Unique Nature Interpretation Centre inaugurated in Tilabari in Jalpaiguri dist

A unique Nature Interpretation Centre was inaugurated on January 1 in Tilabari in Jalpaiguri district. The Centre will help tourists visiting the Gorumara National Park get information on the flora and fauna of the region.

A one-of-its-kind project in the entire state, the Interpretation Centre is expected to attract a large number of tourists. A digital information kiosk along with models disburses important information on the flora and fauna.

The Nature Interpretation Centre is an important component of a larger project, Gorumara Wildlife Tourism Centre. West Bengal Wasteland Development Corporation Ltd. (WBWDCL) is landscaping the Wildlife Tourism Centre, including the Interpretation Centre.

The State Tourism Minister, while inaugurating the Centre, said that it is part of Chief Minister Mamata Banerjee’s plans for the development of tourism in north Bengal. She had earlier flagged off tourism projects for Tilabari, Batabari and Damdim; the Interpretation Centre is a part of those initiatives.

The State Government will develop a water body and a kids’ zone at the Centre; the latter will be informative and will also have facilities to test the skills and knowledge of those visiting the area. Along with this, a multi-purpose hall is under construction which will have conferencing facilities and a multi-gym.

 

জলপাইগুড়ি জেলার তিলাবাড়িতে উদ্বোধন হল নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের

নতুন বছরের প্রথম দিন এক অনন্য নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারের উদ্বোধন হল জলপাইগুড়ি জেলার তিলাবাড়িতে। গরুমারা জাতীয় উদ্যানগামী পর্যটকরা এই কেন্দ্র থেকে স্থানীয় উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে যাবতীয় তথ্য পাবেন।

রাজ্যে এই ধরনের কেন্দ্র এই প্রথম, আশা করা যায় এর ফলে পর্যটনের আরও বিকাশ ঘটবে এই অঞ্চলে। স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর ব্যাপারে যাবতীয় তথ্য সম্বলিত ডিজিটাল কিওস্কও আছে এই কেন্দ্রে।

এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটি গরুমারা ওয়াইল্ডলাইফ ট্যুরিস্ম সেন্টার প্রকল্পের অন্তর্গত। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটির রুপকার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়াইল্ডলাইফ ট্যুরিস্ম সেন্টার।

পর্যটন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের পর্যটন উন্নয়নের যে উদ্যোগ নিয়েছেন, তারই অংশ হল এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার।

মুখ্যমন্ত্রী এর আগে তিলাবাড়ি, বাটাবাড়ি, ডামডিম অঞ্চলে পর্যটন প্রকল্পের উদ্বোধন করেছেন।

রাজ্য সরকার একটি জলাশয় ও বাচ্চাদের খেলার জায়গা তৈরী করবে এই কেন্দ্রে। এছাড়া ওখানে একটি মাল্টি-পারপাস হল তৈরী করা হচ্ছে। থাকবে একটি মাল্টি জিমও।

 

Source: Millennium Post

Image is representative

 

New tourist destinations in north Bengal for the Pujas

Ratneswar Jheel, Sikiajhora, Bakla, West Damdim, Chamurchi, Chalsa, Meteli, Saktia, Khushiya Udyan, Lataguri Lake, Madhubani Park, Mangalbari, Ramsai, Maora Valley, Murti, Jalpesh Temple, Tilabari, Batabari, Jatileswar Temple – some new, some old, soon to get a touch of the new. These are going to be the hot destinations for the Puja holidays.

The West Bengal Tourism Department, under instructions from Chief Minister Mamata Banerjee, is developing these 19 destinations at a cost of Rs 25 crore. They are located in the districts of Jalpaiguri and Alipurduar. The infrastructure being readied would enable an average of 200 tourists at a time to enjoy the facilities at each of these resorts. Most of these would be inaugurated in September, after Viswakarma Puja. A few would be completed in October.

The projects would be implemented with the help of the local panchayat samitis, municipalities and district magistrates. The local bodies would keep 20% of the profits from these facilities. This would act as an incentive for the local bodies to take care of the maintenance of these resorts and related facilities.

 

পুজোয় উত্তরবঙ্গে পর্যটনের নতুন ঠিকানা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজোর আগে উত্তরবঙ্গে পর্যটকদের জন্য ১৯টি নতুন পর্যটন কেন্দ্র চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। এর জন্য খরচ হচ্ছে মোট ২৫ কোটি টাকা। পুরনো পর্যটন কেন্দ্রগুলি সংস্কারের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক মানের নতুন পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। একদিনে একসঙ্গে ২০০ পর্যটক এই নতুন কেন্দ্রগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

রত্নেশ্বর ঝিল, সিকিয়া ঝোরা, বাকলা, পশ্চিম ডামডিম, চামুর্চি, চালসা, মেটেলি, সাকতিয়া, খুশিয়া উদ্যান, লাটাগুড়ি দীঘি, মধুবনি পার্ক, মঙ্গলবাড়ি, রামশাই, মাওরা ভ্যালি, মূর্তি, জল্পেশ মন্দির, তিলাবাড়ি, বাটাবাড়ি, জটিলেশ্বর মন্দির – কিঞ্ছু নতুন ও কিছু পুরনো মিলিয়ে উত্তরবঙ্গে অনেকগুলি নতুন পর্যটন কেন্দ্র আসছে। এগুলিই পুজোর প্রধান আকর্ষণ। এর মধ্যে অধিকাংশই বিশ্বকর্মা পুজোর পর সেপ্টেম্বরে উদ্বোধন হয়ে যাবে, বাকীগুলোর কাজ অক্টোবরে সম্পন্ন হয়ে যাবে। মেগা ট্যুরিজম হাবের যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলি পুজোর আগেই খুলে দেওয়া হবে।

এই প্রকল্পের কাজগুলি সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি, পুরসভা ও জেলাশাসকের দফতরের মাধ্যমে করা হহবে। ২০% লাভ রেখে কাজের বরাত দেওয়া হবে। এর ফলে দপ্তর পরিচালনা ও পর্যটন কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণ করা হবে।