Bengal Govt employing GPS & GIS to create a comprehensive map of the Sundarbans

The Bengal Government has started using GPS and GIS to create real-time interactive maps of the Sundarbans region. These technologies would help keep a ‘smart’ eye on the entire biosphere – forest cover, land use, illegal activities, etc.

Global Positioning System (GPS) is a satellite-based radio navigation system that provides geolocation and time information to a GPS receiver while geographic information system (GIS) is a system designed to capture, store, manipulate, analyse, manage and present spatial or geographic data. GIS accuracy depends upon source data, and it is here that the accuracy of GPS comes into use.

The surveillance system implemented by the Forest Department uses GPS to capture the data and GIS tools (softwares) to analyse that data. The information being collected, which will be on a continuous basis, is helping the Government to keep track of detailed data on forest cover (number and types of trees, their exact locations, even information on trees cut down) and human habitation, nature of an area, locations of coves and bays, etc. Importantly too, all data would be updated on a real-time basis.

The Forest Department officials are using these data along with the existing ground maps to create a comprehensive database of the region. This method of data compilation would eventually be used to cover the whole of Bengal.

The Sundarbans forest in Bengal comprises of the Matla, Raidighi, Ramganga, Namkhana, Bakkhali and Bhagabatpur forest ranges. The mangrove cover comprises of 77,243 hectares and the wildlife sanctuary, 60,000 hectares. Eco-tourism is permitted on an area comprising of a little more than 27,000 hectares.

The data is also being made available for use by other departments. According to the Chief Conservator of Forests, Bengal, who is overseeing the whole project, the data would be a big help for departments like Tourism and Land and Land Reforms.

 

45 cyclone shelters in the Sunderbans

The Bengal Government is constructing 45 cyclone shelters in the Sunderbans region of North 24 Parganas. These ‘multipurpose cyclone shelters’, as they are called, will protect people not only from cyclones but from all types of natural calamities like earthquakes, floods, etc.

After the competition of these, the district would be getting a total of 65 such shelters. Of the 20 being constructed in the first phase, the work for 19 is over.

These shelters are actually large houses but constructed on elevated platforms to protect from rising water levels.

The 45 would be constructed in the blocks of Hasnabad (five shelters), Hingalganj (nine shelters), Sandeshkhali-1 (12 shelters), Sandeshkhali-2 (15 shelters) and Minakha (four shelters). These five, and Haroa, comprise the Sundarbans region in North 24 Parganas.

Of these six, besides Haroa, the others lie in coastal areas, with the rivers Raimangal, Vidyadhari, Ichhamati, Dansa, Kulti and a few others flowing through them.

 

রাজ্য সুন্দরবন অঞ্চলে আরও ৪৫টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার করছে

 

সাইক্লোন, ভূমিকম্প, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে দুর্গত মানুষদের আশ্রয় দিতে উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে আরও ৪৫টি নতুন ‘মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার’ তৈরি করছে রাজ্য সরকার।

এর আগে এই জেলাতেই এই ধরনের ২০টি সেন্টার তৈরি হয়েছে। ফলে, নতুন ৪৫টির কাজ শেষ হলে মোট ৬৫টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার হবে এই জেলায়। এর ফলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যে প্রতিটি জায়গাতেই কাজ শুরু হয়েছে। এই সেন্টারগুলি জি-প্লাস-টু অর্থাৎ তিনতলা হবে।

চলতি আর্থিক বছরে যে ৪৫টি নতুন মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি হচ্ছে, তার মধ্যে সন্দেশখালি-২নং ব্লকে ১৫টি, সন্দেশখালি-১নং ব্লকে ১২টি, হিঙ্গলগঞ্জে ন’টি, হাসনাবাদে পাঁচটি এবং মিনাখাঁয় চারটি তৈরি হচ্ছে। রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর এই সেন্টার তৈরি করছে।

অপেক্ষাকৃত উঁচু জায়গায় এইসব সেন্টার তৈরি হচ্ছে। যাতে প্রাকৃতিক বিপর্যয় হলেও সেখানে জল না জমে। প্রথম পর্যায়ের ২০টি সেন্টারের মধ্যে ১৯টির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। একটির কাজ আংশিক বাকি। দ্বিতীয় পর্যায়ে ৪৫টির কাজ যাতে দ্রুত হয়, সে ব্যাপারে জেলা প্রশাসনের তরফে তদারকি করা হচ্ছে।

Source: Bartaman

Forest Dept count paints a bright picture of the state of tigers in Bengal

The Forest Department of the Bengal Government has painted a bright picture of the state of tigers: camera traps have photographed 84 adult tigers over the past several months across the 2,800 square kilometre (sq km) of the mangrove forests of the Sunderbans.
According to a senior official of the department, the camera trap technique is more reliable than the traditional methods of counting like scanning pug marks or looking for scats.

This number is eight more than that pegged by the 2014 Central Government-mandated study jointly conducted by National Tiger Conservation Authority (NTCA) and Wildlife Institute of India (WII).

The number is encouraging. If sub-adults and cubs are included, according to tiger experts, the number could be as high as 103. At least 50 of the tigers caught on the camera traps are likely to be males.

The all-weather camera traps with night vision, of which there are 120 pairs, had been set up across the Sunderbans. Several hundred photographs taken by the cameras were studied and the tigers identified by their stripes to arrive at the current number.

 

রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে, বলছে বন দপ্তরের সমীক্ষা

রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে। এমনটাই বলছে বনদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায়। ২৮০০ বর্গ কিঃ মিঃ বিস্তৃত সুন্দরবনের ম্যানগ্রোভ অরন্যে ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তির মাধ্যমে গত কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে ধরা পড়েছে ৮৪টি বাঘ। কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে সুন্দরবনে যে গণনা চালিয়েছিল, তার থেকে বাঘের সংখ্যা বেড়েছে আটটি।

এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, চিরাচরিত মল পরীক্ষা বা পায়ের ছাপের মাধ্যমে সমীক্ষার তুলনায় এই ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি অনেকটাই আধুনিক ও বিজ্ঞানসম্মত।

এই সংখ্যা খুবই আশাপ্রদ। অপ্রাপ্তবয়স্ক এবং শিশুবাঘকেও গণনায় ধরা হলে মোট বাঘের সংখ্যা ১০৩ ছাড়িয়ে যাবে। ক্যামেরায় যতগুলো বাঘ ধরা পড়েছে তাদের মধ্যে অন্তত ৫০টি বাঘই পুরুষ।

সুন্দরবন জুড়ে ১২০ জোড়া নাইট-ভিশন, অল অয়েদার ক্যামেরা সেট করা হয়েছিল। ক্যামেরাগুলিতে যে কয়েক হাজার ছবি ধরা পড়েছে সেখানে বাঘের গায়ের ছোপ দেখেই এই সংখ্যা পাওয়া গেছে।

Source: The Telegraph

Sunderbans farmers create seed bank – Bengal Govt pitches in with all possible help

The efforts of farmers in the Sundarbans region to bring back into reckoning varieties of rice of superior quality is bearing fruit, and the State Government’s Agriculture Department, realising the potential, is extending all manner of help.

The Agriculture Department, with the active encouragement of Chief Minister Mamata Banerjee, has been making a lot of efforts for reviving varieties of rice known for their taste or aroma or medicinal properties, which had almost become extinct due to pressure for commercially viable varieties. Proper marketing is enabling their fame to spread far and wide – both in India and around the world, be it in Europe, USA or the Gulf countries.

Now the farmers in the Sundarbans are taking personal initiatives to create a seed bank of these superior but almost-extinct varieties. Across the delta region, farmers are contributing to create the bank, and in the process, reviving the cultivation of these species. Most of these are hundreds of years old, and many are adapted for growing in soil types normally considered unsuitable for paddy.

The rule of building the seed bank is simple. Farmers need not pay to get the seeds. They get it for free. But what they have to do is, after cultivation is over, contribute one kilogram of rice grains back to the bank. Thus stocks keep getting replenished at little cost. Whatever the cost is, it is to do with the storage; the seeds are stored in clay containers – hnaris and kolshis.

The farmers have started selling the rice varieties online too, and as a result earnings are becoming viable to continue the cultivation of these species.

Among the varieties of rice being cultivated and stored in the seed bank are kalomota, sadamota, kumargarh, gopalbhog, nico, hogla, dheus, hamai, patnai, dudheswar, raniakanda, chamarmani, khara, kalabhat (black rice), talmugur, orashal, nonakshitish, uri, swarshal, lilabati, begunbichi, mohanbhog, badshahbhog, kabirajshal, bohurupi, kanakchur, and hundreds of others. A few are a slightly known, most are unknown, but one thing is common to them – their value, be it in terms of taste or aroma or quality or ease of cooking or medicinal value.

A few examples are being given here. Kalabhat or black rice is known for its taste and ease of cooking, kabirajshal is prescribed by ayurvedic doctors (or kabiraj) for getting back health after a long illness, bohurupi is rich in the mineral, iron, kanakshur is famous for being the main ingredient of Joynagarer moa (which recently got a geographical indication (GI) tag) while hamai and dheus are well-known for being able to be made into tasty muri (puffed rice, a staple of Bengalis).

 

হারানো ধান ফিরিয়ে সুন্দরবনের দ্বীপে সবুজ বিপ্লব

সুন্দরবনের মাটিতে কার্যত অসাধ্য সাধন করলেন স্থানীয় চাষীরা। নিঃশব্দে ঘটিয়ে ফেললেন আরও একটি ‘সবুজ বিপ্লব। কালের নিয়মে এ বাংলা থেকে হারিয়ে গিয়েছে বহু প্রজাতির ধান। বহু বছর আগে হারিয়ে যাওয়া ধানের বীজ সংগ্রহ করে ফের ফসল ফলিয়েছেন সুন্দরবনের চাষীরা। শুধু তাই নয়, কালোমোটা, সাদামোটা, কুমারগড়, গোপালভোগ, নিকো, হোগলার মতো বাংলার চিরাচরিত ধানের বীজ সংরক্ষণে ‘বীজ ব্যাঙ্ক-ও গড়ে তুলেছেন তাঁরা। চাষীদের এই উদ্যোগের তারিফ করেছে রাজ্য কৃষি দপ্তর।

বাঙালির প্রধান খাদ্য ভাত। তাই এ বঙ্গে যে হরেক প্রজাতির ধান চাষ হবে, তাতে আর আশ্চর্যের কি আছে! কিন্তু, ঘটনা হল, কনকচূড়া, কালাভাত, চামড়মণির মতো অনেক প্রকারের ধান হারিয়েও গিয়েছে। দীর্ঘদিনের চেষ্টায় বীজ সংগ্রহ করে সুন্দরবনে এমনই হারিয়ে যাওয়া ধানের চাষ শুরু করেছেন চাষীরা। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন ‘বীজ ব্যাঙ্ক’। এই বীজ ব্যাঙ্কে মিলবে হোগলা, ঢেউস, হামাই, পাটনাই, দুধেশ্বর, রানিআকন্দ, চামড়মনি, খাড়ার মতো নাম না জানা হরেক প্রকারের দেশি ধানের বীজ। মাটির হাঁড়ি, কলসিতে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে বীজ।

সুন্দরবনের গোসাবা, দুলদুলি, হিঙ্গলগঞ্জ এলাকার কৃষকরা জানিয়েছেন, একসময় দুর্বলতা কাটাতে রোগীদের বিশেষ এক ধরনের চালের ভাত খাওয়ার পরামর্শ দিতেন কবিরাজরা। ওই ধানের প্রচুর পরিমাণ আয়রন ও ফাইবার থাকার কারণে, দ্রুত সুস্থ হয়ে উঠতেন রোগীরা। এই চালটি কবিরাজশাল নামে পরিচিত ছিল। আবার জয়নগরের মোয়া তৈরির উপকরণ হিসেবে বিখ্যাত ছিল কনকচূড় ধান। কালাভাত ধান ক্যানসার প্রতিরোধক। বিদেশে এই প্রকারের চালের যথেষ্ট চাহিদা আছে। কিন্ত, এ রাজ্যে এখন আর সেভাবে চাষ হয় না। এরকমই নানা প্রকারের ধানের চাষ হচ্ছে সুন্দরবনে।

একসময়ে সুন্দরবনে বিভিন্ন প্রকারের দেশি ধানের চাষ হত। সাগরের নোনাজলেও সেইসব ধানের কোনও ক্ষতি হত না। উঁচু-নিচু যেকোনও জমিতে চাষও করা যেত। কিন্তু, পরবর্তীকালে বেশি লাভের আশায় উচ্চফলনশীল হাইব্রিডের ধান চাষের রেওয়াজ চালু হয়। কিন্তু, চাষের মাত্রারিক্ত খরচ ও প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামনে সেভাবে লাভের মুখে দেখতে পাচ্ছেন না চাষীরা। তাই বাংলার চিরাচরিত ধান চাষের দিকে ঝুঁকেছেন তাঁরা।

বস্তুত, চাষের খরচ কমাতে নিজেরাই ‘বীজ ব্যাঙ্ক’ তৈরি করেছে ফেলেছেন। চুক্তি মোতাবেক, এক বিঘা জমি চাষের জন্য কোনও কৃষক যদি বীজ ব্যাঙ্ক থেকে তিন কেজি বীজ নেন, তা হলে ফসল ওঠার পর তাঁকে ওই বীজ ব্যাঙ্কে এক কেজি বেশি অর্থাৎ চার কেজি বীজ ফেরত দিতে হবে। এভাবেই সংগৃহীত বীজের পরিমাণ বাড়ছে।

Source: Sangbad Pratidin

Sundarbans to get mobile boat clinics, courtesy the State Govt

 

The State Health Department is planning to introduce boat-borne clinics to provide basic healthcare facilities for the residents of remote islands in the Sundarbans.

These mobile health clinics are going to be equipped with modern facilities which, being affordable and available, will be a big boon for the inhabitants of these inaccessible islands. Many of the residents are unable to come to a health centre for check-ups, which often leads to complex health conditions, requiring hospitalisation.

The Bengal Government had earlier started health camps in boats to cover these remote areas. Eye camps are performed on boats which travel along various islands of the Sundarbans, in North and South 24 Parganas districts. These camps will be held aboard these boats, where specialised treatment would also be available.

The proposed floating health clinics will be equipped with modern gadgets to perform various diagnostic tests and check-ups. They will also provide immunisation, antenatal care to pregnant women and basic healthcare.

 

 

রাজ্য সরকারের উদ্যোগে সুন্দরবন পেতে চলেছে মোবাইল বোট ক্লিনিক

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জলযানের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দিতে পরিকল্পনা করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এই ভাসমান চিকিৎসাকেন্দ্রগুলিতে থাকবে যাবতীয় আধুনিক চিকিৎসার সমস্ত সরঞ্জাম। এই মোবাইল বোট ক্লিনিকগুলি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তাঁদের সাধ্যের মধ্যে পৌঁছে দেবে চিকিৎসা পরিষেবা। ভৌগলিক অবস্থানের কারনে অনেক সময়ে সুন্দরবনের অনেক বাসিন্দা স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেন না, যা তাঁদের স্বাস্থ্যের অবনতির কারন হয়ে দাঁড়ায়।

প্রসঙ্গত, রাজ্য সরকার এর আগেই এইসব প্রত্যন্ত অঞ্চলের কথা ভেবে ভাসমান হেলথ ক্যাম্প চালু করেছিল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বিস্তৃত সুন্দরবনের বিভিন্ন দ্বীপে চক্ষু পরীক্ষার ক্যাম্প চালানো হয় বোটের মাধ্যমে। এখন সরকার চায় শুধু চক্ষু পরীক্ষায় সীমাবদ্ধ না থেকে বোটের মাধ্যমে অন্যান্য রোগেরও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার।

এই মোবাইল বোট ক্লিনিকের মাধ্যমে টীকাকরণ ও গর্ভবতী মহিলাদের গর্ভকালীন যত্নও নেওয়া হবে।

‘Eco fish tourism’ to enable tourists to catch fish and have it cooked too

The Fisheries Department of the Bengal Government is all ready introduce a new concept – eco fish tourism. As the name implies, it would be combine relishing the fish as well as the environment – a mouth-watering mélange to look forward to.

State Fisheries Development Corporation Department of the Fisheries Department is going to look after the projects.

A pilot project on eco fish tourism was completed at Nalban in Salt Lake, Kolkata about a month back. It proved to be a hit, which prompted the department to make the grand plans.

Bengalis are famous as fish-lovers and the concept is meant to latch on to this culinary fact.

Some of the details are as under. A two-day-one-night package for a family of four would cost Rs 4,000 to Rs 4,500, depending on the facilities availed of and the tourist spot. Individuals can also avail of eco fish tourism packages, in which case the cost would obviously be less. Coaches run by the Fisheries Department would transport the tourists from their homes to the spots they have booked. The bus journey would include breakfast and lunch, which would of course include fish. On reaching the place, battery-run vehicles of the department would provide a short tour of the area.

On the second day would come the ‘fish’ part of ‘eco fish tourism’. The tourists would be taken to the water bodies managed by the Fisheries Department. They can draw the nets along with the fishermen to pull in the fish, and can then indulge in the quiet joy of angling. The water bodies would be kept stocked with adequate fish.

The fishes caught by the tourists would be cooked and served to them. They would not be allowed to take any fish home, though. However, if they do want to carry any home, there is provision for that too – fishes can be bought, which would then be packed in ice to keep them fresh along the journey back. At the end of the tour, luxury bases of the Fisheries Department would drop the tourists back to their homes.

The projects are going to come up at five places to begin with – at Henry Island in the Fraserganj region and at Chandanpiri, located between Bakkhali and Fraserganj, both in the Sunderbans, at Guskara and Memari in Purba Bardhaman distirct, and in Digha (in a few of the place’s numerous fish farms).

The middle of May has been decided as the time for launching this new concept of eco fish tourism.

 

মৎস্যপ্রেমীদের জন্য চালু হচ্ছে ‘ইকো ফিশ ট্যুরিজম’

মৎস্যপ্রেমীদের জন্য এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর। বেড়ানোর সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রক্রিয়াও চালু করছে রাজ্য সরকার। প্রকল্পটির নাম – ইকো ফিশ ট্যুরিজম।

প্রকল্পটির পরিচালনায় রয়েছে মৎস্য দপ্তরের স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

মাসখানেক আগে সল্টলেকের নলবনে এই প্রকল্প চালু হয়েছে। সাফল্য পাওয়ার পর এই প্রকল্পের বিস্তারের সিদ্ধান্ত নিয়ে মৎস্য দপ্তর। মানুষের ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করে তোলার জন্যই এই উদ্যোগ।

অনলাইন বুকিং করতে হবে। ২ দিন এবং এক রাতের জন্য চারজনের একটি পরিবার – পিছু খরচ ৪০০০ বা ৪৫০০ টাকা। বুকিং করার সময় জানাতে হবে তিনি কোথা থেকে বাসে উঠবেন এবং দপ্তরের বাস তাঁকে সেখান থেকে তুলে নেবে। বাসে থাকবে জলখাবার ও দুপুরের খাওয়াদাওয়ার বন্দোবস্ত। গন্তব্যে পৌঁছানোর পর দপ্তরের ব্যাটারিচালিত গাড়িতে ভ্রমনার্থীদের প্রাকৃতিক দৃশ্য দেখানো হবে।

দ্বিতীয় দিনে ভ্রমনার্থীদের নৌকায় করে নিয়ে যাওয়া হবে জলাশয়ে। সেখানে তারা মাছকে খাবার দিতে পারবেন, জেলেদের সঙ্গে মাছ ধরার সময় জালও টানতে পারবেন। বেলায় জলাশয়গুলি থেকে মাছও ধরতে পারবে। ধরার পর সেই মাছ রান্না করে তাদেরকে তা পরিবেশনও করা হবে।  মাছ ধরার পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন পর্যটকরা।

চন্দনপিড়িতে একটি ওয়াচ টাওয়ার বানাচ্ছে মৎস্য দপ্তর। সেখানে উঠে সুন্দরবনের মনোরম প্রাকৃতিক দৃশ্যও দেখা যাবে। যদি কেউ মাছ কিনে বাড়ি ফিরতে আগ্রহী হন তাদের জন্য বরফ দিয়ে মোড়া মাছের প্যাকেটেরও বন্দোবস্ত রাখছে মৎস্য দপ্তর।

সুন্দরবনের বেশ কিছু এলাকা সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় চালু হবে এই উদ্যোগ। তালিকায় আছে সুন্দরবন এলাকার ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ড, বকখালি ও ফ্রেজারগঞ্জের মাঝখানে চন্দনপিড়ি, ঘুসকরা, মেমারি ও দিঘার লেক।

মে মাসের মাঝামাঝি এই নতুন প্রকল্প চালু করার কথা রয়েছে।

 

infrastructure bengal

Rural electrification project to be complete in Bengal by June 2017

Soon, Bengal will be among the first few states to complete the rural electrification project successfully.  Come June and the project will witness completion with state Power minister Sobhandeb Chattopadhyay laying emphasis that the rural electrification work is all set to be complete as soon as infrastructure in four villages of Sunderban area gets over.

This apart, the electrification work is more or less complete throughout the state. “Infrastructural works have been going on in four islands. The work is expected to be completed by the end of June this year. The Power department has been facing hurdles in some parts as many villagers were reluctant to get an electricity connection due to financial constraints. Despite the challenges, the state government will achieve 100 percent electricity coverage by June,” the Minister added.

Chief Minister Mamata Banerjee, after coming to the power, had asked the power department to provide electricity to the entire Sunderbans area through power grid. Banerjee had taken a pledge to electrify each and every village across the state. The state government is trying hard to resolve the issues with the involvement of local panchayat functionaries and the zilla parishads.

According to West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL), state’s nodal distribution agency, the total number of subscribers has gone up to 1.72 crore from around 88 lakh in 2011. A few years ago, the pace of electrification work in Bengal was quite slow in comparison to the other states in the country but Trinamool government has done a major revamp in infrastructure development.

 

রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের প্রকল্পের কাজ শেষ হবে জুন মাসে

খুব শীঘ্রই গ্রামীণ বৈদ্যুতিকরন প্রকল্পের কাজ সম্পন্ন করবে বাংলা। আগামী জুন মাসেই শেষ হবে সেই কাজ। যত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা যায় তার ওপর জোর দিচ্ছেন বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সুন্দরবন অঞ্চলের চার’টি গ্রামে বিদ্যুতের পরিকাঠামো তৈরীর কাজ শেষ হলেই এই প্রকল্পের কাজ শেষ হবে।

এ ছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও এই প্রকল্পের কাজ প্রায় শেষ। মন্ত্রী জানান, “এই চার’টি জায়গায় পরিকাঠামো তৈরীর কাজ চলছে, আশা করা হচ্ছে এই বছরের জুন মাসের শেষের দিকে এই কাজ শেষ হয়ে যাবে। অর্থনৈতিক কারনে অনেক গ্রামবাসীই বিদ্যুতের ব্যাপারে আগ্রহী নন তাই বিদ্যু९ দপ্তরকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবু এত বাধা সত্ত্বেও আগামী জুনের মধ্যেই রাজ্যের ১০০ শতাংশ অঞ্চলে পৌঁছে যাবে বিদ্যু९।”

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার পাওয়ার গ্রিডের মাধ্যমে পুরো সুন্দরবন অঞ্চলে বিদ্যু९ পৌঁছে দিতে উদ্যোগী হয়। রাজ্য সরকার পঞ্চায়েত ও জেলা পারিষদদের সহযোগিতায় এই কাজ দ্রুতগতিতে শেষ করতে চাইছে।

রাজ্য বিদ্যুত পর্ষদের তথ্য অনুযায়ী বিদ্যু९ গ্রাহকের সংখ্যা বেড়ে এই মুহূর্তে হয়েছে প্রায় ১.৭২ কোটি যা ২০১১পর্যন্ত ছিল মাত্র ৮৮ লক্ষ। কিছু বছর আগে পর্যন্ত রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ ছিল অন্যান্য রাজ্যের তুলনায় খুবই মন্থর  গতির। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের দায়িত্ব পাওয়ার পর থেকে এই পরিকাঠামো উন্নয়নের কাজে এসেছে এক নতুন গতি।

 

Jhargram to become Bengal’s 22nd district on April 4

Bengal Chief Minister Mamata Banerjee will declare Jhargram as a new district on April 4, 2017. It will become the 22nd district of the State. The occasion will be marked by cultural functions across the newly-formed district.

If everything goes as planned, the CM is scheduled to arrive in Jhargram on April 2 and attend an administrative meeting at Kharagpur of April 3. She will attend a public function at Jhargram Raj College grounds on April 4 at 1 PM where she will make the announcement. She will also inaugurate several projects on the occasion.

Currently, there are 21 districts in the state. The last district to be formed was Kalimpong (carved out of Darjeeling district). Asansol (carved out of Bardhaman) will be declared a new district before Poila Boishakh (April 15, 2017) as well.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

 

৪ঠা এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম

আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আগামী ২ এপ্রিল ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

বর্তমানে রাজ্যে মোট ২১টি জেলা রয়েছে। কয়েকদিন আগে নতুন জেলা হয়েছে কালিম্পং। পয়লা বৈশাখের আগেই আসানসোলকে নতুন জেলা ঘোষণা করা হবে।

আরও দুটি নতুন জেলা তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। উত্তর ২৪ পরগনাকে ভাগ করে বসিরহাট এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ নিয়ে তৈরী হবে সুন্দরবন জেলা।

 

CM Jatua’s Question in Lok Sabha on railway connectivity in Sunderbans

Thank you Madam Speaker for allowing this Supplementary Question. I come from the southernmost part of West Bengal, which is the Sunderbans area. The Railways stands as a good communication medium in the area.

In 2009, when Mamata Banerjee was the Railway Minister, she introduced several programmes in the Sunderban areas. There were several projects which were initiated; I will not be naming all of them. Although the surveys were done, no progress was made after that. In one case Madam, from Namkhana, Chandannagar and Bakkhali, it is hardly 18 – 19 km, the money was sanctioned and work had begun when Mamata Banerjee was the Rail Minister itself. Thereafter, nothing has been done.

I know we are discussing the safety measures of the railways; it is good to hear that Hon’ble Railway Minister has taken several actions on safety matters. But the Sunderbans area does not have a line, so where is the question of safety? And this is only 19 km for which money was allotted and work had begun. I want to know from the Railway Minister when this work of extension will be started and be completed. Thank you.

Forest dept launches e-patrolling app in Buxa Tiger Reserve

The state Forest department officers can now monitor the movement of the beat officers who work in the deep forest regions. The department launched a mobile application, by which the movements of the forest beat officers can
be observed.

This will not only boost the work culture but also ensure the safety and security of the beat officers who
work in deep forest areas risking their lives.

The state Forest department has launched the app service in Buxa Tiger Reserve at the Buxa National Park in Alipurduar district.

The is an android application and was earlier launched in Sundarbans Tiger reserve at Sundarbans National Park.

বক্সা ব্যাঘ্র প্রকল্প অঞ্চলের জন্য ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ চালু করলো বন দপ্তর

গভীর বনাঞ্চলে যেসব কর্মীরা কাজ করেন তাদের ওপর নজর রাখতে পারবে রাজ্য বন বিভাগের কর্মকর্তারা। বন দপ্তর ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে।

শুধু তাই নয়, গভীর অরণ্যে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এর মাধ্যমে তাদের নিরাপত্তার দিকেও নজর রাখা হবে।  রাজ্য বন বিভাগ আলিপুরদুয়ার জেলার বক্সা ন্যাশনাল পার্কের বক্সা ব্যাঘ্র প্রকল্পও এই অ্যাপ্লিকেশন চালু করেছে।

এটি একটি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন এবং সুন্দরবনের জাতীয় পার্কে সুন্দরবন টাইগার রিজার্ভে এটি চালু করা হয়েছিল।