Bengal Govt to start providing more facilities at tea gardens

The Bengal Government will soon start providing more facilities to the tea garden workers, who have been facing a lot of hardship because of the forced closure of the tea gardens till a few months back.

The situation has been improving steadily, and now the government has decided to extend further help in the form of opening a health centre, a modified ration shop (MR shop), which is essentially a fair-price shop, and a labour office in each tea garden.

The three will be housed in a three-storey building, for constructing which the State Government will give Rs 8.77 lakh to each tea garden. Foodgrains which could not be distributed due to the 104-day closure of the gardens would be distributed at the earliest.

The government will also construct four warehouses to stock foodgrains in Darjeeling, Kurseong, Mirik and Kalimpong. In case foodgrains fail to arrive from the plains during emergencies like natural calamities, the public distribution system (PDS) will continue to operate with the help of the existing stock in these four storages.

Over the last year or so, following the special initiative of Chief Minister Mamata Banerjee, the State Government has provided a lot of help to the tea garden workers, including providing foodgrains at special prices, lesser than the normal prices at ration shops under the public distribution system (PDS).

Source: Millennium Post

 

চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

রাজ্যের চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। চা বাগান বন্ধ থাকার দরুন কর্মীদের যে সমস্যা হয়েছে তারই নিরসন করতে উদ্যোগী সরকার।

গত কয়েক মাসে কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে এই বাগানগুলিতে। এদের আরও সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাগানগুলিতে একটি করে স্বাস্থ্যকেন্দ্র, রেশনের দোকান, এবং লেবার অফিস খোলার।

এই তিনটি কেন্দ্রই খোলা হবে একটি ভবনে। এই ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ৮.৭৭ লক্ষ টাকা করে দেবে প্রত্যেকটি চা বাগানকে।

অতি শীঘ্রই খাদ্যশস্যও বিতরণ করা হবে কর্মীদের মধ্যে। দার্জিলিং, কার্শিয়ং, মিরিক ও কালিম্পঙে খাদ্যশস্য যোগানের জন্য ৪টি গুদামও তৈরী করবে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা বাগান কর্মীদের দুটাকা কেজি চাল দেওয়া হয় খাদ্য দপ্তরের তরফে।

A counter to BJP’s claims about Bengal

Finance minister Amit Mitra provides a point-by-point reply to Amit Shah’s “blatant and motivated attempt to distort the truth and misguide the people of Bengal.”

Excerpts:

Claim: We thought after end of Left rule, development will begin in Bengal. But we have been disappointed in the last 6 years

Fact: They are comparing a government of 6 years with 34 years of Left rule. They are like the seasonal birds who come and go and thus cannot see the development in Bengal. During the first five years of this government, the planed expenditure has increased from Rs 14,615 cr to Rs 54,069 crore. Capital expenditure too has increased 7 times and the state’s Own Revenues have doubled.

 

Claim: Share of Bengal in GDP growth was 25% during independence. Now it is 4%

Fact: GDP of Bengal has more than doubled from nearly Rs 4.61 lakh crore in 2010-11 to Rs 9.20 lakh crore in 2015-16

 

Claim: Bengal had a debt of Rs 1.9 lakh crore when Left was voted out. It has become Rs 3 lakh crore now

Fact: Of the Rs.113,000 crore increase in the state’s debt stock during the past five years, around Rs.94,000 crore went into debt servicing. Bengal’s debt-GSDP ratio has improved from 41% to 35%

 

Claim: Power production in Bengal is not at par with national average

Fact: Bengal one of the few power surplus States in the country. By June, 2017, 100% rural electrification will be achieved, the first State in India to do so.

 

Claim: Agriculture growth has slowed in Bengal

Fact: Bengal has won Krishi Karman award 5 years in a row from Govt of India for excellence in agriculture, since 2011

 

Claim: TMC promoted appeasement politics. Huge akrosh because of it

Fact: Kanyashree, Yuvashree, Sabuj Shree, Sabuj Sathi, Gatidhara, Geetanjali, Khadya Sathi, Baitarani, Samabyathi, Samarthan – these schemes are for all. Govt of Bengal works for all. Our reforms in e-governance, financial matters and in other areas of public service delivery have benefited all sections of society.

 

Claim: Bengal Govt failed to curb FICN, made it a laughing stock by opposing demonetisation

Fact: After demonetisation, the BJP claimed note-bandi has eliminated fake notes in the country. Everyone knows the truth.

 

Claim: Industries shutting down, bomb making factories booming

Fact: Industry growth – India 7% Bengal 10%. Furthermore, 40% investment proposals received at Bengal Global Business Summit are in process of fructification. (Figure for same in Gujarat is 2-3%).

 

BJP is jealous of development in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today lashed out at the Centre for withholding funds for the State; she said BJP is jealous of the development in Bengal and hence non-BJP ruled States were deprived of funds.

“I am stating with figures what Bengal can do, others cannot do; more so with the huge debt burden that was incurred by the Left. We do not make false promises to win elections,” the CM said.

“Agriculture growth in India is 1.1% while that of Bengal is 6%. Growth in service sector in India is 9% and that of Bengal is 13.99%. Industrial growth  in India is 7% and that of Bengal is 10 per cent,” she added.

“Institutional delivery has increased from 65% to 90%. Infant mortality has reduced from 32 to 26 per 1000 live births. We do not need lectures from them. Let them show one State where healthcare is free. I challenge them to compare the figures of infant mortality in Bengal and Gujarat,” she said.

The Chief Minister wondered if the claims of Bengal lagging in agriculture are true, how has the State received Krishi Karman award 5 years in a row from Government of India since 2011. She wanted to know from the Centre what happened to the promise of taking over 7 sick tea gardens in north Bengal. She accused the Centre of depriving Bengal by planning to shift the headquarters of Tea Board to Assam.

“Instead of working for the people, BJP is running malicious propaganda campaign on social media,” the Chief Minister added.

 

বাংলার উন্নয়নে বিজেপির খুব হিংসা: মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমার তথ্যই কথা বলবে। আমি বাজে কথা কম বলি, মিথ্যে ভাষণ কম দিই, ভোটে জেতার জন্য কুতসার রাজনীতি কম করি, যেটুকু কথা বলার সেটুকুই বলি। গুজরাটে অপুষ্টিতে মৃত্যুর হার কত? বাংলায় কত? আমি চ্যালেঞ্জ করছি, গুজরাটে অপুষ্টিতে শিশু কত আক্রান্ত? বাংলায় কত? এত দেনা শোধ করেও?”

মুখ্যমন্ত্রী বলেন, “দেনা আমরা করি নি, সিপিএম করেছে। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের পারমিট করেছিল দেনা করবার জন্য? আর দেনা যতক্ষণ সম্পূর্ণ শোধ না হয়, সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। আমরা এফারবিএম চালু করেছি, সেটাতে যে টাকা নেওয়া হয়, সবটাই দেনা দিতে চলে যায়, একটা টাকাও আমাদের কাজে লাগে না। এই দেনার যে টাকা, সেই টাকার টোটাল টাই কেন্দ্রীয় সরকারকে দিতে চলে যাচ্ছে। ৪০,০০০ কোটি টাকা কেন কাটে আমাদের থেকে? আবার বড় বড় কথা, বড় বড় ভাষণ। রেশন দেওয়ার ক্ষমতা নেই শুধু ভাষণ।”

পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা এগিয়ে চলেছে। “এগ্রিকালচারাল গ্রোথ ইন্ডিয়া ১.১% আর বেঙ্গল অ্যাবাউট ৬%; সার্ভিস সেক্টর, ইন্ডিয়া–৯.২% বেঙ্গল–১৩.৯৯%; ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডিয়া-৭.৩% বেঙ্গল-১.০.৫৯%; আর জিডিপি, ২০১০-১১য় ছিল ৪.৬ লক্ষ কোটি, ১৫-১৬য় এটা ৯.৩৯ লক্ষ কোটি হয়েছে। যদি এগ্রিকালচারাল গ্রোথ আমাদের খারাপ হয়, পরপর পাঁচ বছর পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কৃষি কর্মন অ্যাওয়ার্ড পেল কি করে?”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে জ্ঞ্যান দিয়ে লাভ নেই। বাংলা যা পারে, অন্যরা কেউ তা পারে না। আমরা ৩৬৫ দিন কাজ করি, ৩৬৫ দিন মানুষের কাছে থাকি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সাতটা চাবাগান অধিগ্রহন করবে, আজ পর্যন্ত একটা কেউ টেকঅভার করেছে? উপরন্তু বাংলায় চা বাগান বেশী বলে, আমাদের কলকাতায় যে টি বোর্ডের অফিস আছে, সেই টি বোর্ডের অফিসটা হস্তান্তর করে আসামে নিয়ে যাচ্ছে। আমার আপত্তি নেই আসামে যদি আরেকটা করে, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন?”

WB CM Bengal Global Summit

Floods in Bengal ‘man-made’ due to release of water by DVC: WB CM

West Bengal Chief Minister today accused the Damodar Valley Corporation (DVC) of releasing water as per its own wishes, thus causing ‘man-made’ floods in parts of Bengal. She said, DVC should not release water without consulting the State or else the government would have to look for legal recourse.

WB CM was addressing the press after an administrative review meeting for the districts in north Bengal. West Bengal is the only State to regularly conduct administrative review meetings at block level, she said. Review meetings for only four districts are pending, of which the one in Hooghly will be held in September.

The Chief Minister inaugurated several projects today and took stock of the progress of various schemes and programmes. She announced that a court of the Labour Department in Siliguri and Malda. She added that beginning 29 August, 2016, a week-long cleanliness drive will be undertaken in every block.

Accusing the Centre of discriminating against States on financial matters, the Chief Minister said that her government had created a special fund of Rs 100 Crore for the welfare of tea garden workers and set up a separate directorate for tea gardens in north Bengal. She also registered her protest against the attempts to shift Tea Board HQ outside Bengal.

 

ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলে বাংলায় ম্যান-মেড বন্যাঃ মুখ্যমন্ত্রী 

নিজেদের খুশিমতো জল ছাড়া নিয়ে আজ দামোদর ভ্যালি কর্পোরেশনকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলেই বাংলার বিভিন্ন অংশে ম্যান-মেড বন্যা হয়েছে। তিনি বলেন, রাজ্যের সঙ্গে কথা না বলে ডিভিসির জল ছাড়া উচিত নয়।

উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা নিয়মিত ব্লক স্তরে প্রশাসনিক বৈঠক করে। আর ৪টি জেলার প্রশাসনিক বৈঠক বাকি রয়েছে, সেপ্টেম্বর মাসে হুগলিতে প্রশাসনিক বৈঠক হবে।

আজ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি চলতি প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও খবর নেনে তিনি। শিলিগুড়ি ও মালদায় জন্য শ্রম দপ্তরের আলাদা কোর্ট গঠন করার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ২৯ অগাস্ট থেকে এক সপ্তাহব্যাপী ‘ক্লিনলিনেস ড্রাইভ’ হবে ব্লকে ব্লকে।

রাজ্যের কাজে কেন্দ্র হস্তক্ষেপ করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকদের জন্য আমরা ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছি। চা বাগানগুলির জন্য উত্তরবঙ্গে আমরা আলাদা ডিরেক্টোরেট গঠন করেছি। টি বোর্ডের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি”।

 

WB CM announces several schemes for north Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced a slew of development initiatives for North Bengal after holding an administration meeting in Siliguri.

She announced that from now on, a tea directorate, under the chairmanship of Sourav Chakroborty, will work to address all issues confronting the plantations including welfare of tea garden workers.

To promote sports in the region, the North Bengal Board of Sports and Games will start functioning under the chairmanship of former footballer Baichung Bhutia. He will be assisted by two Deputy Chairpersons – Mantu Ghosh and Mon Ghising, Banerjee said.

There will be two members in the Board as well -cricketers Wriddhiman Saha and Shibshankar Pal, the Chief Minister said.

WB CM said Tenzing Norgay Bus Terminus here will be upgraded to international standard with one floor given to private sector for revenue generation and the ground floor will be thoroughly revamped.

As part of exploring the tourism potential of the region, which is close to the borders with Nepal, Bangladesh and Bhutan, aeroplane service to Malda and Balurghat will commence soon with an MoU signed with Airports Authority of India, she said.

The Chief Minister said the North Bengal Development Council will work in coordination with the North Bengal Development Department and new Council Chairperson Abdul Karim Chowdhury and Deputy Chairpersons Harkabahadur Chhhetri and Bhaichung Bhutia will work as a team.

 

উত্তরবঙ্গ উন্নয়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

দ্বিতীয় ইনিংসে এই প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার উন্নয়নের নতুন দিক খুলতে প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি৷

বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, চা বাগানগুলির জন্য একটি পৃথক টি-ডিরেক্টরেট তৈরি করেছে রাজ্য সরকার। এর চেয়ারম্যান পদে থাকবেন সৌরভ চক্রবর্তী। চা শ্রমিকদের সব সুবিধা অসুবিধা ও সমস্যার সমাধানের দায়িত্বে থাকবেন তিনি।

‘ভাইচুং ভুটিয়ার নেতৃত্বে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করবে। তাকে সহযোগিতা করবেন দুজন ডেপুটি চেয়ারপার্সন – মান্তু ঘোষ এবং মন ঘিসিং’, জানান মুখ্যমন্ত্রী।  এই বোর্ডের দুজন সদস্য থাকবেন – ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং শিবশঙ্কর প্রসাদ।

মুখ্যমন্ত্রী জানান, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ করা হবে। শিলিগুড়িতে আন্তর্জাতিক বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য। বিদেশি পর্যটকদের কাছে উত্তরবঙ্গকে আরও পরিচিত করে তোলা এবং শিল্পদ্যোগীদের কাছে উত্তরবঙ্গকে তুলে ধরাই এর মূল লক্ষ্য।

উত্তরবঙ্গের সঙ্গে সার্কভুক্ত দেশগুলোকে উড়ান মানচিত্রে জুড়তে চাইছে রাজ্য৷ বাগডোগরা বিমানবন্দরের আমূল সংস্কার করে সেখান থেকে বাংলাদেশ, নেপাল এবং ভুটানে বিমান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বাগডোগরা থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি করলে প্রচুর পর্যটক লাভবান হবেন৷ একইসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে নাইট ফ্লাইট দ্রুত চালুর বিষয়েও জোর দিতে বলেন তিনি৷ অন্যদিকে রাজ্যের বিমান মানচিত্রে জুড়তে চলেছে মালদহ ও বালুরঘাট৷

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের উত্তরবঙ্গ উন্নয়ন কাউন্সিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে একসাথে কাজ করবে। নতুন কাউন্সিল চেয়ারপার্সন আব্দুল করিম চৌধুরী ও ডেপুটি চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রি এবং ভাইচুং ভুটিয়া একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করবে।

Didi slams the ‘unethical’ alliance in Alipurduar & Jalpaiguri

Mamata Banerjee Tuesday slammed the Congress and the CPI(M) for their “unethical alliance” at two rallies in Alipurduar and Jalpaiguri.

She also slammed the Centre for the plight of tea garden workers.

“The Prime Minister comes here and speaks at length. He talks about selling tea. Ask him… three months back, the central government had said it would take over seven tea estates. Nothing has happened till date… he has made such comments for votes. Under whose jurisdiction are the tea estates? He will not do anything,” she said.

The Chairperson added that  tea garden workers would starve if she didn’t provide food grains to them. “If I do not provide it to you, you can’t have food. I will always do your work. But you please strengthen my party. Please vote for us,” she said, referring to the supply of subsidised food grains to tea gardens.

“I have come to the Hills and the Dooars at least 100 times. I love you,” she said in Alipurduar

“The situation had become tense in the Terai and the Dooars because of the movement in the hills. We could pacify all of them and there is peace across the region now. I want to make it clear to the BJP that to be courageous is good, but over-confidence is not good,” she told the audience in Jalpaiguri.

WB Govt announces loan for workers of closed tea gardens

The state government on Tuesday announced soft loan to be provided to the planters of closed and sick tea gardens of North Bengal from the Rs 100 crore special corpus fund for tea industry.

The decision came after state labour minister Malay Ghatak held few rounds of meetings with the tea planters, trade union leaders and the officials of Darjeeling, Jalpaiguri and Alipurduar districts here at Uttar Kanya.

State food minister Jyotipriya Mullick also attended the meeting. Later, speaking to reporters, Mr Ghatak said, “The loan at low interest rate would be provided to the owners of sick and closed tea gardens to be used for the welfare of workers.”

The minister said the condition to get the loan is that the planters should use the loan only to carry out workers’ welfare activities.

He also informed that the state government is working to extend the National Food Security Act to the tea gardens by January 1, 2016. Under the act, the beneficiaries would get subsidized ration. The act was implemented in the state from September.