We want to make Bangla a hub of education: Didi

Chief Minister Mamata Banerjee today met college and university teachers at the Netaji Indoor Stadium. She gave a speech during which she spoke about the various measures the State Government has taken for the betterment of teachers.

Highlights of her speech:

The scientific, philosophical and educational ideas of Bengal are the pride of the world. It is because of the teachers of the State that students from here are going to Harvard and other places.

In eight-and-a-half years, 50 colleges have been established in Bangla.

One lakh teachers have been recruited.

The maximum age of recruitment and retirement age of teachers have been increased.

The salaries of primary teachers and para-teachers have been increased.

We have started the system of e-pension.

Teachers have been included in the Swasthya Sathi Scheme.

Rate of enrolment in higher education has increased.

LTC (leave travel concession) would be introduced for college teachers.

We want to make Bangla a hub of education.

While in opposition, we never said anything that was not possible for the government to do.

The Central Government has the Reserve Bank at its disposal, so it prints money whenever it wants to. But our resources are limited.

I never say anything during elections that I won’t be able to do in the future. I fulfil my promises as that is the basis of my credibility.

Our revenue per year has increased to Rs 90,000 crore, but of that we have to spend Rs 50,000 crore per year to service our debts.

The Centre has stopped funding several projects including Sarva Shiksha Mission.

Both the Central Government and the State Government are elected by the people, so don’t let anyone fool you into believing anything and everything

Our government depends on our teachers, so we won’t do anything to harm you and won’t interfere in your work; we only want your good

Our Maa-Mati-Manush Government would continue to remain strong, but not through instigating riots, creating communal divides, closing down banks or trying to change history.

Today there is nothing called privacy. Many states have set limits on the amount of money they can withdraw. Many banks have been merged, many have been closed down. The economic crisis is deepening. Now even in banks people’s money is not safe. Therefore be very careful about your money. Our fight is for the survival of people, for their development and security.

No limit to number of family members covered under Swasthya Sathi scheme

The Bengal Government has removed the limit to the number of family members who can be covered under the Swasthya Sathi Scheme. Rs 1,363 crore 72 lakh has been allotted to the scheme by the State Government.

The scheme was notified by Chief Minister Mamata Banerjee in December 2016, and started functioning from January 3, 2017. Till now, 35,13,140 people have been enrolled in the scheme; another 9,61,741 would be enrolled soon.

Besides the person, his/her wife/husband and children, the husband and wife’s parents would also be enrolled in the scheme.

Under the scheme, a premium of upto Rs 1.5 lakh would be paid by the State Government. For critical illnesses, upto Rs 5 lakh would be paid by the State Government. For returning home after being released from hospital, each person would be given Rs 200.

Additionally, the cost of medicines for the first five days would also be paid by the government. The details of patients are kept secure in e-health cards for easy online access.

The number of government hospitals brought under the scheme is 308 and the number of private hospitals is 314.

Source: Bartaman

 

স্বাস্থ্যসাথি প্রকল্পে পরিজনের সংখ্যার ঊর্ধ্বসীমা থাকছে না

স্বাস্থ্যসাথি প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।

২০১৬ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরের ৩ জানুয়ারি প্রকল্পটি শুরু হয়। এখনও পর্যন্ত ৩৫ লক্ষ ১৩ হাজার ১৪০টি পরিবার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই আরও ৯ লক্ষ ৬১ হাজার ৭৪১টি পরিবার অন্তর্ভুক্ত হবে।

বর্তমানে আইসিডিএস কর্মী, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, গ্রিন ভলান্টিয়ার, সিভিল ডিফেন্স, ভিলেজ ভলান্টিয়ার, বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রকল্পেরঅন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে পঞ্চায়েত ও শিক্ষার সঙ্গে যুক্ত কর্মীদেরও স্বাস্থ্যসাথি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই। স্বামী ও স্ত্রী’র উভয়পক্ষের বাবা ও মা’কে পরিবারের সদস্য হিসাবেএই প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাবে। চিকিৎসার জন্য বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা বিমা দেওয়া হবে। আর দুরারোগ্য ব্যাধির জন্য দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা।

৩১৪টি বেসরকারি হাসপাতাল এবং ৩০৮টি সরকারিহাসপাতালকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসার পর বাড়ি যাওয়ার জন্য ২০০ টাকা করে পরিবহণ খরচ দেওয়া হচ্ছে। এমনকী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পাঁচদিনের ওষুধের খরচও দেওয়া হচ্ছে। চিকিৎসা সংক্রান্তসমস্ত তথ্য ই-হেলথ রেকর্ডে রাখা হয়। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১,৩৬৩ কোটি ৭২ লক্ষ টাকা।

 

Bengal’s new ‘Health Bill’ is a model for the entire country: Mamata Banerjee

The historic West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017 was passed at the West Bengal Assembly today.

The Bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate.

Bengal Chief Minister Mamata Banerjee spoke at length on the Bill during a discussion in the Assembly. She called the Bill ‘historic’ and “a model for the entire country”.

Highlights of Mamata Banerjee’s speech at the State Assembly:

  • Opposition for the sake of it had become a norm in Bengal. No more. We work for the people.
  • Those who are giving lectures today did not do any work for 34 years. Despite the huge debt burden, we are working for the people
  • We have increased number of beds by 27000. We provide healthcare for free in govt hospitals in Bengal
  • People from Bihar, Jharkhand, Odisha, North East, Bhutan, Nepal, Bangladesh come to Bengal for treatment
  • Procedures like MRI, Scan, X-Ray, blood tests and even dialysis are provided at much lower cost
  • 112 fair price medicine shops providing up to 70% discount have been set up
  • 16 Mother and Child Hubs, 70 SNCUs, 303 SNSUs have been set up
  • Institutional delivery has increased from 65% to 90% in last five years. Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26
  • Fair Price Diagnostic Centers and Dialysis Services have been set up at 46 State Run Facilities
  • We have set up 7 new health districts and 7 new medical colleges
  • Children receive free cardiac surgeries under Sishu Sathi scheme. We have started breast milk bank. We have initiated Swasthya Sathi scheme.
  • Seats have been increased at medical colleges
  • Health department conducted a survey for one year before bringing this Bill
  • Some hospitals are taking PAN cards and FD papers of patients. We never heard of things like this
  • Some hospitals are overcharging patients, making exaggerated bills. The greed is crossing all limits
  • This Bill aims at bringing transparency, ending harassment of patients and taking steps to stop medical negligence
  • This Bill makes provisions for proper compensation in case of negligence by hospitals
  • Hospitals have to start e-prescriptions and keep online medical records
  • Hospitals cannot charge more than the package for treatment. They must provide an estimate for additional cost
  • Hospitals must start ‘Public Grievance Cell’
  • Hospitals with more than 100 beds must start fair price medicine shops and diagnostic centres
  • Hospitals getting land from Govt must provide free treatment to 10% people
  • Hospitals must provide primary treatment to accident victims
  • Hospitals not following this law may lose license
  • 13-member West Bengal Clinical Establishment Regulatory Commission to be set up, headed by a former judge of the High Court
  • The regulatory commission can impose penalty up to Rs 50 lakh on hospitals
  • Life saving treatment and medicines cannot be stopped even if patient cannot give money
  • Deadbodies of patients cannot be held back due to non-payment of dues
  • We must provide service with a smile

 

ঐতিহাসিক স্বাস্থ্য বিলকে সারা দেশের জন্য মডেল বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বিধানসভায় ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপেরেন্সি) বিল ২০১৭ পাশ হল।

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল আনা হয়েছে।

বিধানসভায় এই বিল নিয়ে আলোচনার শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন সারা দেশের কাছে এটি একটি মডেল।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • আমরা হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়িয়েছি। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়
  • বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, NE ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে মানুষ বাংলায় আসে চিকিৎসার জন্য
  • এম আর আই, স্ক্যান, এক্স-রে, রক্ত পরীক্ষা এমনকি ডায়ালিসিসও কম খরচে করা হয়
  • ১১২ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ৭০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যায়
  • ১৬টি মাদার চাইল্ড হাব, ৭০ টি এস এন সি ইউ, ৩০৩টি এস এন এস ইউ তৈরী করা হয়েছে
  • গত ৫ বছরে ইন্সটিটিউশন ডেলিভারি ৬৫% থেকে বেড়ে হয়েছে ৯০%
  • ৪৬ টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়
  • শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে ২৬ হয়েছে
  • ৭ টি নতুন স্বাস্থ্য জেলা ও ৭টি নতুন মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা
  • শিশু সাথীর আওতায় শিশুদের বিনামূল্যে হার্ট অপারেশন করা হয়। আমরা মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক চালু করেছি
  • স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি
  • যারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি
  • এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • অনেক বেসরকারি হাসপাতাল ভালো কাজ করে। যারা করে না তাদের নিয়ন্ত্রণ করতে হবে
  • এই বিলটি আনার আগে স্বাস্থ্য দপ্তর এক বছর ধরে একটি সমীক্ষা করে
  • কিছু হাসপাতাল রোগীদের থেকে এফ ডি পেপার ও প্যান কার্ড নিচ্ছে। এরকম ঘটনা আগে কখনো শুনিনি
  • কিছু কিছু হাসপাতালে বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লোভের সীমা ছাড়িয়ে যাচ্ছে
  • ধৈর্যের বাঁধ ভাঙলে কড়া পদক্ষেপ নিতেই হয়
  • স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও  চিকিৎসায় গাফিলতি রুখতে এই বিল
  • হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে হাসপাতালকে তার ক্ষতিপূরণ দিতে হবে
  • ই-প্রেসক্রিপশন ও সব মেডিক্যাল রেকর্ডসের ই-কপি সব রোগীকে সরবরাহ করতে হবে
  • হাসপাতাল চিকিৎসার প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা চার্জ করতে পারে না
  • অতিরিক্ত খরচের হিসেব আগেই দিতে হবে
  • হাসপাতালগুলিকে পাবলিক গ্রিভেন্স সেল চালু করতে হবে
  • ১০০ র বেশি বেড যে হাসপাতালে আছে সেখানে ন্যায্যমূল্যের ওষুধের দোকান ও ডায়াগনসটিক সেন্টার থাকতে হবে
  • ১০% মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলিকে জমি দেবে রাজ্য সরকার
  • দুর্ঘটনাগ্রস্ত কোন রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিতে হবে
  • এই আইন মেনে না চললে হাসপাতালের  লাইসেন্স বাতিল হতে পারে
  • ১৩ জন সদস্য নিয়ে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস রেগুলেটরি কমিশন তৈরী করা হবে
  • রেগুলেটরি কমিশনের প্রধান হবেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি
  • হাসপাতালের ওপর ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা চাপাতে পারে রেগুলেটরি কমিশন
  • জীবনদায়ী ওষুধ ও পরিষেবা বন্ধ করা যাবে না, টাকা না থাকলেও চালাতে হবে
  • টাকা না থাকলেও দেহ আটকে রাখা যাবে না
  • অনেক বেসরকারি স্কুল চড়া ডোনেশন চায়। বোর্ড পরীক্ষার পর আমরা এই বিষয়টি দেখব
  • হাসি মুখে আমাদের পরিষেবা দিতে হবে
  • আমরা আবারও বাংলার মা-মাটি-মানুষকে প্রণাম জানাই। আমরা মানুষের জন্য কাজ করে যাব