Celebrations across Bengal mark six years of State Government

Trinamool Congress started the celebrations of its sixth consecutive year in power today with a grand display of tableaux at Nabanna.

Two tableaus, one titled Ekatai Sampriti (‘unity leads to harmony’), were taken out from the State secretariat, Nabanna at 1.01 pm and simultaneously from the district capitals too. The time of 1.01 pm was chosen because at that moment on May 20, 2011 Mamata Banerjee was sworn in as Chief Minister for the first time. The slogan, Ekatai Sampriti has been coined by Mamata Banerjee herself.

One tableau has the slogan along with the names of the State Government’s developmental schemes. Besides Ekatai Sampriti, it also have a handful of other slogans, all coined by the Chief Minister – Bangla Hobe Biswasera (‘Bengal would be the world’s best’), Unnoyoner Pothe Manusher Sathe (‘With the people on the path of development’), Ashun Sobai Mile Sapath Kori (‘let us all pledge together’) and Gorber Bangla Gori (‘let us create a Bengal we can be proud of’).

The other tableau hosts some of the artistes getting benefits under Lok Prasar Prakalpa, who, through cultural programmes, would spread the message of development and harmony.

These tableaus would travel all over the State, from the hills to the plains. They are meant to highlight the fact that in this atmosphere of social and political instability across the nation, Bengal is a role model of peace.

Also, from May 26 to June 20, in all the districts, three-day celebrations would be organised centering on exhibitions and sales (including handicrafts), cultural programmes and various competitions, in which the party wants to involve everyone, right from students.

The artistes covered under Lok Prasar Prakalpa would also be a part of these three-day programmes, where they would spread the benefits of developmental schemes like Kanyashree, Yuvashree, Khadya Sathi, etc.

 

তৃণমূল সরকারের ৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ট্যাবলো

তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আসার ছ’বছর পূর্তি উপলক্ষে জেলায় জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দেওয়া ‘একতাই সম্প্রীতি’ নামে ২ টি ট্যাবলো নবান্ন সহ প্রতিটি জেলা সদর থেকে পরিক্রমায় বেরোয়। এই ২ টি ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা করেন পার্থ চট্টোপাধ্যায় ও অমিত মিত্র।

২০১১ সালে এই দিন দুপুর ১টা ১১ মিনিটে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ও সময়কে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।

আজ থেকে গোটা রাজ্যে অনুষ্ঠানের সূচনা হল। প্রথম পর্যায়ে অনুষ্ঠান শেষে আবার তিনদিন করে এক একটি জেলার সদর শহরের প্রেক্ষাগৃহেও অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের থিম বা নামকরণ করা হয়েছে, ‘একতাই সম্প্রীতি’।

দেশ জুড়ে যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরী হয়েছে তার মাঝে দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি তৃণমূল সরকার ৬ বছরের শাসনকালে রাজ্যবাসীর জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে, তার সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

একটি ট্যাবলোয় সাম্প্রদায়িক সম্প্রীতি সহ উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রদর্শিত হবে। ট্যাবলোর গায়ে স্লোগান থাকবে – বাংলা হবে বিশ্বসেরা, উন্নয়নের পথে মানুষের সাথে, আসুন সবাই মিলে শপথ করি, গর্বের বাংলা গড়ি। প্রতিটি স্লোগান মুখ্যমন্ত্রীর নিজের লেখা। অন্য ট্যাবলোটিতে লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেবেন। প্রায় ৩২০জন লোকশিল্পী এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিদিন ছ’টি করে অনুষ্ঠান হবে। কন্যাশ্রী, যুবশ্রী, সমব্যথী, সবুজশ্রী, এসবের প্রচার করা হবে। এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিজেদের হাতে তৈরী জিনিসের প্রদর্শনী ও বিক্রি করবেন।

এক মাস ধরে সারা রাজ্যব্যাপী, পাহাড় থেকে সমতল সর্বত্র এই ট্যাবলো ২টি পরিক্রমা করবে। এই উপলক্ষে গোটা রাজ্যে অনুষ্ঠান চলবে ২৬ জুন পর্যন্ত।

 

 

State Govt to set up ‘budget hospitals’ across Bengal

Chief Minister Mamata Banerjee has come out with a new concept for Bengal’s health sector – ‘budget hospital’.

A plan to set up such a hospital at the SSKM Hospital campus in Kolkata had already been taken. Now, a decision has been taken to set up similar Government hospitals across the State.

The five medical college hospitals in Kolkata, viz., SSKM Hospital, Medical College Hospital, RG Kar Medical College Hospital, NRS Medical College Hospital and National Medical College Hospital, Burdwan Medical College Hospital, North Bengal Medical College Hospital and Bankura Sammilani Medical College Hospital, among other hospitals, would build such hospitals within their campuses.

These hospitals would be equipped with facilities like private cabins with ACs and TVs, single, double and four-bedded cabins, ICUs, etc. The user charges would be decided later.

These budget hospitals would serve a two-fold purpose: the rush of patients at the general hospitals would lessen as patients with better means would find an alternative inside the same campuses; as a result of competition, private hospitals would have to bring down their costs.

 

The image is representative

 

 

‘বাজেট হাসপাতাল’ তৈরী করবে রাজ্য সরকার

বাংলার স্বাস্থ্য ব্যাবস্থাকে আরও উন্নত করতে এক অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। মধ্যবিত্তদের জন্য তৈরী হবে বাজেট হাসপাতাল। পিজি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। এবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলাতেও এই হাসপাতাল তৈরির নির্দেশ দিলেন তিনি।

কলকাতার পিজিসহ পাঁচটি মেডিকেল কলেজের অধ্যক্ষরা ছাড়াও বর্ধমান, উত্তরবঙ্গ ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কর্তারা শীঘ্রই এ প্রকল্পের কাজ শুরু হবে।

এসি-টিভিতে সাজানো ঝাঁ চকচকে সিঙ্গল, ডবল, ফোর বেডের কেবিন, ওয়ার্ড, আইসিইউ—সবই থাকবে সেখানে। খরচ নিশ্চিতভাবেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে।

‘বাজেট হাসপাতাল’ করলে একসঙ্গে একাধিক লক্ষ্যপূরণ হবে। প্রথমত, রোগীর চাপ কিছুটা হলেও কমবে। যাঁদের কিছুটা আর্থিক সামর্থ্য আছে, তাঁরা একই ক্যাম্পাসের মধ্যে বাজেট হাসপাতালে রোগীকে ভরতি করতে পারবেন। দ্বিতীয়ত, প্রতিযোগিতার বাজারে বেসরকারী হাসপাতালগুলি খরচ কমাতে বাধ্য হবে। তৃতীয়ত, কর্পোরেট হাসপাতালে চিকিৎসার খরচ দিতে গিয়ে হয়রান মধ্যবিত্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।

 

Bengal Govt takes up plans for infrastructural development of the Sundarbans

The Sunderbans Affairs department has taken up a number of projects with the help of Rs 300 crore funds sanctioned by the government to spruce up the infrastructure of Sunderban. The plans include setting up more brick paved roads, culverts and bridges, further developing mangrove plantation and improving agriculture and fisheries activities.

The objective is to spruce up the infrastructure as well as improving the livelihood of the local people by imparting skill development programme.

Apart from improving road connectivity including setting up cement concrete roads and bituminous roads, the authorities are also working on skill development for the local dwellers to improve their livelihood.

 

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ রাজ্য সরকারের

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের জন্য সুন্দরবন উন্নয়ন বিভাগ ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। পাকা ইটের রাস্তা, কালভার্ট এবং সেতু স্থাপনের সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, কৃষি ও মাছ চাষের অগ্রগতির পরিকল্পনাও রয়েছে।

উদ্দেশ্য হল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন।

সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতকরার জন্য সিমেন্টের কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা তৈরী করা হয়েছে। এছাড়া স্থানীয় লকেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

 

70 State bus terminuses to be renovated and modernised

The Bengal Government has taken grand up plans to renovate and modernise 70 bus terminuses in the State. The work for 20 would be completed in the first phase (by this December) and that for 50 more in the second phase.

Among the first 20 are the terminuses in Jadavpur, Garia, Taratala, Joka, Esplanade, Howrah, Kolkata Airport and Santragachi (three terminuses each in the last two places).

Among the facilities to be provided at each modernised terminus would be a passenger centre, an information centre manned by employees of the State Transport Department, a digital time table and an elevated display board, public address system, comfortable seating arrangements and a park, with a separate space for children.

Besides all the terminuses would be fully covered and would have floors paved with costly stones. There would be adequate lighting, arrangement for drinking water and toilets too. The area around the terminuses would be decorated with plants.

 

৭০টি বাস টার্মিনাসের আধুনিকীকরণ করবে রাজ্য সরকার

ভঙ্গুর টার্মিনাসগুলো আমূল সংস্কারের মাধ্যমে সুসজ্জিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের ৭০টি বাস টার্মিনাসকে সংস্কার করে যাত্রী সহায়ক গড়ে তোলা হবে। প্রথম ধাপে ২০ টি টার্মিনাসের কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। পরে বাকি ৫০টির কাজও শেষ হয়ে যাবে।

প্রথম পর্যায়ের এই ২০টি টার্মিনাসের তালিকায় রয়েছে যাদবপুর, গড়িয়া, তারাতলা, জোকা, এসপ্ল্যানেডের ট্রাম টার্মিনাস থেকে শুরু করে হাওড়া, বিমানবন্দরের ৩টে এবং সাঁতরাগাছির ৩টে টার্মিনাসও।

অত্যাধুনিক বাস টার্মিনাসগুলির বিশেষ সুবিধাঃ

টার্মিনাসগুলির ভিতরে তৈরী হবে পার্ক। পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম থাকবে। টার্মিনাসের মাথার ওপর শেড থাকবে, মেঝে তৈরী করা হবে দামি পাথর দিয়ে। যাত্রীদের বসার জন্য থাকবে আরামদায়ক আসন।

এছাড়াও যাত্রী সুবিধার্থে ডিজিটাল টাইম টেবিল এবং এলিভেটেড ডিস প্লে বোর্ড থাকবে। এর মাধ্যমে বাস ছাড়ার ও পৌঁছানোর নির্দিষ্ট টাইম জানা যাবে। একইসঙ্গে বাস টার্মিনাসের ভিতরেই তৈরী করা হবে ‘অনুসন্ধান কেন্দ্র’। এখানে সবসময় একজন করে পরিবহণ দপ্তরের কর্মী থাকবেন যার কাছ থেকে যাত্রীরা বাস সম্পর্কে সব রকম তথ্য পাবেন।

পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম, পর্যাপ্ত আলো, পরিস্রুত পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা থাকবে বাস টার্মিনাসগুলোয়। পুরো টার্মিনাস এলাকাগুলো গাছগাছালি দিয়ে সাজিয়ে তোলা হবে, বাস প্রবেশ ও প্রস্থানের জন্য তৈরী হবে সুদৃশ্য গেট।

Verdict of Bengal: Trinamool all the way

Trinamool Congress swept the municipal polls held in seven municipalities, winning in Mirik , Domkal, Pujali and Raiganj. People of Bengal have yet again reposed their faith on the development initiatives of Mamata Banerjee.

For the first time in decades, a party which is not based in the Hills has won majority in a municipality of the Hills. Trinamool won Mirik municipality and won several seats in Kurseong, Darjeeling and Kalimpong.

Trinamool retained their hold on Pujali municipality and wrested Raiganj municipality from Congress. Domkal, which is a new municipality, also came this way.

The people of Bengal have yet again rejected the opposition forces and ploys to play divisive politics.

 

After the results were declared Mamata Banerjee tweeted:

Congratulations to Ma Mati Manush for again & again putting their trust in us. We are honored, privileged & humbled.

Congratulations to my brothers/sisters in hill areas of Darjeeling Kurseong Kalimpong Mirik for participating in the democratic process.

Special thanks to Mirik for reposing faith in us. We will work sincerely for you.After so many decades we begin a new era in the hills.

The hills are smiling.

 

সাত পুরসভার ভোটেও তৃণমূলের জয়যাত্রা অব্যাহত

সাতটি পুরসভার ভোটের ফলাফল বেরোতেই পাহাড় থেকে সমতল সব জায়গাতেই তৃণমূলের জয়জয়কার। সাতটির মধ্যে ৪টি পুরসভায় বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল। সমতলে পূজালি, রায়গঞ্জ ও ডোমকলে জয়ী দল।

পাহাড়ে এই প্রথম খাতা খুলল তৃণমূল। মিরিক পুরসভার দখল নিল দল। কার্শিয়ং, দার্জিলিং ও কালিম্পঙেও খাতা খুলেছে তৃণমূল।

বাংলার মা, মাটি, মানুষ আবারও বিরোধীদের কুৎসার রাজনীতিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই বেছে নিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী টুইট করে মা-মাটি-মানুষকে অভিনন্দন জানান।

আমাদের ওপর আস্থা রাখার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকের ভাই বোনেদেরও আমার শুভেচ্ছা। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য মিরিককে বিশেষ ধন্যবাদ। আমরা আপনাদের জন্য কাজ করব। কয়েক দশক পর পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। পাহাড় হাসছে।

 

6.5 lakh in 4 years: Bengal creates record in thalassaemia testing

Bengal has created a record in thalassaemia testing – 6.5 lakh people have been tested in the last four years. This data was recently revealed by the State Health Department.

There are 21 thalassaemia-testing centres in the State, where anyone can go and have themselves tested. As an encouraging sign, more and more people from all walks of life are coming forward to have themselves tested for the presence of the disease.

Basically, there are three categories of people who come for testing – couples wanting to get married, couples planning to have children and couples who already have a thalassaemia-affected child and don’t want to have another such.

Doctors also hold regular thalassaemia awareness and testing camps in schools and colleges all over the State.

There are 25,000 thalassaemia-affected people in the State.

 

 

থ্যালাসেমিয়া পরীক্ষায় এবার রেকর্ড গড়ল বাংলা

থ্যালাসেমিয়া পরীক্ষায় এবার রেকর্ড গড়ল বাংলা। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গেছে গত ৪ বছরে সাড়ে ছয় লাখের থ্যালাসেমিয়া পরীক্ষা হয়েছে বাংলায়।

কলকাতা ও জেলা মিলিয়ে বর্তমানে রাজ্যের ২১টি জায়গায় থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। সেখানে এসে বহু মানুষ থ্যালাসেমিয়া পরীক্ষা করিয়ে যাচ্ছেন।

মূলত তিন ধরনের মানুষ আসছেন। এক, বিয়ে হতে চলা দম্পতি, সন্তান গ্রহণের কথা ভাবা দম্পতি এবং একটি সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ায় দ্বিতীয়বার যাতে সে ভুল না হয়, সেকথা ভেবে সচেতন হওয়া স্বামী-স্ত্রী।

স্কুল কলেজ সহ সমগ্র রাজ্য জুড়ে সর্বস্তরে সচেতনতা বাড়াতে বিভিন্ন রকম প্রচার চালাচ্ছেন ডাক্তাররা।

বর্তমানে সরকারী হিসাব অনুযায়ী, রাজ্যে ২৫ হাজার থ্যালাসেমিয়া রোগী আছে।

 

 

Bengal to set up ‘cage culture’ for rearing fish in the deep sea

A new method of deep-sea pisciculture is soon going to be introduced in Bengal – cage culture. As the name suggests, the practice consists of culturing fish inside big floating cages in the middle of the sea. This type of fish culture is being successfully practiced in Norway, Thailand, Japan, the Philippines, etc.

The project is in the pilot stage. Two 4.5 metre-diameter cages made out of GI pipes and Netlon mesh have been set up 2 km off the coast of Mandarmani. The cages are covered with nets to prevent sea birds from feeding on the fish. They are tied down with buoys to provide stability. Each cage is going to last eight to ten years.

Hatchlings for the pilot project would be released in September, which would grow to the right size – 1 to 1.5 kg – within six months. Mostly, bhetki and pomfret would be reared in these cages, since these are fishes in high demand and are costly as well. Such deep-sea culture in large numbers would bring down the prices.

This is also being encouraged to bring down the pressure on the lakes and inland hatcheries; culture in the open seas would have no environmental impact.

Scientists are also researching the viability of culturing pearls in the cages.

In the State, the West Bengal University of Animal & Fishery Sciences is in charge of the project, which is a part of the Indian Council of Agricultural Research-led All India Network Project on Mariculture. Five other States are part of the project.

 

মাঝসমুদ্রে খাঁচায় মাছ চাষ করবে মৎস্য দপ্তর

মাঝসমুদ্রে খাঁচায় মাছ চাষ করবে রাজ্য মৎস্য দপ্তর। মাঝসমুদ্রে ভাসছে খাঁচা আর সেখানে খেলা করছে মাছ। সেই মাছ যাতে বেরিয়ে না যায় বা অন্য কোনও জলজ প্রাণী সেখানে ঢুকে পড়তে না পরে, সেজন্য ঘিরে রাখা হয়েছে সেটিকে।নরওয়ে, থাইল্যান্ড, জাপান, ফিলিপিন্সে অনেক আগেই এ ধরনের কাজে অনেক সফল হয়েছে।

আগামী দিনে সমুদ্রে মাছ চাষের ক্ষেত্রে জোর দিতে হবে। সেখানে জায়গার কোনও অভাব হবে না!‌ তাই বিজ্ঞানীরা বেছে নিয়েছেন সমুদ্রকে। কী করে মাছের উৎপাদন আরও বাড়ানো যায় তাই নিয়ে চর্চা চলছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অফ মেরিকালচারের অন্তর্গত এই প্রকল্পটি। বিশেষজ্ঞদের কাছে যা পরিচিত ‘কেজ কালচার’ নামে‌।

এটি একটি পাইলট প্রজেক্ট। বছরের শুরুতে বসানো হয়েছে জিআই পাইপ আর নেটলন দিয়ে তৈরী খাঁচা।  মন্দারমনির সমুদ্রের পাড়ে ২ কিমি দূরে তৈরী করা হচ্ছে এটি। আপাতত বসানো হয়েছে সাড়ে চার মিটার ব্যাসের দুটি খাঁচা। ভাসমান ওই খাঁচা ৮–১০ বছর টিকবে।  তবে নোঙর দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে সেটি জলতরঙ্গে ভেসে না যায়।

সেখানে পুজোর আগেই ছাড়া হবে মাছের চারা। মাস ছয়েকের মধ্যে তা বড় হয়ে যাবে। ভেটকি, পমফ্রেটের মতো মাছ চাষ করা হবে। কারণ বাজারে এগুলির চাহিদা রয়েছে। দামও বেশি। এই পদ্ধতিতে চাষ করার খরচ কম হবে বলে আশা করছেন প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা। এক–একটি মাছের ওজন হবে এক থেকে দেড় কেজি। এমনই হিসেব বিশেষজ্ঞদের।

মুক্তো চাষেরও চেষ্টা করে দেখছেন বিজ্ঞানীরা। স্থানীয় মাছ ব্যবসায়ীদেরও যুক্ত করা হচ্ছে। তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, আরও ৫টি রাজ্যের এই প্রকল্পের কাজ চলছে।

 

 

On Mother’s day, Mamata Banerjee dedicates poem to all mothers

Today is Mother’s Day. The second Sunday of May is celebrated the world over as a tribute to the mother who selflessly devotes all her life to the well-being of her child.

On this occasion, Chief Minister Mamata Banerjee has conveyed her greetings through social media to all mothers.

She has also written a poem titled ‘Maa’, dedicated to all mothers.

The poem is reproduced below.

Maa

Jotoi dekhi totoi jani
Maa amader aswosto bani
Ofuronto maayer bhalobasa
Amader jogar banchar asha

Mayer mukh sworgosukh
Bhuliye deye sokol dukh
Maayer bodon molin hole
Sob hoye jay golmele

Oshustho holey maayer hath
Snehobhora bhalobasar chhap
Duhshomoye maayer anchol
Aral kore bipod sokol
‘Maa’ je moder ‘Maa’
Momottwobhora hasi niyei onuprerona dao maa

Maa jar nei se boro ekla,
Byathar somoy jay na dukkhoke bhola
Maayer dak asol dak
Pichu dakleo ashirbaad

Maa ke jara bhalobase na
Sneho ki jinish tara jane na
Maayer mon sontaner dhon
Maa je moder maa
Jotoi dekhi totoi bhabi
Swad tobu mete na

 

 

মাতৃ দিবসে সকল মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালিত হয়।

মাতৃ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকল মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উপলক্ষে তিনি একটি কবিতাও লিখেছেন। কবিতাটির নাম ‘মা’।

 

‘মা’

যতই দেখি ততই জানি
মা আমাদের আশ্বস্ত বাণী
অফুরন্ত মায়ের ভালোবাসা
আমাদের জোগাড় বাঁচার আশা।

মায়ের মুখ স্বর্গ সুখ,
ভুলিয়ে দেয় সকল দুখ,
মায়ের বদন মলিন হলে
সব হয়ে যায় গোলমেলে।

অসুস্থ হলে মায়ের হাত,
স্নেহভরা ভালোবাসার ছাপ
দুঃসময়ে মায়ের আঁচল,
আড়াল করে বিপদ সকল
‘মা’ যে মোদের ‘মা’,
মমত্বভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা।

মা যার নেই সে বড় একেলা,
ব্যাথার সময় যায় না দুঃখকে ভোলা,
মায়ের ডাক, আসল ডাক
পিছু ডাকলেও আশীর্বাদ।

মা কে যারা ভালোবাসে না,
স্নেহ কি জিনিস তারা জানে না,
মায়ের মন, সন্তানের ধন,
মা যে মোদের মা,
যতই দেখি ততই ভাবি
স্বাদ তবু মেটে না।

 

Free passes for mothers at Mother’s Wax Museum

Mother’s Wax Museum in New Town has instituted a Mother’s Day gift this year – free passes to mothers and their kids.

On Mother’s Day, celebrated all over the world on May 14, many children take their mothers out for treats. So, those kids who would visit Café Ekante at Eco Park, opposite the wax museum, with their mothers, would be given two free tickets for Mother’s Wax Museum.

HIDCO, the Bengal Government agency which looks after the museum as well as Eco Park, has instituted this gift.

Picture: YouTube – WBHIDCO Ltd.

 

 

মাতৃদিবসে মায়েদের জন্য মাদার্স ওয়াক্স মিউজিয়ামে ফ্রি পাস

আজ মাদার্স ডে-র উপলক্ষে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে নতুন এক পদ্ধতিতে পালন করার জন্য ব্যাবস্থা করেছে হিডকো। জানা গিয়েছে, এই দিনে মা এবং তার সন্তানকে একসঙ্গে করে মাদার টেরেজার মোমের মূর্তিতে মাল্যদান করা হবে। তাও যারা করবেন তাঁদের জন্য বিনামূল্যে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে হিডকো।

এই গরমের দিনে খাটি বাঙালি খাবারের জন্য নিউটাউনে হিডকো বছর খানেক আগেই তৈরি করেছিল ক্যাফে একান্তে নামক একটি রেস্তোরাঁ। যেখানে বছরের নানা সময়ের সঙ্গে তাল মিলিয়ে খাবার পাওয়া যায়। তাই ওই দিন যারা ক্যাফে একান্তে রেস্তোরাতে খেতে যাবেন তাদেরকে দুটি করে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে।

প্রসঙ্গত মাদার্স ডে-র দিনে অনেক সন্তানই তাঁর মাকে একটা ভাল ট্রিট দিতে চায়। তাই ওই দিন এমনিতেই যে ক্যাফে একান্তে রেস্তোরাঁতে ভিড় বাড়বে তা আগে থেকেই জানে কর্তৃপক্ষ। সেই কারণে মাদার্স ডে-তে যাতে ‘মা’কে তার সন্তান আরও ভাল কিছু উপহার দিতে পারে তার জন্যই হিডকোর পক্ষ থেকে ওই ব্যাবস্থাপনা করা হয়েছে।

নিউটাউনকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তাতে যে কোনও আন্তর্জাতিক মানের ভ্রমণস্থলের সঙ্গে পাশাপাশি জায়গা পায় ওই নিউটাউন। সেখানে লন্ডনের মাদাম তুসোর আদলে তৈরি মাদার্স ওয়াক্স মিউজিয়াম বর্তমান দিনে যে কোনও মানুষের কাছেই একটা বড় পাওনা। তাই সেই জায়গাকে যারা এতদিন পর্যন্ত চোখের দেখা দেখে উঠতে পারেননি তাঁদের কাছে এবার একটা বড় সুযোগ গড়ে দিল হিডকো কর্তৃপক্ষ।

Implementing ICDS – Bengal shows the way

Integrated Child Development Scheme (ICDS) plays a pivotal role in providing health and nutrition service to pregnant mothers, lactating mothers and children. During the last few years, the State Government has consistently increased the financial support to these workers and helpers.

Hon’ble Chief Minister has recently brought all the Anganwadi workers and helpers under the comprehensive health insurance ‘Swasthya Sathi’. Their monthly honourium has also been increased by Rs 500.

A total of 1377360 pregnant and lactating women have been provided supplementary nutrition (January, 2015). The state has introduced enhanced financial provision for ICDS SNP in all the districts from Nov’14 at the rate of Rs. 9, Rs. 7 and Rs. 6 for severely malnourished children, pregnant & lactating mothers and others respectively.

 

মা ও শিশুদের পুষ্টির জোগানে মমতার স্পর্শ বাংলায়

গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা আইসিডিএসের ভুমিকা অপরিসীম।

এ রাজ্যে, জানুয়ারি ২০১৫ পর্যন্ত ১৩৭৭৩৬০ জন গর্ভবতী ও প্রসূতিদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে রাজ্য সরকার সব জেলায় বর্ধিত হারে অর্থনৈতিক সহায়তা করছে আইসিডিএস এসএনপি-তে।

গত ছ’বছরে রাজ্যসরকার এই প্রকল্পে নিযুক্ত কর্মী ও সহযোগীদের জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে চলেছে যাতে প্রকল্প বাস্তবায়নে ত্রুটি না থাকে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহযোগীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছেন। তাঁদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে।