Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।

Bengal Govt to convert totos to e-rickshaws

In the ongoing operation to replace the totos plying in the state, one thousand e-rickshaws were introduced in North 24 Parganas on Friday.

State Transport minister Suvendu Adhikari officially introduced the vehicles at an event in Barasat. So far, 4,000 totos have been replaced by e-rickshaws all over Bengal.

This is a major step by the state government towards promoting e-vehicles. There are around one lakh totos and another one lakh vanos, both of which are indigenously-built passenger ferrying vehicles, in the state. Steps have already been taken to replace the vanos by e-carts.

Chief Minister Mamata Banerjee had asked the Minister to ensure that no toto driver is rendered jobless after the totos are replaced.

 

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করবে রাজ্য সরকার

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই লক্ষ্যে গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে ১০০০টি ই-রিক্সা চালু করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র বাংলায় ৪০০০ টোটোর বদলে ই-রিক্সা নামানো হয়েছে।

সারা রাজ্য জুড়ে ১ লক্ষ টোটো এবং ১ লক্ষ ভ্যানো চলাচল করে। ভ্যানোর জায়গায় ই-কার্ট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পথ নিরাপত্তার স্বার্থেই চালু করা হয়েছে এই ই-রিক্সা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টোটোচালকদের স্বার্থ রক্ষা হবে এবং কেউ রোজগার হারাবেন না।

 

Bengal Govt introduces new syllabus for motor training schools

The new syllabus prepared by the state transport department, in assistance with IIT Kharagpur, for the motor training schools  would be introduced from April this year, state transport minister Suvendu Adhikari said in the Assembly.

The minister told the house that entire procedure of issuance of licenses would be made more stringent to check road accidents. CCTVs will be installed at all the training centres to monitor and record the steps of getting a driving license. The new initiative will also fix the accountability of motor vehicle inspectors. In case of an accident, the transport department will investigate if the driver was issued license according to the norms.

The new modules that would be given to the training schools would in three languages — Bengali, English and Hindi, Adhikari said in the Assembly. He also said that the transport department will also take some steps to stop drunken driving and bike racing which often lead to fatal accidents.

During his speech, the minister also stressed on the importance of producing more efficient drivers. Steps would also be taken to check the overloading of vehicles. He announced that ten more mini buses routes would soon be created in the city.

The minister also said that his department will soon give registrations to the e-rickshaws so that they can be brought under insurance coverage. More than 4,000 e-rickshaws have already been given registration.

দুর্ঘটনা কমাতে চালু হচ্ছে অ্যাপ, বাসে দেওয়া হবে স্মার্ট ফোন: পরিবহণমন্ত্রী

দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এখন থেকে বাড়িতে বসে কেউ ড্রাইভিং লাইসেন্স পাবেন না। রীতিমতো পড়াশোনো করে পরীক্ষায় পাশ করতে হবে। তারপর ট্রেনিংয়ে পাশ করতে হবে। আজ বিধানসভায় একথা বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, খড়গপুর IIT-কে দিয়ে সিলেবাস তৈরি করেছে সরকার। হিন্দি, ইংরাজি, বাংলা ভাষায় সেই সিলেবাস। পরে উর্দু ও নেপালি ভাষাতেও করা হবে। ড্রাইভিং ট্রেনিং এর সময় CCTV ফুটেজ সংরক্ষণ করা হবে। বড় দুর্ঘটনা ঘটলে সেই CCTV ফুটেজে ফিটনেসের বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেন পরিবহনমন্ত্রী:

১৬ মার্চ থেকে পথদিশা অ্যাপ চালু হবে। এই পরিষেবা প্রথমে WBTC-তে চালু হবে। তারপর অন্য পরিবহন নিগমে। প্রত্যেকটি বাসে একটি করে স্মার্টফোন দেওয়া হবে।

একমাসের মধ্যে ১০টি নতুন AC মিনিবাস দুটি রুটে চালু হবে। এয়ারপোর্ট থেকে মধ্য কলকাতা এবং বেহালা থেকে এয়ারপোর্ট।

১০ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসাতে মেগা মেলা হবে। সেখানে ১০০০টি টোটোর বদলে ১০০০ টি ই-রিকশা দেওয়া হবে। তবে সরকার কোনও ভর্তুকি দিচ্ছে না। টোটোকে কোনও লাইসেন্স দেওয়া যাচ্ছে না। তার ফলে বিমাও করানো যাচ্ছে না।

৬টি চেক পোস্ট তৈরি করা হচ্ছে। ধলপুকুর, ডালখোলা, দাঁতন, করণদিঘি ও  ডানকুনিতে।

গ্রিন সিটিতে আধুনিক মানের ট্রাম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ছুটির দিনগুলিতে স্পেশাল ট্রাম পরিষেবা চালুর ভাবনা রয়েছে সরকারের।

Centre suppressing states under financial burden: Bengal Transport Minister

Stating that the Centre is suppressing the state governments under financial burden, the state Transport Minister Suvendu Adhikari on Tuesday once again slammed the draft policy of the Ministry of Railways that recommends investment by the state governments for projects related to suburban rail service.

The Minister said that he would take up the matter with the Chief Minister Mamata Banerjee once she returns from Delhi and sent a reply to the Ministry as they have asked the state governments to comment on the guidelines in the draft policy.

Meanwhile, in connection with better transport facility for people the Transport minister also announced that 50 buses will be plying to Takht Sri Patna Sahib to take pilgrims to the place free of cost on December 31 and January 1. The special arrangement has been made to take the pilgrims to the place on the eve of 350th birth anniversary of Guru Govind Singh. The buses will be plying from Kolkata, Karunamoyee and Dankuni.

The Minister further said that two launches will be operating from Halisahar to Dankuni via Barrackpore and Bansberia to ensure better transport facility to people of the area as they are facing inconvenience as Iswar Gupta Setu was closed to carry out repairing.

 

যাত্রী পরিবহনের দায় রাজ্য সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে রেল মন্ত্রকঃ শুভেন্দু অধিকারী

শহর-শহরতলিতে নতুন রেল-প্রকল্পের দায় থেকে মুক্ত হতে চায় রেল। সম্প্রতি চিঠি নিয়ে রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে মতামতও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনিবলেন, “রেল রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা আদায় করে। রেল এখন তার দায় এড়িয়ে যেতে চাইছে। যাত্রী পরিবহণের বিষয়টা আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রেলকে উত্তর দেব। বিষয়টা নেতিবাচক হিসাবেই দেখছি।“

মন্ত্রী আরও বলেন, “ফ্রেইট থেকে হলদিয়াতেই প্রতিদিন দেড় কোটি টাকা পায় রেল। মাসিক হিসাবে ৪৫ কোটি । অথচ এখন যাত্রী পরিবহণের দায় রাজ্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে”।

সম্প্রতি রেলের তরফে সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে যে কোনও সাবার্বান প্রকল্পের দায় রাজ্য সরকারকে নিতে হবে। জমি অধিগ্রহন থেকে প্রকল্পের খরচ কোনও ক্ষেত্রে রেল সাহায্য করবে না।

অন্যদিকে পরিবহণমন্ত্রী ঘোষণা করেন, ডিসেম্বরের ৩১তারিখ ও জানুয়ারী মাসের ১তারিক তীর্থ যাত্রীদের পাটনা সাহিবে সম্পূর্ণ বিনামুল্যে নিয়ে যাবে পরিবহণ দপ্তরের ৫০টি বাস। এই স্পেশ্যাল বন্দোবস্ত করা হয়েছে গুরু গোবিন্দ সিংহর ৩৫০তম জন্মবার্ষিকীতে শিখ সম্প্রদায়ের তীর্থযাত্রীদের সুবিধার্থে। এই বাসগুলি ছাড়বে কলকাতা, করুণাময়ী ও ডানকুনি থেকে।

তিনি আরও ঘোষণা করেন, মেরামতির কাজের জন্য ঈশ্বর গুপ্ত সেতু বন্ধ আছে। তাই দুটি লঞ্চ হালিশহর থেকে বারাকপুর ও বাঁশবেরিয়া হয়ে ডানকুনি যাতায়াত করবে।

 

Mamata Banerjee releases Jago Bangla Festive Edition

Trinamool Chairperson Mamata Banerjee launched the Festive Edition (‘Pujabarshiki’) of Jago Bangla today at a colourful ceremony at Nazrul Mancha.

Like every year, the cover of the Festive Edition has been designed by Mamata Banerjee.

This year’s edition has articles by party functionaries, intellectuals and veteran columnists.

The Trinamool Chairperson has penned her thoughts on the recently concluded Assembly elections which Trinamool won with a landslide margin, negating all the smear campaigns and conspiracies.

The salient points from her speech at the launch function:

  • Today is Mahalaya. My festive greetings to all.
  • My heartfelt gratitude to all those who contribute articles to Jago Bangla.
  • The Jago Bangla 2016 Festive Edition is no less than the Sharadiya Editions of other newspapers.
  • We are lucky today to have Dwijen Da and Sandhya Di here today who have been associated with the Mahalaya radio programme.
  • There is no substitute for the Chandi Path and songs on Mahalaya.

 

জাগো বাংলার উ९সব সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

আজ নজরুল মঞ্চে জাগো বাংলার উ९সব সংস্করণের প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মত, উ९সব সংস্করণের প্রচ্ছদটি তিনি নিজেই ডিজাইন করেছেন।

প্রত্যেকবারের মতই এবছরও উৎসব সংখ্যায় দলের নেতারা ছাড়াও লেখা দিয়েছেন বিশিষ্টজনেরা।

এই বছরের সংস্করণে, সমস্ত কুৎসা ও অপপ্রচারকে নস্যাৎ করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয় নিয়ে কলম ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • আজ মহালয়া। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দনঃ
  • যারা জাগো বাংলার জন্য নিয়মিত লেখেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন
  • জাগো বাংলার উ९সব সংখ্যা শারদীয়া সংখ্যা বা অন্যান্য পত্রিকার থেকে কোন অংশে কম নয়
  • দ্বিজেনদা, সন্ধ্যাদি যারা মহালয়ার রেডিওর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের আজ এই মঞ্চে কে পেয়ে আমরা খুব আনন্দিত
  • মহালয়ার গান, চণ্ডীপাঠের কোন বিকল্প হয় না

 

 

 

 

WB Transport Minister proposes ‘no helmet, no petrol’ policy

The state transport minister Suvendu Adhikari has proposed to initiate the state-wide drive “no helmet, no petrol” to bring down the rate of accidents.

He said that he would propose to introduce a system following discussion with petroleum dealers that they will not give petrol if a person comes to refill his or her two-wheeler without putting on a helmet. He placed his proposal before the Chief Minister.

He said that the awareness of people is necessary to bring a change in the scenario and make the attempts of the government, a successful one.

In a bid to bring down the rash driving among public buses, the minister said rationalisation of routes would be undertaken and racing between the buses to get more passengers will be curbed once the rationalisation process is over.

He said that the Chief Minister has already completed the main task to ensure better traffic movement in the past five years by constructing smooth roads. “Now our next task is to make the “Safe Drive Save Life” campaign successful to ensure that road accidents come down,” he added.

 

The image is representative (source)

Trinamool campaign reaches peak for municipal polls

Trinamool Congress is focused on connecting with people in the last stage of the Municipal Polls campaigning from Bidhannagar to Bali.

In Bidhannagar-Rajarhat, Trinamool MP Kakoli Ghosh Dastidar addressed a rally at Ward No 41 while in Ward No 31, a road show was organised. In Ward No 20, door-to-door campaign reached its peak. State Ministers, Firhad Hakim, Bratya Basu and Assembly Chief Whip Shovandeb Chatterjee were the major campaigners for the day.

In Bali, a campaign was led by State Minister Aroop Roy and popular actor Soham. Road shows were organised in different parts of Bali and Liluah.

In Siliguri, a huge mass rally in support of the Trinamool candidates in the SMP election was addressed by MP Suvendu Adhikari and Trinamool Secretary General Partha Chatterjee at Matigara Patharghata.

In Asansol, the star campaigners for the day were MP Moonmoon Sen and State Minister Aroop Biswas, who held rallies in many places including Jamuria.

Organisational changes in Trinamool Congress

Trinamool Chairperson Mamata Banerjee presided over a meeting of Presidents of various district committees, heads of frontal organisations and senior leaders at her Kalighat office today.

Keeping in mind the growing national importance of the party several organisational changes were made in the meeting.

Party Secretary General Partha Chatterjee addressed the press after the meeting to make the following announcements:

  • Trinamool has appointed Subrata Bakshi as All India General Secretary.
  • Derek O’Brien, Firhad Hakim and Kakoli Ghosh Dastidar have been elevated to a new body which will function as the National Secretariat of the party.
  • Subrata Mukherjee has been given the charge of Tripura. Suvendu Adhikari will oversee organisational activities in Assam. Derek O’Brien will oversee the party’s organisation in North Eastern states and Kerala.
  • Dinesh Trivedi has been appointed as one of the new Vice Presidents of the party.
  • Derek O’Brien and Kalyan Banerjee will keep in touch with like-minded parties and oversee functions in Parliament.
  • Municipal elections were discussed today. We have formed committees for the same.
  • We started the membership drive on January 1, 2015. Scrutiny committees will operate at district and State level.
  • There will be no membership fees for family of martyrs. People can become primary members of the party by paying a fee of Re 1.
  • One can also become a Associate or active member of the party by paying Rs 50000, which will be renewable every 5 years.
  • All applications for membership will be submitted to District Scrutiny Committees, who in turn will forward them to State Scrutiny Committee for final approval.
  • District Committees have been asked to prepare list of candidates for upcoming municipal polls, which will be submitted to State Committee. Mamata Banerjee will give final approval for the the candidate list.

Suvendu Adhikari speaks regarding crisis in Haldia port | Transcript

Is very potential industrial town and growing industrial town also depend on this port, river line port more than 50,000 crore invested by the private investor , only depend on this port but nowadays this port is facing very serious crises, due to deterioration  of draft, huge amount of silt being deposited everyday in the river Hooghly and Haldi for that reason the passage Jelimam and Auckland already chocked, my humble submission to the Hon’ble Minister through you that Haldia Port Trust Authority should be formed as early as possible to survive this potential riverline port of our country and capital dredging should be done  by the private dredging company through e-tender, not  Dredging Corporation of India, thank you Madam.