mamata banerjee sagar island

Bengal CM oversees Gangasagar Mela preparations, announces Rs 5 lakh insurance cover

Besides making all arrangements for the safety and security of the people visiting the Gangasagar Mela in January to take the holy dip at the confluence of River Ganga and the Bay of Bengal, the Bengal Government has also decided to bring them under an insurance scheme of Rs 5 lakh each.

A high-level meeting headed by Chief Minister Mamata Banerjee held at Nabanna on December 8 also discussed the preparations and other aspects about the annual pilgrimage. In 2018, it will be held from January 10 to 16.

A senior IPS officer and a senior administrative officer, both with vast experience on overseeing the Gangasagar Mela during previous years, have been assigned to supervise the preparations and the fair itself. Directions have been given to set up a permanent bus stand and also to ensure that no unnecessary congestion takes place.

There will be sufficient number of vessels to ensure that people do not face trouble in reaching Sagar Island by crossing the Muriganga river from the mainland. RO-RO (roll on-roll off) services would be introduced by the government for that purpose, so that both vehicles and their owners can cross.

Live every year, closed-circuit television (CCTV) system will be used to maintain video surveillance at the fair site, and at a few other areas. This year, though, a new aspect has been introduced – live tracking. The real-time monitoring system, with feed from the CCTV system, will enable all senior administrative and police officers to watch live footages of all the transit and other crucial points on their mobile phones.

The State Irrigation Department has also been directed to carry out dredging at different locations on Muriganga to ensure easy movement of vessels. The State Civil Defence Department will place speed boats and other arrangements to combat any untoward situation, if they arise.

In a bid to keep the fairground clean and green, the concerned officials have been asked to take necessary steps to keep the island free from open defecation. Women-friendly toilets will also be set up. There will be volunteers to urge people to use dustbins.

 

গঙ্গাসাগরে যাত্রী–বীমা ৫ লক্ষের

আগামী বছর গঙ্গাসাগর মেলা যাঁরাই যাবেন তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমার আওতায় আনা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ থেকে ১৬ই জানুয়ারি সাগরমেলা চলার সময় যাঁরাই মেলায় আসবেন তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ ৫ লক্ষ টাকার বীমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেলা চলাকালীন তীর্থযাত্রী–‌সহ যাঁরা মেলায় উপস্থিত থাকবেন, তাঁরা যদি কোনও রকম দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবেন।

সাগর মেলা শুরু হওয়ার আগেই কচুবেড়িয়ায় ৫টি জেটি সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলা জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি ৩জি, ৪জি অপটিক্যাল ফাইবার পেতে মোবাইল অ্যাপের সাহায্যে নজরদারি চলবে।

মেলা প্রাঙ্গণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাগরের বিধায়ক, সাংসদ মণীশ গুপ্তকে। কলকাতা থেকে মেলায় ঢোকার আগে পর্যন্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মহানাগরিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে।

মেলা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার ওপর কড়া নজর থাকছে।

 

Source: Millennium Post

GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

River-side park of international standard to come up in Diamond Harbour

The State Government has decided to build a park in line with those seen in many well-known tourist places at Diamond Harbour in South 24 Parganas district.

The park will stretch along the bank of the Hooghly River, and will be a stretch of refreshing green.

The park will have steps going down to the river along the entire stretch of the park, with adequate safety measures like security personnel to keep watch. There will be two separate parks for children within the park.

Trees of various species will cover the whole area, including a row of palms. Manicured gardens will be set up at places. There will also be sculptures to beautify the park.

A large lake will be dug up in the middle of the park. There will be two entrance-cum-exits, connected to paths crisscrossing the entire park. Special viewpoints and benches for sitting will be constructed.

Four special picnic zones are part of the blueprint, so that the whole park does not become strewn with plates and other refuse. Last but not the least, there will be toilets located at convenient points inside the park.

 

Source: Bartaman

 

বিদেশের আদলে ডায়মন্ডহারবারে গড়ে উঠবে পার্ক, পিকনিক এরিনা

 

শীতের গোড়াতেই পর্যটক ও পিকনিক পার্টিদের জন্য সুখবর। একেবারে বিদেশি বিনোদন পার্কের আদলে এবার ডায়মন্ডহারবারে শ্রীহীন গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে একেবারে আধুনিক ছাঁচে ঢেলে সাজানো হবে।

প্রায় দু’কিমি এলাকা জুড়ে গঙ্গাতটে ফুল ও ফলের গাছগাছালির মধ্যে হাঁটার রাস্তার পাশাপাশি বসার জায়গা ছাড়াও পিকনিক স্পটের ব্যবস্থা থাকবে। যাতে অতিথিরা শহরে ঢোকার পর সেখানে দু’দণ্ড বসে নদীর স্পর্শ পেয়ে চোখ ও মনের তৃপ্তি পেতে পারেন। সকল বয়সিদের মনোরঞ্জনের কথা ভেবে সেই অনুসারে পরিকাঠামো তৈরি করা হবে। বিশেষত শিশুদের বিনোদনের জন্য রোপওয়ে করারও পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টো দিকে নদীর ধার ধরে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। তা শেষ হবে কেল্লার মাঠে গিয়ে। নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে। সেখানে নদীর জল পর্যন্ত পর পর সিঁড়ি থাকবে। যাতে কেউ মনে করলে নদীর একেবারে কাছে চলে যেতে পারেন। কেউ চাইলে সেখানে বসতেও পারেন। কোথাও কোথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মতো করে দেওয়া হবে। সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে। পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে। পার্কে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পালটানোর ঘরও। খাওয়ার জন্য বাইরে যেতে হবে না। ভিতরেই থাকবে মোবাইল ফুড স্টল।

বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কেল্লার মাঠকে। পুরো জায়গাকে পিকনিক করার উপযোগী করে তৈরি গড়ে তোলা হবে। সব মিলিয়ে পাঁচটি পিকনিক এরিনা করা হবে। এছাড়া বোটিংয়ের জন্য ব্যবস্থা হবে। পাশাপাশি একটি রোপওয়ে তৈরি করা হবে। ডায়মন্ডহারবার ব্যায়ামাগারের থেকে কেল্লার মাঠ পর্যন্ত রোপওয়েটি করা হবে।

সব মিলিয়ে, ডায়মন্ডহারবারকে সাজিয়ে তোলার এই উদ্যোগ এলাকার পর্যটনের বিকাশ ঘটাবে বলেই আশা করা যায়।

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

State Govt to set up hydroelectric power station in the Hills region

The Bengal Government would start the construction of a batch of small hydroelectric power stations in the Hills region.

The one at Ragnu in Darjeeling district, worth 6 megawatt (MW) has already been approved and work is in progress. Surveys are going on for setting up others in Rimbik, Nagrakata, Mirik and other places.

Hydroelectric power stations are much less pollution, hence the decision for setting up these in an ecologically sensitive region like the Darjeeling district has been taken.

Currently, 1076 MW of electricity is produced in Bengal using the hydroelectric method.

Source: Bartaman

 

পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে ঝাঁপাচ্ছে রাজ্য

পাহাড়ে নতুন করে একগুচ্ছ নয়া জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করতে চায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সেই মতো রিম্বিক, নাগরাকাটা, মিরিক সহ একাধিক জায়গায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলার রগনুতে ছ’মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। সমীক্ষার জন্য গত মাসের শেষের দিকে টেন্ডার ডাকা হয়েছে।

বর্তমানে রাজ্যে জলবিদ্যুৎ ক্ষেত্র থেকে ১০৭৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তার মধ্যে ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পও রয়েছে। বাকিগুলি হল, তিস্তা ক্যানাল প্রকল্প (৬৭.৫ মেগাওয়াট), রাম্মাম প্রকল্প (৫১ ,মেগাওয়াট), জলঢাকা প্রকল্প (৪৪ মেগাওয়াট) সহ অন্যান্য কেন্দ্র। রাজ্য চাইছে দার্জিলিংয়ে ছোট (কমবেশি ৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে।

জলবিদ্যুতের ক্ষেত্রে দূষণের সমস্যা কম থাকে। তার ওপর এইসব কেন্দ্র তৈরি হয়ে যাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাহাড়ে জলবিদ্যুতের পাশাপাশি পুরুলিয়ায় তুর্গা পাম্প স্টোরেজ প্রকল্প (১০০ মেগাওয়াট) রুপায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

তাপবিদ্যুতের পাশাপাশি এবার অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাসসহ অন্যান্য উৎস রয়েছে। তাঁর মধ্যে পাখির চোখ করা হচ্ছে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎকেই।

State Govt planning to set up eco-industrial parks

The Bengal Government is seriously exploring the possibility of setting up eco-industrial parks, which includes the creation of a sustainable model for future units, as the State Government is committed to anything that is green, clean and sustainable.

Towards that end, it would soon initiate discussions with the United Nations Industrial Development Organization (UNIDO) and the Confederation of Indian Industry (CII).

An eco-industrial park is a community of manufacturing and service businesses located together on a common property. It is also an initiative for a valid approach for scaling up resource efficiency and cleaner production in industrial zones. It is one of the practical ways for transition to green industry and achieving resource efficiency.

Over the last six years, the Trinamool Congress Government has proved its commitment towards the development of environment-friendly methods, processes and programmes, be it the setting of a target of generating about 3,000 MW through alternative sources of energy or the recently-taken decision to introduce 20 electric buses for Kolkata and its surrounding areas or setting up solar lights in parks or the countless other measures

Source: Millennium Post

ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে উদ্যোগী রাজ্য সরকার

উন্নয়নের সাথে সাথে পরিবেশ রক্ষার প্রতিও দায়বদ্ধ রাজ্য সরকার। ‘ক্লিন এন্ড গ্রীন’ উন্নয়নের মডেলকেই পাখির চোখ করেছে রাজ্য। তাই এবার ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ভাবনা রাজ্য সরকারের।

এই লক্ষ্যে রাজ্য সরকার আলোচনা করছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সঙ্গে।

একই জায়গায় একসাথে অনেকগুলি ম্যানুফ্যাকচারিং ও পরিষেবামূলক ব্যাবসায়িক প্রতিষ্ঠান মিলে তৈরী হয় একটি ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর ফলে একদিকে যেমন সম্পদ ব্যাবহারের কার্যকারিতা বৃদ্ধি হয়, পাশাপাশি কারখানায় উৎপাদনও অনেকটাই পরিবেশ-বান্ধব হয়।

বিগত ছয় বছরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিভিন্ন পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে। বাংলায় অচিরাচরিত শক্তির মাধ্যমে ৩০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। খুব শীঘ্রই ২০ টি ইলেকট্রিক বাস চলবে কলকাতার রাজপথে। বিভিন্ন পার্কগুলিতে সৌরআলো উৎপাদনও হচ্ছে।

Water taxis for leisure rides on Hooghly river soon

Soon, water taxis would be available for leisure rides on the Hooghly river. The West Bengal Transport Corporation (WBTC) will be operating the vessels, which are akin to motor boats, from jetties in Kolkata.

Eight seats would be available in each water taxi. People can hire the whole boat too. Initially, the service would be available from the jetty at Millennium Park. According to a WBTC official, the vessels would be delivered by December 25; hence, plans are afoot to start the rides during the Christmas holidays.

Currently, WBTC operates mayurpakshi boats for one-hour leisure riders on the Hooghly every Saturday, Sunday and public holidays. This is a very popular service. The rides cost Rs 100 per passenger.

WBTC officials hope that the water taxis too would be popular.

 

এবার গঙ্গাতে ওয়াটার ট্যাক্সি নামাচ্ছে রাজ্য

এবার জলক্রীড়ার মজা মিলবে শহরেই। চাইলে বড়দিনের ছুটিতে শহরে ঘুরতে এসে গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সিতে প্রমোদ ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন যে কেউ। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, আপাতত দু’টি ওয়াটার ট্যাক্সি তৈরি করা হচ্ছে।

বর্তমানে প্রমোদ ভ্রমণের জন্য শনি, রবি এবং অন্যান্য ছুটির দিনে বাহারি নৌকা ময়ূরপঙ্খী চালায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এক ঘণ্টা করে যাত্রীদের গঙ্গায় ঘোরানো হয়। থাকে গান-বাজনার আয়োজনও। তার জন্য খরচ পড়ে জনপ্রতি ১০০ টাকা। নিগমের এই আয়োজন যাত্রী মহলে বেশ জনপ্রিয় হয়েছে। গঙ্গায় ওয়াটার ট্যাক্সি নামানোর পরিকল্পনাও পর্যটকদের মধ্যে জনপ্রিয় হবে বলে আশা নিগম কর্তাদের।

ওয়াটার ট্যাক্সিতে আটটি করে সিট থাকবে। কেউ চাইলে নিজেদের পরিবার বা বন্ধু-বান্ধবদের জন্য গোটা জলযানটিই ভাড়া নিতে পারবেন। আলাদা করে সিটের ভাড়া দেওয়ারও ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মিলেনিয়াম পার্কের জেটি থেকে এই জলযানগুলি চালানো হবে।

সাধারণ জলযানের তুলনায় ওয়াটার ট্যাক্সি অনেকটাই বেশি গতিতে যেতে পারে। এই জলযান গঙ্গা ভ্রমণে নয়া উৎসাহ তৈরি করবে বলে মত তাদের।

Source: Bartaman

Bengal Govt giving new homes for one-horned rhinos

The Bengal Government is setting up two new homes for the one-horned rhinoceros – Rasmati Jheel in the Patlakhawa forest area in Cooch Behar district and the Ramsai jungle near Gorumara National Park in Jalpaiguri district. With the number of rhinos rising steadily in the jungles of Gorumara and Jaldapara, this is a welcome step.

The river Torsa flows through the Patlakhawa forest. The earmarked area is a grassland, and hence an ideal habitat for the rhinoceros. The rhinos will be released in the ratio of two females for every male.

The district of Cooch Behar has many components of tourism; only wildlife tourism was missing. With the new home for rhinos this too will be fulfilled. There are plans to also develop an elephant safari in the district.

Source: Millennium Post

একশৃঙ্গ গণ্ডারদের জন্য দুটি নতুন ঠিকানা বাংলায়

জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে বেড়ে চলেছে একশৃঙ্গ গণ্ডারদের সংখ্যা। এবার তাদের জন্য নতুন দুটি বাসস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। প্রথমটি হল কোচবিহার জেলার পাতলাখাওয়া জঙ্গলে রাসমতি ঝিলে; অন্যটি জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় অভয়ারণ্যের রামসাইয়ের জঙ্গলে।

পাতলাখাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। এই অঞ্চলটি গণ্ডারদের পক্ষে খুব আদর্শ বাসস্থান হতে চলেছে। এখানে ২টি মহিলা পিছু ১টি পুরুষ – এই অনুপাতে গন্ডার ছাড়া হবে।

কোচবিহারে পর্যটনের অনেক সুযোগ, শুধু বন্যপ্রাণ কেন্দ্রিক পর্যটনের কোনও সুযোগ ছিল না। সরকারের এই উদ্যোগের ফলে তাও পূরণ হয়ে যাবে। পরিকল্পনা আছে এই জেলায় একটি হাতির সাফারিও শুরু করার।

Will not link my mobile number with Aadhaar, let authorities disconnect my connection: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre on Wednesday, saying she will not link Aadhaar to her phone number and dared authorities to “disconnect it if they wanted to”.

“Under no circumstances will I link my Aadhaar with my telephone number. If the authorities disconnect my phone, let them do it. It will actually save me a lot of trouble as I won’t have to go through a number of text messages,” she said.

She was speaking at an extended core committee meeting of Trinamool Congress in Kolkata.

“I would urge you to protest in a similar manner. How many telephone connections will they disconnect? What does BJP want? Do they want to listen to people’s secrets. It’s a direct attack on privacy,” she said.

Describing the decision to link the two as an attack on privacy, the CM said, “After you link Aadhaar with your phone, even personal conversations between husband and wife will reach the BJP office. We are taking up the issue in and out of the Parliament. If need be, we may fight it legally too.”

The extended core committee meeting was held at Nazrul Mancha, in which MLAs, MPs, civic body chiefs, zilla parishad sabhadhipatis were present.

 

নম্বর কেটে দিলে দিক, আধার-মোবাইল লিংক করব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন নোট বাতিল থেকে শুরু করে আধার কার্ড-সহ একাধিক প্রসঙ্গ।

নজরুল মঞ্চে উপস্থিত কর্মী-নেতা-মন্ত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কথায় কথায় বলছে আধার কার্ড চাই। জানেন আধার কার্ড দিলে কী হতে পারে ? স্বামীর সঙ্গে স্ত্রী কী নিয়ে কথা বলছে তা সরকার জেনে যাবে। সেটা BJP দপ্তরে পাঠিয়ে দেবে। আমি আমার নম্বরে কার সঙ্গে কথা বলব, তা তোমার জানার অধিকার নেই।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মোবাইল নম্বরের জন্য আধার কার্ড দেব না। তাতে যদি আমার নম্বর কেটে দেয়, কেটে দেবে। ব্যক্তিগত গোপনীয়তা আমার অধিকার।”

মঞ্চে উপস্থিত দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমি আধার কার্ড দেব না। আপনারা কেউ দেবেন ?” পালটা মুখ্যমন্ত্রীর সুরে নেতা-কর্মীরা বলেন, আমরাও কেউ মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর দেব না।

20 things Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the extended core committee meeting at Nazrul Mancha.

In her speech, she attacked the Centre on demonetisation and hasty implementation of GST. She termed demonetisation “the biggest scam” and asked party workers to observe ‘Black Day’ on November 8 (the anniversary of demonetisation).

She also slammed the Opposition in Bengal for their negative politics.

 

Here are 20 things that Mamata Banerjee said at Trinamool’s extended core committee meeting:

  • The festive season was peaceful without any untoward incident anywhere. Despite so many provocations and conspiracies, attempts to incite riots and violence were thwarted by the people. Credit must go to the local clubs, puja committees and administration.
  • Trinamool did not come power by sitting on armchairs. There is no room for complacency. Trinamool stands for mass movement. Trinamool stands for people. Trinamool stands for struggle. We lost thousands of our party workers. The new generation must be aware of the history of the party. I have documented our struggles in my books.
  • Listen to what people are saying on social media. Reach out to them. We are a pro-people party. We will never take any decision which is against the interests of the people.
  • There is no place for groupism or ego-fights in Trinamool. We will not tolerate anti-party activities. Party discipline is foremost. If you cannot follow it, you are free to leave. It is difficult to earn respect but very easy to lose it. A true leader is one who has people by their side. Workers are our biggest assets.
  • The media in Delhi is controlled by the ruling party at Centre. They cannot open their mouth against the Centre. If they dare to do so, they are threatened by the agencies like ED and CBI. The American can criticise Trump but the Indian media does not speak against Modi.
  • The Centre is running a dictatorial regime. They cannot break the TMC with intimidations and politics of coercion. We will speak out against any injustice.
  • The Opposition in Bengal does not play a constructive role. All the three parties have joined hands to fight us. Ram-Shyam and Ghanshyam have come together to form a ghont (unholy alliance).
  • There is blatant use of money power by the Centre. The ruling party is using black money to finish off all small parties. They want only one party to exist. They are now buying votes with money power in Gujarat.
  • We will observe ‘Kala Dibas’ (Black Day) in all blocks on November 8 to mark the anniversary of demonetisation. Rallies will be organised between 2-3 PM. Prepare slogans to reach out to people.
  • Demonetisation is the biggest scam. There must be an investigation into it. I had tweeted within 45 minutes of the announcement. Today Manmohan Singh, P Chidambaram, Arun Shourie are saying the same thing. Even eminent economists have spoken out against demonetisation.
  • What purpose did demonetisation serve? Did it weed out black money? No. Did it put an end to terrorism? No. Only one party converted its black money into white. They have also stashed away their black money abroad.
  • I have also received threats for speaking out. They threaten to use the CBI against me. Let them do whatever they want to. In Tagore’s words, this ‘monihar’ (necklace of gems) – referring to CBI – will turn into ‘bishhar’ (necklace of poison) once they are out of power.
  • They are coercing people to link their Aadhaar with their mobile number. This is their tactic. Even a private conversation between a husband and wife will now be pried on. Will there be no privacy left? I refuse to link my mobile number with Aadhaar. Left the service providers cut off my connection if necessary.
  • People are now scared of the phrase “mitron”. They keep harping on about their 56 inch ‘chhati’ (chest). We don’t need a ‘chhati’. We need a ‘chhata’ (umbrella) of unity that gives protection to people.
  • Despite a huge burden of debt (around Rs 2 lakh crore), we are carrying out all developmental programmes and schemes. 8.5 crore people receive rice at Rs 2/kg under Khadya Sathi. We have distributed 70 lakh cycles under Sabuj Sathi scheme. We have distributed scholarships under Siksha Shree scheme to 1.14 crore students. Over a crore minority students have received scholarships. We have distributed 15 lakh saplings under Sabuj Shree scheme. Healthcare is free in Bengal.
  • After the floods, Assam and Bihar got financial aid from the Centre. We don’t begrudge them. But Bengal was not given a single penny. Why? Because BJP is in power in these States and not in Bengal? They are systematically destroying the federal structure.
  • Bengal has been vocal against the hasty implementation of GST. But the Centre did not listen to us. And now the small and medium enterprises have been badly hit. The system was not prepared at all. About 50% people could not do uplinking. Total system failure. Almost 1 lakh people lost their jobs in Surat alone.
  • The Centre is manipulating growth figures. The GDP growth has fallen from 7% to 5.7% in the last quarter. They have zero performance. They only speak the language of riots and violence.
  • We will keep raising the issues concerning people. We will bring them up in Parliament. They threaten to put us in jail; let them do it. We will not bow down.
  • We are a pro-people party. People are our strength. Trinamool is like a big banyan tree that gives shade to all. People are the ultimate judge in a democracy.

 

তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখে নিন এক নজরে

আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের  বর্ধিত কোর কমিটি বৈঠকে বক্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে  কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

১. বাংলায় সব উৎসব আমাদের নিজেদের মতো করে পালন করি। সকলকে অনেক শুভেচ্ছা। এত চক্রান্ত, প্ররোচনা সত্ত্বেও উৎসবের দিনগুলি শান্তি পূর্ণ ভাবে কেটেছে। সেজন্য সকল লোকাল ক্লাব, পুজো কমিটি সহ সব সাধারণ মানুষকে ধন্যবাদ।

২. তৃণমূল কংগ্রেস আরাম কেদারায় বসে ক্ষমতায় আসেনি। অনেক সংগ্রাম, ত্যাগ করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। হাজার হাজার কর্মী প্রাণ হারিয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। তৃণমূল কংগ্রেস সংগঠিত, সুশৃঙ্খল দল। মানুষকে নিয়ে কাজ করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য।

৩. তৃণমূল কংগ্রেস মানে মা-মাটি-মানুষ, তৃণমূল কংগ্রেস মানে সংগ্রাম, আন্দোলন, জনগণ। তৃণমূল কংগ্রেস যা করেছে সমগ্র রাজনৈতিক ইতিহাসে কেউ করে দেখাতে পারবে না। তৃণমূল কংগ্রেস কেন তৈরি হয়েছিল, ১৯৯৩ সাল থেকে তার সংগ্রামের কথা আমি লিপিবদ্ধ করে রেখেছি ছাত্র যুবদের জন্য। আমরা প্রতি বছরের কার্যকলাপ লিপিবদ্ধ করে রাখি।

৪. সোশ্যাল নেটওয়ার্কে খোঁজ রাখতে হবে, মানুষ কি ভাবছে জানতে হবে। যে কাজ জনগণের পক্ষে সেটাই আমরা করব। যে কাজ জনগণের পক্ষে নয় তা আমরা করব না।

৫. তৃণমূল কংগ্রেসে গ্রুপ করার, দল বিরোধী কাজ করার কোন জায়গা নেই। আমরা প্রগতিশীল ভাবধারা নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। যার মধ্যে যা ভালো জিনিস আছে আমরা তা গ্রহণ করেছি। সুনাম অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু বদনাম করতে এক সেকেন্ড সময় লাগে। সবাইকে নিয়ে যে চলে সেই নেতা। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের সম্পদ।

৬. দিল্লি মিডিয়াকে কন্ট্রোলে রেখেছে কেন্দ্রীয় সরকার, তারা ওদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না; যদি কেউ বলে ফেলে তাকে জব্দ করার জন্য তার বাড়িতে ইনকাম ট্যাক্স বা সিবিআই বা ইডি পাঠিয়ে দেওয়া হয়। আমেরিকার মিডিয়া যেভাবে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছে ভারতের মিডিয়া তা করতে পারে না। কারণ তাদের ভয় দেখানো হচ্ছে, খুন করা হচ্ছে।

৭. যেভাবে কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক চাবুক চলছে, যারা স্বচ্ছতা, সাহসিকতা, সংগ্রামের সাথে রাজনীতি, আন্দোলন করে তাদের জন্য তা বিষময় হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা আর এজেন্সির জোরে, অত্যাচার, চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে পারবে না। আমরা অন্যায়ের প্রতিবাদ করবই।

৮. বাংলায় যে কটা বিরোধী দল আছে ওরা শুধু নেগেটিভ রোল প্লে করে। সব দল মিলিত হয়েছে আমাদের বিরুদ্ধে। ভোট এলেই রাম-শ্যাম-ঘনশ্যাম ৩টি দল এক হয়ে গেল।

৯. কাউকে প্রচুর টাকা দিয়ে, কাউকে ভয় দেখিয়ে কিনে নিচ্ছে। ভারতবর্ষকে নিয়ে কোটি কোটি টাকার, কালবাজারির খেলা চলছে যাতে সব ছোট রাজনৈতিক দলগুলি শেষ হয়ে যায় আর একমাত্র দাঙ্গাকারী দলটি বেঁচে থাকে। গুজরাতে ক্ষমতায় আসার জন্য টাকা দিয়ে ভোট কিনছে।

১০. আগামী ৮ই নভেম্বর দুপুর ২-৩ টেয় নোট বাতিলের এক বছর উপলক্ষে ব্লকে ব্লকে ‘কালা দিবস’ পালন করা হবে। নোটবাতিল ঘোষণার ৪৫ মিনিটের মধ্যে আমি টুইট করে যা বলেছিলাম আজ মনমোহন সিং, পি চিদাম্বরম, অরুন শৌরি সহ সব অর্থনীতিবিদরা একই কথা বলছে।

১১. নোটবাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি।এর তদন্ত হওয়া উচিত। এটি দুর্নীতির ধন্দ। কালো টাকা আজ পর্যন্ত উদ্ধার হয়নি। দুর্নীতি আজ পর্যন্ত রোখেনি। টেররিজম আজ পর্যন্ত রোখেনি। নোট বাতিলের ফলে সবার ক্ষতি হয়েছে, লাভ শুধু একটা দলেরই হয়েছে, যত ব্ল্যাক মানি সব সাদা হয়ে গেছে। নিজেদের টাকা বিদেশে মজুত করেছে।  

১২. আমাকেও থ্রেট করা হয় এটা ওটা বলা যাবে না। ট্যাক্টফুলি সারদা নারদা করা হয়েছে তৃণমূলকে হিউমিলিয়েট করার জন্য। আমাদের পেছনে সিবিআই, ইডি লাগায় তাও আমরা প্রতিবাদ করে যাই। আজ যে মনিহার গলায় পোরে বসে আছে, যেদিন ক্ষমতায় থাকবে না, এই মণিহার বিশধর হারে পরিণত হবে।

১৩. মোবাইলেও আধার কার্ড দিতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে কি কথা বলবে সেটা ট্যাপ করে পার্টি অফিসে পাঠিয়ে দেবে। মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মোবাইলের সঙ্গে আধার কার্ড নম্বর আমি দেব না, তাতে মোবাইল না থাকলে না থাকবে।

১৪. মিত্রোঁ বললেই মানুষ ভয় পেয়ে যাচ্ছে। কথায় কথায় কেউ বলছে আমার নেতার এত বড় ছাতি। আরে ছাতি চাই না, এই দেশকে একত্র করার ছাতা চাই।   

১৫. মাথায় এত (প্রায় ২লক্ষ কোটি টাকা) দেনা নিয়ে এত প্রকল্প কোন একটা রাজ্য করে দেখাক। ২ টাকা কিলো চাল ৮.৫ কোটি লোক পায় খাদ্য সাথীতে, সবুজ সাথী সাইকেল ৭০ লক্ষ ছেলেমেয়েরা পেয়ে গেছে। শিক্ষাশ্রী প্রায় ১ কোটি ২৪ লক্ষ, সংখ্যালঘু স্কলারশিপ ১.৫ কোটি হয়ে যাবে। সবুজশ্রী প্রায় ১৫ লক্ষ গাছের চারা ইতিমধ্যেই বিলি করা হয়েছে। আমাদের সরকার বিনা পয়সায় চিকিৎসা দেয়।

১৬. বন্যার পর আসাম, বিহার সঙ্গে সঙ্গে ত্রাণের টাকা পেল। কিন্তু বাংলা একটা টাকাও পেল না, যেহেতু বিজেপি সরকার নয়। টোটাল ডিস্ক্রিমিনেশন, ফেডেরাল স্ত্রাকচারে আননেসেসারিলি ইন্টারফেয়ারেন্স।

১৭. ৫০% লোক এখনও আপলিঙ্কিং করতে পারেনি জিএসটিতে। তার মানে সিস্টেম ফেলিওর। আমরা ছাড়া কেউ জিএসটির প্রতিবাদ করেনি। শুধু গুজ্রাটের সুরাটে ১লক্ষ লোক চাকরি হারিয়েছে। ছোট ও মাঝারি অনেক ব্যাবসা বন্ধ হয়ে গেছে।

১৮. দেশটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত বছর এই সময় ৭.৯% গ্রোথ ছিল আর আজ সেখানে ৫.৭% এই কোয়ার্টারে। কোনও পারফরমেন্স নেই। কেউ কেউ বলছে পালিশ করে দেব, মেরে দেব, এমন ভাষা ওদের নিজস্ব। ওদের ভাষা দাঙ্গা, গুন্ডামি করার।

১৯. আমরা মানুষের কথা তুলে ধরবই। পার্লামেন্টেও কথা তুলব। আমরা প্রতিবাদ করব। তাতে যদি সবাইকে জেলে পোরে, পুরুক। আমরা মাথা নত করব না।

২০. আমাদের সরকার জনগণের সরকার, আমরা প্রো-পিপল। মানুষই আমাদের শক্তি। তৃণমূল কংগ্রেস একটা বটবৃক্ষ। মানুষই তৃণমূলের একমাত্র গণ দেবতা।