Organic milk in environment-friendly packets, courtesy Sundarini

The award-winning Sundarini Naturals brand of the State Government is soon going to sell organically-made factory-processed milk on a large scale, packed in environment-friendly easily degradable packets (which can break down easily in soil). The entire process – from rearing cows to producing milk – would be organic, that is, no chemicals would be used.

In an initiative to empower women of the Sundarbans, a cooperative named Sundarban Co-Operative Milk & Livestock Producers Union Ltd. was started in 2015. Its brand was named Sundarini Naturals by Chief Minister Mamata Banerjee.

For its achievement in helping almost 3,000 downtrodden women to fight back in life through the making and selling of cow milk, ghee, honey from the jungles of the Sundarbans, eggs of ducks and hens, moong dal and rice, the National Dairy Development Board recently awarded Sundarban Co-Operative as the best milk cooperative and selected Sundarini Naturals as an ideal model, fit for replication elsewhere in the country.

Every day, 10,000 litres of milk would be packed at the state-of-the-art factory, to be built inside the Kisan Mandi in Mathurapur-1 block in South 24 Parganas. The work of building the plant would be completed by December.

Each pouch would be of 500 ml and would be priced at competitive rates. The initial effort would be to capture a portion of the Kolkata market. Sundarban Co-Operative is in talks with various malls to stock its brands there.

Source: Bartaman

Bengal Govt employing GPS & GIS to create a comprehensive map of the Sundarbans

The Bengal Government has started using GPS and GIS to create real-time interactive maps of the Sundarbans region. These technologies would help keep a ‘smart’ eye on the entire biosphere – forest cover, land use, illegal activities, etc.

Global Positioning System (GPS) is a satellite-based radio navigation system that provides geolocation and time information to a GPS receiver while geographic information system (GIS) is a system designed to capture, store, manipulate, analyse, manage and present spatial or geographic data. GIS accuracy depends upon source data, and it is here that the accuracy of GPS comes into use.

The surveillance system implemented by the Forest Department uses GPS to capture the data and GIS tools (softwares) to analyse that data. The information being collected, which will be on a continuous basis, is helping the Government to keep track of detailed data on forest cover (number and types of trees, their exact locations, even information on trees cut down) and human habitation, nature of an area, locations of coves and bays, etc. Importantly too, all data would be updated on a real-time basis.

The Forest Department officials are using these data along with the existing ground maps to create a comprehensive database of the region. This method of data compilation would eventually be used to cover the whole of Bengal.

The Sundarbans forest in Bengal comprises of the Matla, Raidighi, Ramganga, Namkhana, Bakkhali and Bhagabatpur forest ranges. The mangrove cover comprises of 77,243 hectares and the wildlife sanctuary, 60,000 hectares. Eco-tourism is permitted on an area comprising of a little more than 27,000 hectares.

The data is also being made available for use by other departments. According to the Chief Conservator of Forests, Bengal, who is overseeing the whole project, the data would be a big help for departments like Tourism and Land and Land Reforms.

 

Much better infrastructure leading to more tourist arrivals in the Sundarbans

With the infrastructure being ramped up rapidly by the Trinamool Congress Government, the number tourists visiting Sundarbans has gone up too. The region now sees many more tourists round the year, while earlier tourist arrivals peaked during certain periods only.

With better and more roads, culverts (for channelling water under roads), watchtowers, better protected areas, beach development and other work being done, the mangrove haven has become more attractive. With the hike in tourists, naturally the local economy has also improved. Better means of livelihood are making lives easier for the locals. Things like better roads and rest sheds are a boon for the local people too.

Not just betterment infrastructure, there has been improvement in the system of inclement weather alerts too, which is beneficial to tourists and locals alike.

At the same time, infrastructure for water transport has also been improved. The conditions of the river jetties have been improved. Another step taken for improvement of connectivity is the construction of bridges, linking different islands in the delta.

To draw more tourists, every year, in August and September, the State Government organises the Hilsa Festival there.

The above facts are borne out by both Government officials and tour operators. The latter expressed a lot of hope for tourism during a recent tourism fair organised by the State Government in Kolkata. Among the popular places in the Sundarbans are Gosaba Hamilton Bunglow, Pirkhali, Dobaki Watchtower, Sajnekhali Watchtower, Sudhanyakhali Watchtower among others.

Source: Millennium Post

Rural electrification to be completed in Bengal soon

A massive rural electrification scheme has been taken up by the Bengal Government. The Rs 192 crore scheme will connect 2.53 lakh homes to the grid.

The work for supplying electricity would begin in a few days; the work order has been issued. The government is expecting the work to be completed by December 31.

Most of the homes to be connected belong to people living below the poverty line in rural areas.

According to State Government data, the work for electrification in 19 districts is over. Some areas in Cooch Behar, some islands in the Sundarbans in South 24 Parganas, and a few remote areas in Darjeeling and Kalimpong districts are left to be electrified.

In remote areas in the Sundarbans, solar energy facilities are also being set up to overcome the difficulty of connecting them through electrical cables.

 

গ্রামীণ বিদ্যুতে ১৯২ কোটি বরাদ্দের পরিকল্পনা রাজ্যের

গরীব মানুষদের বাড়িতে নিখরচায় বিদ্যুৎ পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার৷ এই কাজে ১৯২ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ এতে মোট ২ লক্ষ ৫৩ হাজার বাড়িতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে৷ সেই লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছে বিদ্যুৎ দপ্তর৷ ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে চাইছে রাজ্য বিদ্যুৎ দপ্তর৷

মূলত গ্রামাঞ্চলে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতেই এই এই প্রকল্প চালু হয়েছে৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ১৯ জেলায় গ্রামে বিদ্যুৎ পৌঁছনোর কাজ সম্পূর্ণ৷ এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা৷

বিদ্যুৎমন্ত্রীর দাবি, চলতি বছরের মধ্যেই কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কিছু দ্বীপ এবং দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে৷ সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সৌর বিদ্যুতের মতো বিকল্প শক্তির সন্ধান করা হচ্ছে ৷

Silver lining for tiger widows of Sundarbans

In a silver lining for tiger widows, that is, the women whose husbands have been killed in tiger attacks, the Bengal Government’s Panchayats and Rural Development Department has decided to adopt the villages in the Sundarbans where these widows live.

Many villages in the region are dominated by women whose have lost their husbands in this way, mostly while venturing out to remote islands to fish or while collecting honey from forests.

Bengal Panchayats Ministers, announced this decision recently. He said that the government would soon come up with a policy. He said that after a study, the department has found that most of the people in the villages can be accommodated in some State Government policy or the other, like Jal Dharo Jal Bharo, etc.

The department has identified 11 such villages, of which three would be adopted initially.

 

 

সুন্দরবনের ‘বিধবা গ্রাম’ এবার দত্তক নেবে রাজ্য

 

মধু সংগ্রহ করতে গিয়ে বা মীন ও কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বহু মানুষকে বাঘের পেটে যেতে হয়। বাঘের আক্রমণে অনেকের মৃত্যুও ঘটেছে। এমন ঘটনায় অনেক মহিলাই বিধবা হয়েছেন। বিধবার সংখ্যা বেশি রয়েছে এমন গ্রাম রয়েছে ১১টি। সেই সব গ্রামকে স্থানীয় ভাষায় ‘বিধবা গ্রাম’ বলে। সেই বিধবা গ্রামকে মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই এবার দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরে যে ১৫-১৬টি ফ্ল্যাগশিপ কর্মসূচি চলছে, তা সেখানেও করে চালু করে গ্রামগুলিকে সাজিয়ে তোলা হবে। ওই সব পরিবারের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও আর্থিকভাবে সাহায্য করা হবে।

পঞ্চায়েত মন্ত্রী বলেন, সুন্দরবনে অনেককে বাঘে তুলে নিয়ে যায়। তাঁদের স্ত্রী-সন্তান রয়েছেন। মধু আনতে গিয়ে এই ঘটনা ঘটে। আমরা ওই গ্রামগুলিকে উন্নত করব বলে ঠিক করেছি। সেখানকার বিধবা ও সন্তানদের সরকারি সাহায্য করা হবে। বিধবাদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কাজ দেওয়া হবে। বাংলার আবাস যোজনায় তাঁদের বাড়ি তৈরি করে দেব। নারেগা প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজ দেব। প্রাথমিকভাবে দু-তিনটি গ্রামকে দত্তক নেব। আস্তে আস্তে সবক’টি গ্রামকেই সাজিয়ে দেব। সেই সঙ্গে বিধবা মহিলা ও তাঁর সন্তানকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাঘের আক্রমণে বিধবা গ্রামের ১০ জন নিহতের স্ত্রীকে ১০ হাজার টাকা করে তুলে দেন পঞ্চায়েত মন্ত্রী।

Source: The Statesman

World-class tourism facilities in the Sundarbans

The Bengal Government is planning to convert the Sundarbans into a tourism centre of international standards. The UNESCO World Heritage Site is one of the most popular tourist spots in India, and draws many international tourists too.

The North 24 Parganas district administration has already submitted a master plan to the State Tourism Department. Based on this, a detailed project report (DPR) is being prepared by the department.

According to the master plan, river cruises will be available to crisscross the mangrove forest, through the jungle-shrouded rivers and streams. The cruises will be organised on houseboats, where tourists can stay for a few days. There will be houseboat terminals at various points where the vessels can be hired. Seaplanes can be boarded to get beautiful bird’s-eye views of the delta region.

A Tiger Reserve Circuit will be set up. Hanging bridges, connected to trees, will be constructed in forested areas to view tigers and other animals from a safe distance. Migratory and other birds can be watched from birds watch towers.

Environment-friendly resorts and restaurants will be set up along the coasts. There will be no concrete constructions – only wood-and-thatch houses, one or two storey high. Mostly, solar energy would be used. Home stay facilities would also be set up at various locations.

All outdoor lights will be solar-powered. For leisure rides on the beaches, battery-run four-wheelers would be available. Other facilities being planned for tourists include aquamarine parks, swimming pools, floating markets and theatres.

 

বিদেশের ধাঁচে পর্যটন কেন্দ্র হচ্ছে সুন্দরবনে

ইউনেসকোর হেরিটেজ সাইট তকমা পাওয়া সুন্দরবনকে ঘিরে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে এজন্য বন্যপ্রাণ, ঐতিহ্যপূর্ণ বাদাবনকে সুরক্ষাবলয়ের মধ্যে রেখে তার বাইরের দ্বীপাঞ্চল, সমুদ্র সৈকতকে সাজিয়ে পর্যটনের সেরা ঠিকানা করতে চাইছে সরকার, যাতে দেশ ও বিদেশের পর্যটকরা বেশি সংখ্যায় সুন্দরবনে আসতে পারেন। পর্যটকদের থাকা, খাওয়া ও আমোদ-প্রমোদের জন্য আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরির বিষয়টি পরিকল্পনার মধ্যে রয়েছে।

পরিকল্পনার অঙ্গ হিসেবে জঙ্গলের মধ্যে নদীর বুক চিরে বেড়ানোর জন্য থাকবে অত্যাধুনিক হাউসবোট, রিভার ক্রুজ। যার কোনও শব্দ হবে না। ওই হাউসবোটে রাত্রিবাস করা যাবে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় পরিবেশবান্ধব হাউসবোট টার্মিনাল করার কথা ভাবা হয়েছে। আকাশপথে সমুদ্র সৈকত দেখার জন্য সিপ্লেন আনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর জন্য টাইগার রিজার্ভ সাফারি সার্কিট তৈরি করা হবে।

পাশাপাশি হেঁটে জঙ্গলের অনেকটা গভীরে যাওয়ার জন্য গাছের মাথার উপর দিয়ে ঝুলন্ত সাঁকো তৈরি করা হবে। দেশী ও পরিযায়ী পাখি দেখার জন্য তৈরি হবে বার্ড ওয়াচ টাওয়ার। সমুদ্র সৈকতগুলিতে থাকা ও খাওয়ার জন্য পরিবেশবান্ধব অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন রিসর্ট ও রেস্তরাঁ হবে।

তবে কোথাও কংক্রিটের কোনও নির্মাণ হবে না। সব জায়গায় কাঠ, খড় দিয়ে একতলা ও দোতলা ঘর তৈরি হবে। অধিকাংশ জায়গাতেই জ্বালানো হবে সৌরবাতি। সমুদ্র সৈকতে পর্যটকদের ঘোরার জন্য ব্যাটারিচালিত চার চাকার গাড়ি চালানো হবে। যাতে কোনও দূষণ না হয়।

পর্যটকদের বিনোদনের জন্য আলাদা করে অ্যাকোয়া মেরিন পার্ক, সুইমিং পুল, ভ্রাম্যমাণ বাজার, থিয়েটার থাকবে। বেশ কয়েকটি জায়গায় হোম স্টে তৈরি করা হবে।

Source: Bartaman

Sundarini Scheme to empower women of the Sundarbans

The Chief Minister Mamata Banerjee-led Bengal Government is soon going to launch a new scheme to make the poor women of the Sundarbans region self-sufficient. The Sundarini Scheme will give the local products of the region like cow milk, ghee, chicken and duck eggs, honey, the rare dudhsar variety of rice and moong dal a stepping stone to enter competitive markets.

The State Government has already initiated steps to bring the scheme to fruition. For a start, the milk union of the region is being reorganised. A cooperative society has already been started, comprising women from five blocks of the region. The women deposit the milk drawn from their domestic cows at a designated centre. The amount earned per person ranges from Rs 3,000 to Rs 25,000, depending on the number of cows. The money is deposited in the women’s accounts every 10 days.

The government plans to scientifically package various local edible products and make them available at various places in the state.

To make the scheme popular, well-known television actress, Arshiya Mukherjee, protagonist of the soap, ‘Bhutu’, has been roped in as the brand ambassador.

Source: Bartaman

 

সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করছে ‘সুন্দরিনী’ প্রকল্প

সুন্দরবনের মহিলাদের পালন করা দেশি গরুর দুধ, গাওয়া ঘি, মুরগী ও হাঁসের ডিম, মধু, হারিয়ে যাওয়া দুধসর চাল ও মুগ ডালকে প্রতিযোগিতার বাজারে নিয়ে আসছে মুখ্যমন্ত্রীর ‘সুন্দরিনী’ প্রকল্প। সুন্দরবনের গরীব মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেইমত পরিকল্পনা নিয়ে সুন্দরবনের মিল্ক ইউনিয়নকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার।

পাঁচটি ব্লকের মহিলাদের নিয়ে শুরু হয়েছে সমবায়। এখানে মহিলারা তাঁদের পালিত গরুর দুধ সংগ্রহ করে সেন্টারে দিয়ে যান। দশদিন অন্তর সেই টাকা সদস্যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। গোরুর সংখ্যা অনুসারে তিন থেকে পঁচিশ হাজার টাকা আয় হচ্ছে তাঁদের। সকলের প্রচেষ্টায় সুন্দরিনী এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।

এক উপভোক্তার বক্তব্য অনুযায়ী, সত্যি সুন্দরবনের দেশি গোরুর দুধ, তা থেকে তৈরি ঘি, সেখানকার হাঁসও মুরগীর ডিম, খাঁটি মধু, দুধসর চাল এসব জিনিষ এখনও বাজারে পাওয়া যেতে পারে, ভাবতে পারি নি। পরে জানলাম, এই খাঁটি পণ্যকে বিজ্ঞানসম্মতভাবে প্যাকেট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।

এই ‘সুন্দরিনী’ প্রকল্পের জনপ্রিয়তাকে আরও এককাঠি বাড়াতে ব্র্যান্ড অ্যামবাসাডর বাছা হয়েছে বাংলার জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী ‘ভুতু’ তথা আরশিয়া মুখোপাধ্যায়’কে।

 

Sundarbans to get mobile boat clinics, courtesy the State Govt

 

The State Health Department is planning to introduce boat-borne clinics to provide basic healthcare facilities for the residents of remote islands in the Sundarbans.

These mobile health clinics are going to be equipped with modern facilities which, being affordable and available, will be a big boon for the inhabitants of these inaccessible islands. Many of the residents are unable to come to a health centre for check-ups, which often leads to complex health conditions, requiring hospitalisation.

The Bengal Government had earlier started health camps in boats to cover these remote areas. Eye camps are performed on boats which travel along various islands of the Sundarbans, in North and South 24 Parganas districts. These camps will be held aboard these boats, where specialised treatment would also be available.

The proposed floating health clinics will be equipped with modern gadgets to perform various diagnostic tests and check-ups. They will also provide immunisation, antenatal care to pregnant women and basic healthcare.

 

 

রাজ্য সরকারের উদ্যোগে সুন্দরবন পেতে চলেছে মোবাইল বোট ক্লিনিক

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জলযানের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দিতে পরিকল্পনা করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এই ভাসমান চিকিৎসাকেন্দ্রগুলিতে থাকবে যাবতীয় আধুনিক চিকিৎসার সমস্ত সরঞ্জাম। এই মোবাইল বোট ক্লিনিকগুলি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তাঁদের সাধ্যের মধ্যে পৌঁছে দেবে চিকিৎসা পরিষেবা। ভৌগলিক অবস্থানের কারনে অনেক সময়ে সুন্দরবনের অনেক বাসিন্দা স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেন না, যা তাঁদের স্বাস্থ্যের অবনতির কারন হয়ে দাঁড়ায়।

প্রসঙ্গত, রাজ্য সরকার এর আগেই এইসব প্রত্যন্ত অঞ্চলের কথা ভেবে ভাসমান হেলথ ক্যাম্প চালু করেছিল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বিস্তৃত সুন্দরবনের বিভিন্ন দ্বীপে চক্ষু পরীক্ষার ক্যাম্প চালানো হয় বোটের মাধ্যমে। এখন সরকার চায় শুধু চক্ষু পরীক্ষায় সীমাবদ্ধ না থেকে বোটের মাধ্যমে অন্যান্য রোগেরও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার।

এই মোবাইল বোট ক্লিনিকের মাধ্যমে টীকাকরণ ও গর্ভবতী মহিলাদের গর্ভকালীন যত্নও নেওয়া হবে।

Bengal Govt takes up plans for infrastructural development of the Sundarbans

The Sunderbans Affairs department has taken up a number of projects with the help of Rs 300 crore funds sanctioned by the government to spruce up the infrastructure of Sunderban. The plans include setting up more brick paved roads, culverts and bridges, further developing mangrove plantation and improving agriculture and fisheries activities.

The objective is to spruce up the infrastructure as well as improving the livelihood of the local people by imparting skill development programme.

Apart from improving road connectivity including setting up cement concrete roads and bituminous roads, the authorities are also working on skill development for the local dwellers to improve their livelihood.

 

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ রাজ্য সরকারের

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের জন্য সুন্দরবন উন্নয়ন বিভাগ ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। পাকা ইটের রাস্তা, কালভার্ট এবং সেতু স্থাপনের সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, কৃষি ও মাছ চাষের অগ্রগতির পরিকল্পনাও রয়েছে।

উদ্দেশ্য হল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন।

সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতকরার জন্য সিমেন্টের কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা তৈরী করা হয়েছে। এছাড়া স্থানীয় লকেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

 

‘Eco fish tourism’ to enable tourists to catch fish and have it cooked too

The Fisheries Department of the Bengal Government is all ready introduce a new concept – eco fish tourism. As the name implies, it would be combine relishing the fish as well as the environment – a mouth-watering mélange to look forward to.

State Fisheries Development Corporation Department of the Fisheries Department is going to look after the projects.

A pilot project on eco fish tourism was completed at Nalban in Salt Lake, Kolkata about a month back. It proved to be a hit, which prompted the department to make the grand plans.

Bengalis are famous as fish-lovers and the concept is meant to latch on to this culinary fact.

Some of the details are as under. A two-day-one-night package for a family of four would cost Rs 4,000 to Rs 4,500, depending on the facilities availed of and the tourist spot. Individuals can also avail of eco fish tourism packages, in which case the cost would obviously be less. Coaches run by the Fisheries Department would transport the tourists from their homes to the spots they have booked. The bus journey would include breakfast and lunch, which would of course include fish. On reaching the place, battery-run vehicles of the department would provide a short tour of the area.

On the second day would come the ‘fish’ part of ‘eco fish tourism’. The tourists would be taken to the water bodies managed by the Fisheries Department. They can draw the nets along with the fishermen to pull in the fish, and can then indulge in the quiet joy of angling. The water bodies would be kept stocked with adequate fish.

The fishes caught by the tourists would be cooked and served to them. They would not be allowed to take any fish home, though. However, if they do want to carry any home, there is provision for that too – fishes can be bought, which would then be packed in ice to keep them fresh along the journey back. At the end of the tour, luxury bases of the Fisheries Department would drop the tourists back to their homes.

The projects are going to come up at five places to begin with – at Henry Island in the Fraserganj region and at Chandanpiri, located between Bakkhali and Fraserganj, both in the Sunderbans, at Guskara and Memari in Purba Bardhaman distirct, and in Digha (in a few of the place’s numerous fish farms).

The middle of May has been decided as the time for launching this new concept of eco fish tourism.

 

মৎস্যপ্রেমীদের জন্য চালু হচ্ছে ‘ইকো ফিশ ট্যুরিজম’

মৎস্যপ্রেমীদের জন্য এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর। বেড়ানোর সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রক্রিয়াও চালু করছে রাজ্য সরকার। প্রকল্পটির নাম – ইকো ফিশ ট্যুরিজম।

প্রকল্পটির পরিচালনায় রয়েছে মৎস্য দপ্তরের স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

মাসখানেক আগে সল্টলেকের নলবনে এই প্রকল্প চালু হয়েছে। সাফল্য পাওয়ার পর এই প্রকল্পের বিস্তারের সিদ্ধান্ত নিয়ে মৎস্য দপ্তর। মানুষের ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করে তোলার জন্যই এই উদ্যোগ।

অনলাইন বুকিং করতে হবে। ২ দিন এবং এক রাতের জন্য চারজনের একটি পরিবার – পিছু খরচ ৪০০০ বা ৪৫০০ টাকা। বুকিং করার সময় জানাতে হবে তিনি কোথা থেকে বাসে উঠবেন এবং দপ্তরের বাস তাঁকে সেখান থেকে তুলে নেবে। বাসে থাকবে জলখাবার ও দুপুরের খাওয়াদাওয়ার বন্দোবস্ত। গন্তব্যে পৌঁছানোর পর দপ্তরের ব্যাটারিচালিত গাড়িতে ভ্রমনার্থীদের প্রাকৃতিক দৃশ্য দেখানো হবে।

দ্বিতীয় দিনে ভ্রমনার্থীদের নৌকায় করে নিয়ে যাওয়া হবে জলাশয়ে। সেখানে তারা মাছকে খাবার দিতে পারবেন, জেলেদের সঙ্গে মাছ ধরার সময় জালও টানতে পারবেন। বেলায় জলাশয়গুলি থেকে মাছও ধরতে পারবে। ধরার পর সেই মাছ রান্না করে তাদেরকে তা পরিবেশনও করা হবে।  মাছ ধরার পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন পর্যটকরা।

চন্দনপিড়িতে একটি ওয়াচ টাওয়ার বানাচ্ছে মৎস্য দপ্তর। সেখানে উঠে সুন্দরবনের মনোরম প্রাকৃতিক দৃশ্যও দেখা যাবে। যদি কেউ মাছ কিনে বাড়ি ফিরতে আগ্রহী হন তাদের জন্য বরফ দিয়ে মোড়া মাছের প্যাকেটেরও বন্দোবস্ত রাখছে মৎস্য দপ্তর।

সুন্দরবনের বেশ কিছু এলাকা সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় চালু হবে এই উদ্যোগ। তালিকায় আছে সুন্দরবন এলাকার ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ড, বকখালি ও ফ্রেজারগঞ্জের মাঝখানে চন্দনপিড়ি, ঘুসকরা, মেমারি ও দিঘার লেক।

মে মাসের মাঝামাঝি এই নতুন প্রকল্প চালু করার কথা রয়েছে।