ITIs in Bengal to have upgraded infrastructure

The state Technical Education department has taken up a major step in upgrading the ITIs. The project has been taken up with support from the World Bank.

A good number of ITIs are being selected for upgradation and the work has already started. It is learnt that in the first phase around 28 ITIs will be upgraded.

The upgradation of the ITIs includes setting up of smart class rooms along with high-speed internet connection which will ensure knowledge sharing through video conferencing.

It may be mentioned that in 2011 there were only 80 ITIs in the state where only 17,636 students used to get opportunity to undertake training every year. After the change of guard in the state, the Mamata Banerjee government has set up a total of 235 ITIs where 66,740 students can undertake different training courses.

Similarly, total number of polytechnic colleges has also increased. There were only 65 polytechnic colleges in the state in 2011 and now it has increased to 147 where 37,315 students can get admission in a year. Moreover, there are 289 advanced vocational training centres now in the state.

 

আইটিআইয়ের পরিকাঠামো উন্নয়ন পাখির চোখ রাজ্যের

বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় বেশ কয়েকটি আইটিআইয়ের পরিকাঠামো উন্নয়ন করবে রাজ্য কারিগরি শিক্ষা দপ্তর। প্রথম দফায় ২৮টি আইটিআইয়ের উন্নয়ন করা হবে।

এই পরিকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে স্মার্ট ক্লাসরুম তৈরী ও হাই স্পীড ইন্টারনেট পরিষেবার স্থাপন। এর মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও পঠনপাঠন করতে পারবে ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত ২০১১ সাল পর্যন্ত সারা রাজ্যে মাত্র ৮০টি আইটিআই ছিল, যেখানে মাত্র ১৭,৬৩৬ জন ছাত্রছাত্রী প্রতি বছর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু মাত্র ছ’বছরে রাজ্যে আইটিআইয়ের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৫টি, যেখানে ৬৬,৭৪০জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিতে পারেন বিভিন্ন কোর্সে।

২০১১ পর্যন্ত মাত্র ৬৫টি পলিটেকনিক কলেজ ছিল রাজ্যে, যা বেড়ে হয়েছে ১৪৭। ৩৭,৩১৫জন ছাত্র প্রতি বছর এখানে পড়ার সুযোগ পায়। এছাড়া এই মুহূর্তে রাজ্যে ২৮৯টি পেশামূলক শিক্ষা কেন্দ্র আছে; রাজ্য সরকার এইরকম কেন্দ্র ব্লকে ব্লকে গড়তে চায়।