses, coastal trekking, mountaineering expeditions, mountaineering courses at the Himalayan Mountaineering Institute (HMI) in Darjeeling, assistance to mountaineering clubs, etc. are organised. Radhanath Sikdar and Tenzing Norgay Adventure Awards and Chhanda Gayen Bravery Award have been introduced, and are given every year.

Bangla Yuba Kendra: To create a healthy socio-cultural ambience, a three-tier organisation (block-level, district-level and state-level) named Bangla Yuba Kendra has been set up to coordinate the different programmes of this department.

Budgetary allocation: The Plan Expenditure has increased by multiple times in the last six years – from Rs 5.52 crore during 2010-11 to Rs 185.3 crore during 2016-17 in the case of Youth Services and from Rs 29.29 crore during 2010-11 to Rs 237.21 crore during 2016-17 in the case of Sports.

Building of stadiums and sports complexes: Stadiums in Nayagram (Jhargram district), Salboni (Paschim Medinipur district), Memari and Bhatar (Purba Bardhaman district), Onda (Bankura district), Islampur (Uttar Dinajpur) and Uluberia (Howrah district), Archery Academy in Jhargram district, swimming pools in Baruipur and Canning (South 24 Parganas district), sports academy (including stadium) in Khatra (Bankura district), sports complexes (including stadiums) in Barrackpore and Naihati (North 24 Parganas district), and sports complex at Tala Park in Kolkata.

Renovation and modernisation of sports infrastructure: Flood lighting and renovation of the Mohun Bagan, East Bengal and Mohammedan Sporting grounds in Kolkata, flood lighting of Kanchenjungha Stadium in Siliguri, renovation of Lebong Stadium in Darjeeling, the indoor stadium at Rajbati Stadium Complex in Cooch Behar, Howrah Municipal Corporation Stadium, Eastern Ground in Chinsura, the swimming pool in Barijhati (both in Hooghly district) and Jhargram Stadium, upgradation and renovations of Bolpur and Suri Stadiums (Birbhum district), Ranaghat, Shantipur, Krishnagar,Kalyani and Nabadwip Stadiums (Nadia district), and Spandan Sports Ground at Kalna Aghorenath Park Stadium (Purba Bardhaman), construction of Balurghat Indoor Sports Complex (Dakshin Dinajpur district), construction and renovation of stadiums in Diamond Harbour Sports Complex and Kultali Dr BR Ambedkar College (South 24 Parganas district), renovation of Aurobindo Stadium (Purba Medinipur district), construction of Rakhal Memorial Sports Complex (Purba Medinipur district) and indoor stadium and sports hostel in Purulia and Kashipore Stadium (Purulia district), and the development of DSA Stadium, Brindabani Park and Satya Chowdhuri Indoor Stadium in Malda.

Management and monitoring of sporting activities: Management and monitoring of sporting activities in the districts to achieve the goals of district and sub-divisional sports councils.

Awards: Khel Samman to 89 present sportspersons, Banglar Gourab awards to 114 retired sportspersons, Kriraguru Sammans to 34 eminent coaches and Lifetime Achievement Awards to eight eminent sports personalities.

FIFA Under-17 World Cup: Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) has been upgraded and beautified for the FIFA Under-17 World Cup matches to be held there.

 

 

ছ’বছরে ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি বাংলার

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই যুগান্তকারী পরিবর্তন এসেছে বাংলার ক্রীড়ার চিত্রপটে। শুধু খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া নয়, গড়ে উঠছে খেলোয়াড় তৈরি হবার পরিকাঠামো। খুলে গেছে আরও নতুন খেলার দিক।

জেলার খেলাধুলোর পরিচালন ও নজরদারিতে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর গুরুত্ব দিয়েছে এবং লক্ষ্য অর্জনে জেলা ও মহকুমা স্পোর্টস কাউন্সিলগুলিকে পুনর্গঠন ও কার্যকরী করে তুলেছে।

অতীত এবং বর্তমান কৃতী ক্রীড়া ব্যাক্তিত্বদের কৃতিত্ব অর্জনের স্বীকৃতি জানানো রাজ্যের যুব কল্যাণ এবং এবং ক্রীড়া বিভাগের পরিকল্পনায় রয়েছে। ‘খেল সম্মান’ দ্বারা ৮৯ জন বর্তমান খেলোয়াড়, ‘বাংলার গৌরব’ সম্মানে ১১৪ জন অতীত খেলোয়াড়, ‘ক্রীড়াগুরু’ সম্মানে ৩৪ জন প্রখ্যাত কোচ এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে’ ৮ জন প্রখ্যাত ব্যাক্তিত্বকে এই সময়কালের ভিতর সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।

রাজ্যের ৮৩৬৩ ক্লাবকে যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ খেলাধুলা এবং স্থায়ী সম্পদের জন্য আর্থিক সহায়তা দান করেছে। রাজ্য পর্যায়ের স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে প্রত্যেক খেলাধুলোর জন্যও ৫লক্ষ টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর সুন্দরবন কাপ, হিমাল-তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব আয়োজনের জন্যও পুলিশ কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দান করেছে.

এই বছরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই, আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় রেখে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং তার সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন ও সৌন্দর্যায়ণ হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ শ্রীবৃদ্ধিসাধন, খেলার মাঠ, আলোর ব্যবস্থা, অভ্যাসের জায়গা সহায়ক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আর্থিক কর্মসম্পাদন যা ২০১০-১১ সালে ছিল ২৯.২৯ কোটি টাকা, তা আজ ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২৩৭.২১ কোটি টাকা।

নতুন করে তৈরি হয়েছে:-

১. ঝাড়গ্রামের নয়াগ্রাম স্টেডিয়াম

২. ঝাড়গ্রামের আর্চারি আকাদেমি

৩. পশ্চিম মেদিনীপুরে শালবনি স্টেডিয়াম

৪. পূর্ব বর্ধমানে মেমারি স্টেডিয়াম

৫. পূর্ব বর্ধমানে ভাতার স্টেডিয়াম

৬. দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সুইমিং পুল

৭. দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ সুইমিং পুল

৮. বাঁকুড়ার খাতরা’য় স্পোর্টস আকাদেমি এবং স্টেডিয়াম

৯. উত্তর ২৪ পরগণার বারাকপুরে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১০. উত্তর ২৪ পরগণার নৈহাটিতে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম

১১. হাওড়ায় উলুবেড়িয়া স্টেডিয়াম

১২. কলকাতার টালাপার্কে স্পোর্টস কমপ্লেক্স

১৩. উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্টেডিয়াম

১৪. বাঁকুড়ায় ওন্দা স্টেডিয়াম

 

বিদ্যমান ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক সংস্কার, আধুনিকীকরণ-এর রূপায়ণ বা সূচনা:-

১. কলকাতার মোহন বাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে ফ্লাড লাইটিংয়ের ব্যবস্থা এবং পরিকাঠামোর সংস্কার

২. দার্জিলিং-এ লেবং স্টেডিয়ামের সংস্কার এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি, দার্জিলিং-এ ফ্লাড লাইটিং-এর ব্যবস্থা

৩. কোচবিহারে ইনডোর স্টেডিয়াম, রাজবাটি স্টেডিয়াম কমপ্লেক্সের মেরামতি/সংস্কার

৪. দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ইনডোর স্পোর্টস কমপ্লেক্স

৫. মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম কমপ্লেক্সের কাঁটাতারের বেড়াসহ সীমানা প্রাচীর নির্মাণ

৬. মালদায় বৃন্দাবনি পার্কের ডিএসএ স্টেডিয়াম এবং সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামের উন্নয়ন

৭. বীরভূমে বোলপুর স্টেডিয়াম এবং সিউড়ি স্টেডিয়াম উন্নয়ন এবং সংস্কার

৮. নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার এবং বিভুতি ক্লাব খেলার মাঠ (বীরনগর)-এ ক্লাব হাউস তথা গ্যালারির নির্মাণ কাজ

৯. দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার স্পোর্টস কমপ্লেক্স এবং কুলতলি এবং ডাঃ বি আর আম্বেদকর কলেজ স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার

১০. পূর্ব মেদিনীপুরে রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স এবং অরবিন্দ স্টেডিয়ামের সংস্কার

১১. পুরুলিয়ায় ইনডোর স্টেডিয়াম, স্পোর্টস হোস্টেল এবং কাশীপুরের কাশীপুর স্টেডিয়াম, পুরুলিয়া

১২. হাওড়ার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্টেডিয়ামের সংস্কার

১৩. হুগলিতে ইস্টার্ন গ্রাউন্ড, চুঁচুড়া ও বারিজহাটিতে সুইমিং পুলের সংস্কার

১৪. পূর্ব বর্ধমানে স্পন্দন স্পোর্টস গ্রাউন্ড, কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়াম-এর সংস্কার ও উন্নিতকরণ

১৫. ঝাড়গ্রামে ঝাড়গ্রাম স্টেডিয়াম সংস্কার