Conservation of forests: A story of success for the Bengal Govt

The Bengal Department of Forests manages 11,879 sq km of forests in the State, which is 13.38% of the total geographical area.

Some of the notable achievements between 2011 and 2017 are:

 

 

 

  • The forest cover of the State has been on the increase – it has gone up by 3810 sq km, or 4.29%, which is the highest in the country. Incidentally, the forestry management in Bengal is 150 years old; the Directorate of Forests came out with a commemorative volume, 150 years of Forestry – 1864-2014 in December 2014.

 

  • Between 2011 and 2017, the department has afforested 72,697 ha of forest area, besides doing extensive soil and moisture conservation work. It has also created a production capacity of 2 crore planting stock through modern nurseries, thereby replacing almost the entire capacity of conventional nurseries.

 

  • Under the Joint Forest Management initiative, the Directorate has distributed Rs 114.03 crore of Forest Protection Committee (FPC) shares to members of these committees during the period of 2011 to 2017, and has come out with the most progressive Joint Forest Management Committee (JFMC) notification in the country.

 

  • Inspired by Chief Minister Mamata Banerjee, the Sabujshree programme was launched with effect from May 27, 2011 to provide a sapling to every new born child in the State to inculcate emotional bonding between the child and nature and also to provide an incentive of economic benefit for the future. It is being implemented at the block level throughout the State. Up to March 2017, more than 2 lakh seedlings were distributed.

 

  • Forestry intervention programmes worth Rs 534 crore have been sanctioned for the Clean Ganga project for the State, which was launched towards the end of 2016.

 

  • The Wildlife Wing of the Forest Directorate manages a network of 4,692 sq km of protected areas, or 5.28% of the geographical area of the State, up from 4.56% prior to 2013. Emphasising the importance of conservation, two new wildlife sanctuaries have been created – West Sunderbans Wildlife Sanctuary in 2013, over an area of 556 sq km in South 24 Parganas district for protection of the keystone species of the Sunderbans, and Pakhibitan Wildlife Sanctuary, over the 14.09 sq km water body in Gajaldobha in Jalpaiguri district in North Bengal, for protection of aquatic and migratory birds.

 

  • The biggest success story is the conservation of rhinoceros and elephant habitats. The rhinoceros population has reached 255 (2015 estimate) and the elephant population has reached 708 (2014 estimate), the highest in the last few decades. Camera trap technology introduced in recent years has showed a healthy population of tigers in the wild. For the first time in the State, a census of crocodiles was done in 2012.

 

  • The Japan International Cooperation Agency (JICA)-assisted West Bengal Forest and Biodiversity Conservation Project (WBFBCP) commenced on August 24, 2012 with an outlay of Rs 406 crore. The Project Management Unit (PMU) of the project is implementing the project in 600 JFMCs. Till financial year 2016-17, the total plantation raised is 12,358 ha of forest and 934 ha under social forestry. Under this project, the Forest Directorate has expanded and renovated the West Bengal Forest School in Dow Hill in Kurseong town, and the West Bengal State Forest Training Institute in Hijli was inaugurated on February 11, 2016 with the intention of creating infrastructure facilities for human resource development.

 

  • The West Bengal Forest Development Corporation Limited (WBFDCL) has achieved new heights of physical and financial parameters. Online booking of eco-tourism facilities under WBFDCL was started in 2014. E-auction of forest produce, a major initiative, was started in 2017.

 

  • The West Bengal Zoo Authority (WBZA) was institutionalised in April 2012 with the transfer of the management of 11 zoos of the State. It started modernisation of animal housings at Alipore Zoo and transformed Padmaja Naidu Himalayan Zoological Park, Darjeeling, considered the best zoological parks in the country. Rebuilding of Bengal Natural History Museum in Darjeeling was completed and Bengal Safari, Siliguri was inaugurated on January 21, 2016. New enclosures for the conservation and breeding of red panda and snow leopard were commissioned in Topkey Dara in Darjeeling district. The Sunderbans Wild Animals Park and Tiger Rescue Centre was commissioned in Jharkhali in South 24 Parganas.

 

  • The West Bengal State Forest Development Agency (WBSFDA) was institutionalised in 2014. Along with others, it is implementing the plantation programme of West Bengal Pollution Control Board and the MPLAD (Members of Parliament Local Area Development Scheme) funding programme in the forestry sector. Online reservation and payment gateway for 20 eco-tourism centres in the State was started in May 2015. Eco-tourism units have been commissioned in Takdha, Pokhriatar and Chimney in Darjeeling district.

 

  • The West Bengal Wasteland Development Corporation Ltd. (WBWDCL), has, over the last few years, taken up landscaping works for Eastern Coalfields Limited (ECL), Raghunathpur Power Station, Department of Sports and Youth Affairs, Howrah Road and Bridge Corporation, Department of Technical Education, Kolkata Municipal Development Authority (KMDA), Land Port Authority, Swami Vivekananda Yuva Bharati Krirangan (Salt lake Stadium), Coal India Complex office in Rajarhat and the Coast Guard. It has also contributed towards the development of Eco Park in Rajarhat as well as the Harinalaya Park inside, and conducted the livelihood generation programme under Paschimanchal Unnayan Parishad in Garbeta in Paschim Medinipur distirct.

 

 

Bengal CM expresses shock over Centre’s RTI reply on Netaji

Bengal Chief Minister Mamata Banerjee today expressed shock over the Central Government’s recent reply to an RTI query regarding Netaji Subhas Chandra Bose.

“I am shocked to see this unilateral decision of the Central Government without evidence. Netaji is a great son of the soil. Our state, the country and the whole world are proud of him,” she said.

“Any matter involving a person of his stature does not deserve to be handled in such a casual manner. I have drawn the attention of Hon’ble Prime Minister to this matter and has sought the considered stand of Central Government in this regard,” the CM wrote on her Facebook page.

Bengal Government had declassified all files related to Netaji in September, 2015.

নেতাজিকে নিয়ে কেন্দ্রের আরটিআই এর উত্তরে বিষ্ময় প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুরহস্য সংক্রান্ত এক আরটিআই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের জবাবে দিয়েছে তাতে বিষ্ময় প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “নেতাজির মৃত্যুরহস্যের ব্যাপারে কোনও প্রমাণ ছাড়া কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফা জবাব দিয়েছে তাতে আমি বিস্মিত। নেতাজি এদেশের এক কৃতি সন্তান। আমাদের রাজ্য, আমাদের দেশ তথা সারা বিশ্ব তাঁকে নিয়ে গর্ব অনুভব করে।”

তিনি ফেসবুকে লেখেন, “তাঁর মতো মর্যাদাপূর্ণ কোনও ব্যাক্তির কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার এত দায়িত্বজ্ঞ্যানহীনভাবে দেখা উচিত নয়। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি; কেন্দ্র এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করুক”।

Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

GST is not fully prepared, so it must not be rolled out on July 1: Dr Amit Mitra

Bengal Finance Minister Dr Amit Mitra today held a press conference in Kolkata regarding Goods and Services Tax (GST). During the interaction with the press, he underlined the fact that Bengal is not ready to accept GST in its current form.

Dr Mitra is the chairman of the Empowered Committee on GST, comprising all the 29 States was. It had met in Kolkata on June 14, 2016 in a historic meeting.

The constitutional amendment said that Parliament may, on the recommendation of the GST Council, compensate States for loss of revenue arising out of implementation of GST, upto five yrs. Secondly, for a State, if the income from tax decreases at any time during these five years, the State can decide to not to give its share of the tax to the Centre.

However, Dr Mitra said, “it was decided at this meeting that it should be ‘shall’, not ‘may’, and secondly, not ‘upto 5 years’ but ’period of 5 years’ “.

Other major decisions were taken during the historic meeting in Kolkata.

“It was decided at the meeting that if a business is worth less than Rs 1.5 crore, it would only attract State tax”.

Then, “in the cases 90 per cent of small businesses below Rs 1.5 crore, there would not be any dual control”.

At the 4th GST summit (November 3 and 4), the States had proposed that food grains have to be kept out of GST. “After everyone consented to it, food grains are now tax-free. This is a major victory for the common man”.

The Bengal Finance Minister said, “Daily essentials like raw vegetables and flowers are now tax-free”.

“We have fought to make cottage cheese, puffed rice, flattened rice, betel leaves, popped rice, green tea, vermilion, aalta, organic fertilizers, poultry and khadi clothing tax-free, health services, doctors’ fees, newspapers, textbooks and human hair.”.

Another victory for the States is that “on processed tea, instead of a 12-18 per cent tax, 5 per cent tax has been imposed”.

“The Empowered Committee has given a letter to also make news printing tax-free”, Dr Mitra said.

Some other major victories for the States, as stated by the Finance Minister, are:

He further said, “A 12% tax was proposed on cashew nuts; the fight on that is still going on”.

“They had said that shoes would be taxed at 12%; we have proposed that shoes costing up to Rs 500 should be tax-free”

On films, Dr Mitra said, “In West Bengal, films are taxed at 2% while the Centre is thinking of imposing a 28% tax. We will fight this. If regional films are taxed at 28%, won’t they bite the dust?”

He said, “Though my own powers are limited, I have fought for Maa-Mati-Manush under the inspiration of the Chief Minister and I will continue my fight”.

The Bengal Finance Minister said that GST is not fully prepared and ready, and that rules and forms not completed, so July 1 must not be finalised as the date for the roll-out of GST.

“Until and unless a solution is reached on GST, it will not be introduced in the Bengal assembly”

He questioned whether small and medium-scale industries are equipped to handle the new tax regime.

“The fight is still on,” Dr Amit Mitra said, pointing out that he is likely to attend the June 3 GST Council meeting. “Majority of the country is still not ready to roll out GST,” he added.

 

 

১লা জুলাই থেকে জিএসটি চালু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেনঃ অর্থমন্ত্রী

জিএসটি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ২৯ টি রাজ্য ও ২ টি ইউনিয়ন টেরিটরি নিয়ে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটি গঠন হয়েছে, সেখানে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে। ১৪ জুন ২০১৬ কলকাতায় এমপাওয়ার্ড কমিটি’র ঐতিহাসিক বৈঠক হয়। সংসদে বিল পাস হওয়ার পর চালু হল জিএসটি কাউন্সিল যা হল সর্বোচ্চ উপদেষ্টা মণ্ডলী, যার চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তিনি বলেন, সাংবিধানিক সংশোধনীর বক্তব্য অনুযায়ী রাজ্যের রাজস্ব কমে গেলে তাহলে তারা ক্ষতিপূরণ দিতে পারে, কোন নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত, ৫ বছরের যে কোন সময় যদি রাজস্ব কমে যায় কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে যে তারা রাজস্ব দেবে না। ওই কলকাতার বৈঠকে ঠিক হয় “it should be ‘shall’, not ‘may’, and secondly, not ‘upto 5 years’ but ’period of 5 years।”

ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যে ১.৫ কোটির নিচে ব্যবসা হলে তাদের ক্ষেত্রে শুধু রাজ্যের কন্ট্রোল থাকবে। জিএসটি কাউন্সিল তৈরি হলে অবশেষে সিদ্ধান্ত হল ১.৫ কোটির নিচে ৯০ শতাংশ ছোট ব্যবসায় দ্বৈত নিয়ন্ত্রণ থাকবে না।
চতুর্থ জিএসটি বৈঠকে (৩ ও ৪ নভেম্বর) আমরা প্রস্তাব দিয়েছিলাম খাদ্যশস্য জি এস টির বাইরে রাখতে হবে, সকলে সম্মতি দেওয়ায় এখন খাদ্যশস্য করমুক্ত। এটা সাধারন মানুষের একটা বড় পাওনা।

কাঁচা সবজি, ফল, স্বাস্থ্য পরিষেবা, ডাক্তারের ফি, নিউজ পেপার এগুলো করমুক্ত হয়েছে, যা সাধারন মানুষের প্রয়োজনীয়। ছানা, মুড়ি, চিড়ে, পানের পাতা, খই, সবুজ চা, সিঁদুর, আলতা, পোল্ট্রি, জৈব সার, খাদির জামাকাপড় ওপর ট্যাক্স বসাচ্ছিল, লড়াই করে এগুলো করমুক্ত করেছি আমরা।

তিনি আরও বলেন, জুতোর অপর ১২ ট্যাক্স বসাবে বলেছিল, আমরা প্রস্তাব দিয়েছি ৫০০ টাকা পর্যন্ত কোন কর ছাড় দিতে হবে।নিউজ প্রিন্টিং করমুক্ত করার জন্য আমরা চিঠি দিয়েছি, কাজুর ওপর ১২ ট্যাক্স বসাবে বলেছিল, সেই নিয়ে লড়াই এখনো বাকি।

বর্তমানে পশ্চিমবঙ্গে সিনেমার ওপর ট্যাক্স ২ শতাংশ, আজ কেন্দ্রীয় সরকার ২৮ শতাংশ ট্যাক্স বসানোর চিন্তা করছে, আমাদের লড়াই জারি রয়েছে, আঞ্চলিক ভাষার ছবিতে যদি ২৮% ট্যাক্স বসানো হয় তাহলে তা ধুলিস্মাত হয়ে যাবে।সবশেষে তিনি বলেন, আমার একার ক্ষমতা সীমাবদ্ধ তবুও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা-মাটি-মানুষের জন্য লড়াই করেছি এবং এই লড়াই চালিয়ে যাব। জিএসটি পুরোপুরি তৈরী নয়। ১লা জুলাই এটি চূড়ান্ত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন অর্থমন্ত্রী বলেন যতক্ষণ না জিএসটি সমাধান হয় ততক্ষণ এটি বিধানসভাতেও পেশ করা হবে না।

 

 

 

Bengal Education Dept makes class XI admission forms available on website

From now on, form for admission to class XI in State Government schools which do not have websites of their own would be available on the State Education Department’s website. The form needs to be downloaded and submitted to the schools. As a result, parents and candidates would not have to stand in long queues to collect the form.

The PDF document also contains details like the subjects that are taught in a school, the number of seats it has, fees, etc. As of now, details for 35 schools are available in the form

The forms can be submitted from May 29 to June 6, between 11 am and 4 pm. The list of students selected for admission would be published on June 13.

Please click here to download and print the form

 

একাদশ শ্রেণীর ভর্তির ফর্ম মিলবে অনলাইনে

সরকারী বিদ্যালয়গুলির ফর্ম স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা । তবে জমা দিতে হলে, সংশ্লিষ্ট স্কুলেই তা দিতে হবে।প্রসঙ্গত, এর আগে স্কুলগুলির নিজস্ব ওয়েবসাইটে একাদশে ভর্তির ফর্ম আপলোড করে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর।  স্কুলগুলিতে কী বিষয় পড়ানো হয়, কত আসন ইত্যাদি তথ্যও সংগ্রহ করা হয়। সেই মতো একটি ফর্ম তৈরী করে আপলোড করা আছে। পড়ুয়ারা বাড়িতে বসেই তাঁদের পছন্দের স্কুলের জন্য ফর্ম পূরণ করতে পারবেন।

দপ্তরের ওয়েবসাইট www.wbsed.gov.in –এ ঢুকে সেখানে নোটিস বলে একটি অপশন রয়েছে। তাতে ক্লিক করলেই প্রথমে এই ফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেই কোন স্কুলে কত আসন, কী কী বিষয় পড়ানো হয়, ভর্তির সময় কত টাকা লাগবে, ইত্যাদি তথ্য দেওয়া হয়েছে।

আগামী ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ফর্ম ডাউনলোড এবং জমা করতে পারবেন পড়ুয়ারা। ১১টা থেকে ৪টে পর্যন্ত তা করা যাবে। মেধা তালিকা প্রকাশ করা হবে ১৩ জুন। ১৪ থেকে ১৬ জুন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

 

 

Nabanna to host blood donation camp to mark 6 years of TMC govt

To mark the completion of the sixth year of the Trinamool Congress government, a blood donation camp will be organised in the state Secretariat Nabanna on May 27.

Chief Minister had directed the organisation of blood donation camps across the state with the target of collecting 50,000 units. The decision was taken to overcome the acute shortage of blood during summers. The state government will be introducing 52 new ambulances. State government employees will donate blood in the camp that will be organised in the state secretariat.

On May 20, 2011 Chief Minister Mamata Banerjee had taken oath. After returning to power in 2016, the Chief Minister had taken oath on May 27. Thus, to mark the completion of the sixth year of the Mamata Banerjee government, it was decided that blood donation camps will be held in the state from May 20 to 27 this year.

Blood donation camps are being organised at different places both by members of the ruling party as well as by different civic bodies. The police are also organising blood donation camps with a target of collecting 20,000 of the total 50,000 units.

After came to power in 2011 the Trinamool government has changed the face of healthcare service in the state by taking several measures. Now, with the introduction of 52 ambulances, hundreds of people will be benefitted.

The state government has also organised a one-month-long programme from May 20 to June 20 to mark the completion of the sixth year of the government. Tableaus displaying different development projects of the state governments are reaching the grass-root level in districts through this month-long initiative.

 

দ্বিতীয় সরকারের বর্ষপূর্তিতে রক্তদান শিবিরের আয়োজন নবান্নে

আগামী ২৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি হতে চলেছে। এই  উপলক্ষে নবান্নে রক্তদান শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার।

একইসঙ্গে নবান্নে ৫২টি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব অ্যাম্বুলেন্স বিভিন্ন জেলায় পাঠানো হবে। নবান্নে রক্তদান শিবিরে সরকারি কর্মচারীরা রক্তদান করবেন। শুধু নবান্ন নয়, ওই দিন জেলাতেও বর্ষপূর্তি পালন করা হবে। জেলায় জেলায় রক্তদান অনুষ্ঠান করা হবে।

গ্রীষ্মকালীন রক্তসংকট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে রক্তদানের উদ্যোগ নিয়েছেন। দলীয় কর্মীদের তো বটেই পুলিশকেও রক্তদান শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০ মে নবান্ন থেকে দুটি ট্যাবলো ছাড়া হয়। যেখানে সরকারের কন্যাশ্রীসহ নানা কর্মসূচি তুলে ধরা হয়। ২০১১ সালে ২০ মে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শপথ নিয়েছিলেন। সেইদিনকে স্মরণ করেই ওই ট্যাবলো ছাড়া হয়েছে। ২০১৬ সালে দ্বিতীয় বারের জন্য জিতে শপথ নিয়েছিলেন ২৭ মে। সেই দিনটিকে স্মরণ করতেই নবান্নে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

 

Agro Business Synergy: More than Rs 1,000 cr investments, more to come

Proposals for investments worth Rs 1,361 crore in the agro-business sector in Bengal have been received. This was revealed at the inauguration of the summit, Agro Business Synergy 2017, being held in Siliguri. The theme this time is ‘Focus North Bengal’. Senior ministers and officials say that this number would increase substantially after the summit ends.

The State Government is conducting the conference in collaboration with the Confederation of Indian Industries (CII) and Food and Agriculture Centre for Excellence (FACE).

The investments cover diverse areas: Rs 80 crore in animal husbandry, Rs 64 crore in building cold storages, Rs 187 crore in food and beverage industries, Rs 15 crore in horticulture and Rs 180 crore in rice mills. Besides these, proposals have also come for investing Rs 536 crore in PPP mode in agricultural infrastructure.

For the last one month, district industry officials and district administrative officials of the eight districts comprising North Bengal have been meeting with merchants and merchant bodies to convince them to invest in the region. The investments are a result of this hard work.

Seniors State ministers attending the summit said that the State Government is ready to help in creating agricultural infrastructure by providing land and buildings, and building roads.

More than 1,000 merchants from the State are taking part in the summit. Besides, representation has also come from neighbouring countries like Nepal and Bhutan. Nepal, Bhutan and Bangladesh, with which the northern region of Bengal shares borders, provide exciting opportunities for traders from North Bengal.

 

উত্তরবঙ্গে ১৭০২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য উদ্যোগে বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে অ্যাগ্রো বিজনেস সিনার্জি। ২ দিনের এই শিল্প সম্মেলনে উত্তরবঙ্গে শিল্প স্থাপনের আগ্রহ করেন দেশ বিদেশের শিল্পপতিরা।

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ১৭০২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিল শিল্প উদ্যোগীরা। ১৩৬১ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এল প্রথম দিনেই। এর মধ্যে পিপিপি মডেলে ৫৩৪ কোটির বিনিয়োগের প্রস্তাব রয়েছে। দ্বিতীয় দিনে আরও ৩৪১ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।

মূলত উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক শিল্প গড়তে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিনের সম্মেলনে শুধু রাজ্যের বিনিয়োগকারীরাই নন, নেপাল ও ভুটান থেকেও বিনিয়োগকারীরা এসেছিলেন।

সম্মেলনের প্রথম দিনেই প্রাণী সম্পদ বিকাশে ৮০ কোটি, কোল্ড স্টোরেজ ৬৫ কোটি, ফুড ও বেভারেজ সেক্টরে ৮৭ কোটি, হর্টিকালচারের জন্য ১৪.৮ কোটি, খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ৩০৪.৫৯ কোটি টাকার বিনিয়োগ এসেছে।

কালিম্পং হর্টিকালচার, আলিপুরদুয়ারে মাছ চাষ, পোল্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ, রাইস মিল সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব এসেছে।

 

WB CM conducts administrative review meeting for Birbhum in Bolpur

Chief Minister Mamata Banerjee chaired the administrative review meeting in Bolpur today. It was held at the Gitanjali auditorium.

This is the second time that Mamata Banerjee came to Birbhum district this year; earlier, in January, she had visited the Baul Mela in Joydeb.

In keeping with the system started at the last administrative review meeting in Howrah, 50 students were invited, this time from Visva-Bharati University.

In a significant achievement, the Birbhum Zilla Parishad had, this month, received the award for being the best zilla parishad in Bengal.

 

বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এটি।

এই নিয়ে দ্বিতীয়বার বীরভূম জেলায় এলেন মুখ্যমন্ত্রী। এর আগে জানুয়ারি মাসে তিনি বীরভূমে আসেন সেখানে তিনি জয়দেবের মেলা পরিদর্শন করেন।

হাওড়ার প্রশাসনিক বৈঠকের মত এখানেও বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসেই কাজের নিরিখে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেরা জেলা পরিষদের সম্মান আদায় করেছে বীরভূম। সেরার তকমা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে অন্যরকমভাবে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন।

 

 

‘Bangla Hobe Biswa Sera’ – Motto of Maa, Mati, Manush Govt

13 May, 2011 was a red letter day in the history of Bengal politics. On that day, Trinamool Congress led by Mamata Banerjee uprooted the 34 year old Left Front Government. Mamata Banerjee faced her first election as incumbent Chief Minister in 2016. On 19 May, 2016, the people of Bengal handed her a massive mandate with 211 out of 294 seats.

Like 13 May, 19 May is also thus marked in golden colours in our calendar. On that day, the Maa, Mati, Manush Government came back to power on the plank of development. Social justice, economic reforms and massive growth in infrastructure were the main reasons for the huge victory.

The past one year saw the continuance of the development agenda set by Mamata Banerjee. In the face of a huge debt burden, political vendetta and an onslaught on the social fabric of the State, Didi remained steadfast in her goal and took Bengal to newer heights.

The biggest achievement in the past one year was definitely the historic verdict of Supreme Court declaring the land acquisition in Singur (during Left Front regime) as unconstitutional and ordering the return of land to farmers. On 16 September, 2016, Didi finally fulfilled her promise and handed over land deeds to the farmers in Singur.

Mamata Banerjee had started the tradition of holding administrative review meetings in districts where the entire administration from CMO to BDO were present. She continued this practice and has already conducted at least one meeting in every district. In fact, in the last one year, the CM announced the formation of three new districts: Kalimpong, Bardhaman West and Jhargram.

This year the Bengal Global Business Summit saw the participation of 29 countries with investment proposals worth Rs 2.35 lakh crores.

This year, the number of registered girls under Kanyashree touched 40 lakhs. The CM started distribution of 30 lakh new cycles under Sabuj Sathi scheme. A new scheme called Sabuj Shree was launched where in every family was given a sapling for the birth of a baby. The other schemes like Siksha Shree, Khadya Sathi, Gatidhara, Gitanjali among others continue with equal importance.

The government took a major decision to abolish khajna tax on agricultural land. This would help the farmers, who have been affected by demonetisation. As a matter of fact, the government has started a scheme called Samarthan to financially assist 50,000 workers who lost their jobs due to demonetisation.

In short, the surge of development continues under Mamata Banerjee. As she says, Bangla hobe Biswa Sera (Bengal will become the best in the world).

 

‘বাংলা হবে বিশ্ব সেরা’ মন্ত্রেই কাজ করে চলেছে মা-মাটি-মানুষ সরকার

বাংলার রাজনৈতিক ইতিহাসে ১৩ মে ২০১১ এক অবিস্মরণীয় দিন। ৩৪ বছরের বাম রাজত্বের অপসাশন ও রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অগ্নিকন্যার নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বাংলায় ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের সরকার। শুরু হল এক নতুন রাজনৈতিক অধ্যায়। ২০১৬ সালে প্রথমবার  মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে  দাঁড়ালেন এবং  বাংলার মানুষ ১৯ শে মে ২০১৬ তে  ২৯৪ টি আসনের মধ্যে ২১১টি আসন তৃণমূল কংগ্রেসকে  জয়যুক্ত করল।

১৩ই মে ও ১৯শে মে দুটি তারিখই ক্যালেন্ডারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই ব্যাপক জয়ের কারণই হলো ক্ষমতায় আসার পর মা ,মাটি,মানুষের সরকার উন্নয়ন ,সামাজিক ন্যায় ,অর্থনৈতিক পরিকাঠামোর যে  উন্নতি ঘটিয়েছে এটা  তারই ফল।

গত একবছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ধারা তৈরী  করেছে তা আমরা দেখেছি। বাম সরকারের ঋণের বিশাল বোঝা,গণতান্ত্রিক কাঠমোর উপর বারবার আক্রমন করা সত্বেও ,দিদি  তার লক্ষ্যে স্থির থেকে বাংলা এগিয়ে নিয়ে যাচ্ছেন।

জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন সিএমও, বিডিও দের। গত একবছরের মধ্যে মুখ্যমন্ত্রী তিনটি নতুন জেলার ঘোষণা করেন কালিম্পঙ,পশ্চিম বর্ধমান ,ঝাড়গ্রাম।

এই বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ২৯টি দেশ অংশগ্রহনের সাথে সাথে ২.৩৫ লাখ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবও পেয়েছে বাংলা।

এই বছর কন্যাশ্রী প্রকল্পটি  ৪০লক্ষে পৌঁছেছে। সবুজ সাথীতে ৩০লক্ষ নতুন সাইকেল প্রদান করা হয়েছে। সবুজ শ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে প্রতিটি পরিবার একটি শিশুর জন্মের জন্য একটি চারা গাছ দেওয়া হয়। অন্যান্য প্রকল্পের মধ্যে যেমন শিক্ষাশ্রী ,খাদ্যসাথী ,গতিধারা সমান গুরুত্বের সঙ্গে চলছে।

কৃষি জমির খাজনা বাতিলের একটি বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে। নোটবাতিলের প্রভাবে যে সকল কৃষকরা প্রভাবিত হয়েছেন তারা এর মাধ্যমে সাহায্য পাবেন। এছাড়া নোটবাতিলের কারণেই যে সকল কর্মী তাদের চাকরি হারিয়েছেন তারা সমর্থন প্রকল্পের দ্বারা ৫০০০০ হাজার টাকা করে সাহায্যে পাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা হবে বিশ্বসেরা।

 

Trinamool all the way in Bengal, since May 2011

On May 13, 2011, the counting of the votes started at 8 AM for the West Bengal Assembly Elections 2011. Earlier the polling had been completed between April 18 and May 10, in six phases. At around 12 noon, the results indicated that Poriborton had finally come to Bengal led by Mamata Banerjee. History was rewritten.

Earlier, Trinamool Chairperson Ms Mamata Banerjee had ended her campaign on 9 May, 2011, in the constituency of Jadavpur. Before campaigning ended at 17:00, she appealed to the electorate to “Help me bring about change”. People showered their blessings.

The 34 years of Left oppression were washed away by the waves of change and the slogan, Bodla Noy, Bodol Chai. Mamata Banerjee became the first woman to be the Chief Minister of West Bengal.

Since then, the Maa Mati Manush of Bengal has never left the side of Ms Mamata Banerjee and the ensuing developmental wave that swept past Bengal.

The successive wins in the Panchayat Elections in 2013, the Municipal Elections in 12 municipalities in 2013, the General elections in 2014 and the Municipal Elections in 2015 reaffirmed the faith of people on West Bengal Chief Minister Ms Mamata Banerjee and Trinamool Congress. Besides, Trinamool Congress won several by-elections that happened time to time.

Looking back:

West Bengal Assembly Election 2011

Total no of constituencies: 294
Total contestants in fray: 1792
No of electors who voted: 47464338
Polling percentage: 84.33 %
Seats won by All India Trinamool Congress: 184

Panchayat Election 2013

The Panchayat Election 2013 was the first major challenge to Trinamool Congress after the massive win in 2011.

Of the 17 districts, the Trinamool Congress won Zilla Parishads in 13 districts. Out of the 824 zilla parishad seats, the Trinamool Congress won 530 seats.

Results:

Gram Panchayat

Total no. Of Gram Panchayat- 3,215
TMC – 1,745

Panchayat Samiti

Total no. Of Panchayat Samiti – 329
TMC- 192

Zilla Parishad

Total no. Of Zilla Parishad – 17
TMC- 13

On September 21, 2014 elections were held at 12 municipalities: – Mekhliganj (Cooch Behar), Haldibari (Coochbehar), Alipurduar (Jalpaiguri), Balurghat (South Dinajpur), Dalkhola (North Dinajpur), Chakdaha (Nadia,)Panihati (North 24 Parganas), Habra (North 24 Pargana), Diamond Harbour (South 24 Parganas),Burdwan Town, Guskara (Burdwan)and Dubrajpur (Birbhum).

The Trinamool Congress continued with its streak of electoral victories in the State, winning eight of the 12 civic bodies. It won at Diamond Harbour, Habra, Guskara Burdwan, Panihati, Chakdah Balurghat and Dubrajpur.

Over 80 per cent of the 8.4 lakh voters in the State had exercised their franchise on September 21 for the elections to the civic bodies spread across nine districts in the State.

Later in the year, Municipal elections were conducted in Jhargram, Krishnnagar, Medinipur, Baharampur and Howrah. Trinamool won the election in four out of the five bodies, winning at Jhargram, Medinipur, Krishnanagar and the prestigious Howrah municipal board.

General Election 2014

The opposition parties had only one weapon to campaign against the developmental wave of Bengal under Mamata Banerjee. The major media houses were brought into alliance and a campaign of slander through television and print media tried to undermine 2 and half years of restructuring Bengal under Trinamool Congress. People of Bengal didn’t bother much before casting their votes. Out of the 42 seats, Trinamool Congress won 34, compared to 19 in 2009.

Trinamool Congress got 39.40% votes, up from 31.18% in 2009 to finish as the 4th largest party in the Lok Sabha. Around 5, 16, 22,555 people voted and the turnout of voters was 82.16%.

The Trinamool Congress had in 2009 Lok Sabha election won 19 seats. In 2014, Trinamool Congress won all these 20 seats and bagged 14 more.

Municipal Election 2015

Trinamool Congress continued its winning streak by recording a thumping majority in 71 of the 92 civic bodies in West Bengal. The party wrested control of the Kolkata Municipal Corporation by winning 114 of the 144 wards. Twelve civic bodies have no clear winner. In 2010, Trinamool won 66 municipalities.

Trinamool Congress improved its performance from 95 to 114. Of the 2,090 wards in the State, the Trinamool won an overwhelming 1,425 wards.

Assembly Election 2016

Trinamool Congress won a massive victory in the 2016 Assembly elections by winning 211 out of 294 seats. In the bypoll for Cooch Behar and Tamluk bypolls also the party increased its vote share and registered a massive victory.

Bypolls and Municipal Election, 2017

In the bypoll for Kanthi Dakshin Assembly Constituency, the party again registered a massive victory.

In the elections held in 7 municipalities, Trinamool bagged 4 (Raiganj, Domkal, Pujali and Mirik). The party became the first non-mainstream Hill party to win a municipality (Mirik).

Bottomline

It is the voice of the people that matters in democracy. The people of Bengal now know who can make their life better by bringing in actual change they had waited for years. Development speaks for itself. The Trinamool Government strives for development of the people, especially the poor, the financially backward class. People of Bengal understand this simple point and their faith on their Didi remains unhindered.

 

২০১১ সাল থেকে বাংলা জুড়ে শুধুই তৃণমূল

২০১১ সালের ১৩ মে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে। এক নতুন ইতিহাসের সূচনা হয়। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এল পরিবর্তন।

‘পরিবর্তন আনতে আমাকে সমর্থন করুন’ নির্বাচনী প্রচারের সময় তৃণমূল সুপ্রিমো মানুষের কাছে এই আবেদনই জানিয়েছিলেন। মানুষ তাঁকে আশীর্বাদ করেছেন।

৩৪ বছরের অপশাসন থেকে মুক্তির জন্য পরিবর্তনের ডাক হিসেবে ‘বদলা নয় বদল চাই’ এই স্লোগানই বেছে নেওয়া হয়েছিল। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে মা-মাটি-মানুষ তাঁকে সমর্থন করে এসেছেন এবং বাংলায় উন্নয়নকে স্বাগত জানিয়েছেন।

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ধারাবাহিক জয়লাভ, ২০১৩ সালে ১২ টি পৌরসভা নির্বাচন, ২০১৪ সালের সাধারণ নির্বাচন এবং ২০১৫ সালের পৌর নির্বাচনের ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থার উদাহরন। এর পাশাপাশি তৃণমূল অনেক উপনির্বাচনেও জয়লাভ করেছে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ২১১ টি আসন পেয়ে আবার ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস। কোচবিহার ও তমলুক উপনির্বাচনেও জয়ী হয় তৃণমূল। ২০১৭-র কাঁথি দক্ষিণ উপনির্বাচনেও বিপুল ভোটে জ্য লাভ করে তৃণমূল। এরপর পুরসভা নির্বাচনেও ৭ টির মধ্যে ৪ টি পুরসভা (রায়গঞ্জ, ডোমকল, পূজালি ও মিরিক) আসে তৃণমূল কংগ্রেসের দখলে। দীর্ঘ ৪০ বছর পর পাহাড়ে এই প্রথমবার ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল।

গণতন্ত্রে মানুষই সব কথা বলে। বাংলার মানুষ এখন জানে কে প্রকৃত পরিবর্তনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারবে। তৃণমূল সরকার জনগণের উন্নয়ন, বিশেষ করে গরীব, আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর উন্নয়নের জন্য অনেক প্রকল্প চালু করেছে। বাংলার মানুষ তাই বারবার আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।