Ensure prices of essential goods do not rise during Pujo: Bengal CM to task force

Chief Minister Mamata Banerjee directed members of task force to take necessary measures so that there is no rise in the prices of essential goods ahead of Durga Pujo and other festivals. She also directed several measures to reduce the gap between prices of vegetables in wholesale and retail markets.

The Chief Minister held a meeting with members of the Task Force and some ministers including state Agriculture minister Purnendu Basu and state Agriculture Marketing minister Tapan Dasgupta.It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in

It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in wholesale and retail market has come up during the meeting. The Chief Minister directed members of the task force to take immediate steps so that the vegetables are sold at appropriate prices.

The members have been asked to intensify their vigil in the markets in the city and other urban areas in the state. The task force had been visiting the markets in the city to keep a tab on the prices of essential goods. Now, the visit will be more frequent and steps will be taken against the traders if found selling vegetables at a premium price without any valid reason.

Potatoes are getting sold in the markets at the right prices. This year, potato cultivation in the state was quite good and there is a requirement of 36 lakh metric tonne in the state and around 8 lakh metric tonne will be exported to other states. The state government is also giving emphasis on increasing the storage capacity of onions.

At the same time, the Agriculture Marketing department has also been asked to increase the number of Sufal Bangla stalls in the state. At present there are around 50 Sufal Bangla stalls in different parts of the state and there is a target to set up more than 100 such stalls. The state government runs the Sufal Bangla stalls where mainly Farmers Producers Organisations (FPOs) directly sell their produce. People get fresh vegetables and at the right prices as there is no involvement of any middlemen.

 

মূল্য নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

গতকাল নবান্নে শাক সবজির বাজার দর নিয়ন্ত্রণ নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষি, কৃষি বিপণন, মৎস্য দপ্তরের পাশাপাশি সেচ, বিদ্যুৎ এবং উদ্যানপালন দপ্তরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

বন্যার সুযোগ নিয়ে কোনও ব্যবসায়ী যাতে চড়া দরে মাছ, সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে না পারে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এই নজরদারির পাশাপাশি শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চালানোর নিদানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বন্যায় সবচেয়ে দুর্ভোগে পড়া উত্তরবঙ্গের কৃষকদের সরকারি সহায়তা দ্রুততার সঙ্গে দিতে হবে। আগামী বর্ষার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের সমস্ত ছোট নদীগুলি ড্রেজিং করানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে রাজ্যের আলুর মজুত ভাণ্ডার সম্পর্কেও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে এখন ৪৪ লক্ষ টন আলু মজুত রয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খাওয়ার এবং বীজ বানানোর জন্য লাগবে ৩৬ লক্ষ টন।

এছাড়াও শহরাঞ্চলে মানুষের সুবিধার জন্য সুফল বাংলা স্টল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়েও আলোচনা হয়।

 

 

WB CM chairs meeting with Task Force to check price rise of vegetables at Nabanna

West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday directed the traders to ensure that prices of essential commodities are not raised during the next two to three months. During the task force meeting at Nabanna on Thursday, Banerjee told the traders forum to work together to arrest price hike and directed the Enforcement Directorate (ED) to keep a vigil on the markets.

The prices of vegetables and fruits are somewhat stable during the last few months and the Chief Minister appreciated the traders for keeping the prices under check.

The next meeting of the task force has been called 15 days later wherein the prices would be checked. This apart, the West Bengal Chief Minister also cautioned traders against price hike of potatoes and urged bureaucrats to see to it that potato prices do not rise. Presently, potatoes (chandramukhi variety) cost Rs.14 per kg and the jyoti variety cost Rs.12 per kg.

Farmers are getting around Rs.10 per kg compared to Rs.3 that they got last year and are getting a good price for their produce. But if the prices go up, then the Government would interfere

The Government is taking all efforts to ensure that potato crisis does not arise.

In fact, Bengal has the lowest inflation among states according to the latest economic survey from the Central government. The Chief Minister said that it was the result of the state’s better performance in agriculture.

“The latest Economic Survey published by the Central Government has noted that our State has shown the lowest inflation rate in the country (less than 3%). This distinction could be achieved due to our continuous monitoring of prices of essential commodities in Task Force meetings held regularly,” Mamata Banerjee posted on the Facebook.

 

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নবান্নে খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ নিয়ে গঠিত টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাক-সবজি, আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে কৃষি ও খাদ্য দপ্তরেরে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশেষত আলুর দাম নিয়ন্ত্রনের ওপর বিশেষভাবে নজর দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে আলু চাষিরা ১০ টাকায় আলু বিক্রি করে দিচ্ছেন ফলে বাজারে প্রায় ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন টাস্ক ফোর্সের আধিকারিকদের জানিয়েছেন, এই মুহূর্তে গোটা রাজ্যের আলু পরিমাণ কতটা তার হিসেব চেয়েছেন মুখ্যমন্ত্রী। খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে ১৫ দিন অন্তর বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এনফোর্সমেন্ট দফতরের পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বাজারগুলিতে নজর রাখতে। রাজ্য সরকার সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে পারায় মুখ্যমন্ত্রী খুশি।

কৃষিক্ষেত্রে যেন কোনভাবেই বিদ্যুতের ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে। বাজারগুলিতে নিয়মিত খাদ্য সামগ্রী বিক্রিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ধারাবাহিকভাবে কৃষি কর্মণ পুরস্কার জিতে নজির গড়েছে। এদিন কৃষিক্ষেত্রে আরও একটি সাফল্য পেল পশ্চিমবঙ্গ সরকার।পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে কম।

“আপনারা জেনে খুশি হবেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে অর্থনৈতিক সমীক্ষার ফল প্রকাশ করেছে সেখানে দেখা গেছে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতি সবচেয়ে কম। তিন শতাংশের কম হারে রাজ্যে মুদ্রাস্ফীতি হয়েছে”। মুখ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন।

Our State has shown the lowest inflation rate in the country: WB CM on Facebook

According to the Economic Survey 2015-16, published by the Central Government, West Bengal has shown the lowest rate of inflation in the country (less than 3%).

This distinction could be achieved due to the continuous monitoring of prices of essential commodities at Task Force meetings held regularly.

Moreover, the Survey shows that the State’s agricultural production is on the rise, when the trend in other States is that of being on the decline. West Bengal has also excelled in many other sectors of human development.

All this is due to our regular State-level monitoring and the more-than-100 review meetings at the grassroots level (CMO-to-BDO) that Chief Minister Mamata Banerjee has had with field-level functionaries.

This information was posted by Chief Minister Mamata Banerjee today on Facebook. Click here for the post.

West Bengal under the Trinamool Congress Government has excelled remarkably in terms of the major indices of economic growth. On parameters like gross value-added growth, per capita income and increase in industry, and some other important indices, the numbers for the State are even better than those for India.

 

Bengali Translation

পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে কম

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ধারাবাহিকভাবে কৃষি কর্মণ পুরস্কার জিতে নজির গড়েছে। এদিন কৃষিক্ষেত্রে আরও একটি সাফল্য পেল পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতির হার দেশের মধ্যে সবচেয়ে কম। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যখন কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্যগুলিকে যখন হিমসিম খেতে হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকারের এমন কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়।

মুখ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে একথা জানিয়ে লিখেছেন, “আপনারা জেনে খুশি হবেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে অর্থনৈতিক সমীক্ষার ফল প্রকাশ করেছে সেখানে দেখা গেছে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতি সবচেয়ে কম। তিন শতাংশের কম হারে রাজ্যে মুদ্রাস্ফীতি হয়েছে। টাস্ক ফোর্স গঠন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমেই অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ এই পার্থক্য তৈরি করতে সফল হয়েছে। সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে যখন গোটা দেশে কৃষিক্ষেত্রে উন্নয়ন নিম্নমুখী, সেখানে কৃষি উৎপাদন ও মানব উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ”।

রাজ্য পর্যায়ে নিয়মিত নজরদারি ও ব্লক স্তর পর্যন্ত আধিকারিকদের নিয়ে ১০৫টি পর্যালোচনা বৈঠক করা হয়েছে। মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও পদস্থ আধিকারিকরা এই সব বৈঠকে উপস্থিত থাকতেন, তার ফলেই এই সাফল্য এসেছে।