Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।

 

 

Mamata Banerjee unanimously elected Chairperson of All India Trinamool Congress

The organisational election of the Trinamool Congress was held today where Mamata Banerjee was unanimously elected the Chairperson of the party.

The programme was held at Netaji Indoor Stadium. Trinamool Congress was set up in 1998 and Mamata Banerjee has been elected the Chairperson of the party in 2001, 2006 and 2011 in the past. The next election will be held after 6 years.

Didi said she considers herself a worker of the party. Our workers are our biggest assets, she added.

For the full speech of Mamata Banerjee at today’s organisational elections, click here.

 

তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল দলটি তৈরী হওয়ার পর ২০০১, ২০০৬ ও ২০১১ সালে দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিদি বলেন তিনি দলের এক কর্মী মাত্র। দলের কর্মীরাই সবচেয়ে বড় সম্পদ।

 

Regional parties can defeat the BJP together: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday called on her Odisha counterpart Naveen Pattanaik in Bhubaneshwar.

Addressing the media following the meeting, she said that BJP is not a threat to regional parties and that the regional parties can together defeat the BJP. She also said that she wanted to strengthen the federal structure of the country.

The CM also slammed the BJP for indulging in “divisive” politics. She said: “They (BJP) wanted to divide the nation in the name of religion, region and caste. They pit Hindus against Muslims, Christians against Hindus, SC/STs against General caste. They are even dividing Hindus. We don’t do it. We want unity.”

Mamata Banerjee said that regional parties are always in contact. “It is a continuous process. We want to strengthen the federal structure in the country. All the States are important.”

 

আঞ্চলিক দলগুলি একসাথে বিজেপিকে হারাতে পারবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি কোন থ্রেট নয়। আঞ্চলিক দলগুলি একসাথে ওদের (বিজেপি) হারাতে পারবে”।

বিজেপির বিভাজনের রাজনীতির নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা জাতিধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের, হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের, জেনারেল কাস্টের বিরুদ্ধে SC/ST-দের উত্তক্ত করছে। এমনকি হিন্দুদের মধ্যেও ওরা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এসব করি না। আমরা একতায় বিশ্বাস করি”।

মুখ্যমন্ত্রী বলেন, “আঞ্চলিক দলগুলি সব সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা চাই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী হোক। সব রাজ্যই গুরুত্বপূর্ণ”।

 

Tea gardens on the banks of the Subarnarekha

Surprising as it may sound, tea gardens are coming up in the newly-created Jhargram district, on the banks of the Subarnarekha. The project has been taken up by the Gopiballavpur-2 panchayat samity as part of the 100 Days’ Work scheme.

Sloping grounds have been built and the tea saplings planted. The tea saplings have been brought from Siliguri. Water has been arranged through special irrigation facilities. The plantations are being looked after by 100 Days’ Work job card-holders.

The advantages would be two-fold: employment and tourism. There are also plans to expand the tea cultivation in the district.

 

সুবর্ণরেখা নদীর বাঁধে ১০০ দিনের কাজ প্রকল্পে তৈরী হচ্ছে চা বাগান

সুবর্ণরেখা নদীর বাঁধে মাটির ঢাল তৈরী করে সেখানে চা বাগান তৈরী করছে ঝাড়গ্রাম জেলা।

গোপীবল্লভপুর-২ পঞ্চায়েত সমিতি এই প্রকল্পের কাজ চালু করেছে। ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের নিযুক্ত করা হচ্ছে এই কাজে। দক্ষিণবঙ্গে তো বটেই, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলায় এইভাবে চা বাগান তৈরীর উদাহরণ প্রায় নেই বললেই চলে।

গত ডিসেম্বর মাসেই শিলিগুড়ি থেকে আড়াই ফুট উচ্চতার চা গাছ এনে দেড় বিঘা জমিতে লাগানো হয়েছে। কুঠিঘাটে চা বাগান তৈরী করে কার্যত নজির তৈরি করেছে এই ব্লক।

১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা ঢালু জমি তৈরী করে এই চা গাছ লাগিয়েছেন। জবকার্ড হোল্ডারদের গাছ পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, পর্যটকদের কাছে জায়গাটি আকর্ষণীয় করে তোলা এবং কর্মসংস্থান। চা চাষে সাফল্য মিললে ভবিষ্যতে আরও বেশি ঢালু জমি তৈরী করে চাষের এলাকা বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হবে।

 

 

 

36,000 Self-Help Groups to be set up soon in Bengal

The Bengal Panchayat and Rural Development is going to set up 36,000 Self-Help Groups (SHGs) under the Anandadhara Scheme during financial year 2017-18.

Creating so many SHGs in just one year is something unprecedented among the State Governments. Self-Help Groups are a major source of revenue for the rural economy. They have also played a big role in making women self-sufficient.

Presently, there are 2,000 SHGs created under the aegis of the Anandadhara Scheme. As part of the scheme, each SHG is given a bank loan of Rs 1 lakh to Rs 15 lakh. The State Government is in talks with various public sector banks as well as private banks to provide loans. For repaying the loans on time, the SHGs are given bonus payments.

Development and governance have been the mantras of the Bengal Government ever since Trinamool Congress led by Chief Minister Mamata Banerjee came to power. The State has set up numerous schemes for the welfare of the State’s citizenry, covering their entire lifespan.

 

চলতি অর্থবর্ষে ৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে রাজ্য সরকার

২০১৭-১৮ অর্থবর্ষের মধ্যেই রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ‘আনন্দধারা’ প্রকল্পে ৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠন করে গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনতে উদ্যোগী হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী গঠনের মধ্যে দিয়ে রাজ্যের দুস্থ পরিবারগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার প্রয়াস এর আগে কোনও রাজ্য সরকার নেয়নি। স্বনির্ভর গোষ্ঠী দপ্তর পৃথক ভাবে নতুন নতুন উদ্যোগে রাজ্যের মহিলাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে।

প্রসঙ্গত, বর্তমানে আনন্দধারা প্রকল্পের অধীনে দুই হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী আছে। এই প্রকল্পের অধীনে থেকে প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়।

পঞ্চায়েত দপ্তর সুত্রের খবর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কের সঙ্গেও কথা বলা হয়েছে। ঠিক সময় ব্যাঙ্ক ঋণ পরিশোধ করলে, গোষ্ঠীগুলিকে বোনাস দেওয়ার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলির গুডউইল আরও বহুগুন বেড়ে যায়।

ইতিমধ্যেই আনন্দধারা প্রকল্পের মধ্যে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি সময় মতো ঋণ পরিশোধ করেছে তাঁদের বাড়তি বোনাস দেওয়া হয়েছে।

উন্নয়নকেই পাথেয় করেছে রাজ্য সরকার। শিশুজন্মের পরে চারা গাছ উপহার দেওয়া থেকে শুরু করে জীবনের অন্তিম লগ্নে সৎকার করার জন্য ‘সমব্যাথী প্রকল্প’-র মধ্য দিয়ে রাজ্যবাসীর জীবনচক্র জুড়ে কন্যাশ্রী, যুবশ্রী-র মতো একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্ভাবন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-পরিচালিত সরকার।

Kanyashree calendar celebrates the girl child

The Bengal Government’s Purba Bardhaman District Literacy Mission has launched a beautiful calendar celebrating the Kanyashree Scheme for the girl child. The calendar portrays the new Bengali year, 1424.

This internationally-feted scheme, the brainchild of Chief Minister Mamata Banerjee, has been one of the landmark achievements of the six-year old Trinamool Congress Government in Bengal.

The calendar has six pages, each depicting a girl child.

 

  • The page for the months of Baisakh and Jaishtha depicts a girl child wearing an engineer’s helmet, expressing her wish to become an engineer and building cities, houses, bridges and factories.
  • The page for Ashadh and Sravan depicts a girl child aiming to become a police officer and protecting the law of the land and ensuring a law-abiding society.
  • The page for Bhadra and Ashvin depicts a girl child dreaming of becoming a pilot and exploring the world.
  • The page for Kartik and Agrahayan depicts a would-be doctor.
  • The page for Poush and Magh depicts a girl holding a badminton racket and a trophy, saying that Kanyashree has given her the courage to become a champion sportsperson.
  • The page for Falgun and Chaitra depicts a girl expressing her wish to become a teacher and through the profession, creating ideal citizens.

 

Click here to view the calendar

Click here for the guide book

 

 

Exclusive hostels to come up for tribal boys and girls taking training in sports

In a first-of-its-kind initiative, the Backward Class Welfare Department (BCW) will set up hostels exclusively for tribal boys and girls taking training in sports. The sports which have been identified and in which training will be given, to tribal boys and girls, include chess, football, athletics and archery.

It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee had taken up schemes to provide training to SC and ST students and the youth to make them self-reliant.

These hostels will have all relevant facilities like gymnasiums, cafeteria, rooms for trainees, lobbies, Wi-Fi facilities and well-stocked libraries. One each will be built in Siliguri and Jalpaiguri, and two in Kolkata. The accommodation will be free of cost. Tribal boys and girls displaying potential will be selected from across the districts and brought to the hostels to be housed in.

The BCW Department has already begun the talent hunt. Around 1,000 tribal boys and girls studying in classes from V to IX are being given coaching in chess to find out their potential for the sport. The department will take six to seven months to complete the talent hunt. The formal coaching will commence after that. The trainees will be provided with all modern facilities.

 

আদিবাসী ছেলেমেয়েদের খেলাধুলায় প্রশিক্ষণ দিতে হোস্টেল গড়ছে রাজ্য সরকার

আদিবাসী ছেলেমেয়েদের খেলাধুলায় প্রশিক্ষণ দিতে হোস্টেল গড়ছে রাজ্য সরকার। যেসকল খেলায় তাদের প্রশিক্ষণ দেওয়া হবে তাও নির্দিষ্ট করা হয়েছে – দাবা, ফুটবল, তিরন্দাজি ও অ্যাথলেটিক্স।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প নিয়েছেন যাতে তপসিলি জাতি ও উপজাতির ছাত্র-যুবরা স্বনির্ভর হতে পারে।

এই হোস্টেলগুলিতে থাকবে ১০০ জন প্রশিক্ষক, জিম, ক্যাফেটেরিয়া, প্রশিক্ষকদের কক্ষ, লবি ও একটি গ্রন্থাগার। পাওয়া যাবে ওয়াই ফাই পরিষেবা।

হোস্টেলগুলি হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে; আরও দুটি হবে কলকাতায়।আবাসিকরা এখানে বিনামুল্যে থাকতে পারবে। বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের আনা হবে এই হোস্টেলগুলিতে।

অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ইতিমধ্যেই এই প্রতিভাদের নির্বাচন শুরু করে দিয়েছে। ১০০০ জন আদিবাসী ছেলে মেয়েকে দাবা খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছয় থেকে সাত মাসের মধ্যেই এই প্রতিভার সন্ধান সম্পন্ন হবে।

Bengal ahead in fighting child malnutrition

Bengal is ahead of the other States of the country in taking efforts to fight child malnutrition. The State is also ahead in getting children admitted in nutrition rehabilitation centres (NRCs).

These facts were stated in a reply to Parliament by the concerned Central Minister on April 11, 2017. The data on which these facts were established covers the period from April 2015 to March 2016.

It must be mentioned that in the last 5 years, the infant mortality rate in the State has come down from 32 per 1000 live births to 26. Institutional delivery has also increased from 65 to 90%. The Government has set up Mother and Child Hubs in every district, the number of SNCUs, SNSUs have been augmented. Pioneering initiatives like Breast Milk Bank and Cord Blood Bank have been taken.

 

 

শিশুদের অপুষ্টিরোধে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ

শিশুদের অপুষ্টিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অন্যদের থেকে এগিয়েই রয়েছে পশ্চিমবঙ্গ। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট পুনর্বাসন কেন্দ্রে (নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার বা এনআরসি) শিশুদের সময়মতো ভরতির ক্ষেত্রে দেশের অধিকাংশ রাজ্যের থেকেই এগিয়ে রয়েছে বাংলা।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের উল্লেখ করেছেন। রিপোর্ট থেকে স্পষ্ট, এনআরসি’র সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও তাতে ভর্তি থাকা শিশুর হার অন্যদের থেকে অনেকটাই বেশি বাংলায়।

 

Trinamool strongly condemns BJP Youth leader’s bounty on Mamata Banerjee’s head

Trinamool Congress strongly condemns the bounty placed by BJP Youth leader on Mamata Banerjee’s head.

Statement by Partha Chatterjee:

There have been many attempts on Mamata Banerjee’s life since the 1990s. We have seen the violent politics of the 70s, we have been through 34 years of CPI(M)’s violent rule. Anyone can make big statements sitting in Delhi. Statements like these are against the political culture of the country. I ask the Centre to immediately arrest this man. Lakhs of Trinamool workers are ready to sacrifice their lives for Mamata Banerjee. We do not want the politics of 70s to return.

 

Statement by Saugata Roy in Lok Sabha:

Yesterday there was a lathicharge on BJP workers in Birbhum district in West Bengal on the issue of Hanuman Jayanti. Lathicharge was done by the police. After that a BJP youth leader has issued a statement that he would give Rs 11 lakh to anybody who would present him Mamata Banerjee’s head.

Madam, I do not want to raise temperatures further. But, this issue is condemnable because Mamata Banerjee is not only the elected Chief Minister of Bengal and a former Member of this House, she is also one who has come up from the ranks from the grassroots.

So, I take this opportunity to bring this matter to your notice and that of the House and I would ask the government to take all possible actions against such men who create such provocation, especially threatening the beheading of a popular Chief Minister.

Thank you.

 

Statement by Sukhendu Sekhar Roy in Rajya Sabha:

One activist of the ruling party at the Centre in West Bengal has publicly described the Hon. Chief Minister of West Bengal as “demon” and has also announced a reward for those who will bring the head of the Hon. Chief Minister, of Rs 11 lakh.

I urge upon all the honourable Members of this House to request the government to condemn this incident because it appears from this fact that the ruling party at the Centre is trying to unleash a reign of terror in West Bengal in the name of religion and other things.

This should be stopped; otherwise the entire country will be engulfed in such tendencies, which would a danger for our parliamentary democracy. I urge upon the government to condemn this incident.

A constitutionally elected Chief Minister has been called a “demon” and an award has been announced for her head. How can it be done by a ruling party activist? This should be condemned and I urge upon the ruling party to condemn the incident.

This is a case of political patronage.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যুব নেতার ফতোয়ার তীব্র নিন্দা তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যুব নেতার ফতোয়ার তীব্র নিন্দা করল তৃণমূল।

পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি:

৯০ এর দশক থেকে মমতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা ৭০ এর রাজনীতি দেখেছি। ৩৪ বছরের বাম শাসন দেখেছি। এখন দিল্লী/আলীগড়ে বসে কেউ কেউ বড় বড় বুলি আওড়াচ্ছেন। রাজনীতি এইসব কথা বলার জায়গা না। একে অবিলম্বে গ্রেফতার করা উচিত।

আমি কেন্দ্রীয় সরকারকে বলবো অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের লাখ লাখ কর্মী তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য। এরা আবার ৭০ দশকের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।

 

লোকসভায় সৌগত রায়ের বিবৃতি:

হনুমান জয়ন্তী উপলক্ষে বীরভূম জেলায় বিজেপি কর্মীদের ওপর গতকাল লাঠিচার্জ করে পুলিশ। এরপর বিজেপির এক যুবনেতা বিবৃতি দিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনবে তাকে তিনি ১১ লাখ টাকা দেবেন।

ম্যাডাম, আমি আর উত্তেজনা ছড়াতে চাই না। কিন্তু, এই ঘটনাটি নিন্দনীয়। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী নন, তিনি সংসদের প্রাক্তন সদস্যা, সমাজের তৃণমূল স্তর থেকে উঠে আসা এক নেত্রী।

এই ঘটনাটি আমি এই সভার নজরে আনলাম। আমি সরকারকে বলব, এই ধরনের মানুষ যারা এই রকম উস্কানিমুলক কথা বলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে। বিশেষত যখন এরা মুখ্যমন্ত্রীর শিরোচ্ছেদের হুমকি দিচ্ছে।

 

রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের বিবৃতি:

দেশের শাসক দলের এক কর্মকর্তা এক বিবৃতি দিয়েছেন; তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে “শয়তান” বলেন, ও বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনবে তাকে তিনি ১১ লাখ টাকা দেবেন।

আমি সংসদের সকল সদস্যের কাছে আর্জি জানাব তারা যেন সরকারের কাছে দাবি করেন এই ঘটনার নিন্দা করতে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় কেন্দ্রের শাসক দল পশ্চিমবঙ্গে ধর্মের নামে দাঙ্গার পরিবেশ সৃষ্টি তৈরি করতে চাইছে।

এই প্রবণতা এখনই দমন করা উচিত, নয়ত দেশজুড়ে এই প্রবণতা দেখা যাবে। এটা  সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। আমি সরকারকে আর্জি জানাচ্ছি এই ঘটনার নিন্দা করতে।

একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে “শয়তান” বলা হচ্ছে ও তার শিরোচ্ছেদ করার জন্য পুরষ্কার ঘোষণা হচ্ছে। এক শাসক দলের কর্মকর্তা কি করে এই কাজ করে? এটা নিন্দনীয় ও সরকারকে আর্জি জানাব ধিক্কার জানাতে।

Sukhendu Sekhar Roy asks a Supplementary on the promotion of e-vehicles

FULL TRANSCRIPT

The Hon. Minister has replied that the benefits available to mild hybrid technology under the FME scheme stands excluded with effect from April 1, 2017. My question is what could be the reasons for the exclusion of such vehicles?