Doctors are our pride: Mamata Banerjee

West Bengal Chief Minister was present at the convocation ceremony of West Bengal Health University. She heaped praises on the doctors and research scholars, while highlighting the work done in the health sector in the last seven years.

 

 

Highlights of the Chief Minister’s speech:

  • The dream of many research scholars will come true today. The convocation is a special day for many. Hard work and sacrifice of several years bears fruit on this day. Your continuous efforts will be honoured. My best wishes to all.
  • The merit of Bengali students is unmatched elsewhere in the country. The health infrastructure of Bengal is also unparalleled.
  • I have written to the Centre about the lapses in NEET papers. How can there be mistakes in the question paper that will determine the future of lakhs of students? This must be pursued.
  • We are proud of our doctors and nurses.
  • 42 new multi super speciality hospitals have been set up.
  • 16 Mother and Child Hubs have been set up. 78 SNCUs and 307 SNSUs have been set up.
  • 115 fair price medicine shops. 85 fair price diagnostic centres. ICCU, HDUs set up in districts.
  • We provide free treatment in hospitals. Even people from other States are coming to Bengal for treatment.
  • From Rs 700 crore the health budget has increased to Rs 8000 crore in seven years.
  • 99% of doctors are honest and hard-working. For the wrong actions of just 1% the entire fraternity has to bear the brunt.
  • We must keep our heads held high and work for the people.
  • Institutional delivery rate has increased from 65% to 95% in six years.
  • We have increased seats in medical colleges by 1400, 9 new medical colleges have been set up.
  • I encourage my new generation to take up research – there are many unexplored avenues. Cancer cure is still not available, high blood sugar is becoming a concern. Research will only take the medical field forward.
  • Bengal will become the best in the world. One day people will say the health infrastructure in Bengal is the best.

Dr Amit Mitra & fin mins of 6 other States meet to demand amending of ToR of 15th Fin Commission

To protest the Central Government’s decision of changing the Terms of Reference (ToR) of the 15th Finance Commission, of moving the population base year from 1971 to 2011 for determining the States’ share of allocation of the taxes collected by the Centre, the finance ministers of Bengal, Delhi, Punjab, Puducherry, Andhra Pradesh, Kerala and Karnataka met in Amaravati, the capital of Andhra Pradesh, yesterday.

The change in the population base year would discriminate against the States which have done exemplary work in reducing the burden of population, and the States which met yesterday would be among the most affected. As an example, while the average fertility rate of the country is 2.3, the fertility rate of Bengal is 1.6.

On the other hand, States which have not managed to reduce the burden, like Uttar Pradesh, Haryana, Gujarat, Uttarakhand, Rajasthan and Madhya Pradesh, and which, not so coincidentally, as it turns out, are all ruled by the BJP, would be big gainers.

The new ToR, if implemented, would result in Bengal losing between Rs 22,000 crore and Rs 35,000 crore from 2020-2025 (the period of implementation of the 15th Finance Commission). This will cause huge deprivation to the State. Taking all losing States into account, like Kerala, Odisha, Punjab, Telangana, Karnataka, Andhra Pradesh and a few others, the losses would range from, on a conservative basis, Rs 343 crore to Rs 24,000 crore.

Population is one of the primary criteria for determining the share of each State in the divisive pool. All the States and Union Territories are collectively allocated 42 per cent of the Central taxes collected each financial year. The remaining 58 per cent is for the Centre to use for national purposes.

The States which met in Amaravati yesterday are also preparing a joint memorandam to be presented to the Central Government for demanding the amending of the Terms of Reference to remove any discrimination.

Earlier, Chief Minister Mamata Banerjee had written a letter to the Centre on the same issue, asking for the changing of the new ToR.

In it, she had also written that not just in reducing population, but also on aspects like 100 Days’ Work (MGNREGA scheme), rural road connectivity and e-tendering, as well as some others, Bengal has been a trend-setter. For quite a few of these, the current Central Government too has showered praise and encouragement.

For Bengal, another important issue to be considered is the fact that the Trinamool Congress Government has to repay the huge debt left behind by the Left Front Government. The burden amounted to a total of Rs 2.35 lakh crore till March 31, 2018. For financial year 2018-19, the amount to be repaid is Rs 48,000 crore.

 

Source: Bartaman

Developmental activities taken up in Purba Bardhaman

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Purba Bardhaman.

Tabulated below are the important developments:

 

Health and Family Welfare

Multi/Super-speciality hospitals: 1 set up in Kalna

Fair-price medicine shops: 5 set up – atBurdwan Medical College and Hospital, Katwa Subdivisional Hospital, Memari Rural Hospital, Kalna Subdivisional Hospital and Super Speciality Wing of Burdwan Medical College and Hospital (formerly Anamoy Hospital); buying from these fair-price shops has resulted in more than 28.58 lakh people getting discounts of more than Rs 64.17 crore

Fair-price diagnostic centres: 1 set up at Burdwan Medical College and Hospital

SNSU: 17 sick newborn stabilisation units set up in Kalna, Katwa, Bhatar, Jamalpur, Singat, Monteswar, Memari, Madhabdihi, Nabagram, Kandra, Ramjibanpur, Atgharia, Mongalkote, Bahadurpur, Srirampur, Maheshbari and Paharhati

SNCU: 3 sick newborn care units set up at Burdwan Medical College and Hospital, Katwa Subdivisional Hospital and Kalna Subdivisional Hospital

CCU/HDU: 3 critical care units and high-dependency units set up at Burdwan Medical College and Hospital, Katwa Subdivisional Hospital and Kalna Subdivisional Hospital

Swasthya Sathi: About 3.14 lakh people enrolled

Sishu Sathi: More than1,097 children successfully operated on

 

Education

Colleges: 5 government colleges set up in Mongalkote, Kalna, Bhatar, Gotan and Tehatta; agricultural college set up in Sadhanpur

ITI: 12 industrial training institutes set up in Purbasthali-1, Purbasthali-2, Bhatar, Mongalkote, Ausgram-2, Monteswar, Galsi-1, Jamalpur, Katwa-1, Ketugram-2, Khandaghosh and Memari-2 blocks

Polytechnic colleges: 1 set up in Memari

Utkarsh Bangla: More than22,000 youths being given skills training

Sabooj Sathi: More than 3 lakh school children given bicycles

Upgrading of schools: About 180 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: About 16,000 landless families handed over patta, and more than 3,500 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 90% of eligible farmer families given KCCs

Mati Utsav being celebrated regularly; it has been appreciated by the United Nations’ Food and Agricultural Organisation (FAO) for being a platform for exchanging knowledge and opinions on agriculture, pisciculture, animal husbandry and related sectors

Kisan Mandi: 20 set up in Purbasthali-1, Galsi-1, Bhatar, Mongalkote, Purbasthali-2, Ketugram-2, Kalna-1, Raina-1, Raina-2, Katwa-1, Ketugram-1, Jamalpur, Memari-1, Ausgram-1, Ausgram-2, Memari-2 and Monteswar bocks, and in Bardhaman, Kalna and Katwa

Hatchlings distributed: More than 21.3 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 16.68 crore person-days created at an expenditure of more than Rs 3,637 crore

Rural housing: About 30,000 people benefitted; on January 29, 2018, it was announced that another 42,287 people would be distributed houses under various schemes

Rural roads: About 415 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that another 398 km is being built/renovated

Samabyathi: About14,141 people benefitted from this scheme

ODF: Purba Bardhaman has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 4.14 lakh toilets built, which is about 72% of the target

 

Minorities’ Development

Scholarships: About 9.61 lakh students from minority communities given scholarships worth about Rs 280 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 58 crore

IMDP& MSDP: About Rs 205 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) and Multi-sectoral Development Programme (MSDP) – more than 12,640 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.

Karmatirtha: 30 Karmatirthas built to increase employment of local people

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 5.57 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 4.37 lakh people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 3.14 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

Combating malnutrition: To decrease cases of malnutrition, children are being fed nutritious diet through the anganwadi centres – powderedroasted Bengal gram flour (sattu), roasted peanuts and Bengal gram (chola), diet laddu

 

Food security

Khadya Sathi: As part of the scheme, about 86% of the eligible population of Purba Bardhaman (about 47.79 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Industry

MSME: 41 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are 4 MSME clusters, 32 handloom clusters and 5 khadi clusters

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 171 projects like roads, bridges, etc. by investing about Rs 1,070 crore

Roads: About 1,180 km of roads built/re-built/widened including National Highway-2B, Saptagram-Tribeni-Kalna-Katwa road (State Highway-6), Muchipara-Shibpur road, Bhatar-Banpas road

Baitarani: As part of Baitarani Scheme, 38 burning ghats being renovated and 1 electric furnace being constructed

Gatidhara: Through Gatidhara Scheme, about 470 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

Power plant: NTPC project being built in Katwa

 

Irrigation

Dams repaired: About 68 km of dams repaired

Riverbank anti-erosion measure: Bank of Bhagirathi river in Charsahapur mouza in Katwa-2 block set with boulders to prevent erosion

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 73 projects at a cost of about Rs 282 crore

Drinking water project: Surface Water-Based Project completed to serve arsenic-affected areas in Purbasthali-2 block

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 56,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

 

Labour

Samajik Suraksha Yojana: 3.86 lakh workers from the unorganised sector documented – of these, about 87,519 beneficiaries have received benefits to the tune of more than Rs 35 crore

Yuvashree: About 11,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 29,000 self-help groups set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 18,000 ventures approved, for which a total grant of about Rs 111 crore given

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 12,700 folk artistes getting retainer fee and pension

Rabindra Bhavan renovation: Rabindra Bhavans in Bardhamanand Katwa renovated

 

Housing

For the economically disadvantaged: About 22,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 7 Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) in Karjona, Shaktigarh, Samudragarh, Guskara, Sagrai, Budbud and Kalna

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 1,500 cubs given more than Rs 47 crore for promoting sports

Sporting infrastructure: 189 multi-gyms and 26 mini-indoor stadums set up at a cost of Rs 9.65 crore

 

Law and order

Police stations: Nadanghat, Shaktigarh and Dewandighi police stations, and Bardhaman women’s police station set up

 

পূর্ব বর্ধমান জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে পূর্ব বর্ধমান জেলায়।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ:

এই জেলার কালনাতে ১টি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।

বর্ধমান, কাটোয়া, মেমারি, কালনা, অনাময় হাসপাতালে ৫টি ন্যায্য মুল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল দোকান থেকে ঔষধ কেনার ফলে ২৮ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ, ৬৪ কোটি ১৭ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।

বর্ধমান হাসপাতালে ১টি ন্যায্য মুল্যের ডায়াগ্নস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।

এই জেলায় ১৭টি SNSU চালু হয়ে গেছে (কালনা, কাটোয়া, ভাতার, জামালপুর, সিঙ্গট, মন্তেশ্বর, মেমারি, মাধবডিহি,বননবগ্রাম, কান্দ্রা, রামজীবনপুর, আটঘরিয়া, মঙ্গলকোট, বাহাদুরপুর, শ্রীরামপুর, মহেশবাড়ি এবং পাহারহাটি)।

বর্ধমান,কালনা ও কাটোয়া হাসপাতালে ৩টি SNCU চালু হয়ে গেছে।

বর্ধমান,কালনা ও কাটোয়া হাসপাতালে ৩টি CCU/HDU চালু হয়ে গেছে।

এই জেলায় প্রায় ৩ লক্ষ ১৪ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে ।

‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার ১০৯৭টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

 

শিক্ষা:

এই জেলার, মঙ্গলকোট, কালনা-১, ভাতার, গোতান, তেহট্টে ৫টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে।

পূর্বস্থলী-১, পূর্বস্থলী-২, ভাতার, মঙ্গলকোট, আউশগ্রাম-২, মন্তেশ্বর, গলসি-১, জামালপুর, কাটোয়া-১, কেতুগ্রাম-২, খন্ডঘোষ ও মেমারি-২-এ ১২টি নতুন আই.টি.আই কলেজ নির্মাণ করা হচ্ছে।

মেমারিতে ১টি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।

‘উৎকর্ষ বাংলা’ কর্মসুচিতে, জেলার ২২ হাজারেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই জেলায়, ৩ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

গত সাড়ে ৬ বছরে এই জেলায়, প্রায় ১৮০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

সব স্কুলে মিড-ডে মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।

প্রায় সব বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালন

জেলার প্রায় ১৬ হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, সাড়ে ৩ হাজারেরও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।

এই জেলার, প্রায় ৯০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকীদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।

নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে ‘মাটি উৎসব’।

কৃষি, মৎস্যচাষ, পশুপালন ও সহযোগী ক্ষেত্রগুলির জন্য মত বিনিময় ও আদানপ্রদানের স্থায়ী পরিকাঠাম হিসাবে বর্ধমানে গড়ে তোলা হয়েছে ‘মাটি তীর্থ কৃষি কথা’। এটি United Nations-এর Food & Agricultural Organisation (FAO) দ্বারা প্রশংসিত হয়েছে।

এই জেলার পূর্বস্থলী-১, গলসি-১, ভাতার, মঙ্গলকোট, পূর্বস্থলী-২, কেতুগ্রাম-১, কেতুগ্রাম-২, কালনা-১, রায়না-১, রায়না-২, কাটোয়া-১, বর্ধমান, জামালপুর, মেমারি-১, মেমারি-২, আউশগ্রাম-১, আউশগ্রাম-২, মন্তেশ্বর, কালনা ও কাটোয়ায়

২০ টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।

জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ২১ লক্ষ ৩০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

এই জেলায় ১০০-দিনের কাজে, ৩৬৩৭ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ১৬ কোটি ৬৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

জেলার প্রায় ৩০ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।

এই জেলার আরও প্রায় ৪২ হাজার ২৮৭ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।

জেলায় গ্রামীণ সড়ক যোজনায় ৪১৫ কি.মি. রাস্তা নির্মিত হয়েছে।

এই জেলায় আরও প্রায় ৩৯৮ কি.মি. রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।

‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ১৪ হাজার ১৪১ জন উপকৃত হয়েছেন।

জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে প্রায় ৪ লক্ষ ১৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে- যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

 

সংখ্যালঘু উন্নয়ন

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় প্রায় ৯ লক্ষ ৬১ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ২৮০ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে।

এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৫৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

IMDP ও MSDP-তে, প্রায় ২০৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।

এই দুটি প্রকল্পে, জেলায় ১২ হাজার ৬৪০টিরও বেশি হেল্‌থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।

এই জেলায় ৩০টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ৫ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।

জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৪ লক্ষ ৩৭ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু এবং সমাজকল্যাণ

এই জেলায়, ৩ লক্ষ ১৪ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

শিশুদের মধ্যে অপুষ্টির হার কমানোর জন্য অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি সরবরাহ করা হচ্ছে।অতিরিক্ত খাবার হিসাবে ছোলার ছাতু, ভাজা বাদাম ও ছোলা, পৌষ্টিক লাড্ডু সরবরাহ করা হচ্ছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসুচী- খাদ্য সাথী প্রকল্প

এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৪৭ লক্ষ ৭৯ হাজারেরও বেশি মানুষকে), ২ টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্দেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার মোট জনসংখ্যার প্রায় ৮৬%।

 

শিল্প

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৪১ টি ক্লাস্টার গড়ে উঠেছে।

 

পূর্ত ও পরিবহন

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ২৭৮ টিরও বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৭১ টিরও বেশি প্রকল্পের কাজ প্রায় ১০৭০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হবেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।

জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ১১৮০ কিমি রাস্তা নির্মাণ/পুর্ননির্মাণ/সম্প্রসারণ ও উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

‘বৈতরনী’ প্রকল্পে, ৩৮ টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।

এই জেলার প্রায় ৪৭০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।

হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচি। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

গড়ে তোলা হচ্ছে কাটোয়ায় এনটিপিসি প্রকল্প।

 

সেচ

জেলার প্রায় ৬৫ কিমি দৈর্ঘের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

কাটোয়া-২ ব্লকের চরসাহাপুর মৌজায় ভাগীরথী নদীর পাড় বোল্ডার দিয়ে বাঁধাই হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

বিগত সাড়ে ৬ বছরে, ৮১টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২৮২ কোটি টাকা ব্যয়ে ৭৩টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে, জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।বাকী জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।

পূর্বস্থলী-২ ব্লকের আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণ মোকাবিলায় ১টি Surface Water Based Project গড়ে তোলা হয়েছে।

 

বন ও পর্যটন

‘সবুজশ্রী’ প্রকল্পে, ৫৬ হাজারেরও বেশি সদ্যোজাত শিশুকে মুল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশুনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।

 

শ্রম

এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকরা নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৮৭ হাজার ৫১৯ জন উপভোক্তা, ৩৫ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।

‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলায় প্রায় ১১ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ২৯ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।

বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী’ প্রকল্পে, প্রায় ১৮ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ১১১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি

এই জেলায় ১২ হাজার ৭০০-রও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ বহাল ভাতা এবং পেনশন পাচ্ছেন।

বর্ধমান ও কাটোয়া রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

 

আবাসন

জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ২২ হাজার মানুষ উপকৃত হয়েছেন।

ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষদের কর্মসংস্থানের জন্য করজোনা,শক্তিগড়, সমুদ্রগড়, গুশকরা, সাগরাই, বুদবুদ ও কালনাতে ৭টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণ

ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ১৫০০ টিরও বেশি ক্লাবকে ৪৭ কোটি টাকারও বেশি অর্থ সাহাজ্য করা হয়েছে।

জেলায় প্রায় ১৮৯ টি মাল্টিজিম ও ২৬ টি মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে প্রায় ৯ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে।

 

আইন-শৃঙ্খলা

এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন নাদনঘাট, শক্তিগড়, ও দেওয়ানদিঘী থানা এবং বর্ধমান মহিলা থানা।

 

 

Tiger death: Union Minister has insulted Adivasis in Bengal, says Mamata Banerjee

Statement by Mamata Banerjee:

I am saddened that a Union Minister has made unwarranted comments about a community. She said that Adivasis are poachers and they torture animals. I feel she should apologise to the Adivasi community.

With people like them in the Cabinet, the government as well as the nation is in a precarious situation. I completely condemn the comment made by her. Adivasi brothers and sisters are our assets. Is she aware how many forests and deep forests we have in Bengal? Does she know how many tigers, elephants, rhinos, bisons or deer are there in Bengal?

From Jhargram to Bankura, Purulia to Alipurduar, Jalpaiguri to Birbhum – we have many forests in Bengal. People protect these forests with their lives. The administration is also active.

A tiger has died. How did she know it was killed by the Adivasis. Many people have different theories about the death of the tiger. Police and forest department officials have used drones to spot this tiger over the last few weeks. Common people were living in fear. It even injured villagers who went to collect kendu leaves in the forest. Two people are in the hospital. The Union Minister is commenting without knowing anything about Bengal’s culture.

During elections they use Adivasis armed with bows and arrows. They hold Ram Navami rallies with arms. Don’t they feel ashamed then? Few days ago, they brought Adivasis from Jharkhand, armed with bows and arrows. That’s fine and now Adivasis are bad? At a time when Dalits are being persecuted across the country, her comments reflect the BJP’s stand on SC/STs, Dalits, Adivasis and common people.

She must apologise to the nation. Bengal has a rich culture and heritage. She has no right to insult Bengal and Adivasis. We will not tolerate it. People of Bengal will give a fitting reply.

How did she know that Shikar Utsav was held? Did she use a telescope? A tiger died and curious people came to see it. Even when people die, relatives and others come to pay their respects. How can she compare this with Shikar Utsav? She cannot ridicule a tradition of the Adivasi community?

In her bid to insult Bengal, she has insulted Adivasis. I am the last person to tolerate it. People of all communities, religions and cultural backgrounds live together in harminy in Bengal. She does not understand this culture. Their culture is creating divisions among people.

She has insulted people of Bengal, Adivasi brothers and sisters. They will have to repent for this act. People will judge them for their actions.

বাঘের মৃত্যু নিয়ে বাংলার আদিবাসীদের অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশবিশেষ:

আমার সবচেয়ে খারাপ লাগছে, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী একটা কমিউনিটি নিয়ে তাঁর যে তীর্যক মন্তব্য, আদিবাসীরা চোরাকারবারি বা আদিবাসীরা শিকার করে বা আদিবাসীরা অত্যাচার করে লোকের ওপর, আমি মনে করি এর জন্য ওনার আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

এদের মতো লোক যদি মন্ত্রীসভায় থাকে, গভর্নমেন্টের বিপদ তো বটেই, ভারতবর্ষেরও আগামী দিনে খুব বিপদ। আমি ওনার এই মন্তব্যকে টোটাল খণ্ডন করছি, এবং আমি তীব্র ভাষায় নিন্দা করছি। আদিবাসী ভাই বোনেরা আমাদের সম্পদ।

আমাদের এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম থেকে শুরু করে প্রচুর জঙ্গল আছে, সেই জঙ্গলগুলোকে ফরেস্টের লোকেরা জীবন দিয়ে রক্ষা করে। আমাদের প্রশাসন রক্ষা করে।

একটা বাঘ মারার যে ঘটনা ঘটেছে, আপনারা তো এটাও জানেন উনি কি করে জানলেন যে আদিবাসীরা এটাকে মেরে ফেলেছে? অনেকে তো অনেক রকম বলছেন এটা নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা, পুলিশ, আপনারা এমনকি জানেন যে আমাদের যে ড্রোন আছে, ওপরে  ড্রোন দিয়ে পর্যন্ত আমরা বাঘটাকে খুজেছি চারদিন, তাকে পাওয়া যায়নি খুঁজে, এবং ওখানকার আদিবাসী ভাইবোনেরা এবং স্থানীয় জনসাধারণ দেড় মাস ঘুমোতে পারিনি, ভয়ে ভয়ে বাড়ি ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়িয়েছে, যারা কেন্দুপাতা তুলে জীবনধারন করে, তারা কেন্দুপাতা পর্যন্ত তুলতে পারেনি, তাদের ২জনকে খামচে, আঁচড়ে দিয়েছে বাঘ, তারা এখনও হাসপাতালে আছে। উনি এগুলো না জেনে যেভাবে বেঙ্গল সম্বন্ধে কমেন্ট করছেন, উনি বাংলার সংস্কৃতিটাই জানেন না।

আদিবাসীদের ওনারা ইলেকশানের সময় তীরধনুক ইউজ করে, তখন লজ্জা করে না? রাম নবমীর মিছিলে ইউজ করে, তখন লজ্জা করে না? কদিন আগে মহম্মদবাজারে নমিনেশন দিতে গেছিল বিজেপি, ঝাড়খন্ড থেকে আদিবাসীদের নিয়ে, তীরধনুক নিয়ে, তখন, আদিবাসীরা শিকারি হয় না? আর যখন এরকম একটা ঘটনা ঘটে, তখন আদিবাসীদের উনি নিন্দা করেন, সারা ভারতবর্সে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে।ওনাদের কথাবার্তা থেকে প্রমাণ হয়ে যায়, যে ওনারা তপশিলি, আদিবাসীদের পক্ষে না, সাধারণ মানুষের পক্ষেও না।

আমার মনে হয়, ওনার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত, আর বাংলা সুস্থ সংস্কৃতি জানে, সভ্যতা জানে। আদিবাসীকে ও বাংলাকে অপমান করার ওনার কোনও অধিকার নেই, বাংলার অসম্মান আমরা সহ্য করব না। বাংলার মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে।

উনি কি টেলেস্কোপ দিয়ে দেখেছেন, ওখানে শিকার উৎসব হয়েছে? কোত্থেকে হল? শিকার উৎসব তো ওখানে হয় নি, ওনার কথাটাই তো ভুল। একটা বাঘ মারা গেছে, দেখতে এসছে অনেক লোক, একটা মানুষ মারা গেলেও তো তাঁর পরিবার পরিজন ভিড় করে। আর একটা অতবড় বাঘ, লোকে তো বাঘকে ভালবাসে, উৎসাহী মানুষ তো থাকেই, তার মানে এটাকে শিকার উৎসবের সাথে তুলনা করে দিচ্ছে? আর শিকার উৎসব টাও মনে রাখবেন এটা আদিবাসীদের উৎসব, কটাক্ষ করা ওনাকে মানায় না।

বাংলাকে হেয় করতে গিয়ে উনি আদিবাসী ভাই বোনেদের হেয় করেছেন, I am the last person to tollerate it. পশ্চিম বাংলায় সব মানুষ একসঙ্গে বাস করে। হিন্দু ,মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, আদিবাসী, তপশিলি, ওবিসি – আমরা একসাথে বাস করি, তার কারন, বাংলাই একমাত্র সংস্কৃতির প্রাণ কেন্দ্র। এটা ওনার জানা নেই, ওনার যেটা জানা আছে, সেটা হল মানুষে মানুষে ভাগাভাগি করা। তাই ওনাদের মুখে যেটা শোভা পায়, বাংলার মুখে সেটা শোভা পায় না।

বাংলাকে উনি অসম্মান, অপমান করেছেন, আমার দলিত, আদিবাসী ভাই বোনেদের অপমান করেছেন, এর জন্য ওনাদের পস্তাতে হবে, আগামী দিনে মানুষ এর বিচার করবে।

A slice of rural Bengal at Eco Park

Eco Park in New Town, one of the most popular weekend destinations in Bengal, now boasts of yet another attraction – Banglar Gram (Bengal Village). Chief Minister Mamata Banerjee recently visited the place and christened the project.

Eco Park has become one of the most popular tourist destinations in Kolkata and one of the finest urban parks in the country. Covering 482 acres, Mamata Banerjee has termed it a Prakriti Tirtha, or ‘nature’s pilgrimage’.

The latest addition, Banglar Gram, is a re-creation of a model village of Bengal. It has come up on three acres and is situated between the herbal garden and the musical fountain. It will be opened to the public before the Bengali New Year in mid-April.

The place will be an oasis far from the hustle and bustle of urban life. The peacefulness and serenity of the area are bound to attract the visitors.

A palki or palanquin, an ancient mode of transport in villages, and a rath or chariot, once kept in many villages and pulled during the festival of Rath Yatra, will adorn the village.

Almost every hut in the village will have a ‘tulsi mandap’, as is still found in many rural households, where a tulsi plant is worshipped every day. A chandi mandap will be set up in every locality, where the idols of various gods and goddesses will be kept and worshipped during different pujas and fairs, like the Charak festival.

Mud houses with replicas of farmers holding ploughs made of fibreglass have been set up. The houses have seasonal vegetables planted in the surrounding open spaces. Gardeners have been engaged for their cultivation. Steps have been taken to ensure that the houses are actual replicas of those in rural Bengal.

Banglar Gram will give an idea of actual village life. This will be a big attraction for tourists not only from Bengal but from other parts of the country and from other countries too.

 

ইকো পার্কে তৈরী হল মুখ্যমন্ত্রীর ‘বাংলার গ্রাম’

ইকো পার্কে তৈরী হওয়া গ্রাম্য পরিবেশের নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। নাম দিলেন, ‘বাংলার গ্রাম’। ইংরাজিতেও নাম দেওয়া হয়েছে ‘বেঙ্গল ভিলেজ’। ২০১৬ সাল থেকে এই পরিবেশ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়।

শিল্পীরা এখানে গড়ে তুলেছেন তুলসিতোলা থেকে লাঙল, বাজার, গ্রাম্য বাড়ি, কৃষকের মূর্তি, কুমোরের মূর্তি। এই গ্রামে ঢুকতে গেলে কুলোর তৈরী গেট পাড় হতে হবে। চারধারে আছে তালপাতার পাখা। এক একটি বিশাল পাখা দিয়ে সেই গেটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

ইকো পার্কের উত্তর-পশ্চিম কোণে ইকো পার্ক অফিস সংলগ্ন জায়গায় প্রায় ৫ একর জায়গায় তৈরী করা হয়েছে এই গ্রাম। এখানে আগের মতোই ধান চাষ করা হচ্ছে, তাই, গ্রামের দৃশ্য ফোটাতে অসুবিধে হয়নি। ফাইবার গ্লাস দিয়ে তৈরী হয়েছে মানুষের মূর্তি। শহরের যান্ত্রিক জীবনের তাড়াহুড়োর মধ্যে এই গ্রাম যেন মানুষকে তাপমুক্ত হতে সহায়তা করবে।

সারা বিশ্বের কাছে পরিচিত এই ইকো পার্কে সারা বছরই বহু বিদেশী মানুষ এসে থাকেন। তবে আগামী দিনে এই জায়গায় প্রবেশ করতে কিঞ্চিৎ অর্থ খরচ করতে হতে পারে।

Source: Millennium Post

Quick Response Teams in each district for disaster management

The State Disaster Management and Civil Defence Department will set up Quick Response Teams (QRT) for each district of the state, including Kolkata. This will ensure better assistance to people during emergency situations.

Each QRT will function under the respective District Disaster Management Authority (DDMA). The main task of the QRTs will be to plunge into immediate action as soon as there is an alert for any natural calamity or emergency situation.

The QRTs will be made up of civil defence volunteers. The number of volunteers in each will depend on the number of sub-divisions in a district. The plan is to appoint 25 volunteers for each sub-division. So, for example, if a district has three sub-divisions, its Quick Response Team will have 75 volunteers.

A disaster management plan has been prepared for the districts, which includes mapping the areas vulnerable to natural calamities like floods, earthquakes, landslides, drought, fires, among others. The district-wise disaster management plan helps in carrying out proactive work, so that losses due to natural calamities are minimised.

The State Government has given a lot of importance for setting up a coordinated system to counter any disaster, be it natural or man-made. Earlier this year, it started a project, Apat Mitra, for providing training to youths in villages so that they can provide support to rescue operations during a disaster.

 

বিপর্যয়ে মৃত্যু-ক্ষয়ক্ষতি কমাতে প্রতি জেলায় বিশেষ ব্যবস্থা

যে কোনও বিপর্যয়ে একটি মৃত্যুও কাম্য নয়। রাজ্য সরকারের এই উদ্দেশ্যই সফল করতে এবার প্রতি জেলাতে তৈরী করা হচ্ছে ‘জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ বা ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি। পাশাপাশি, সব জেলাতেই তৈরী হচ্ছে ডিএমজির নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’। কলকাতা পুলিশের আদলে বিপর্যয় মোকাবিলা দপ্তরও এবার বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল তৈরী করতে চলেছে। এরা ২৪ ঘণ্টার জন্যই জেলাগুলিতে সতর্ক থাকবে যে কোনও বিপর্যয়ের মোকাবিলা করতে।

প্রতি জেলার ‘কুইক রেসপন্স টিম’ নিয়োগ হবে সেই জেলা থেকেই। এতে ‘কুইক রেসপন্স টিম’এর সেই জেলার ভৌগলিক সুবিধা ও অসুবিধা নিয়ে সম্যক জ্ঞান থাকবে যা উদ্ধারকাজের সময় বাড়তি সাহায্য করবে। প্রতি ডিডিএম-এর মাথায় থাকবে সেই জেলার জেলাশাসক। কলকাতার ক্ষেত্রে জেলাশাসকের জায়গায় থাকবেন পুরসভার কমিশনার।

প্রতি জেলার সাব ডিভিশনগুলিতে ২৫ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর কর্মীদের রাখা হবে। প্রতি জেলায় থাকবে ১০০ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর প্রশিক্ষিতকর্মী। জেলাশাসক নির্দেশে পরিচালিত হবে এই বাহিনী। নিচের স্তরে বাহিনীকে নির্দেশ দেবে ডিএমজির ফিল্ড লেভেল অফিসাররাই।

আলাদা আলাদা জেলার বিপর্যয়ের প্রকৃতি অনুসারে কি ধরনের প্রস্তুতি রাখা যেতে পারে, সেই সম্পর্কে একটি রূপরেখা তৈরী করবে। পাশাপাশি বিপর্যয়ের সময় করণীয় কর্তব্য সম্পর্কে মানুষকে ধারাবাহিক ভাবে সচেতন করার কাজও করবে।

Source: Millennium Post

 

Bengal, Sikkim will work together for development

Chief Minister of Sikkim, Shri Pawan Chamling today called on Bengal Chief Minister Mamata Banerjee at Uttarkanya. They had a meeting regarding the issues involving the Darjeeling Hills and Sikkim.

After the meeting, the Chief Ministers addressed the press. Here’s what they said.

Chief Minister of Sikkim:

  • We will work together for the development of Sikkim and Bengal, specially Darjeeling Hills.
    Our discussion was on developmental issues. The misunderstandings are a thing of the past. We will work together for a better future.

 

Chief Minister of Bengal:

  • Bengal and Sikkim are neighbouring States. Bengalis love to visit Sikkim. We must work together for development.
  • We will sort out the differences and we will work together. Past is past. Now, we will work together for development. Bengal will give support to Sikkim, and they will give support to us.
  • We will invite Mr Chamling to the next business summit in the Hills. We will also request the GTA to work in close cooperation with Sikkim.
  • We welcome the court verdict (on Bimal Gurung). We will continue to work for the people.
  • We want both Sikkim and Bengal to prosper.
  • Chamling ji has invited me to Sikkim and I will definitely visit the State. I have also invited him to visit Kolkata.

 

 

উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করবে বাংলা ও সিকিম

 

আজ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেন সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং। দার্জিলিং ও সিকিম সহ পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা হয় বৈঠকে।

বৈঠক শেষে দুই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।

পবন চামলিংয়ের বক্তব্য:

  • বাংলা, বিশেষ করে দার্জিলিং অঞ্চল, এবং সিকিমের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করব।
  • আজকে উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে। ভুল বোঝাবোঝি সব এখন অতীতের কথা। উন্নততর ভবিষ্যতের জন্য আমরা একসাথে কাজ করব।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:

  • আমাদের দুটি রাজ্য একেবারে পাশাপাশি। আমাদের রাজ্যের মানুষরা সিকিম যেতে ভালবাসেন। আমরা চাই দুটি রাজ্যের মধ্যে ভালো বোঝাপড়া হোক।
  • দুটি রাজ্য একসঙ্গে যদি কাজ করে, উন্নয়ন আরও বেশী হতে পারে, আরও তাড়াতাড়ি হতে পারে। আমাদের মধ্যে যেসব ছোটখাটো সমস্যা ছিল, তা আমরা মিটিয়ে নেব। আমরা সকলে একসঙ্গে কাজ করব। এটা একটা ভালো যোগসূত্র তৈরী হয়েছে। এতে দুটি রাজ্য আরও কাছে এসছে। বাংলা সিকিমকে ও সিকিম বাংলাকে সাহায্য করবে।
  • পরের বাণিজ্য সম্মেলনে আমরা সিকিমকে আমন্ত্রণ জানাব। জিটিএ কে বলব, কথা বলে সিকিমের সঙ্গে নিজেদের সম্পর্ক ভালো করার।
  • আমরা বিমল গুরুঙ্গের ব্যাপারে কোর্টের রায়কে স্বাগত জানাই। আমরা পাহাড়ের জন্য কাজ করে যাব।
  • আমরা একসঙ্গে কাজ করছি। আমরা চাই দুই রাজ্যেরই উন্নতি হোক।
  • সিকিমের মুখ্যমন্ত্রী আমায় সিকিমে যাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন, আমিও তাঁকে কলকাতা আসার আমন্ত্রণ জানিয়েছি।

 

Transport Dept budget stresses on both new and existing services

The Transport Minister recently presented his department’s budget for financial year 2018-19 in the Assembly. Stress has been given both on developing new services across land, water as well as air, and on improving the existing services.

The budget of the department for 2018-19 stands at Rs 1,588.81 crore, which is the highest budget for the Transport Department so far.

Three hundred new buses have already been introduced and steps have been taken to introduce more. He further said that 40 electric buses will be introduced in Kolkata soon. Another 10 electric buses in the Rajarhat-New Town area and 20 in Asansol and Durgapur will be introduced too.

In another major development, the State Transport department has also decided not to allow any more civic bodies to operate buses. Buses will be operated only by the transport corporations.

From March, there will be two helicopter services. Following the direction of Chief Minister Mamata Banerjee, steps have been taken to develop the airport at Chharra in Purulia district. Air connectivity from Cooch Behar and Malda will also be initiated soon.

Equal stress has been given to improve the water connectivity in the state. Twenty-seven vessels have already been introduced and 86 more will be engaged soon. Moreover, steps have been taken to replace the semi-mechanised vessels with robust ones, to ensure the safety of passengers.

Steps have been taken to ensure the standard operating procedure (SOP) is maintained at all the jetties. Life jackets similar to the ones used by the Coast Guard will also be introduced.

 

পরিষেবায় জোর পরিবহণ দপ্তরের বাজেটে

বিধানসভায় কয়েকদিন আগেই ২০১৮-১৯ সালের বাজেট পেশ করেন পরিবহণ মন্ত্রী। স্থল, জল ও আকাশপথে নতুন ও পুরনো পরিষেবায় জোর দেন মন্ত্রী।

এবছরে পরিবহণ বাজেট মোট ১৫৮৮.৮১ কোটি টাকা, যা দপ্তরের ইতিহাসে সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যেই পরিবহণ দপ্তর ৩০০টি নতুন বাস নামিয়েছে, আরও নতুন বাস আনার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৪০টি ইলেকট্রিক বাস শীঘ্রই কলকাতার রাস্তায় নামবে। রাজারহাট-নিউ টাউন অঞ্চলে ১০টি ও আসানসোল-দুর্গাপুরে ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই চালু হবে।

এছাড়াও পরিবহণ দপ্তর সমস্ত সরকারি বাস নিগমকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে এসেছে।

মন্ত্রী জানান মার্চ মাসে চালু হবে দুটি হেলিকপ্টার পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরী হচ্ছে। কোচবিহার ও মালদা থেকে বিমান পরিষেবাও শুরু হবে শীঘ্রই।

বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণের ওপরেও। ২৭টি জলযান ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং আরও ৮৬টি খুব শীঘ্রই পরিষেবা শুরু করবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত পুরনো সেমি-মেকানাইজড জলযান বদল করে নামানো হয়েছে অত্যাধুনিক ভেসেল।

সমস্ত জেটির জন্য তৈরী করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর। উপকূলরক্ষীবাহিনী যে লাইফ জ্যাকেট ব্যবহার করে, আগামীদিনে সেরকম জ্যাকেট দেওয়া হবে ভেসেল যাত্রীদেরও, বলেন মন্ত্রী।

 

Source: Millennium Post

Swami Vivekananda Mamata Banerjee

Bengal Govt to celebrate 125th anniversary of Swami Ji’s Chicago Speech as ‘Sampriti Dibas’

The state government will celebrate September 11, the day when Swami Vivekananda had addressed the World’s Parliament of Religions in Chicago in 1893, as Sampriti Divas. It will celebrate the 125th anniversary of Swamiji’s Chicago address in a befitting manner.

Sampriti Week will be observed from September 12 to 19. The decision was taken at the first meeting of the committee set up for the celebration, which was held on Thursday, said state Education minister Partha Chatterjee.

Chief Minister Mamata Banerjee will attend the function which will be organised at Belur Math on September 11. The concluding programme will be held at Netaji Indoor Stadium on September 19.

The state government will provide another Rs 10 crore for the proposed Centre of Excellence, which is coming up near Eco Park in New Town. The state government had earlier provided Rs 10 crore as well.

Swamiji had spoken about harmony and peace at the World’s Parliament of Religions which was a part of Columbian Exposition, a programme organised to celebrate 400 years of Columbus’ discovery of America in 1893. He had spoken about “Universal Religion” and was confident that such a religion will be the religion of the future, when all people irrespective of class, creed, sex and religion will be respected.

 

এবার থেকে স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা

স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে পাঠ্যসূচিতে বদল আনতে চলেছে রাজ্য সরকার। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন করা হবে। বেলুড়, নেতাজি ইনডোরের পাশাপাশি শিকাগোতেও অনুষ্ঠান হবে। উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

১৮৮৩ সালে বিশ্ব ধর্ম সম্মেলনে এই ভাবেই বক্তৃতা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। দু’মিনিট ধরে হাততালি চলে। একদিন রামকৃষ্ণ মিশনের স্কুলগুলিতেই পড়ানো হত স্বামীজির শিকাগো বক্তৃতা। এবার থেকে স্কুলের পাঠ্যসূচিতেও স্বামীজির শিকাগো বক্তৃতা পড়ানো হবে। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে কমিটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন শিক্ষামন্ত্রী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। সিদ্ধান্ত হয়েছে,

– স্বামীজির শিকাগো বক্তৃতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি করা হবে

– রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে সিদ্ধান্ত রাজ্যের

– আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যসূচিতে স্বামীজির শিকাগো বক্তৃতা

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে ১১ থেকে ১৯শে সেপ্টেম্বর দেশজুড়ে সম্প্রীতি সপ্তাহ পালিত হবে। বেলুড় ও নেতাজি ইনডোরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন কমিটি শিকাগোতেও অনুষ্ঠান করবে। সেখানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

 

Kolkata Gate to be thrown open before Poila Boisakh

Housing Infrastructure Development Corporation (HIDCO) is going to open the Kolkata Gate at New Town before the Poila Boishakh (Bengali New Year’s Day in April). The date of the inauguration of the gate, the only one of its kind in eastern India, will be finalised shortly.

Hectic work is on to give finishing touches to the huge construction. Special attention has been given to look after the safety and security of the people who will be climbing the viewers’ gallery.

The construction for the structure began on March 6, 2017. The height of the Kolkata Gate is 55 m. Seventy tonnes of steel have been used. The visitors will be taken to the viewers’ gallery by a lift. The viewers’ gallery is around 25 meters above ground level and is covered by glass. A portion of it has been earmarked for a restaurant, where visitors can get tea, coffee and light refreshments.

The tunnel will have photographs on Kolkata’s heritage and culture. The outer part of the tunnel will be illuminated. The Gate, complete with the Biswa Bangla logo, has been constructed to greet those coming to the city from the airport.

The structure will add another feather in Kolkata’s cap. A splendid view awaits those who would visit the viewers’ gallery, giving a clear sight of New Town and its neighbourhood.

 

পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

পয়লা বৈশাখের আগেই নিউ টাউনে উদ্বোধন হবে কলকাতা গেট। এই গেট নির্মাণের দায়িত্বে আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। উদ্বোধনের দিনক্ষণ খুব শীঘ্রই ঠিক করা হবে। এখন শেষমুহুর্তের কাজ জোরকদমে চলছে।

৬ই মার্চ, ২০১৭, কলকাতা গেট নির্মাণের কাজ শুরু হয়। যেসকল দর্শক ওপরের গ্যালারিতে উঠবেন, তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কাজ হচ্ছে।

কলকাতা গেটের উচ্চতা ৫৫ মিটার। সত্তর টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। লিফটে করে দর্শকরা ভিউয়ার্স গ্যালারিতে উঠতে পারবেন। এই গ্যালারির উচ্চতা মাটি থেকে ২৫ মিটার। এই পুরো গ্যালারিটি কাঁচ দিয়ে ঢাকা। এখানে একটি রেস্তোরাঁ হবে যেখানে আগত ভ্রমণার্থীরা চা, কফি ও জলখাবার কিনে খেতে পারবেন।

এই টানেলে কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ছবি থাকবে। টানেলের বাইরের দিকটি আলো দিয়ে সাজানো হবে। এখানে বিশ্ব বাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতেই এই গেটটি নির্মাণ করা হচ্ছে। এই গেট তৈরীতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি টাকা।

এই গেট নির্মাণের পর কলকাতার মুকুটে আরও একটি পালক যোগ হবে।

 

Image source: The Beacon Kolkata