Bengal CM attacks Opposition over dengue politics

Bengal Chief Minister Mamata Banerjee today attacked the Opposition on the dengue issue.

She said, “We do not have a control over diseases. We have to remain alert and maintain cleanliness. We must take care. Chairmen and councilors of various municipalities must visit their areas regularly. Awareness drives must be conducted.”

She added, “Instead of standing by the people at this point of time, they are indulging in politics. Let them share the statistics of the States ruled by them first.”

She stated the number of deaths in 2017 due to vector-borne diseases and swine-flu in different States:

  • Maharashtra – 685
  • Gujarat – 434
  • Rajasthan – 230
  • Uttar Pradesh – 165
  • Madhya Pradesh – 141
  • Tamil Nadu – 120
  • Kerala – 111
  • Odisha – 83
  • Assam – 87
  • Bengal – 34

 

The CM said that special anti-Dengue drives were undertaken in Bengal since January, or else the casualty figures would have been higher. She also added that Bengal has set up several dengue detection centres.

ডেঙ্গু ইস্যুতে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ বর্ধিত কোর কমিটি মিটিংএ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গু ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের।

তিনি বলেন, “রোগ আপনার আমার হাতে নেই, কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সঠিক সময়ে সঠিক কেয়ার নিতে হবে। মিউনিসিপালিটির চেয়ারম্যানরা কাউন্সিলরদের নিজের এলাকায় বারবার ভিজিট করতে বলুন। জেলা পরিষদরাও ভিজিট করবেন। কাউন্সিলর, এমপি, এমএলএরা প্রশাসনকে সাথে নিয়ে সচেতনতা প্রোগ্রাম করুন। নিজেদের এলাকা ভালো রাখুন, সজাগ থাকুন।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিপিএম কংগ্রেস বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে, নিজের রাজ্যের হিসেবটা ফার্স্ট নিতে বলুন।”

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন কন রাজ্যে ২০১৭ সালে Vector-Borne Diseases & Swine Flu-র কারণে কত মৃত্যু হয়েছেঃ

  • মহারাষ্ট্র – ৬৮৫
  • গুজরাট – ৪৩৪
  • রাজস্থান – ২৩০
  • উত্তর প্রদেশ – ১৬৫
  • মধ্যপ্রদেশ – ১৪১
  • তামিলনাড়ু – ১২০
  • কেরল – ১১১
  • ওড়িশা – ৮৩
  • আসাম – ৮৭
  • বাংলা – ৩৪

 

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জানুয়ারী মাস থেকেই ডেঙ্গুরোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় নয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশী হতে পারত। তিনি এও বলেন এই রাজ্যের মত এতগুলো ডেঙ্গু ডিটেকশন ল্যাবোরাটরি আর কোন রাজ্যে নেই।

WB CM expresses concern on rising incidents of Swine flu

West Bengal Chief Minister Mamata Banerjee today expressed concern over the increasing rates of swine flu in the country.

The CM today expressed distress over the matter saying:

“The incidents of Swine Flu have been on the increase. Certain diseases become a matter of concern. But instead of getting panicky, we must work together to widely spread awareness about the do’s and don’ts to prevent it as much as possible.

As of now, 833 deaths have taken place due to Swine Flu this year in the entire country of which, the number of deaths are 214 in Rajasthan, 207 in Gujarat, 112 in Madhya Pradesh, 99 in Maharashtra, 51 in Telengana, 33 in Karnataka, 20 in Haryana, 10 in Andhra Pradesh, 8 in Delhi, etc.

Despite all our efforts and making available necessary medicines, 5 unfortunate deaths, including 1 patient from Mumbai, have taken place in our State so far.

It is time for the Central Government, State Governments and NGOs to work together to take all necessary remedial measures.”

The CM also expressed concern on the same matter over Twitter.