Sundarban’s Chowringhee cooperative – A model for eastern India

Sundarban Cooperative Milk & Livestock Producers Union Limited’s brand, Sundarini Naturals has been awarded by the National Dairy Development Board (NDDB) for its superior quality dairy products. Sundarini has set a benchmark in terms of using organic fertilizers for producing its products.

The group of cooperatives, based in villages of the Sundarbans in South 24 Parganas district, is run by women. More than 3,000 women, across 65 cooperative societies, have earned their much-awaited financial independence through Sundarini. The State Government (Animal Husbandry Department) is directly depositing the money earned by selling the products through cooperatives, in the account of these women.

Now, Chowringhee, a cooperative under Sundarban Cooperative Milk & Livestock Producers Union, and thus a producer of Sundarini Naturals products, has been selected a model for eastern India by NDDB. It is located in Basanti. A training hub would be located in Basanti where people from across eastern India would be trained in superior environment-friendly ways of manufacturing products.

An integrated organic approach has been adopted by the Chowringhee cooperative. Each family raises cows for milk, and their dung is used to produce biogas in a mini-plant. That biogas is used cook meals for the entire family, and the waste product from the plant, in the form of slurry, is used as organic fertilizer in farming. The fertilizer helps in producing grass for the cows as well as rice and pulses. Again, the leftover stalks after cutting the paddy and pulse crops are used as feed for the cows, hens and ducks being raised by the family. Hence, the eggs also become organic products.

Source: Bartaman

Bengal Govt to launch book about birds in the Sundarbans

The State Forest Department is coming up with a comprehensive guide containing information on, and pictures of, birds in the Sundarbans. This is the first time that such a book is being brought out by the Government.

The Sundarbans is famous for its wildlife, especially tigers and crocodiles. But it also has a huge treasure of avian life. The book would help to bring that into focus.

Through this venture, the Government hopes to increase awareness about the various types of birds that inhabit the forests of the delta, which is a UNESCO World Heritage Site referred to by the name Sundarbans Biosphere Reserve (SBR). This guide would in turn help attract more tourists to the region, especially bird-watchers.

Dominant In the region are osprey, brahminy kite and white-bellied sea eagle, while the rose-ringed parakeet, flycatcher and warbler are found in the middle and the lower tiers of the forested areas. The water-loving kingfisher abounds too.

Officials and experts working in the SBR believe that the bird variety in the mangroves consists of over 500 species, at least 55 of which are migratory ones.

 

সুন্দরবনের পাখিদের নিয়ে বই প্রকাশ করবে বন দপ্তর

সুন্দরবন অঞ্চলের সমস্ত পাখিদের সচিত্র বিবরণ সংকলিত একটি বই প্রকাশ করতে চলেছে রাজ্য বন দপ্তর। রাজ্য সরকারের তরফে এই রকম উদ্যোগ এই প্রথম।

রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্ব বিখ্যাত সুন্দরবন। কিন্তু এই ম্যানগ্রোভ বনে যে লুকিয়ে আছে নানা প্রজাতির পাখির সম্ভার, তা দেশী ও বিদেশী পর্যটকের কাছে তুলে ধরতেই এই বই প্রকাশিত করা হচ্ছে। এই উদ্যোগের ফলে সুন্দরবন সম্বন্ধে পর্যটকদের অনেকটাই ধারণা বদলাবে।

বন দপ্তরের আধিকারিকরা এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই কাজ করছে। কোন অঞ্চলে কোন পাখিরা আসে তা চিনিয়ে দিতে সাহায্য করছেন স্থানীয় মানুষরা। সুমিত সেন, দেশের অন্যতম সেরা পক্ষিবিদ, পাখিদের ছবি তুলেছেন বইটির জন্য।

খুব শীঘ্রই এই বইটি প্রকাশিত হতে চলেছে। সুন্দরবনে অনুষ্ঠিত হতে চলা বনবান্ধব মেলায় বনমন্ত্রীর হাতে এই বইটির প্রকাশ হবে।

Source: Millennium Post

 

After the successful U-17 World Cup, Transport Dept to promote Ganga Sagar Mela & Book Fair

The Bengal Transport Department’s branding of the FIFA Under-17 World Cup had caught everyone’s eyes, and became very successful. On all the buses the department had designated for ferrying the fans and players, was written ‘Ebar Khela Jombe Bangla’.

Now the department is planning similar branding for two of the most popular annual events that Bengal hosts – Ganga Sagar Mela and the Kolkata International Book Fair (KIBF). What exactly is to be written would be decided later.

While the former will be held in January, with the main events scheduled on January 14 and 15, on Sagar Island in the Sundarbans, the latter will be held from January 30 to February 11 at Central Park in Salt Lake (because the usual venue, the Milan Mela fairground, is being renovated).

The branding would appear on the buses (from Esplanade, Babughat and Howrah) and the 30 vessels (16 belonging to West Bengal Transport Corporation and 14 to Hooghly River Transport Corporation) to be designated for the Ganga Sagar Fair, and on the buses (both AC and non-AC) to be designated specially for ferrying people to and from the Book Fair.

বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে ব্র্যান্ডিং করার ভাবনা রাজ্যের

 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে এবার এই দুই উৎসবকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা রাজ্যের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি বাসে ব্র্যান্ডিং করা হবে।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত নানা মানুষ আসেন এই মেলায়। তাদের কাছে রাজ্যের মান বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য রাখা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা। এসি নন এসি সব রকম বাসই থাকছে। বাসের গায়ে বইমেলার ব্র্যান্ডিং করা থাকবে।

একই ভাবনা গঙ্গাসাগর মেলা উপলক্ষেও। এই বাসের গায়েও ব্র্যান্ডিং এর পরিকল্পনা রাজ্যের। বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই এই ব্র্যান্ডিং থাকবে যাতে সব রকম মানুষের বুঝতে সুবিধা হয়।

ধর্মতলা, বাবুঘাট এবং হাওড়া থেকে ছাড়বে গঙ্গাসাগর যাওয়ার বাস, যাবে লট এইট পর্যন্ত। সেখান থেকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য থাকবে ভেসেলের ব্যবস্থা। এবার মেলা উপলক্ষে ৩০ টি ভেসেল রাখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

Bengal Govt to build five bridges to improve connectivity in the Sundarbans

The State Government will construct five more bridges in the Sundarbans to improve connectivity between the different islands in the region. The construction will be completed over the next five years.

Several steps have been taken recently to improve road connectivity in the Sundarbans region, and the construction of the five bridges are a part of that initiative.

The Sundarbans is a major tourist draw and the Government is doing a lot of work to ramp up the infrastructure.

The improvements in infrastructure are turning out to be a big boon for the locals as well. Creating a viable system of transport and communication has always been a challenge in the mangrove islands and, to this end, the Government is bridging the gaps rapidly.

Source: Millennium Post

 

সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আরও সেতু নির্মাণ করবে রাজ্য সরকার

সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য আরও পাঁচটি সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এর জন্য ২৮৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।

সুন্দরবন পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। তাই এর পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক কাজ করেছে রাজ্য সরকার।

গোদাখালি, গোসাবা সেতুর কাজ ৪ বছরের মধ্যে শেষ হবে।সুন্দরবনের মানুষের কাছে যোগাযোগের নতুন দিক খুলবে। যেখানে যেখানে জেটি ও রাস্তা খারাপ হয়ে গেছে, সেগুলোও মেরামত করা হবে।

 

WB Govt to launch fish tour in the Sunderbans

The Bengal government is set to launch a unique fish tourism enticing the tourists in and outside India. With her policy to increase tourism in the state, Chief Minister Mamata Banerjee is going whole nine yards to boost Sunderbans as one of the most cherished destination for global tourists.

The plan is to provide a scope to the tourists to witness fish-firming there along with visiting the tiger reserve, biosphere reserve, forest bed and backwater and wide varieties of wild lives especially the Bengal tiger – the elitist among the big cat family.

In a recent meeting at state secretariat, fisheries department minister Chandranath Sinha, Sundarbans development minister, Manturam Pakhira and Bio-technology minister Ashis Banerjee had prepared a draft plan of this project.

“The money spent by the tourists will go for the development of fishermen communities here. This will be completely eco-friendly tourism programme. The Self-Help Groups of this delta will be benefitted,” said Sundarbans development minister.

The state fisheries minister is hopeful about the economic upliftment of the poor fish farmers. “Many women are farming carps and shrimps. Their work would be featured in front of the international tourist and they will be benefitted,” said the minister.

Sundarbans is the natural breeding ground of stinging catfish, snakehead murrel and some Indian carps as well. These fishes are generally farmed in the crop-cultivation land where knee-deep water is enough to produce and nurture those fishes.

Lime and food to the fish-farmers have already been given to fish farmers to boost the cultivation there. The state tourism department have recently decided to tie-up with a Kerala based private company to build seven houseboats for Sundarbans. Those houseboats will be plying alongside the creeks of Sundarbans, Tajpur and Mandarmani.

The state government will provide some specific facilities to this project and the revenue would be shared from the profit.

 

সুন্দরবনে ম९স্য পর্যটনের আয়োজন করছে রাজ্য সরকার

ভারতের মধ্যে ও বাইরে পর্যটকদের আকর্ষণের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি মাছ পর্যটনের আয়োজন করেছে। রাজ্যের পর্যটন শিল্প প্রসারের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবরকম প্রচেষ্টা করছেন।

এই নতুন পরিকল্পনার মাধ্যমে পর্যটকদের মাছ-firming, টাইগার রিজার্ভ, জীবমণ্ডল রিজার্ভ এবং বন্য জীবজন্তুর বৈচিত্র্যের পরিদর্শন বিশেষত বেঙ্গল টাইগার ইত্যাদি দেখানো হবে।

সম্প্রতি রাষ্ট্র সচিবালয়ের একটি বৈঠকে ম९স্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা এবং বায়ো-প্রযুক্তি মন্ত্রী আশিস ব্যানার্জি এই প্রকল্পের একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করেন।

“যেসব টাকা পর্যটকরা খরচ করে এখানে আসবেন তা এখানকার ম९স্যজীবীদের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। এটি সম্পূর্ণরূপে একটি ইকো বান্ধব পর্যটন প্রোগ্রাম। এর মাধ্যমে বদ্বীপের স্ব-নির্ভর গোষ্ঠীর মানুষরাও উপকৃত হবেন”,  একথা জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

রাজ্য মৎস্য মন্ত্রী দরিদ্র মাছ চাষীদের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে আশাবাদী। “মন্ত্রী বলেন, “আজকাল অনেক মহিলা কার্প ও চিংড়ি চাষ করছেন। তাদের কাজ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রদর্শিত হবে এবং এর মাধ্যমে তারা উপকৃত হবেন”।

সুন্দরবনের যন্ত্রণাদায়ক মাগুর মাছ, টাকি মাছ murrel এবং কিছু ভারতীয় কার্প প্রাকৃতিক প্রজনন স্থল হিসাবে ভাল. এই মাছ সাধারণত ফসল-চাষের জমি যেখানে হাঁটু পানি উ९পাদন এবং সেই মাছ শিক্ষাদান করার জন্য যথেষ্ট মধ্যে চাষ করা হয়।

মাছ চাষ উন্নয়নের জন্য লেবু ও মাছের খাদ্য ইতিমধ্যেই মাছ চাষীদের দেওয়া হয়েছে। রাজ্য পর্যটন বিভাগ সম্প্রতি একটি কেরল ভিত্তিক বেসরকারি কোম্পানির সঙ্গে সুন্দরবনের জন্য সাতটি হাউস বোট নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই হাউস বোটগুলি সুন্দরবন, তাজপুর এবং মন্দারমনি এর খাঁড়ির পাশাপাশি চলাচল করবে।

এই প্রকল্পে রাজ্য সরকার বেশ কিছু নির্দিষ্ট সুবিধা প্রদান করবে এবং মুনাফা থেকে রাজস্ব ভাগ করা হবে।

State Eco-tourism Board to set up trail link to Jambudweep, homestays in Sundarbans

The Eco-tourism Advisory Board held its first meeting at Nabanna on Wednesday . The board gave the go ahead to the proposed eco trail link between Bakkhali and Jambudweep. The Gangasagar Bakkhali Development Authority (GBDA) has been asked to submit a feasibility report within a week.

The project details will be worked out in consultation with the forest department. The urban development department has already come up with some preliminary proposals like setting up an Interpretation Centre, a few tent-camps and a guided photography trail for nature enthusiasts.

There is also a proposal to introduce a proper river transport by developing a route between Bakkhali and Jambudweep, somewhere near the fishing harbour point at Edward Creek.

A jetty has also been proposed to be constructed at the northeastern shore of Jambudweep along with the nature interpretation centre.Officials said that, at present, no tourist is allowed to step into Jambudweep.

The eco-tourism board was constituted by the West Bengal Government last year for developing new eco tourist spots. It was during the West Bengal Chief Minister’slast visit to Gangasagar in October last year that she had expressed her desire to develop an ecotourism circuit between Bakkhali, Jambudweep and Gangasagar.

The Kolkata Metropolitan Development Authority (KMDA) has also prepared a Rs 300crore plan for developing Gangasagar. The plan includes promotion of three virgin beaches in the area without affecting the eco-system. It has been submitted to the ministry of water resources, river development and Ganga rejuvenation to be considered for implementation under the National Ganga River Basin Authority (NGRBA) scheme.

Plans are being made to introduce homestay tourism in 23 villages of Sundarban too. Samshernagar in Hingalganj, Koikhali in Kultali, and Nafarganj in Basanti have been selected initially for the purpose.