Come to Bengal, invest in Bengal: Dr Amit Mitra to representatives of 31 countries

Come to Bengal, invest in Bengal – this was the gist of the message given by the Bengal Finance and Industry Minister, Dr Amit Mitra to top representatives from 31 advanced nations, including 15 ambassadors, in Delhi recently.

The message he carried from Chief Minister Mamata Banerjee was one of golden opportunities for people wanting to invest in Bengal to set up facilities in any category of industry. Bengal is already a leader in the micro, small and medium enterprises (MSME) sector, and is gradually drawing bigger investors.

This conference was in preparation for the fourth Bengal Global Business Summit (BGBS), scheduled for January 16-17, 2018. Over the years, the BGBS summits, a brainchild of Mamata Banerjee for attracting investment in Bengal, after the 34-year industrial drought during the Left Front era, have been a huge hit, with memoranda of understanding (MoU) worth hundreds of crores of rupees signed every year.

Towards that aim, the State Government is also going to organise a road show in Delhi soon.

At the 2017 BGBS, representatives from 29 countries in Europe, USA and Asia attended. The 2018 summit is going to be jointly organised by the Bengal government and the industry body, Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI).

At the Delhi summit, Dr Mitra offered a bouquet of opportunities for anyone wanting to set up, singly or jointly, industrial facilities in any sector. Among the ambassadors were those from Singapore, the Netherlands, Russia, Finland, Saudi Arabia, Indonesia, Hungary, Israel, Bulgaria, Bhutan and Norway, and among the other countries senior representatives were those from Australia and Thailand.

All of them became very interested after learning of the multiple opportunities being offered by the Bengal Government, and showed a keen interest in investing in the state.

 

৩১ দেশের প্রতিনিধিদের সামনে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা

 

‘বাংলায় আসুন। বাংলায় বিনিয়োগ করুন’। এই বার্তা নিয়ে দিল্লীতে বিশ্বের প্রথম সারির ৩১দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এরপরে দিল্লীতে একটি রোড শো-র আয়োজন করা হয় রাজ্যের তরফে।

মূলত আগামী ১৬-১৭ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের আমলে এ রাজ্যে কীভাবে বিনিয়োগের বহু সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলিই তুলে ধরেন অমিত মিত্র। প্রসঙ্গত, ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ইউরোপ, আমেরিকা এবং এবং এশিয়া মহাদেশের মোট ২৯টি দেশ অংশ নিয়েছিল। দিল্লীতে যে ৩১ দেশের প্রতিনিধিদের সঙ্গে অমিত মিত্র বৈঠক করেন তাঁদের মধ্যে অন্তত ১৫জন রাষ্ট্রদূত পদমর্যাদার প্রতিনিধি।

সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, ফিনল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, ইজরায়েল, বুলগেরিয়া, ভুটান এবং নরওয়ের মতো দেশগুলি বাংলায় বিনিয়োগ নিয়ে এতটাই উৎসাহিত যে ভারতে নিযুক্ত তাঁদের রাষ্ট্রদূতদেরই এদিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার নির্দেশ দিয়েছিল। এ ছাড়াও অস্ট্রেলিয়া, থাইল্যান্ডের মতো দেশগুলি পাঠিয়েছিল তাঁদের উচ্চপদস্থ আধিকারিকদের।

এদিনের বৈঠকে অমিত মিত্র তুলে ধরেন বাংলায় বিনিয়োগ করলে রাজ্য সরকারের তরফে কি কি ক্ষেত্রে কি ধরনের সুযোগসুবিধে প্রদান করা হবে তা নিয়ে। সেই সঙ্গে তিনি তুলে ধরেন রাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এর পর ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র, তার সম্ভাবনা এবং রাজ্যের তরফে সাহায্য ও যাবতীয় পরিকাঠামোগত সুবিধে নিয়ে বানানো একটি প্রেজেন্টেশনও দেখান সকলকে।

২০১৮ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রাজ্য সরকারের পাশাপাশি বণিক সংগঠন ফিকি-ও যৌথভাবে উদ্যোক্তার ভূমিকায় রয়েছে। উপস্থিত ছিলেন ফিকি’র সেক্রেটারি জেনারেল। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য সচিবও বিদেশী প্রতিনিধিদের কাছে তার দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। দেশের অন্যান্য বহু শহরে যেখানে শিল্পবান্ধব পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে, সেখানে বাংলার তরফে সমস্ত ধরনের সুযোগসুবিধের ডালি নিয়ে বিদেশী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপনের ফলে তারাও যথেষ্ট উৎসাহ পেয়েছেন।
Source: Khabar 365 Din

Kanyashree – Transforming lives of girls in Bengal

The Bengal Government’s landmark Kanyashree Scheme won the prestigious UN Public Service Award. Chief Minister Mamata Banerjee received the award at UN Public Service Day celebrations at The Hague on 23 June.

Chief Minister Mamata Banerjee launched the scheme on October 1, 2013. From 2014 onwards, August 14 has been celebrated as Kanyashree Dibas.

Kanyashree Prakalpa is a peerless initiative by the West Bengal Government. It is the State’s flagship project for the girl child. Nearly 40 lakh girls have been brought under this scheme. The scheme was introduced to arrest the drop-out rate in schools and prevent early marriage among girl students.

The scheme is end-to-end IT-enabled and completely transparent, and hence easily accessible to beneficiaries. The popularity of the scheme has grown manifold since its inception due to this ease of access and focus on empowering young girl and building their confidence and self-esteem.

The scheme has garnered recognitions at major international and national forums. The scheme was represented as one of the ‘best practices’ at the Girl Summit 2014, organised by Department for International Development, UK and UNICEF in London in July 2014.

It has also received the Manthan Award 2014 for e-governance in the category of ‘Women and Empowerment’ covering South Asia and Asia Pacific region. At the national level, it won a silver prize in the National Award for e-Governance 2014-15 under the category of ‘Outstanding Performance in Citizen-Centric Service.’

 

মেয়েদের উন্নয়নে বাংলার যুগান্তকারী প্রকল্প ‘কন্যাশ্রী’

পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। প্রায় ৪০ লক্ষ মেয়েদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে কমেছে স্কুলছুটের সংখ্যা, কমানো গেছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতাও।

শুধু স্বনির্ভর করাই লক্ষ্য নয়। সবদিক থেকেই পারদর্শী হবে কন্যাশ্রীর কন্যারা। পিছিয়ে থাকবে না খেলাধূলা থেকেও।

কন্যাশ্রীর সাফল্যের জন্য ইউকে এবং ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয়েছে কন্যাশ্রী। মন্থন পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রসংঘের তরফে বাংলাকে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস আওয়ার্ডে ফার্স্ট প্রাইজ। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে প্রথম স্থান পেয়েছে বাংলার কন্যাশ্রী।

১৪ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে। প্রতি বছর এই দিনটি পালন করে রাজ্য সরকার।

Mamata Banerjee’s Netherlands visit at a glance

On Friday, Chief Minister Mamata Banerjee accepted the United Nations Public Service Award on behalf of the West Bengal Government. Kanyashree Scheme was adjudged the best in the category of Reaching the Poorest and Most Vulnerable through Inclusive Services and Participation. During the ceremony, the CM highlighted to the whole world, the achievements of the Bengal Government in the social sector.

This award is a very important award given by the United Nations. To win in its category, Kanyashree had to beat 552 other projects from 62 countries. More than 500 important delegates from around the world attended this programme.

Mamata Banerjee had reached the Netherlands on June 19. On June 21, the Bengal Government had signed a memorandum of understanding (MoU) with the Royal Netherlands Football Association to facilitate exchange programmes for football players and coaches between that country and Bengal.

She joined the United National convention on June 21.

On June 23, the Chief Minister participated in a seminar attended by leading industrialists of the Netherlands. There, she highlighted the achievements the achievements of Bengal in various fields during the last six years and invited the Dutch to invest in Bengal.

She said, “Overcoming a 34-year legacy of negativity, Bengal is marching ahead. There are lot of opportunities in the state. From the MSME sector to agriculture – Bengal is now the leading state in India on various fronts. Our government is a responsible one and we have the goodwill to carry the state forward”.

She also attended a programme organised by ‘Probashi Bengalis’ of Netherlands.

 

একনজরে মুখ্যমন্ত্রীর নেদারল্যান্ডস সফর

শুক্রবার দ্য হেগের ওয়ার্ল্ড অডিটোরিয়ামে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বিশ্বের জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরলেন গত ছয় বছরে বাংলার প্রগিতর কথা। উঠে আসে কন্যাশ্রীর প্রসঙ্গ, খাদ্য সাথী ও সবুজ সাথির সাফল্যের কথা। পাশাপাশি ছিল অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও।

রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। গোটা পৃথিবী থেকে প্রায় ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেন।

গত ১৯ জুন নেদারল্যান্ডস পৌঁছোন মুখ্যমন্ত্রী। ২০ জুন নেদারল্যান্ডস রয়্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি মউ স্বাক্ষর করে রাজ্য সরকার।
২১ জুন রাষ্ট্রসংঘের কনভেনশনে যোগ দিতে নেদারল্যান্ডে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩জুন সেই দেশের শিল্পপতিদের সাথে এক বৈঠক করেন দ্য হেগ শহরে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন গত ৬ বছরে বাংলার সাফল্যের কাহিনী। তিনি আহ্বান জানান শিল্পপতিদের বাংলায় লগ্নি করতে।

তিনি বার্তা দেন, “৩৪ বছরের দীর্ঘ ‘লেগাসি’ ঘুচিয়ে বাংলা এখন এগিয়ে চলেছে। বাংলায় অনেক সম্ভাবনা আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে কৃষি ক্ষেত্র – সবেতেই বাংলা এগিয়ে। আমাদের সরকার দায়িত্বশীল এবং আমাদের বিশ্বাসযোগ্যতা আছে।”

এছাড়াও প্রবাসী বাঙালিদের এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

Bengal CM leaves for The Netherlands today to address UN meet in The Hague

Bengal Chief Minister Mamata Banerjee will address the Public Service Day of United Nations on June 22 at The Hague in The Netherlands.

She is the first Chief Minister from India to address a gathering on the occasion. She is scheduled to leave for Netherlands on Monday morning. “The Future is Now: Accelerating Public Service Innovation for Agenda 2030” is the theme of the 2017 UN Public Service Forum and the Chief Minister will be speaking on this subject.

After Mamata Banerjee became the Chief Minister of Bengal, the state government, under her leadership, had undertaken several projects that benefitted the masses at a large scale and ensured an overall development of the state. The Bengal Chief Minister had introduced several pathbreaking schemes including Kanyashree, Sabuj Sathi, Yuvashree, Aloshree and Sasthya Sathi among others for the benefit of the people in general.

Around 500 dignitaries from different countries will be present in the programme when the Chief Minister addresses it. Dr Amit Mitra, the state Commerce and Industry minister, will be accompanying her.

 

আজ নেদারল্যান্ডস যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২২ জুন রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসের হেগে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। আজ সকালে তিনি রওনা হন। আগামী ২২ ও ২৩ জুন ওয়ার্ল্ড অডিটোরিয়ামে রাষ্ট্রসঙ্ঘে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানটির ফোকাল থিম ‘দ্য ফিউচার ইজ নাও’।

২০১১ সালে ক্ষমতায় আসার পর কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছেন তিনি। এরই মধ্যে ইউনেস্কো থেকে কন্যাশ্রীকে স্বীকৃতিও দেওয়া হয়েছে। পাশাপাশি মমতা সবুজসাথী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন।

গোটা পৃথিবী থেকে প্রায় ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনার বিষয়বস্তু হল নাগরিকদের কীভাবে সরকার সুবিধা প্রদান করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

 

UN invites Bengal CM to Public Service Day celebrations in the Netherlands 

On the invitation of the United Nations, Chief Minister Mamata Banerjee is going to the Netherlands. She is the first Chief Minister from India to be invited to a United Nations summit, and therefore, this is indeed something to be proud of for Bengal.

The occasion for which Mamata Banerjee is going to The Hague is the United Nations’ Public Service Day celebrations on June 22 and 23. This international day celebrates public servants’ contribution to sustainable development.

The theme of the 2017 UN Public Service Forum is ‘The Future is Now: Accelerating Public Service Innovation for Agenda 2030’. Five hundred dignitaries from around the world are going to grace the occasion.

The Mamata Banerjee Government’s Kanyashree Scheme has garnered international acclaim, and has been awarded by the United Nations. Other public service schemes like Sabuj Sathi and Yuvashree have also received a lot of praise for their effectiveness in addressing pressing social concerns.

This invitation is yet another recognition of the fact that the twin agendas of development and governance of Mamata Banerjee’s Trinamool Congress Government have ushered in a reign of hope and happiness.

 

রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডস যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব দরবারে সম্মানিত মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসের হেগে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যা কার্যত নজিরবিহীন।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। ফলত আন্তর্জাতিক মঞ্চের এই আমন্ত্রণ একদিকে যেমন বাংলার কাছে সম্মানের আর একদিকে বাঙালির গর্বের বিষয়ও বটে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এযাবৎ যা করতে পারেননি তা গত ছয় বছরে বাংলায় করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষমতায় আসার পরই একাধিক জনসেবামূলক প্রকল্প গ্রহণ করে সেগুলিকে কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। যার তালিকায় রয়েছে কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রীর মতো প্রকল্পগুলি। কয়েক বছরের মধ্যেই যা সাফল্যের শিখরে পৌঁছয়। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে যথার্থ মানব উন্নয়নের নিরিখে বিশেষ স্বীকৃতি পেয়েছে। জনগণের স্বার্থে তাঁর উদ্যোগে গৃহীত একগুচ্ছ অভিনব প্রকল্পর সুবিধা পেয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ, যা আজ সারা পৃথিবীর কাছে দৃষ্টান্তস্বরূপ।

আগামী ২২ ও ২৩ জুন ওয়ার্ল্ড অডিটোরিয়ামে রাষ্ট্রসঙ্ঘে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানটির ফোকাল থিম ‘দ্য ফিউচার ইজ নাও’। আর্থ-সামাজিক ক্ষেত্রে স্বীকৃতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রপুঞ্জ।

গোটা পৃথিবী থেকে মোট ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনার বিষয়বস্তু হল নাগরিকদের কীভাবে সরকার সুবিধা প্রদান করে। বৃহৎ রাষ্ট্রগুলির নানাবিধ সমস্যা মেটানোর জায়গা হচ্ছে হেগ। এ ছাড়াও ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, বিভিন্ন সময় বহু ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়েছে এখানে। এবার সেই মঞ্চেই বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই দিকেই তাকিয়ে আজ তামাম ভারতের মানুষ।