Welfare of mothers – Always a priority for Maa, Mati, Manush Govt

A mother is the first, foremost and best friend of everyone’s life as no one can be true and real like her.

Trinamool’s slogan in 2011 was Maa, Mati, Manush. Mothers have always been a pillar of support, and a source of strength for us.

Inspired by Mamata Banerjee, the Bengal Government has taken several steps in the last six years for the welfare of mothers.

Due to sustained effort of the State Government in improving the health infrastructure through its various programmes, noticeable improvements have been observed in health parameters of the State.

Here are some of the welfare measures for mothers by Trinamool Government:

  • The State Government has initiated a process of setting up of 13 Mother and Child Hubs (MCH).
  • Three new Waiting Huts have been set up for pregnant mothers in remote areas of Sunderbans.
  • 35 Nutritional Rehabilitation Centres (NRCs) have been operationalized for management of severely malnourished children with counselling of their mothers.
  • Eastern India’s first Human Milk Bank – ‘Madhur Sneha’ – and Cord Blood Bank have been set up at SSKM Hospital.
  • During the last five years, Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26 and Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

 

মাতৃকল্যাণে নানা উদ্যোগ মা, মাটি, মানুষের সরকারের

সবার জীবনেই মায়ের গুরুত্ব অপরিসীম। মা হল আমাদের সবথেকে প্রিয় বন্ধু, কেউ তার জায়গা নিতে পারে না। ২০১১ সালের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘মা মাটি মানুষ’ – মা, মাদার, আম্মা আমাদের প্রেরণা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৬ বছরে রাজ্য সরকার মাতৃকল্যাণের জন্য নিয়েছে অনেক পদক্ষেপ। তারই ফলস্বরূপ অভূতপূর্ব পরিবর্তন এসেছে রাজ্যে।

রাজ্য সরকারের নেওয়া কিছু উদ্যোগ:

  • ১৩ টি মাদার এন্ড চাইল্ড হাব তৈরী করছে রাজ্য
  • সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েদের জন্যও তৈরি হয়েছে তিনটি ওয়েটিং হাব
  • অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য ৩৫টি নিউট্রিশ্যানাল রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরী করছে রাজ্য
  • এসএসকেএম হাসপাতালে নির্মিত হয়েছে পূর্ব ভারতের প্রথম মাতৃদুগ্ধ ব্যাঙ্ক “মধুর স্নেহ” ও কর্ড ব্লাড ব্যাঙ্ক
  • গত পাঁচ বছরে রাজ্যে শিশু মৃত্যুর ৩২ থেকে হার কমে হয়েছে ২৬, হেলথ সেন্টার ও হসপিটালে ইন্সটিট্যুশানাল ডেলিভারি ৬৫% বেড়ে হয়েছে থেকে ৯০%

Six years of Poriborton: Bengal now the model in development and governance

May 13 is one of the most important dates in the electoral history of Trinamool Congress. For on this date in 2011, Mamata Banerjee led the party in breaking down the 34-year-old Left citadel and coming to power; again in 2016, on this date, the party returned to power for a second consecutive term, again with a thumping majority.

The mandate of Ma, Mati, Manush has prevailed.

Six years of running a cash-strapped Government is an inhuman job. However, Bengal Chief Minister Mamata Banerjee has proved more than equal to the task.

Despite a lion’s share of the State’s revenues being taken away by the Centre to service the debt incurred by the Left Front, Mamata Banerjee has carried out development in every sector in the State. Unthinkable, yet true.

What has the Government achieved in these six years? Democracy, peace and progress. Mamata Banerjee has given confidence to the people. There is hope in the air that Bengal can be the best; and it slowly but surely inching its way to the top. From fair price medicine shops to the Kanyashree Scheme, from setting records in the 100 Days’ Work Scheme to massive developments in the Jangalmahal region, Bengal is a national model now.

Six years ago, Bengal had little to boast about. Now it can boast of Brand Bengal, or Biswa Bangla. Trinamool Congress raised the slogan ‘bodla noy, bodol chai‘ (we want change, not revenge) and has lived up to the principle during the last six years.

পরিবর্তনের ৬ বছর – বাংলা হবে বিশ্ব সেরা

১৩ই মে বাংলার মানুষের কাছে এক ঐতিহাসিক দিন। ২০১১ সালে এই দিনেই বাংলার রায়ে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে। ২০১৬ সালে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছ’বছর ধরে বিপুল দেনার বোঝা বহন করেও যে উন্নয়ন সম্ভব সেটা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর এক বিপুল পরিমান অর্থ রাজ্যের কোষাগার থেকে কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র, বামেদের ঋণ শোধ করতে। তার ওপর আবার রাজনৈতিক প্রতিহিংসার ফলে রাজ্যের বরাদ্দ অর্থ ঠিকমত পাঠায় না কেন্দ্র। তবুও একনিষ্ঠ ভাবে মা, মাটি, মানুষের সরকার কাজ করে চলেছে।

বাংলায় গণতন্ত্র স্থাপন হয়েছে। শান্তি ফিরেছে জঙ্গলমহলে। পাহাড়েও উন্নয়নের হাওয়া। একশো দিনের কাজ থেকে শুরু করে কন্যাশ্রী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে নির্মল বাংলা অভিযান – সবেতেই এগিয়ে বাংলা।

বাংলা এখন সারা বিশ্বের কাছে মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছেন বিশ্ব বাংলা গড়ার। ‘বদলা নয় বদল চাই’ এর স্লোগান দিয়ে যে যাত্রা শুরু এখন তা বাংলাকে বিশ্ব সেরা করার অঙ্গীকার।

 

We will lodge a strong protest: Partha Chatterjee on the discrepancy in the standards of NEET questions

Today afternoon, Patha Chatterjee, the State Education Minister addressed a press conference at Nabanna.

In it, he criticised the Centre over the difference in the standard of questions set for Bengali-medium students, vis-à-vis the English questions.

“The manner in which the Centre is attacking Bengal and its talents, and acting against the interests of the students of the State, is condemnable”.

He said, “They (the Centre) said there will be one exam but the Bengali question paper is much more difficult than the English paper”.

So, “students of ICSE and CBSE boards are at a position of advantage over Bengali boards” since the “exam is conducted in English”.

He further said, “The Centre tried to do the same thing for the engineering entrance exam but we opposed the move. In the name of one exam, how could they have two different question papers for different languages?”

“This is the Centre’s tactic to deprive Bengal and neglect the talent of the State. Bengal cannot be deprived like this”.

He stated, “We will not bow down to this. We are writing to the CBSE on this issue. We will lodge a strong protest”.

 

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের। আজ দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে বলেন বাংলার মেধাকে আটকে দিতেই কেন্দ্র এই কৌশল নিয়েছে।

তিনি বলেন, “কেন্দ্র যেভাবে বাংলার মেধা ও বাংলার ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করছে এককথায় তা নিয়ে নিন্দার কোন ভাষা নেই। বলা হল অভিন্ন পরীক্ষা হবে কিন্তু দুরকম প্রশ্নপত্র হল” তিনি আরও বলেন, “ইংলিশের চেয়ে বাংলার প্রশ্নপত্র অনেক বেশি কঠিন”।

“ICSE/CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা অনেক বেশি সুবিধা পাবে বঞ্চিত হবে বাংলা বোর্ডের ছাত্রছাত্রীরা। একই কায়দায় ইঞ্জিনিয়ারিং করারও চেষ্টা করেছিল, আমরা চিঠি দিয়ে বলেছিলাম এই সিদ্ধান্ত ভুল, আমরা মানব না। অভিন্ন প্রশ্নপত্রের নামে দু ধরনের প্রশ্নপত্র করে তা যে কাজ করলেন তা নিঃসন্দেহে বাংলাকে বঞ্চিত করার কৌশল,” বলেন শিক্ষামন্ত্রী।

“বাংলাকে বঞ্চিত করার কৌশল ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। এভাবে বাংলার মেধাকে আটকে রাখা যাবে না। বাংলাকে বঞ্চিত করা যাবে না। আমরা এই কৌশলের কাছে মাথা নত করব না। আমরা CBSE বোর্ডকে চিঠি দেব। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

Rabindranath’s favourite dishes for a special ‘Pochishe Boishakh’ feast

This is news to rejoice for food lovers: ‘Pochishe Boishakh’ (Baisakh 25, or May 9) onwards – which is Rabindranath Tagore’s birth anniversary – for three days, West Bengal Fisheries Development Corporation, under the State Fisheries Department, has laid out a veritable feast for all and sundry.

On these three days, Rabindranath Tagore’s favourite foods would be available for savouring at Nalban Food Park in Kolkata, and considering the food connoisseur that he was, it’s going to be something to remember.

The festival has been named ‘Janmadiner Khaowadawa’ (Birthday Feast). The price of each dish ranges from Rs 60 to Rs 100. The plates and bowls to be served in would also be similar to those used during Tagore’s time, but they would be of clay.

Most of the delicacies have been selected from the book, Amish O Niramish Randhan (Non-vegetarian and Vegetarian Food) by Prajnasundari Devi, a niece of Rabindranath Tagore, published in 1900. Other sources for the foods include old recipes from Thakurbari.

Tagore had a particular habit which has made Thakurbari cuisine what it is: wherever he went for a feast, he would carry back the menu with him; then he would instruct his home chefs to rustle up the same dishes, with additions of his own, thus creating new dishes.

Since fish was a particular favourite of Rabindranath Tagore, the cuisine at Thakurbari had a larger proportion of fish dishes, and hence, so would the feast at Nalban. Different types of kebabs were another of his favourites. The Nobel laureate was also fond of cuisines from Spain, England and Turkey.

Some of the food items are as follows: jackfruit fish (catla fish with jackfruit), spicy boal fish, pulao sprinkled with fish cubes, soured mourola fish and pnuti fish, shoal fish with unripe mango, potoler dolma (stuffed potol) with ardh or boal fish, fried chapila fish, prawns in poppy seed-and-onion paste, prawns in methi leaves and home-made curd.

 

Image: nynjbengali.com

 

রবির প্রিয় পদ নিয়ে কবিপ্রণাম

খাদ্যপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ – রবি ঠাকুরের পছন্দের খাবারে এবার আম-বাঙালিও কবজি ডোবানোর সুযোগ পাবে। ২৫শে বৈশাখ থেকে পরপর তিনদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য মৎস্য দপ্তরের অধীন ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এই উৎসবের আয়োজন করছে।

কলকাতার নলবন ফুড পার্কে আইয়োজিত হবে এই উৎসব। উৎসবের নাম দেওয়া হয়েছে ‘জন্মদিনের খাওয়াদাওয়া’। তিনদিন ব্যাপী এই উৎসবে গানবাজনা সহ থাকছে এলাহি আসর, ঠিক যেমন ঠাকুরবাড়িতে হত।

শুধু ঠাকুরবাড়ির রান্নাই নয়, সেখানে যে পাত্রে এইসব খাবার পরিবেশন করা হত সেইসব পাত্রও থাকছে এখানে। তবে সেগুলি মাটির। প্রতিটি ডিশের মূল্য ৬০ টাকা থেকে ১০০ টাকা।

বেশিরভাগ রান্নাই নেওয়া হয়েছে কবির ভাইজি প্রজ্ঞাসুন্দরীদেবীর বই ‘আমিষ ও নিরামিষ রন্ধন’ থেকে। বাকি রান্নার পদগুলি ঠাকুরবাড়ির পুরনো রেসিপি থেকে নেওয়া।

রবি ঠাকুরের পছন্দের খাবার ছিল জ্যাকফ্রুট ফিশ, বোয়াল মাছের ঝোল, মাছের কিউব দেওয়া পোলাও, মৌরলা কিংবা পুঁটি মাছের টক, আম দিয়ে তৈরী শোল মাছের পদ, পটলের দোলমায় আড় বা বোয়াল মাছের পুর। আমপোড়া শরবতও তাঁর খুব প্রিয় ছিল। গরমের দুপুরে জমিদারির কাজ দেখভালের ফাঁকে ফাঁকে এই শরবত ছিল কবির এনার্জি বুস্টার।

কাবাব তো বটেই, টার্কি, লন্ডন বা স্পেনের বিভিন্ন খাবারও ভালবাসতেন রবীন্দ্রনাথ। তবে তাঁর সবচেয়ে পছন্দের পদ ছিল মাছ।

 

 

 

 

Theme park dedicated to Satyajit Ray’s ‘Sonar Kella’ comes up in Newtown

Sonar Kella Udyan, a theme park dedicated to one of Satyajit Ray’s masterpieces, Sonar Kella has been recently inaugurated in Newtown in Kolkata.

Scenes from the film have been recreated at the park. The famous desert scene where Feluda, his nephew, Topshe and writer-friend Jatayu are crossing the desert on camel-back has been recreated with the help of models.

Then, there are models of cacti, associated with Jayatu’s famous question to Feluda on whether camels eat cacti after segregating thorns. There are date palm trees, wall paintings depicting some scenes from the film and many more things.

The desert of Rajasthan has been created impeccably.

 

সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লার’ আদলে থিম পার্ক নিউটাউনে

জোয় শহরের বিভিন্ন মণ্ডপে নানা থিম দেখে অভ্যস্ত মানুষ। তবে সে তো মাত্র চার দিনের দৃষ্টিসুখ। বছরভরই তেমন থিমের আনন্দ মিলবে নিউ টাউনে। সৌজন্যে, নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

সংস্থাটি ওই অঞ্চলের সব ক’টি উদ্যানে সৌন্দর্যায়নের প্রকল্প হাতে নিয়েছে। বাগানগুলোকে মানুষের চোখে আকর্ষণীয় করে তুলতেই এই থিমের ভাবনা। শিশু অথবা বয়স্কদের পার্কগুলিকে এক এক রকম থিমে সাজিয়ে তোলার কাজ শুরুও হয়েছে।

শনিবার বিকেলে তেমনই একটি থিম-পার্কের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউটাউনের বিএ ব্লকের পার্কের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিখ্যাত ছবি ‘সোনার কেল্লা’। সত্যজিৎ রায় পরিচালিত ওই ছবির কিছু দৃশ্য হাজির হয়েছে উদ্যানে।

পাঁচিলের গায়ে ফুটে উঠেছে সিনেমার নানা কিংবদন্তি হয়ে যাওয়া দৃশ্য। ছবিতে, ভাস্কর্যে পার্ক জুড়ে বিখ্যাত ফেলু-তোপসে-জটায়ু ত্রয়ীর দেখা মিলছে। ‘সোনার কেল্লা’র সেই রাজস্থানি মরুভূমির আবহ জীবন্ত করে তুলতে সওয়ারি-সহ উটের মূর্তিও বসেছে। শুধু চলচ্চিত্রের অনুকরণেই ভাস্কর্য বা ছবি নয়, পার্কে বসার জন্য মানানসই প্যাগোডাও থাকছে।

আশা করাই যায়, নিউ টাউনের পাশাপাশি শহরের অন্যান্য এলাকার মানুষের কাছেও পার্কগুলির আকর্ষণ বাড়াবে থিমের ব্যবহার।

BJP is a party of rioters: Mamata Banerjee in Malda

In a sharp attack on the BJP, Bengal Chief Minister called them a party of rioters. She said they do not do any work and only make tall speeches and create divisions within people.

She slammed a BJP leader who had made insulting personal remarks about her: “How dare they question who my parents are, what is my religion? How arrogant of them. One BJP leader asked a few days ago if I am a male, a female or a transgender. How do they get the audacity?”

She reminded the BJP that religion stands for peace and love and not for hatred. “We worship Maa Durga and Maa Kali. We celebrate Eid too. We go to churches as well during Christmas. I am a Hindu. I perform Chandi path. We have Kali Puja at home. But that does not stop me from attending Eid celebration. Ramakrishna Paramahamsa and Swami Vivekananda are true Hindus, not them.”

She also warned the BJP that “if anyone tries to defame Bengal I will stand up to them; this is my matribhoomi and my karmbhoomi”. Regarding repeated incidents across the country of mobs beating up people on suspicions of possessing beef, the Chief Minister said, “Who are they to decide whether a person will eat goat’s meat or buffalo’s meat or beef or vegetables? Why does an actor have to give a clarification for the meat he ate? They want to control what a person will eat, wear, read or write. Binash kaale buddhi naash (loss of wisdom during times of destruction).”

 

বিজেপি দাঙ্গাবাজের দলঃ মালদায় মুখ্যমন্ত্রী

এদিন মালদার জনসভা থেকে আরও একবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি দাঙ্গাবাজের দল। ওরা কোন কাজ করে না, শুধু ভাষণ দেয় আর মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে”।

তিনি বলেন, “আমার মা কে, বাবা কে, আমার ধর্ম কি এইসব প্রশ্ন করছে। একজন বিজেপি নেতা জিজ্ঞেস করছেন আমি মেয়ে, ছেলে না হিজরা। কত আস্পর্ধা ওদের?”

তার কথায়, “ধর্ম মানে শান্তি, ধর্ম মানে ভালোবাসা। ধর্ম মানে হিংসা নয়। আমি মা দুর্গা, মা কালীকে যেমন পুজো করি, ঈদ যেমন পালন করি, বড়দিনে চার্চেও যাই। আমি চণ্ডী পাঠ করি, আমার বাড়িতে কালী পুজো হয়। কই কোন মুসলিম বন্ধু তো আমায় বলেন না কেন আমি ঈদে যাই?”

তিনি হুঁশিয়ারি দেন, “বাংলাকে যদি কেউ বদনাম করে আমি তা মেনে নেব না। কারণ বাংলা আমার মাতৃভূমি, কর্মভূমি। মানুষ ছাগল, মোষ না গরুর মাংস খাবে না লাউ বা কুমড়ো খাবে সেটা ওরা ঠিক করার কে? একজন অভিনেত্রীকে কৈফিয়ত দিতে হচ্ছে সে কিসের মাংস খেয়েছে, কেন তাকে কৈফিয়ত দিতে হবে ? মানুষ কি খাবে, কি পড়বে, কি লিখবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? বিনাশকালে বুদ্ধিনাশ”।

 

 

Youth and students must counter the BJP’s false propaganda on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee targeted the BJP for running false propaganda on social media. She said that BJP runs propaganda campaigns by spending crores of rupees using fake profiles and fake photographs.

She said: “A few weeks ago, a Union Minister spread the false news that ‘mangal aarti’ has been stopped in Dakshineswar. They spread pictures of Bangladesh saying violence is being spread in Bengal. Will they pay if I file a defamation suit? During Ganga Sagar Mela, they spread false news of stampede using fake images.”

When she asked the students present at the rally whether Saraswati Puja was banned in Bengal, they gave a resounding ‘no’ for an answer. She advised the students, youths and the intellectuals to counter the BJP’s false online propaganda.

 

সোশ্যাল মিডিয়ায় বিজেপির কুৎসা ও অপপ্রচাররের বিরুদ্ধে ছাত্র ও যুবদের সরব হতে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

সোশ্যাল মিডিয়ায় বিজেপি যে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে তার নিন্দা করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তার মধ্যে বেশিরভাগই বেনামী অ্যাকাউন্ট।

তিনি বলেন, “কয়েক সপ্তাহ আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী বললেন দক্ষিণেশ্বরের মঙ্গল আরতি নাকি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের ছবি দেখিয়ে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। গঙ্গাসাগর মেলার সময় ওরা মানুষের পদপিষ্ট হওয়ার মিথ্যে খবর ছড়িয়েছিল”।

যখন তিনি ছাত্রছাত্রীদের প্রশ্ন করেন বাংলার সরস্বতী পুজো নিয়ে ওরা যে মিথ্যে প্রচার চালাচ্ছে তা সত্যি কিনা, ছাত্রছাত্রীরা উত্তর দেয় ‘না’। তিনি ছাত্র-যুব সকলের কাছে আবেদন করেন ডিজিটাল মিডিয়ায় বিজেপির কুৎসার বিরুদ্ধে সরব হতে।

 

Nirmal Bangla Dibas: Celebrating a cleanlier environment and a healthier life

On April 30, 2015, Bengal Chief Minister Mamata Banerjee declared, at a function in Krishnanagar, Nadia as India’s first open defecation-free (ODF) district. Henceforth, April 30 has been celebrated as Nirmal Bangla Dibas in Bengal.

This was the first milestone of Mission Nirmal Bangla, meant to make Bengal open defecation-free in order to make for a cleanlier environment and consequently, a healthier life.

For Nadia to achieve ODF status, the district administration, under the aegis of the State Government, had adopted a programme called ‘Sabar Souchagar’ (Toilets for All). This initiative of the State Government achieved international recognition when it was selected as the first place winner for the 2015 United Nations Public Service Award in the category of ‘Improving the Delivery of Public Services’.

Since then, a total of five districts of Bengal have achieved the ODF status – Nadia, Hooghly, North 24 Parganas, Purba Medinipur and Cooch Behar.

Two more are going to be declared as ODF districts soon – South 24 Parganas and Bardhaman.

Mission Nirmal Bangla has truly been leading the way for India. Among the first four districts in India to be declared as ODF districts, three were from Bengal. With Chief Minister Mamata Banerjee at the helm of affairs, Bengal is achieving distinctions galore.

 

 

Bengal leads among States in construction of toilets

The Bengal Government under Chief Minister Mamata Banerjee has been placing a lot of effort on achieving an open defecation-free (ODF) status for Bengal.

Till financial year 2016-17, Bengal has achieved almost 90 per cent (89.63%) of its ODF target, which is the second highest in the country, constructing 1,35,94,762 toilets. Not just that, of the number of toilets constructed, almost 12 per cent (11.8%) have been constructed in Bengal alone, which is also the second highest in the country.

Data from the Union Ministry of Drinking Water and Sanitation shows that 52,03,490 toilets for family dwellings, which is almost 40 per cent (38.28%) of the number of toilets constructed since 1999, were built during the four financial years from 2013-14 to 2016-17 – that is, from the time Mission Nirmal Bangla was adopted on November 19, 2013 (celebrated as World Toilet Day) by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

Not just that, this 52.03 lakh achieved during these four financial years has made Bengal the number one in the number of toilet units constructed for family dwellings (considering separately, number one during 2013-14 and 2014-15 and number two during 2015-16 and for 2016-17).

Nadia district has been the flag-bearer of the open defecation-free (ODF) movement, becoming, on April 30, 2015, the first district in the country to get the ODF status. Among the first four districts of the country be declared ODF, three were from Bengal.

Till date, five districts of Bengal have achieved the ODF status – Nadia, Hooghly, North 24 Parganas, Purba Medinipur and Cooch Behar. Two more are going to be declared as ODF districts soon – South 24 Parganas and Bardhaman.

 

 

Bengal Govt to set up Rice Museum

Bengal is soon to get a Rice Museum. The State Government is building the museum at Phulia in Nadia district.

The museum, which is under construction, would store 450 varieties of rice, including the aromatic varieties (like randhuni pagal, radha tilak, kanakchur, badshah bhog and others), those on the verge of extinction as well as those newly created in the State Government’s agricultural laboratories, for example, rice with more iron content, rice beneficial for anaemic women and children, etc.

The specialised rice varieties of the Sunderbans region, which are resistant to saline soil, would also find a place in the museum.

Each variety would have detailed information about it, like data on nutritional, production, the right environment to grow it, etc.

 

 

রাজ্যে তৈরী হচ্ছে ধানের অভিনব সংগ্রহশালা

এই প্রথম বাংলায় তৈরী হচ্ছে ধানের সংগ্রহশালা (মিউজিয়াম)। নদিয়া জেলার ফুলিয়াতে তৈরী হবে রাইস মিউজিয়াম। এর জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ করেছে কৃষি দপ্তর।

বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় ৪৫০ প্রজাতির ধান রাখা হবে এই সংগ্রহশালাটিতে। পুরনো ও স্থানীয় ধানগুলিকে ফিরিয়ে আনতে এই পদক্ষেপ রাজ্য সরকারের। এছাড়া পরিবেশ ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য কৃষি গবেষণাগারগুলিতে যে নতুন প্রজাতির ধান উৎপাদন করা হচ্ছে সেগুলোও পাওয়া যাবে এই সংগ্রহশালায়।

রাঁধুনি পাগল, রাধা তিলক, কনকচূড়, বাদশাভোগের মত সুগন্ধি ধান যেমন থাকবে তেমনই থাকবে সদ্য তৈরী গোসাবা – ১ নতুন প্রজাতির ধান। সুন্দরবন অঞ্চলের উৎকৃষ্ট মানের এই ধানের সংগ্রহও জায়গা পাবে এই সংগ্রহশালায়।

কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, সংগ্রহশালায় প্রত্যেক প্রজাতির ধানের খাদ্যগুণ, উৎপত্তি, কোন জলবায়ুতে উৎপাদন বেশি হতে পারে, কিভাবে এইসব প্রসিদ্ধ চালের গুনমান ভালো করা যায়, কিভাবে ধানের বীজ সংরক্ষণ করা হয়, কিভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায় এই সংক্রান্ত গবেষণালব্ধ বর্ণনাও থাকবে এই সংগ্রহশালায়।

কিছু প্রজাতির চাল আছে যাতে লোহার উপাদান বেশি। মহিলা ও শিশুদের মধ্যে যারা রক্তাল্পতায় ভুগছে তাদের জন্য এই চাল খুব উপকারী। এইসব চালও থাকবে সংগ্রহশালায়।