Bengal highlights Sharod Utsav at Republic Day parade

Bengal government’s theme for the tableau for this year’s Republic Day Parade in New Delhi was Sharod Utsav. The theme showcased how people from all communities in Bengal participate and rejoice during the biggest festival of the state, Durga Puja.

There was an idol of Goddesses Durga at one end of the tableau and artists from different areas starting from the hills to Sunderbans performing their traditional forms of dances to symbolise how each and everyone in the state turns to be the part of Sharod Utsav.

All the artists, who will be performing in the parade, are receiving the financial assistance of the state government under Lok Prashar Scheme. The state government provides financial assistance to 80,000 folk artists in the state that helped to revive many art forms which would have gone extinct.

Women dhakis mainly from North 24-Parganas played dhaks on the tableau. The rhythmic beat of dhaks is an integral part of Durga Puja. Traditional dancers from Darjeeling and folk dancers from Midnapore also performed on the tableau.

Bengal was awarded twice earlier for the being the best tableau in the Republic Day Parade. In 2014, the tableau that was based on the Chhau Dance of the state had won the prize and again in 2016, the state’s tableau was awarded the first prize.

 

দিল্লির প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে বাংলার থিম শারদ উ९সব

এবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের থিম ছিল শারদ উ९সব। দুর্গা পুজোয় সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে তাই এবছর এই উ९সবকে থিম করা হয়েছে।

ট্যাবলোর শেষে ছিল একটি দুর্গা প্রতিমা আর সামনে পারফর্ম করেন বাংলার লোকশিল্পীরা।

যেসকল লোকশিল্পীরা প্যারেডে অংশগ্রহণ করেন তারা রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রায় ৮০০০০ হাজার শিল্পীকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সরকারি অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও করে দেন।

এই ট্যাবলোতে উত্তর ২৪ পরগনা জেলার মহিলা ঢাকিরা অংশগ্রহণ করেন। দার্জিলিঙ ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার লোক শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন।

এর আগে গত দুবার ২০১৪ ও ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে বাংলার থিম হয়েছিল ছৌ নাচ। ২০১৬ সালে বাংলার ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছিল, থিম ছিল ‘বাংলার বাউল’।

 

West Bengal’s Republic Day tableau once again adjudged the best

The tableau that West Bengal presented at the Republic Day parade in New Delhi on January 26 has won the prize for the best tableau. It showcased bauls, the mystic minstrels from Bengal, and through them the State’s Lok Prasar Scheme, which provides monetary assistance to folk artists. The award would be handed over at a function on January 31.

This is the second time in three years that the State has bagged this award. In 2014, its tableau portraying Chhau dance of Purulia, which is a popular genre of Indian tribal martial dance, had won the top prize.

Designed by Chief Minister Ms Mamata Banerjee herself, the tableau portrayed rural Bengal through the model of a village, including a Bishnupur temple and terracotta statues. A team of 34 bauls, led by renowned singer Soumen Biswas of Murshidabad performed on the tableau.

In a tweet, the Chief Minister congratulated the team that made the tableau: “My congratulations to the team. Delighted that I came up with the idea.”

 

দিল্লির দরবারে পশ্চিমবঙ্গের ট্যাবলো সেরা নির্বাচিত

২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির রাজপথে দেশের সব রাজ্যের ট্যাবলোগুলির মধ্যে সেরা ট্যাবলো নিরবাচিত হল পশ্চিমবঙ্গের ট্যাবলো। এবারের থিম ছিল ‘বাউল’।  আগামী ৩১ শে জানুয়ারি সেরার ট্যাবলোর শিরোপা তুলে দেওয়া হবে রাজ্যের হাতে।

তিন বছরে এই নিয়ে দ্বিতীয় বার সেরা হওয়ার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ২০১৪ সালেও সেরা হয়েছিল পশ্চিমবঙ্গের ট্যাবলো। থিম ছিল পুরুলিয়ার ছৌ নাচ।

পশ্চিমবঙ্গের এবারের ট্যাবলোর ভাবনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইমতোই তৈরি হয়েছিল থিম এবং সেই থিমই বাজিমাত করল দিল্লির দরবারে।মুর্শিদাবাদের সেরা বাউল শিল্পী সৌমেন বিশ্বাসের নেতৃত্বে ২৪ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে এই ট্যাবলোয়।

টুইট এ মুখ্যমন্ত্রী নিজের টিম কে অভিবাদন জানান।