We should work with all, forsaking violence and differences: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today spoke at a programme organised by the Jain community at Netaji Indoor Stadium, to commemorate the arrival here of Acharya Shri Mahashraman, the eleventh Acharya of the Terapanth Dharma Sangha.

The Acharya would be here for four months, which, Mamata Banerjee said, would also give her an opportunity to meet him. She wished a long life for him, and for him “to continue to show the path of non-violence”.

During her speech, she stressed on the importance of working with everyone, forsaking violence and differences, and said that only such a person can be called a true human being.

She said, “I am happy to see that in this function people from every religion are present”.

“A universal religious system is one that shows the true path to everyone”, she continued. “Following a religion implies understanding the difference between the good, the bad and the fact. Religion also implies belief, dependability, dedication, determination and devotion”.

Referring to her habit of walking long distances, she said, “Like the Jain monks, I too like to walk long distances – and that requires a lot of determination”.

She also said, “Bengal has an important position in terms of geographical location, history, religion and politics”.

She ended by wishing the best for everyone.

 

 

State Govt opens helpline for admission to UG & PG courses

As promised by Chief Minister Mamata Banerjee while speaking on stage during the felicitation of secondary and higher secondary toppers of various boards on June 13, a helpline has been started by the Bengal Government for providing assistance during admission to under-graduate and post-graduate courses at institutions in Bengal.

The toll-free number is 18001028014.

One can call between 10 am and 6 pm on all days except Sundays.

The helpline opened on June 15 and would remain open as long as the admission processes to various higher education institutions are going on.

The service is being provided by the State Higher Education, Science and Technology and Biotechnology Department.

 

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

কথা দিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গত ১৩ তারিখ উত্তীর্ণ মুক্ত মঞ্চে দশম ও দ্বাদশ শ্রেনীর কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্য সরকার সর্বত ভাবে সাহায্য করবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিভিন্ন কোর্সে ভর্তিতে।

সেইমত তিনি আজই উদ্বোধন করলেন ১টি হেল্পলাইন টোলফ্রি নম্বরের।

টোল ফ্রি নম্বরটি হল ১৮০০১০২৮০১৪, রবিবার বাদে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি সাহায্য পাওয়া যাবে এই হেল্পলাইনে।

এই হেল্পলাইন চলবে ভর্তি পর্ব শেষ না হওয়া পর্যন্ত। এই পরিষেবা প্রদান করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর, বিজ্ঞ্যান, প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিভাগ।

 

 

 

 

Bengal CM to bring about programme of collaboration in football between Bengal & Holland

Football is one of the things that the people of Bengal have been identified with for many decades. Many of the best players of the country have come from Bengal. The game and its heroes are household topics in many a home.

Now things would be taken a step forward during Chief Minister Mamata Banerjee’s forthcoming trip to Holland. A treaty is going to be signed between Bengal Government and Royal Dutch Football Association (KNVB) in The Hague on June 20 to set up programmes of collaboration in football between the country and the State of Bengal.

As a part of that collaboration, players and coaches from the country, and they constitute some of the legends of the game, would be coming to the State to train its players in the latest techniques and skills. Players and coaches from here would also travel to Holland to get trained.

During the signing programme, the Chief Minister would also meet the Sports Minister of Holland.

The Chief Minister would be travelling to Holland on the invitation of the United Nations to talk on Bengal’s path-breaking achievements in the social sector.

 

বাংলাকে আধুনিক ফুটবলের পাঠ দেবে হল্যান্ড

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” একথা প্রায় সব বাঙালিরই জানা। বাংলা সেই স্বাধীনতার আগে থেকেই সারা দেশ দাপিয়েছে ফুটবলে। বহু মহান ফুটবল তারকা উপহার দিয়েছে দেশকে। এবার সেই বাঙালির প্রিয় খেলাকে বিশ্বের মান দিতে উদ্যোগী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

আসন্ন হল্যান্ড সফরে ২০ জুন মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় এমনই একটি মৌ সাক্ষরিত হতে চলেছে হেগ-এ কেএনভিবি বা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েসনের সঙ্গে। রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণে হল্যান্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

২৩ ও ২৪ শে জুন বিশ্ব জনপরিষেবা দিবসের কর্মসূচি। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলি সামনে রেখে কিভাবে উন্নয়ন অভিমুখ বাংলায় বদলে দিয়েছেন, তাই তিনি তুলে ধরবেন বিশ্বের দরবারে।

২১ তারিখ হেগ-এ আয়োজিত হবে একটি শিল্প সম্মেলন। বাংলার শিল্পপতিদের সঙ্গে যোগ দেবেন হল্যান্ডের বণিক সভা ভিএনও।

 

I will stop at all costs efforts to divide the State in the name of religion: Mamata Banerjee

“A lot of politics is happening in the name of religion. But you all know that Didi is partial to no religion. You all remain as you are” – this was the message given by Chief Minister Mamata Banerjee at the Iftaar party organised by Kolkata Municipal Corporation.

A few hours earlier, at a public melting after the administrative review meeting in Bhangar, she had said, “Just like Eid, there is Rath Yatra coming up. Celebrate both in an atmosphere of peace and unity”. Commenting on the killings of Dalits in Uttar Pradesh, she said, “Some people are trying to set up a riot between Hindus and Muslims”.

“Many people ask me why I attend Ramzan celebrations. My answer is, why not? I participate in Hindu festivals too. As long as I am alive, I will go wherever I please”.

She further said, “Hindus, Muslims, Sikhs, Christians, we all love to stay together. This is our India. We do not want riots. We do not support riots”.

 

রাজনীতির স্বার্থে ধর্মের নামে চক্রান্ত মেনে নেব নাঃ মুখ্যমন্ত্রী

“অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। কিন্তু আপনারা জেনে রাখুন দিদি প্রত্যেক ধর্মের সঙ্গে রয়েছে। আপনারা সবাই নিজের মত থাকুন”। সোমবার কলকাতা পুরসভার দাওয়াত এ ইফতার এ অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভাঙড়ে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামনেই যেমন খুশির ঈদ রয়েছে তেমনই রয়েছে রথযাত্রা। ফলে সকলে মিলে শান্তিপূর্ণ ভাবে সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে তা পালন করুন”। উত্তরপ্রদেশের দলিত হত্যার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “এখন হিন্দু-হিন্দুতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ”।

“অনেকে আমায় প্রশ্ন করেন কেন মুসলিমদের রমজানে যাই। কেন যাব না? হিন্দুদের অনুষ্ঠানে যাই। যত বছর বাঁচব, আমার যেখানে যাওয়ার সেখানেই যাব। কেউ আমায় আটকাতে পারবে না”।

তিনি আর বলেন, “হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে থাকতে ভালোবাসি। এটাই আমাদের ভারতবর্ষ। লড়াই, দাঙ্গা আমার পছন্দ নয়, আমি এসব সমর্থন করি না”।

 

 

We are all proud of our youth and students: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today felicitated the students who have fared well in the various board examinations at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

Students who have passed their class 10 and class 12 students were felicitated, comprising the boards of Madhyamik, Higher Secondary, ICSE, ISC and CBSE. WBJEE star performers were also awarded.

On the occasion, the Chief Minister gave a speech, whose salient points are given below.

  • Students of ICSE and CBSE will be included in the purview of Swami Vivekananda Scholarship.
  • We have distributed 40 lakh Sabuj Sathi bicycles.
  • 40 lakh girls are registered under the Kanyashree Scheme.
  • We have set up 16 universities and 7 medical colleges.
  • 4.5 lakh seats have been created in the higher education sector.
  • We have published a book called Bengal Excels.
  • You will have careers, travel to foreign lands. But never forget your roots, your motherland.
  • Talents from Bengal are respected worldwide. We are all proud of our youths and students.
  • Bengal is number one in terms of talent and merit. We are top of the top.
  • Bankura has a lot of talent. That is why we have set up a university there.

 

 

দশম, দ্বাদশ ও জয়েন্ট এন্ট্রান্সে কৃতিদের সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

যেকোনো ক্ষেত্রে কৃতি ও গুণীদের কদর করতে সবসময় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্য সরকার। সে কৃষকদের কৃষি রত্ন প্রদান করাই হোক বা বিভিন্ন ক্ষেত্রে গুণীদের বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ প্রদানই হোক।

রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের আয়োজনে আজ কলকাতার আলিপুরে উত্তীর্ণ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল সম্মাননা প্রদান অনুষ্ঠান। ২০১৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই এবং ডব্লুবিজেইই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • ICSE ও CBSE ছাত্র ছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আওতায় আনা হবে।
  • আমরা ৪০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৪০ লক্ষ মেয়েদের কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে।
  • গত ৬ বছরে ১৬ টি বিশ্ববিদ্যালয়, ৭ টি মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা।
  • উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা নতুন ৪.৫ লক্ষ আসন তৈরী করেছি।
  • Bengal Excels নামে একটি নতুন বই পাবলিশ করা হয়েছে।
  • অনেকে হয়তো পড়ার জন্য বিদেশে যাবে, বাংলা থেকেই তোমরা সমগ্র বিশ্বকে কন্ট্রোল করতে পারবে।
  • একদিন বাংলার কাছে সকলে ছুটে আসবে, বাংলার প্রতিভার এতটাই জোর। আমাদের ছাতছাত্রীরাই আমাদের গর্ব।
  • মেধা ও উৎকর্ষে বাংলা এক নম্বর। আমরা top of the top।
  • বাঁকুড়ার ছেলেমেয়েরা খুব মেধাবী। আমরা তাই বাঁকুড়ায় একটি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিয়েছি।

 

 

India’s largest e-blood bank coming up in New Town

India’s largest e-blood bank is coming up in New Town, on the outskirts of Kolkata. This would be another state-of-the-art infrastructural addition to New Town, one of the designated smart cities by the Bengal Government.

The idea behind an e-blood bank is that any person would be able to get detailed information on the availability and types of blood through the internet. This would be a big boon for the people of not only New Town, but across the State.

The project, coming up on 3 acres, is going to be executed by the State Health Department. The blood bank would be located beside Tata Medical Centre.

 

নিউ টাউনে তৈরী হবে দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক

দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক তৈরী হবে কলকাতার নিউ টাউনে। প্রায় ৩ একর জমিতে তৈরী হবে এই ব্লাড ব্যাঙ্ক। টাটা মেডিকেল সেন্টারের পাশে হবে এই ব্লাড ব্যাঙ্ক।

এই ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হলে যে কোন মানুষ ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে দেখে নিতে পারবেন ওই ব্লাড ব্যাঙ্কে তার প্রয়োজনীয় রক্ত পাওয়া যাবে কিনা।

আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কের চাহিদা নিউ টাউন তথা সারা রাজ্যের মানুষের কাছে অনেকটা বেড়ে যাবে।

 

 

 

The law will take its own course: Mamata Banerjee in Darjeeling

Chief Minister Mamata Banerjee spoke to the media today at Uttarkanya, the secretariat for North Bengal in Siliguri.

She reiterated that peace has returned to the Hills, and said, “Let the Hills people be happy”.

About bringing the situation in Darjeeling under control, Mamata Banerjee said, “The law will take its own course”.

Heeding a long-standing demand of transporters and tourists, the Chief Minister said, the State Government has decided to allow cars registered in Darjeeling to be driven to the other districts in North Bengal, which was not the case till now

She said, for the sake of the stranded tourists, “we are continuing with the free bus services from Darjeeling for another 24 hours”.

Since tourism is the main industry in the Hills, it should never be affected by any untoward incidents, she said. “Trade, commerce and tourism need to be strengthened”

She reassured everyone that “I am continuing to monitor the situation from here”.

She said, “Bandh has been declared illegal by the court. Only those who can’t do anything else take recourse to bandhs; it is simply harassment of the people. Hope they realise their mistakes”. Later, on the same topic, she said, “We are not in favour of bandhs; during CPI(M) rule, 78 lakh man-days were lost”. Further, “We will declare the bandh called on June 13 by the tea workers illegal”.

About dealing with the situation through negotiations, Mamata Banerjee said, “There have been enough compromises; enough is enough. Compromise can happen for the sake of living a peaceful life, for the sake of negotiations. But compromise can’t happen when threatened with bombs and lathis”.

“We will bring complete peace and normalcy. In politics, you have to take the people along with you, not deceive them”. “There may be a few bad apples, but most are good”.

About the GTA elections, she said, “GTA elections can be held any time now; the new Board has to take oath before August 2. What work has been done during the last five years, the people will give their opinion on them”.

She reiterated, “I love the Hills, so I will come here again and again, whatever anyone says”; the reason also being that she has to “think about the whole State”. “I come to the Hills every month to know the situation first-hand, which never happened before”.

She said, “The CPI(M), Congress and BJP are doing negative politics”.

About the tea gardens, she criticised the BJP, saying, “Before the elections, the BJP had said the Centre would take over seven tea gardens, but even after one year, nothing has been done”.

On the other hand, she said, “Our Government has provided a lot of benefits to the tea gardens. We have helped the tea workers by giving them three months’ wages, rice at Rs 2 per kg and mobile ambulances. What we have done for the tea gardens, none had done before us”.

She warned that “if the tea industry closes down due to politics of hate, the CPI(M), Congress and BJP have to take responsibility. The State Government wants to negotiate while keeping the tea gardens working open”.

“I am in favour of trade unions in general, not for any particular union”.

About the army’s presence in Darjeeling, she said, “How long the Army stays, the administration will decide”

She also announced the dates of a few administrative review meetings – “for Bardhaman on June 30 and for Medinipur, on July 2 or 3”

 

 

আইন আইনের মতো চলবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আমরা বারবার বলছি, পাহাড়ে শান্তি ফিরে এসছে, পাহাড় শান্ত থাকুক, ভালো থাকুক। যারা দোষ করেছে, তারা শাস্তি পাবে। আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের কর্তব্য পালন করবে।

আটকে পড়া পর্যটকদের ব্যাপারে তিনি বলেন, যেহেতু অনেক রাস আছে, আগামী ২৪ ঘন্টা আরও ফ্রি বাস সার্ভিস থাকবে।

দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ ওখানের এসপি চেঞ্জ হয়েছে, অখিলেশ চতুর্বেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রওনা হয়েছেন। এ ছাড়া হাইয়ার অফিসিয়াল জাভেদ শামিম, অজয় নন্দা ও সিদ্ধিনাথ গুপ্তা ওখানেই দায়িত্বে আছেন। বরুন রায়কে অ্যাডিশানাল চার্জ দিয়ে জিটিএ’র দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখছি। সেনা কতদিন মোতায়েন থাকবে, তা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উন্নয়নের স্বার্থে ও পাহাড়বাসি ও পর্যটক, পর্যটন শিল্পে যুক্ত মানুষদের সুবিধার্থে তিনি বলেন, বাম আমলের জারি করা বিধি নিষেধ ছিল, ওখানকার ট্রান্সপোর্টার ও পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ মেনে ওখানকার গাড়ি সব জায়গায় যাওয়ার আনুমাতি দেওয়া হলো।

পাহাড়বাসির উদ্দেশ্যে তিনি বলেন, ট্যুরিসম একটি বড় শিল্প, পাহাড়ে ট্যুরিসম মূল শিল্প। ট্রেড, কমার্স, ট্যুরিসম এই জায়গাটাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে। কয়েকজন খারাপ হতে পারে, কিন্তু, ভালো মানুষের ওপর ভরসা রাখতে হবে।

বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপারে বলেন, নিজে কিছু করতে পারছি না বলে, বার বার বনধ ডেকে মানুষের ক্ষতি করব, এটা ঠিক নয়। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। কম্প্রোমাইসের ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কম্প্রোমাইস হয় শান্তির স্বার্থে, নেগসিয়েসানের স্বার্থে, ভালো থাকার স্বার্থে। কিন্তু, কম্প্রোমাইস সবসময় হয় না, কম্প্রোমাইস কখনও বোমা দিয়ে লাঠি দিয়ে হয় না। সম্পূর্ণ শান্তি রক্ষা করেই আমরা সবাই চলব। রাজনীতিতে মানুষকে ভুল বুঝিয়ে নয়, মানুষকে সাথে নিয়ে চলতে হয়। ওরা ব্লক নিয়ে চিন্তা করে, আমি পুরো বাংলা নিয়ে চিন্তা করি। আমি পাহাড়ে রোজ যাব, পাহাড়কে আমি খুব ভালবাসি, পাহাড়ে আমরা সিএমও-ও করছি। পাহাড়ও আমার প্রিয়, জঙ্গলও প্রিয়, পুরো বাংলাই আমার প্রিয়। পাহাড়ে আমি প্রতি মাসে আসি, তাতে অনেকের রাগ, আগে কেউ যেত না, লুটেপুটে খেত।

জিটিএ নির্বাচন নিয়ে তিনি বলেন, ৫বছরে কি কাজ করেছে, এটা জনতা ঠিক করবে। ২রা অগস্ট-এর মধ্যে নতুন বোর্ডকে শপথ নিতে হবে, তার আগে নির্বাচন হয়ে যাবে। পাহাড় হাস্তে রহে, পাহাড় মে শান্তি রহে।

অন্যান্য রাজনৈতিক দল যারা পরোক্ষ ভাবে পাহাড়কে অশান্ত করতে চাইছে, তাদের ব্যাপারে বলেন, সিপিএম কংগ্রেস বিজেপি নোংরা রাজনীতি করছে। ইলেকশনের আগে বিজেপি বলেছিল সাতটা চা বাগান অধিগ্রহণ করবে, এক বছর হয়ে গেছে, একটাও করেনি। নোংরা রাজনীতিতে চা শিল্প বন্ধ হলে তার দায়িত্ব সিপিএম, কংগ্রেস, বিজেপিকে নিতে হবে। যদি চা বাগান বন্ধ হয়ে যায়, চা বাগান শ্রমিকরা ছেড়ে কথা বলবে না।

চা শিল্পের ব্যাপারে বলেন, আমরা চা শিল্পে সাহায্য করছি, তারা তিন মাসে টাকা পায়, দু’টাকা কিলো চাল পায়, মোবাইল আম্বুলেন্স দিয়ি। এই সরকার অনেক সুবিধে বাড়িয়েছে। আমরা চা বাগানের জন্য যা করেছি, কেউ এর আগে করেনি।

আগামী ১৩ তারিখের বন্ধের ব্যাপারে বলেন, সরকার বন্ধের পক্ষে নয়, খোলা রেখে আলোচনা করতে পারে। সিপিএম আমলে ৭৮ লক্ষ ম্যানডেজ নষ্ট হয়েছে। আমরা ১৩তারিখের বনধকে সাপোর্ট করব না ও বেআইনি ঘোষণা করব। হাই কোর্টও বনধকে বেআইনি ঘোষণা করেছেন।

তবে ট্রেড ইউনিয়নগুলিকে আশ্বস্ত করে বলেন, আমি ট্রেড ইউনিওনের পক্ষে কিন্তু কাউর একার ট্রেডের পক্ষে না। আমি ক্ষমতায় আছি বলেই নিজেকে সুপারপাওয়ার ভাবা উচিত না।

বৈঠকের শেষে তিনি ঘোষণা করেন, বর্ধমানে প্রশাসনিক বৈঠক হবে ৩০সে জুন, মেদিনীপুরে হবে ২রা বা ৩রা জুলাই।

 

What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words: Bengal CM

Chief Minister Mamata Banerjee today interacted with the media in Darjeeling, in the aftermath of the senselessly violent protests in Darjeeling yesterday.

Mamata Banerjee told the press that the bandh has not had much effect in the Government offices. Attendance in the SDO and BDO offices in Kalimpong, Kurseong, Darjeeling and Mirik were 98-99 per cent.

She said, “Some shops are closed because of fears of damages being caused by miscreants”; however, “the situation is under control and it’s peaceful now” and wished “the people of the Hills remain happy and peaceful”.

Many tourists are still enjoying here the sights of Darjeeling

She loathed the incidents that happened yesterday: “What happened in Darjeeling yesterday is so abhorrent that it cannot be described in words. One can only stage such protests during the prime tourist season if one is bereft of good ideas”. Yesterday, for one-and-a-half to two hours, there was senseless destruction; the protesters had illegally accumulated arms and stones.

This year more than a lakh tourists have come to Darjeeling – both from other States and other countries. The Chief Minister said, “The protesters don’t realise that if anything happens to a foreign tourist, it is India that would get a bad name”.

For this reason, people are very angry with such protests, she said.

Tourism is the mainstay here. “Without tourism, there would be no income for the people, and without vehicles (many of which were burnt down), no trade or tourism”.

“Those who are doing this cannot do anything themselves, so create trouble whenever elections come every five years”. She said that the real reason for the protests was “the loss suffered by GJM in the recent municipal polls”, and that “Bengali being made a compulsory subject in schools was a complete non-issue”.

Mamata Banerjee said that all arrangement have been made to help stranded tourists. The State Government has set up a helpline for tourists as well as for others. It has arranged, at its own cost, special AC buses and Tata Sumos for transporting tourists back. The Government has also requested the Railways to provide additional trains and additional coaches. Airlines have also been requested to provide additional flights since many tourists are stranded in Bagdogra Airport.

The protesters didn’t even spare women, the Chief Minister said. Sixty to 70 police personnel were beaten up; tourists and media personnel were harassed too.

However, Mamata Banerjee said, “the Hills are peaceful now”. “We have shown a lot of restraint since we want peace to reign in the Hills”.

She further said, “We don’t want to encourage any separatist movements; those who do, do not love the State. For us, the whole State is like a family”.

The people of Bengal attach a lot of sentiment is the Hills; the people of the Hills too work all over the State. So everyone should live together happily.

“Hence, I appeal to everyone to maintain peace”

She made another important point, “Let politics have its own place, let people not link personal issues with politics”

Mamata Banerjee warned that “both the Left Front Government and the Centre had compromised, but there is a laxman rekha to compromising too”. “We will take suitable measures to bring the law and order situation under control; the law will take its own course”.

She also stressed that Trinamool supporters were not involved in any untoward activity.

About the CPI(M)’s criticism of the Government’s actions, she said, “The CPI(M) should look at themselves first before criticising us – how they neglected the Hills during their rule”

“The Government’s job is to protect the common people of the Hills, and not to encourage protesters. The police and the Army are now in control of the situation”.

She also thanked the media for portraying the reality.

 

 

কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি তথ্যও তুলে ধরে জানান, এই বনধ-এ সরকারি দপ্তরে কোনও সাড়া মেলেনি। কালিম্পঙ এসডিও-বিডিও অফিসে উপস্থিতির হার ছিল ৯৮%, কার্শিয়ং এসডিও অফিসে উপস্থিতি ৯৯%, দার্জিলিঙে ৯৯%, মিরিকে ১০০%।

তিনি বলেন, এখানের বেশির ভাগ দোকান যাদের তাঁরা লিঙ্গুইস্টিক মাইনোরিটি, তারা মূলত ইট, ঢিল ছোঁড়া বা আগুন লাগিয়ে দেওয়ার ভয়ে দোকান বন্ধ রেখেছে। পাহাড়বাসী ও পর্যটক কেউ অশান্তি চায় না, মানুষ ভয় পেয়ে দোকান বন্ধ রাখে।

এক পর্যটকের পরিবার, যারা রাজস্থান থেকে এসেছেন তাদের এক শিশুর পা ভেঙ্গেছে খাট থেকে পড়ে, তারা ওই শিশুকে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন। তাদের দেখামাত্র গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেন মুখ্যমন্ত্রী।

গতকালের দার্জিলিঙের অশান্তি সম্পর্কে তিনি বলেন, মহিলা পুলিশকর্মীদের জামা পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। আমরা জানি কাল যা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই। তা সত্ত্বেও দার্জিলিং ভালো আছে, দার্জিলিং ভালো থাক, বাংলা ভালো থাক, দেশ ভালো থাক।

জনগণকে বিশেষ করে আটকে পড়া পর্যটকদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা হেল্পলাইন খুলেছি, আমরা এসি বাস ও টাটা সুমো করে মানুষদের পৌঁছে দিচ্ছি সম্পূর্ণ বিনামুল্যে, রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অতিরিক্ত বগি ও ট্রেন দেওয়ার জন্য। বাগডোগরায় প্রচুর মানুষ আটকে আছেন, তাই কিছু প্লেন কোম্পানিকে অনুরোধ করেছি অতিরিক্ত প্লেন দিতে। পুরোপুরি শান্তিপূর্ণ ভাবে পুরো অবস্থা নিয়ন্ত্রণে আছে, অনেক পর্যটক এখনও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও রাজ্য থেকে লক্ষাধিক পর্যটক এবার দার্জিলিং এসেছে, এইরকম পরিস্থিতি তৈরি করে যারা মানুষকে বিপদে ফেলছে তারা নিজেকেই দেউলিয়া করা ছাড়া কিছু করছে না। মুখ্যমন্ত্রী বলেন, সাধারন মানুষ ও পাহাড়ের মানুষ খুব রেগে আছেন। পর্যটকরা লক্ষ্মী, লক্ষ্মী না থাকলে আয় হবে কোথা থেকে? ট্রেড না থাকলে ট্রেড অ্যান্ড কমার্স চলবে কোথা থেকে? পর্যটক না থাকলে ট্রেড, কমার্স, ট্রান্সপোর্ট চলবে কি করে?

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুলে বাংলা ভাষাটা কোনও ইস্যুই নয়, পাঁচ বছরে যারা কিচ্ছু করতে পারে নি, তাই ভোটের আগে মনে পড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিই। কাল ঘণ্টা দেড় দুই যাচ্ছেতাই করেছে হঠাত করে, আগের থেকে বন্দুক বোমা, পাথর জমায়েত করে রেখেছিল। পুলিশের প্রায় ৬০-৭০ জন গুরুতর আহত, মেয়েদের পিটিয়েছে, পুলিশকে মেরেছে, সাংবাদিকদেরও তেড়ে যাওয়া হয়েছে। আমরা কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেও চাই না, প্রশ্রয় দিতেও চাই না। ৯ লক্ষ পাহাড়বাসী ও পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, কোনও চোর, গুণ্ডাকে নয়। এই নির্বাচনে মানুষের রায় দেখে ভয় পেয়ে গেছে, ৫ বছর কিছু করে নি। রাজনীতি রাজনীতির কারনে হোক, কোনও হঠকারী রাজনীতি নয়। আগের সরকার ও দিল্লীর সরকার কম্প্রমাইস করে এদের এত বাড়িয়েছে, লক্ষণ রেখা অতিক্রম করলে আইন আইনের পথে চলবে। আইনের যা যা সিদ্ধান্ত নেওয়ার শান্তির স্বার্থে মানুষের স্বার্থে যা যা করার সরকার করবে। যারা সাপোর্ট করছে তাদের বোঝা উচিত বিদেশী পর্যটকদের গায়ে একটু টাচ লাগলেও বাংলা নয় ইন্ডিয়া হিসেবে গ্রাহ্য হবে। যে সকল রাজনৈতিক দল পরোক্ষ ভাবে উস্কানি দিচ্ছে, তাদের তিনি বলেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূলের কেউ ছিল না। ঘোলা জলে মাছ ধরতে না নেমে নিজেদের দিকে তাকান একটু, ৩৪ বছর কিছু উন্নয়ন করেনি পাহাড়ে শুধু কম্প্রমাইস করা ছাড়া।

পুলিশ, সেনা ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কাল এত কিছুর পরেও পুলিশ অনেক সহনশীলতা দেখিয়েছে, পুলিশ ও আর্মিকে ধন্যবাদ পরিস্থিতি ২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার জন্য। মিডিয়াকে থ্যাংকস জানাই নিজের চোখে দেখে সব করেছে বলে।

সবশেষে তিনি বলেন, আমি চাই পাহাড় শান্তিপূর্ণ থাকুক, ভালো থাকুক। সারা পৃথিবীটাই সবার জন্য এক বাংলার মানুষ পাহাড়কে খুব ভালবাসে; পাহাড়ের মানুষও রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করেন। সবটাই সবার দেশ, সবাই ভালো থাকুক। সমস্ত জায়গা শান্ত আছে, সবাই ভালো আছে ও সবাইকে শান্তি রক্ষা করার জন্য আবেদন করছি।

Trinamool Congress’ Lok Sabha MPs complete three years in the 16th Lok Sabha

June 5 was the third anniversary of the All India Trinamool Congress’ Members of Parliament (MP) taking oath for the 16th Lok Sabha. It has been three eventful years (since June 5, 2014) for the party in Parliament. Speeches by the party’s MPs have had a major impact on national politics. The strategies adopted, and debates participated in, in Parliament, by the MPs have left a lasting impression on parliamentary politics in this largest democracy in the world.

Now Trinamool Congress is the fourth largest party in both the Lok Sabha and the Rajya Sabha.

Here are a few of the important speeches that Trinamool Congress MPs have given over the last three years:

LOK SABHA

 

August 14, 2014: Sugata Bose on the need for a mechanism to tackle the rising incidents of communal violence in the country

May 5, 2015: Kalyan Banerjee on the GST Bill

May 12, 2015: Sudip Bandyopadhyay on The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation & Resettlement (Amendment) Bill, 2015 (Land Bill)

February 24, 2016: Sugata Bose on the prevalent situation in universities in the country

March 8, 2016: Satabdi Roy on International Women’s Day

February 7, 2017: Saugata Roy speaks on The Specified Bank Notes (Cessation of Liabilities) Bill, 2017

March 9, 2017: Kakoli Ghosh Dastidar on The Maternity Benefit (Amendment) Bill, 2016

April 11, 2017: Ratna De Nag on The HIV and AIDS (Prevention and Control) Bill, 2017

RAJYA SABHA

 

November 25, 2014: Debabrata Bandyopadhyay on The Labour Laws (Amendment) Bill, 2014

August 13, 2014: Derek O’Brien on the working of the Ministry of Women and Child Development

May 6, 2015: Sukhendu Sekhar Roy on The Constitution (One Hundred and Nineteenth Amendment) Bill, 2013 (Land Boundary Agreement)

November 24, 2016: Derek O’Brien on demonetisation

April 5, 2017: Derek O’Brien on the GST Bill

 

Bengal Transport Dept to introduce 270 buses; Darjeeling, Dooars in main focus

To ensure better connectivity between different points in tourist spots, the Bengal  Transport department has decided to introduce a set of new buses in Darjeeling, Dooars and Murshidabad.

Suvendu Adhjikari, the state Transport minister, said in the Assembly: “Decision has been taken to buy a total number of 270 buses. Out of these buses, eight will be plying in Darjeeling and four each in Dooars and Murshidabad.”

The 270 buses will be operated by the West Bengal Transport Corporation (WBTC), South Bengal State Transport Corporation (SBSTC) and North Bengal State Transport Corporation (NBSTC). The 270 buses include air-conditioned mini-buses, air-conditioned deluxe buses, 10 CNG buses and four electric buses. Mainly mini-buses that can easily ply on the hilly terrain will be bought for Darjeeling.

Thousands of people visit the places round the year and with several steps taken by the state government in the past six years, these locations have become immensely popular among people from different states and even abroad. The footfall has increased in all the these places and at the same time, Chief Minister Mamata Banerjee has taken different measures to ensure an overall development of the Hills.

Thus, beside tourists, common people of the area will also be immensely benefitted with the decision to introduce the additional fleet of buses. It may be mentioned that most of the buses will be having all modern arrangements to avoid any untoward incident in the bus. There will be panic button using which a passenger can alert policemen or concerned authorities if he or she falls in any untoward situation while travelling or if there is any emergency situation in the bus. There will also be CCTV cameras inside the buses. Notably, the buses will be GPS-enabled. Thus tracking of the realtime location of the buses will be an added advantage.

 

পর্যটন কেন্দ্রগুলির জন্য চালু হবে আরও ২৭০ টি নতুন বাস

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, ডুয়ার্স ও মুর্শিদাবাদের জন্য বেশ কিছু নতুন বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

বুধবার বিধানসভায় পরিবহণ মন্ত্রী জানান, সব মিলিয়ে ২৭০ টি নতুন বাস চালু হবে। এর মধ্যে ৮ টি বাস চলবে দার্জিলিং-এ, ৪টি ডুয়ার্স ও ৪টি মুর্শিদাবাদে চালানো হবে।

২৭০ টি বাসের মধ্যে বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত মিনি বাস, শীততাপ নিয়ন্ত্রিত ডিলাক্স বাস ও ১০ টি CNG বাস এবং ৪ টি ইলেকট্রিক বাস রয়েছে। পাহাড়ি এলাকায় মিনি বাস সহজেই চলাচল করতে পারে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পাহাড়ের অনেক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন এর ফলে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শুরু থেকেই পাহাড়ের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার। এই নতুন সিদ্ধান্তের ফলে পর্যটকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অনেক উপকৃত হবেন।

উল্লেখ্য, দুর্ঘটনা এড়ানোর জন্য বাসগুলির আধুনিকিকরণও করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য একটা করে প্যানিক বাটন থাকবে। সিসিটিভি ক্যামেরাও থাকবে বাসগুলিতে। বাসগুলিতে জিপিএস ও বসানো হবে।