Trinamool stands beside IMA against NMC Bill

All India Trinamool Congress MPs Sudip Banerjee and Saugata Roy on Sunday joined Indian Medical Association’s (IMA) movement against the National Medical Commission Bill, extending their moral support to the campaign.

IMA Bharat Yatra was flagged off at Kolkata on Sunday. IMA’s Bharat Yatra is a nationwide campaign against the implementation of the National Medical Commission Bill.

According to the IMA, once the NMC Bill is implemented, it would strengthen the hands of private companies in the health service industry. Medical aspirants will not be able to study medical courses on the basis of their merit and it would help those who can get their children admitted in MBBS course against a huge amount of money. They called the Bill anti-people and undemocratic.

 

এনএমসি বিলের বিরোধিতায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পাশে তৃণমূল

রবিবার কলকাতা থেকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (এনএমসি) বিলের বিরোধিতায় ভারত যাত্রার সূচনা করে। এই যাত্রা এনএমসি বিলের বিরোধিতায় একটি দেশব্যাপী কর্মসূচী।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এই কর্মসূচিতে যোগ দিয়ে এনএমসি বিল বিরোধী এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানালেন।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, এই এনএমসি বিল একবার চালু হলে, স্বাস্থ্য পরিষেবায় বেসরকারি সংস্থার হাত শক্ত হবে। ডাক্তারি পড়তে ইচ্ছুক কোনও যোগ্য প্রার্থী তার মেধার ভিত্তিতে ডাক্তারি পড়তে পারবে না, শুধুমাত্র বিপুল টাকার পরিবর্তেই ডাক্তারি পড়ার আসন পাওয়া যাবে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, এই বিল জনবিরোধী ও অগণতান্ত্রিক।

Week 5: Despite the Opposition’s efforts, Treasury benches prevented discussion on demonetisation

The final week of Parliament also saw the Opposition parties, including Trinamool Congress, demand discussions on demonetisation. However, the treasury benches continuously tried to disrupt proceedings.

On December 14, 16 leading Opposition parties held a joint press conference in New Delhi. Sudip Bandyopadhyay of Trinamool Congress said that the “voice of Opposition is being gagged” in Parliament and that “what is happening is not just unfortunate but disgraceful”.

In the Rajya Sabha, on December 14, Nadimul Haque spoke on behalf of the party supporting the Right of Persons with Disabilities Bill, 2014. A speech supporting the same Bill was given by Saugata Roy in the Lok Sabha on December 16.

On December 15, the Trinamool Members of Parliament held a protest against demonetisation outside Parliament.

On that same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay even said that “a discussion could have been initiated, without any Rules”. However, the ruling party did not let it happen.

The 241st session of Parliament (Winter Session) ended today, that is, on December 16.

 

 

শীতকালীন অধিবেশনের পঞ্চম সপ্তাহে সংসদ চলতে দিল না সরকারপক্ষ
সংসদের শীতকালীন অধিবেশনের শেষ সপাহেও নোটবাতিল নিয়ে আলোচনা হল না। বিরোধী দলগুলি আলোচনার দাবি জানালেও সরকার পক্ষ সমানে বাধা দিয়ে আলোচনা হতে দিল না।

ডিসেম্বরের ১৪ তারিখ বিরোধী দলগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। যা ঘটছে তা খুবই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।”

রাজ্যসভায় ডিসেম্বরের ১৪ তারিখ, নাদিমুল হক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে “The Right of Persons with Disabilities Bill, 2014″র পক্ষে সওয়াল করেন

ডিসেম্বরের ১৫ তারিখ তৃণমূল কংগ্রেসের সাংসদরা নোটবাতিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন।

ওই দিনই লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নিয়ম ছাড়াই আলোচনা হতে পারে।“ যদিও সরকার পক্ষ সেটা হতে দেয় নি।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয় ডিসেম্বরের ১৬ তারিখ।

 

Running the House is the responsibility of the Govt: Sudip Bandyopadhyay

In conversation with Sudip Bandyopadhyay, Leader of the party in Lok Sabha

1. Trinamool have been in the forefront of the movement against demonetisation. How did Mamata Banerjee react so correctly and so fast after the announcement?

Sudip Bandyopadhyay: The moment you are asking me this question, I am watching the results of three bypolls in Bengal. What a massive victory. She enjoys the support of the people. I believe, Mamata Banerjee is the only leader in the whole country who can gauge the pulse of the people.

Mamata Banerjee was the first person to raise her voice against the draconian decision of demonetisation. And now, as we can see, several Opposition parties have come together to protest on this matter of national importance.

2. More than a dozen parties are in a dharna tomorrow at Gandhi statue outside Parliament. What is the objective?

Sudip Bandyopadhyay: We want to expose the government. In the name of a good cause (curbing the use of black money) they have hastily and shoddily implemented the demonetisation of 500 and 1000 rupees notes.

The downtrodden people of the society – the farmers, the labourers, tea garden workers, jute mill workers among others – are suffering. The common people have been severely affected. It is unimaginable. People are forced to stand in queues to collect their own money from banks and ATMs.

3. You spoke in Lok Sabha today. Please update us what happened in the Lower House.

Sudip Bandyopadhyay: I categorically demanded to know why the government is not ready for a discussion on demonetisation under adjournment motion. I requested the Hon. Speaker to rise to the occasion. Even the MPs of AIADMK supported the demand for discussion under adjournment motion.

There is unequivocal support for the adjournment motion. This is on record on the floor of the House. Normally the support of 50 MPs is required for an adjournment motion. Right now, almost double the number of MPs want a discussion under adjournment motion. I fail to understand why it is not being allowed. In my long experience as a lawmaker, I have never seen this kind of a situation.

4. With due respect to the Constitutional position of Lok Sabha Speaker, we have observed that the Lok Sabha Speaker normally does not like to adjourn the House even if people are in the well. This time we noticed she is adjourning the House quite easily. Why do you think so?

Sudip Bandyopadhyay: The impression we have gathered is that the government is building pressure on the Speaker. They have a positive role to play in the House, which they have failed to do. When people are suffering and many lives have been lost, it is incumbent on the Parliament to hold a discussion. It is the responsibility of the government to see that the House runs properly.

In this situation, only Mamata Banerjee’s movement is showing us a ray of hope.

Today several Opposition leaders met and decided to hold joint protests tomorrow near the Gandhi statue outside Parliament. Our leader and Hon. Chief Minister of Bengal, Mamata Banerjee has extended her full support to these protests.

5. One last question. Opposition parties are joining the protests tomorrow. What is the message do you want to give through these protests?

Sudip Bandyopadhyay: The government must have a much broader outlook while dealing with demonetisation. We believe sustained protests will bring results. Tomorrow is just a beginning. The instruction from our leader Mamata Banerjee is that whichever political party sends us a proposal to launch a movement against demonetisation, Trinamool Congress will try to stand by them and extend all possible help and support.

Withdraw the draconian decision of demonetisation: Trinamool at All Party Meet

Trinamool Congress today urged the Centre to withdraw the draconian decision of demonetisation for the time being and give people some breathing space.

Trinamool voiced its concerns about this ‘financial emergency’ at an All-Party Meeting ahead of the Winter Session of Parliament. Sudip Bandyopadhyay (Leader of the party in Lok Sabha) and Derek O’Brien (Leader of the party in Rajya Sabha) represented Trinamool at the meeting.

“Trinamool was the first party to submit a Suspension Notice in Rajya Sabha on November 10. We are happy other parties followed us,” Sudip Bandyopadhyay said.

“We outlined the suffering of the common people due to demonetisation. We maintained that a proper plan of action is needed before proceeding. This is a hasty, unprepared decision” he added.

“Trinamool is not in favour of black money. We are the first party to wear black shawls in Parliament as a mark of protest,” said the veteran leader.

Trinamool also raised the issues of surgical strike in Jammu & Kashmir, federalism, state funding of elections and OROP implementation at the meet. The party also demanded that the Citizenship Bill be withdrawn.

As the All Party Meet began, Sudip Bandyopadhyay announced that Trinamool Congress has now been recognised as a National Party. This announcement was greeted with thumping of desks by representatives of all parties.

 

নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিতঃ সর্বদল বৈঠকে তৃণমূল

আজ সর্বদল বৈঠকে নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তকে প্রত্যাহার করার এবং সাধারণ মানুষকে আর কিছু সময় দেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল।

সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠকে দেশে অর্থনৈতিক জরুরী অবস্থা চলছে বলে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন তৃণমূলের প্রতিনিধি হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস প্রথম দল যারা রাজ্য সভায় সাসপেনশন নোটিস দিয়েছে। আমরা খুশি যে অন্য দলেরাও আমাদের অনুসরণ করেছে।

তিনি আরও বলেন, “নোট বাতিলের জন্য সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এই প্রক্রিয়া চালু করার আগে একটি সঠিক পরিকল্পনা করার প্রয়োজন ছিল। এটা একটা হঠকারী সিদ্ধান্ত”।

সাংসদ জানান, “তৃণমূল কালো টাকার পক্ষে নয়। আমরাই প্রথম দল যারা সংসদে কালো শাল গায়ে দিয়ে কালো টাকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে”।

এদিন সর্বদল বৈঠকে জম্মু ও কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের ইস্যু, যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো, নির্বাচনী সংস্কার, ওআরওপি বাস্তবায়ন এই সব বিষয়ও উত্থাপিত করে তৃণমূল কংগ্রেস। এদিন নাগরিকত্ব বিল প্রত্যাহার করার দাবিও জানায় তৃণমূল।

সর্বদল বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেস এখন জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সব দলের প্রতিনিধিরা তাদের অভিনন্দন জানান।

 

Trinamool dominates Parliament on Day 2 of Monsoon Session

Trinamool dominated the Parliamentary proceedings on the second day of Monsoon Session in both the Lok Sabha and Rajya Sabha.

Playing a responsible Opposition, Trinamool MPs spoke on matters of national importance and took part in debates on important Bills.

The day started with the leader of the party in Rajya Sabha, Derek O’Brien raising the issue of the site of Dr APJ Abdul Kalam’s resting place lying in utter neglect and slow progress of the work of building a memorial for the late President of India.

In Lok Sabha, leader of the party Sudip Bandyopadhyay demanded answers from the government on low conviction rate in case of cyber crimes. During Question Hour in Rajya Sabha, Nadimul Haque asked the government about its plans to tackle the menace of spitting.

During a Calling Attention Motion in the Upper House of the Parliament, MP Ahmed Hassan Imran grilled the government on its flood management programmes and demanded that the compensation criteria for States be revisited.

Vivek Gupta participated on behalf of the party in a discussion on the Child Labour (Prohibition and Regulation) Amendment Bill, 2012 in Rajya Sabha while Dr Kakoli Ghosh Dastidar and Dr Ratna De Nag participated in discussions on The Indian Medical Council (Amendment) Bill, 2016 and The Dentists (Amendment) Bill, 2016 respectively in Lok Sabha.

 

Sudip Bandyopadhyay speaks on the death threats he has been receiving

I have been receiving death threats in my mobile since last evening. I received the first SMS at 1.25 PM. Normally I do not go through the phone numbers. But I saved this message. It was mentioned that I will be killed in Delhi and my dead body would be taken to Kalighat where my Chief Minister resides; after that it said that you are a bastard son. It is in my mobile.

Again, another SMS came asking why I was silent in spite of the intimidation. And then he accused me, using very abusive wording, which I cannot mention here keeping in mind the prestige of the House. I tried to check it up before talking with the Chief Minister of West Bengal. She categorically sent a tweet and also held a press conference in Kolkata. But she also suggested me to place the matter on record on the floor of the House.

Sir, I sent a counter-SMS to that number, and found that he received it. After that, he sent me two SMSs again, one at 2.15 PM and another at 2.24 PM. The languages used for those two are equally dangerous. The languages for those are so ugly that television channels would blur those words out while airing.

You already know that almost one year back, when I was seriously ill and it was a life-and-death battle for me, there were thefts three times at my residence in Delhi. So for the reason of my security, I have shifted to an MS flat.

I do not know what will happen now. The last time the Home Minister took major steps, the Speaker took major steps, but these things are going on. I do not know who the person is, from where the SMSs are coming, but everything is there in my record. I request you to direct the Home Minister to send a representative or two to take it up.

CPM and BJP playing a got-up game to stall Parliament: Sudip Bandyopadhyay

Leader of Trinamool in Lok Sabha, Sudip Bandyopadhyay today alleged that the CPM and BJP are playing a got-up match in the Lok Sabha to stall the debate on intolerance.

“I want to ask the CPM and BJP if this is a got-up match. It appears to me that the CPM and BJP have decided they will not allow the intolerance debate to take place,” he said.

 

Adjournment Motion

Earlier today, he moved an adjournment motion in Lok Sabha to discuss the very urgent issue of escalating price rise.

“The prices of essential commodities is skyrocketing. Hungry people are fighting with hunger,” Sudip Bandyopadhyay said on the flood of the House.

He also suggested that the government must bring 15 essential commodities under public distribution system, which will largely benefit poor people.

Tourist inflow

During the Question Hour, Sudip Bandyopadhyay suggested to the Union Tourism Minister that the Centre should consider launching a tiger safari in Sunderbans (on the lines of South African safari) to boost the footfall of foreign tourists to the country.

The Kolkata North MP also suggested that Darjeeling – which is the Queen of Hills – should be brought on the World Tourism Map to boost tourist inflow to India.

The Union Minister promised that the proposals will be considered by his Ministry.

ষোড়শ লোকসভা ও তৃণমূল কংগ্রেস: সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায়

বর্তমান ষোড়শ লোকসভাতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় হয়েছে সর্বত্র। ষোড়শ লোকসভার যখন প্রথম অধিবেশন শুরু হয়, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে যার দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তখন তৃণমূল কংগ্রেস মুখ্য বিরোধী দলের ভূমিকা গ্রহণ করে লোকসভাকে উজ্জীবিত রাখতে সক্ষম হয়েছিল।

মনে রাখতে হবে জাতীয় কংগ্রেসের মতো দল যেখানে মাত্র ৪৪টি আসন পেয়েছে, যেখানে ভারতবর্ষের সংসদে কোনও স্বীকৃত বিরোধী দল নেই, সেখানে তৃণমূল কংগ্রেসকে তাঁর ৩৪ জন সাংসদকে নিয়ে বিরোধী দলের দায়িত্বপূর্ন ভূমিকা পালন করতে সমস্তরকম উদ্যোগ গ্রহণ করতে হয়েছিল।

লোকসভা অধিবেশনের আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে ষোড়শ লোকসভাতে তৃতীয় বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করবে। আমরা তৃতীয় হতে পারিনি। কিন্তু আমরা চতুর্থ হয়েছি। তৃতীয় হতে পারতাম, যদি তামিলনাড়ু রাজ্যে লোকসভা নির্বাচনে সমস্ত আসনেই এআইএডিএমকে জয়ী না হত। ডিএমকে যদি পাঁচটি আসনও পেত, তাহলেই তৃণমূল কংগ্রেস তৃতীয় শক্তি হতে পারত। এআইএডিএমকে ৩৭টি আসন পেয়ে সেখানে তৃতীয় হয়েছে। এবং যে মায়াবতীর দল পঞ্চদশ লোকসভাতে তৃতীয় বৃহত্তম দল ছিল, তারা এবার লোকসভাতে শূন্য হয়ে গিয়েছে। সমাজবাদী পার্টি মুলায়ম সিংইয়ের নেতৃত্বে, জনতা দল ইউনাইটেড শরদ যাদবের নেতৃত্বে যারা লোকসভাতে বিরোধী দলের ভূমিকা পালন করত, তাঁদের সংখ্যা তিন থেকে পাঁচের মধ্যে এসে পৌঁছেছে। আমরা সে কারণে সারা দেশের বিরোধী দলের দায়িত্ব পালন করার ভূমিকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে একের পর এক সাফল্যের সঙ্গে সারা দেশের প্রচারমাধ্যমের কাছে আমাদের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছি। যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দলের বক্তারা যে বক্তব্য সেখানে পেশ করেন, তা উচ্ছ্বসিত প্রশংসা পায়। সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রত্না দে নাগ, সুলতান আহমেদ এবং দীনেশ ত্রিবেদী এঁরা প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় উত্থাপন করতেন। সংসদ পরিচালনা করতে গেলে আইন সংক্রান্ত নিয়মাবলি সংক্রান্ত রুলস বুককে অনুসরণ করে সভা কীভাবে পরিচালিত হওয়া উচিত, সে ব্যাপারে তৃণমূল কংগ্রেসই লোকসভাকে দিক নির্দেশ করে। ের জন্য স্পিকার মহোদয়া সুমিত্রা মহাজন পর্যন্ত একথা স্বীকার করতে কুণ্ঠিত বোধ করেন না।

ইউপিএ সরকারের আমলেো আমরা জমি অধিগ্রহন বিলের বিরোধিতা করেছিলাম। তখন মন্ত্রিসভায় ছিলাম। আবার এনডিএ সরকারের আমলেও জমি বিলের বিরোধিতা করেছি। কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে ড. মনমোহন সিং সরকারের আনা জমি বিলের পক্ষে সমর্থন জানিয়েছিল। সেখানে বিরোধিতায় ভোট পড়েছিল ১৯। আর আমাদের সংসদ সদস্য সংখ্যা ছিল ১৯। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে একমাত্র দল পরিপূর্ণভাবে যারা একটা ঘোষিত নীতি নিয়ে জমি বিলের বিরোধিতা থেকে একচুলও নড়ে বসেনি। এবং কৃষকের জমি বলপূর্বক অধিগ্রহণ করা যাবে না।, এই নীতিতে বরাবর অবিচল থেকেছে। আবার যখন দেশের স্বার্থে জিএসটি বিল উপস্থাপিত করা হয়েছে, তখন রাজ্যের স্বার্থে অর্থনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গ উপকৃত হতে পারে সে কোথা মাথায় রেখে এই বিলকে সমর্থন জানাতে আমরা কুণ্ঠাবোধ করিনি। আবার আমরা সংসদীয় গনতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামো পরিচালনায় ফেডারেল স্ট্রাকচারের পক্ষপাতী। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্য সরকারগুলির বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি।

ভারতবর্ষ হচ্ছে বহু রাজ্যের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। এখানে কেন্দ্রকে রাজ্যের উপর নির্ভর করতে হয়, রাজ্যগুলিকে কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ করছি পশ্চিমবঙ্গের প্রতি ভয়ানকভাবে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বঞ্চনা করা হচ্ছে। আমরা এটা হতে দেব না। বিহারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। কারণ বিহারে নির্বাচন আসছে। আমরা তাঁর বিরোধী নই। বিহারও পুর্বাঞ্চলের একটি রাজ্য। কিন্তু এত বড় ভয়ানক বন্যা। ২ লক্ষ ২০ হাজার কোটি ঋণের বোঝা বাংলার সরকারের কাঁধে। তাঁদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে কিসের এত দ্বিধা, কুণ্ঠা। কেন এত বড় বন্যার পর এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এসে পৌঁছল না এর জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আবার যখন কেন্দ্রীয় সরকারের প্রয়োজন পড়ছে, তখন? বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের সীমান্তচুক্তির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে উপস্থিত না করাতে পারলে এই চুক্তি সম্ভব হবে না, একথা কেন্দ্র অনুভব করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিয়েছেন ক্ষুদ্র রাজনীতির সীমানা এবং গণ্ডিকে অতিক্রম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বারাবার তাঁকে স্নেহের সঙ্গে আলিঙ্গন করে নিজের কাছে টেনে নিয়েছেন।

লোকসভার এই শীতকালীন অধিবেশনে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ করেছি, একটা দিনের জন্যও লোকসভার অধিবেশন সুষ্ঠুভাবে হতে পারল না। কেন্দ্রীয় মন্ত্রীদের কিছু দুর্নীতির বিরুদ্ধে কিছু অভিযোগ বিরোধীরা এনেছিলেন। সেই আলোচনা যদি লোকসভাতে প্রথম দিনই করে দেওয়া যেত, তা হলে নিশ্চয়ই এই পরিবেশের সৃষ্টি হত না। সে আলোচনা হল। কিন্তু বিলম্বে হল। এর মাধ্যমে এটাই বোঝা গেল বর্তমান শাসক দলের লোকসভা পরিচালনা করার ক্ষেত্রে যে দক্ষতা থাকা উচিত, সেই দক্ষতার ছাপ তারা রাখতে পারেনি। এবং সর্বাধিক আশ্চর্যের বিষয় দেশের প্রধানমন্ত্রী প্রায় একমাসব্যাপী পরিচালিত লোকসভার অধিবেশনের মধ্যে তিনদিনও উপস্থিত ছিলেন না। বিদেশ থেকে কালো টাকা আনার প্রশ্নে আমরা একথা বারবার বলেছিলাম, লোকসভার বাইরে প্রধান ফটকের সামনে গান্ধীমূর্তির নিচে দাঁড়িয়ে বারাবার করে দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি। স্লোগান তুলেছি-‘কালা ধন বাপাস লাও’। আমরা বলেছি, কৃষককে বঞ্চনা করা যাবে না। লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদিজি ঘোষণা করেছিলেন যে, প্যান নম্বর আর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে, সব অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা তিনি জমা করিয়ে দেবেন। পনেরো লক্ষ টাকা দূরের কথা, একটা টাকা পর্যন্ত কোনও অ্যাকাউন্টে অতিরিক্ত জমা পড়েনি। মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হয়েছে। কালো টাকার যারা মালিক, কালো টাকার পাহাড়ে যারা বসে আছেন, আজকে তারাই ভারত সরকার পরিচালনা করছেন।

অপরদিকে কংগ্রেসের হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় লোকসভাকে স্থগিত করে দেওয়ার যে প্রয়াস এবার চলেছে, তা জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের পঁচিশজন সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া সমীচীন সিদ্ধান্ত হচ্ছে না। স্পিকার আমাকে তার আসন থেকে বলেন, আপনাকে দায়িত্ব দিচ্ছি। এঁরা নির্ধারিত কর্মসূচী মেনে লোকসভা চলতে দিতে যদি রাজি থাকেন, তাহলে আমি সাসপেনশন প্রত্যাহার করব। আমি অন রেকর্ড লোকসভায় দাঁড়িয়ে স্পিকারকে বলি যে, আমি আমার দলের দায়িত্ব নিতে পারি। আমাদের সাংসদরা বিরোধী দলের ঐক্যকে বজায় রাখতে পাঁচদিন লোকসভার অধিবেশনে যোগদান করেননি। উপরন্তু কংগ্রেস যখন গান্ধী মূর্তির সামনে ধরনা দিয়েছে, তখন রাহুল গান্ধী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমার কাছে সমর্থন চান। আমি ত९ক্ষণা९ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলি। তিনি আমাকে অনুমতি দেন যে, “হ্যাঁ, আপনার নেতৃত্বে একটা প্রতিনিধি দল ওদের ধরনায় গিয়ে অংশগ্রহন করে নৈতিক সমর্থন দিয়ে আসুন”। লোকসভা চলাকালীন প্রতিনিয়ত সোনিয়া গান্ধী আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আবার সরকারের পকশ থেকেও মাঝেমধ্যে আমাদের সমর্থন চাওয়া হয় সরকারী বিলকে সমর্থন করার উদ্দেশ্যে। কিন্তু আমরা আমাদের ভূমিকা অকপটে সব পক্ষকেই জানিয়ে দিই যে, তৃণমূল কংগ্রেস একটি এমন দল যার নিজস্ব মতাদর্শ আছে। যার নিজস্ব অর্থনৈতিক বিষয়ে সুনির্দিষ্ট কর্মসূচি আছে। তার পটভূমিতেই আমরা সিদ্ধান্তগুলি গ্রহণ করি। জনস্বার্থ-বিরোধী কোনও সিদ্ধান্তকে আমরা অনুমোদন দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ভারতবর্ষের মধ্যে বাংলাকে অন্যতম শ্রেষ্ঠ রাজ্যের তালিকার মধ্যে নিয়ে আসা। সেই পথ ধরে তিনি এগোচ্ছেন। নির্বাচনী ইস্তাহারে দেওয়া সমস্ত ঘোষণা তিনি তিন বছরের মধ্যে শতকরা ১০০ ভাগ পূর্ন করেছেন। বিরোধী দলগুলির প্রত্যাশিত মর্যাদা যেখানে যেভাবে দেওয়া দরকার, এ রাজ্যে তিনি তা দিয়েছেন। কিন্তু লোকসভাতে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। এর ফলে ভারতবর্ষের প্রথম কন্সটিটিউশন ক্লাবে বিশাল হল ঘর নিয়ে আমাদের নকল লোকসভার অধিবেশন করতে হয়েছিল। একদিকে সরকার পক্ষ, একদিকে বিরোধী পক্ষ। সরকার পক্ষে আমাদের তিনজন রাজ্যসভার সাংসদ ছাড়াও দিল্লির একটি স্থানীয় স্কুলের অত্যন্ত কৃতী ছাত্রছাত্রীদের তালিম দিয়ে সদস্য করে বসানো হয়েছিল। বিরোধী দলে আমরা ছিলাম। স্পিকারের আসন, সাংবাদিকদের বসার ব্যবস্থা, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, মার্শালের ভূমিকা- সব কিছু সুন্দরভাবে সেদিন তুলে ধরা হয়েছিল। আমরা দুটো বিষয় নিয়ে সেদিন আলোচনা করি। একটা জমি বিল, আর একটা কো-অপারেটিভ ফেডারালিজম- এর উপর আলোচনা হয়। জিরো আওয়ার হয় প্রশ্নোত্তর পর্ব হয়। এবং সমস্ত অধিবেশনটি এত সুন্দরভাবে পরিচালিত হয়েছিল যে, এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী শুধু তার সন্তোষ প্রকাশ করেছিলেন তাই নয়, আমাকে টেলিফোনে জানিয়েছিলেন, “এত ভাল কর্মসুচি আপনারা করেছেন যে, আমি আপনাদের একটা আলাদা করে রাতে সুন্দর করে খাইয়ে দেব”। আমরা এতে অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছিলাম।

সবশেষে বলি তৃণমূল কংগ্রেস আজকে ভারতীয় রাজনীতিতে একটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, দক্ষ, চিন্তাশীল রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন দল হিসাবে নিজেদের চিহ্নিত করতে পেরেছে। লোকসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে কি সরকার পক্ষ, কি বিরোধী পক্ষ তারা কোনও বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতেও যেখানে সক্ষম না, সেখানে আমারা এই বিশ্বাস রাখি যে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিদারুণ প্রচেষ্টায় নিজের জীবনকে বিপন্ন করে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে মা-মাটি-মানুষের সরকারকে পশ্চিমবঙ্গে মানুষের সমর্থন নিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাঁর চিন্তাধারার প্রতিফলন লোকসভায় আমরা যেভাবে প্রতিফলিত করেছি তাতে দেশের মানুষ আগামিদিনে আমাদের প্রতি আরও আস্থা, আরও বিশ্বাস রাখবে। এবং পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই যে, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার কণ্ঠস্বরকে কোনও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়েই হোক, কোনওরকম ভুয়া প্রতিশ্রুতির কথা বলেই হোক, আমাদের পথ থেকে আমাদের কেউ হঠাতে সক্ষম হবে না। আগামীদিন তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দলের সীমানা অতিক্রম করে কোনও একদিন জাতীয় দলে রূপান্তরিত হবে এই বিশ্বাস আমি রাখি

Sudip Bandyopadhyay speaks on Land Bill | Full Transcript

Full Transcript

Hon’ble Deputy Speaker Sir,

I rise to oppose the Right to Fair Compensation & Transparency in Land Acquisition, Rehabilitation & Resettlement (Amendment) Bill, 2015. Sir, a land bill was brought by UPA Government in 2013. It was debated on the August 28, 2013 and both Congress and BJP supported the Bill. There was voting. The voting result was: 268 Ayes & 19 Noes. The 19 noes were from Trinamool Congress only; this voting was on my amendment and the motion was lost.

Who was the main Speaker in Lok Sabha on behalf of BJP? Rajnath Sigh ji was the main speaker who spoke on behalf of the Bill. Who was the main Speaker in Rajya Sabha on behalf of BJP? Mr Katiyar was the main speaker on behalf of BJP in Rajya Sabha. What is the necessity of introduction of another Bill when one Bill is already passed on the floor of the House with division of votes? Everybody has now come to know that what is the role of which party.

Trinamool Congress is of the opinion that farmers are to be given more free hand so far the Land Acquisition is concerned. We are totally against at the forceful occupancy of the land. I believe that every one of us should protest the forceful occupancy of the land on the farmers. We had our own fight in our State under the leadership of Mamata Banerjee when Singur land was occupied by a very big corporate house. We have seen the struggle of hungry farmers, how they maintain their livelihood.

Sir, land is not elastic that if you stretch it, it will increase. Land is the same but the population is increasing.  If the land is grabbed forcefully and all the decisions are taken in favour of the captains of industries or by the corporate houses, then gradually size of the land will be decrease and very soon there will be food scarcity in the country.

The Standing Committee made 13 recommendations when UPA brought a land bill. UPA Government accepted 11 recommendations but did not accept 2 recommendations. Trinamool Congress is in favour of all 13 recommendations made by the Standing Committee.

What were the two recommendations discarded by the then Rural Development Minister Hon’ble Jayram Ramesh Ji? Mainly it was that the private investor is expected to buy at least 80 per cent of the required land directly from the people. The government can acquire the remaining 20 per cent, according the draft. In case of social sectors it would be up to 70 percent other is to be acquired by the Government in whatever manner they deem fit.

What we raised objection at that time? That investor and the farmer should discuss among themselves and settle the price. It is totally to be left on the discretion of the farmers that whether he is interested or keen to sale his land or not. The government should not play the role of the mediator. It is not the duty and responsibility of the government to play a role of a mediator. Normally a farmer feels in such negotiations the attitude of the government is automatically favourable towards corporate houses.

We are against forceful acquisition of land. We believe 100% acquisition must be done by those who want to set up industry.

We also believe that only two types of land can be acquired -barren land and mono-crop land. We are against acquisition of multi-crop land.

Sir, Trinamool Congress has been at the forefront of land movement from the very beginning; we opposed the land bill even at the time of UPA Government. We still stick to our stand.

We believe this Bill will not serve the interest of common farmers. It will be certainly projected as anti-farmer and Trinamool Congress thoroughly opposes the Bill.

Thank you, Sir.

TMC opposes anti-farmer Land Bill in Lok Sabha

Trinamool Congress today strongly opposed the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) Ordinance, 2015 – Land Bill in common parlance – in Lok Sabha.

Speaking on behalf of the party, the leader of AITC Parliamentary Party in Lok Sabha, Sudip Bandyopadhyay questioned the need for another Bill when one was already existing.

“In 2013, a Bill was passed in Parliament which was supported by both Congress and BJP. Trinamool was the only party to vote against the Land Bill of UPA,” he said.

Making a strong case for 100% consent for acquisition, he maintained that the government must not play the mediator in such cases.

“We should concentrate on barren land and mono-crop land. We are against acquisition of multi-crop land. Our stand is the same as that of 2013,” he added.

 

Click here for the full transcript of his speech