Bengal celebrates Subhas Utsab

Across Bengal, Subhas Utsab was celebrated to commemorate the 121st birth anniversary of one of the bravest sons of the soil, Netaji Subhas Chandra Bose. His patriotism has an abiding influence on Indians even today.

Chief Minister Mamata Banerjee led the celebrations, organised by the State Youth Affairs and Sports Department. The celebrations started yesterday and would continued for the whole of today.

The celebrations were being held across 341 blocks, 118 municipalities, six municipal corporations, the 144 wards under the jurisdiction of Kolkata Municipal Corporation (KMC), the GTA-administered regions and all the district capitals.

Among the programmes organised on this occasion were street marches, exhibitions on the life and work of Netaji, quiz shows based on the person, debates, sit-and-draw competitions, essay-writing competitions and various other cultural competitions and programmes.

A special programme was organised at Maidan by the State Government. The Chief Minister garlanded the statue of the great leader, after which she gave a speech.

 

Salient points from her speech

  • We feel pride in speaking of qualities like patriotism, self-respect, dedication, determination, devotion and unity.
  • It is a well-known fact that Netaji wanted to free the country and unite the people of India. He is a national leader.
  • Though we know the birthday of Netaji, till date, his fate is unknown. India has become independent, but it is a matter of shame for us that we do not know the full life story of such a national leader.
  • Netaji worked taking everyone along. He created the Indian National Army, led the Azad Hind Fauj, whose motto was ‘Jai Hind’.
  • Netaji was far-sighted. He thought of not only making India independent, but thought of her development as an independent country too – he created the Planning Commission; yet it is a matter of shame that the Planning Commission has been abolished.
  • My appeal to the youth is to hold your heads high. Fight for your rights with confidence. It is the youth who will build up the future India and spread the message of unity and communal harmony.
  • We follow the paths shown by great leaders. That is why we want that national leaders remain above controversy. The leader of a country is the leader of everyone.
  • The whole country wants an end to the mystery of what happened to Netaji in the end. I think this should be solved.
  • Even today Netaji has not got his due. The Bengal Government has given January 23 and January 12 as holidays, but the Centre has not. Can’t we give them even this much respect?
  • The person who taught Bengal to fight, rousing the attention of the whole world, remains a marvel to the world. Netaji will live forever though his ‘Jai Hind’ slogan.

 

রাজ্য জুড়ে পালন হচ্ছে সুভাষ উৎসব

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হচ্ছে সুভাষ উৎসব। উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। চলবে আজ পর্যন্ত।

এই উৎসব পালিত হচ্ছে রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পৌরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীনে ১৪৪টি ওয়ার্ড এবং জি.টি.এ. সহ রাজ্যের প্রতিটি জেলা সদরে।উৎসব ঘিরে আয়োজিত হয়েছে পদযাত্রা, সুভাষ চন্দ্রের জীবন ও কর্মবিষয়ক প্রদর্শনী, সুভাষ চন্দ্র বিষয়ক ক্যুইজ, বিতর্ক, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • দেশভক্তি, দেশকে ভালোবাসা , আত্মমর্যাদা, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিভোশন, ইউনিটি এই সব কথা বলে আমরা গর্ববোধ করি।
  • নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বদেশের মুক্তির জন্য সমগ্র ভারতবাসীকে এক করেছিলেন, সেকথা কারো অজানা নয়। উনি আমাদের জাতীয় নেতা।
  • নেতাজির জন্মদিন জানলেও আজ পর্যন্ত তাঁর ভবিষ্যৎ আমাদের অজানা।ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু একজন দেশনেতার জীবনের এই রহস্য আজ আমাদের লজ্জা।
  • নেতাজি সবাইকে নিয়ে কাজ করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। যার স্লোগান ছিল জয় হিন্দ।
  • শুধু স্বদেশকে মুক্ত করা নয় তার উন্নয়নের কথা ভেবে নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। অথচ দুঃখের বিষয় সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে।
  • যুব সমাজের প্রতি আমার আবেদন মাথা উঁচু করে চলুন। আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করুন। যুব সমাজই আগামীদিনে ভারতবর্ষকে গড়ে তুলবে এবং সারা দেশে একতা সংহতি ও সম্প্রীতির বার্তা দেবে।
  • আমরা মনিষীদের কথাগুলোকে পাথেয় করেই পথ চলি। আমরা চাই দেশের মনিষীরা সমস্ত বিতর্কের উর্দ্ধে থাকুক। দেশের নেতা সবার নেতা।
  • নেতাজির অন্তিম সময়ে কি হল তা দেশবাসী যানতে চায়, আমার মনে হয় এটা প্রকাশ্যে আসা উচিত।
  • আজও নেতাজি তাঁর প্রাপ্য মর্যাদা পায়নি। রাজ্য ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করলেও আজও ২৩ জানুয়ারি ও ১২ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা হয়নি। আমরা কি তাদের এটুকু সম্মান দিতে পারিনা?
  • সমগ্র পৃথিবীকে আলোড়ন করে বাংলাকে যে লড়াই শিখিয়ে গেছেন তা সমগ্র পৃথিবীর মানুষের কাছে একটা বিস্ময় হয়ে আছে, থাকবে। নেতাজি বেঁচে থাকবেন ‘জয় হিন্দ’ স্লোগানের মাধ্যমে।
  • এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী

 

Vivek Utsav and Subhas Utsav to be celebrated in a big way

State Youth Affairs Department, in association with Kolkata Municipal Corporation (KMC), has decided to celebrate the birth anniversaries of Swami Vivekananda and Netaji Subhas Chandra Bose in a big way.
The anniversaries fall on January 12 and January 23, respectively. In the memory of Swami Vivekananda, January 12 is celebrated as Youth Day.

The celebrations would be named as Vivek Utsav and Subhas Utsav. KMC has decided to allot a total of Rs 50,000 for celebrating the two anniversaries through official functions – Rs 20,000 for Vivek Utsav and Rs 30,000 for Subhas Utsav.

The celebration would be taking place in all the 144 wards under the jurisdiction of the KMC.

রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষ উৎসব পালন করবে প্রতি ওয়ার্ডে

জানুয়ারি মাসের ১২ তারিখ স্বামী বিবেকানন্দ ও ২৩ তারিখ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের খরচে কলকাতা পুরসভার সবকটি ওয়ার্ডেই ওই দুই মনিষীর জন্মদিন কেন্দ্রিক বিবেক উৎসব এবং সুভাষ উৎসব পালন করা হবে।
এর জন্য ১৪৪টি ওয়ার্ডের প্রতিটির জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর মোট ৫০হাজার টাকা করে দিচ্ছে। এর মধ্যে বিবেক উৎসবের জন্য ওয়ার্ড পিছু ২০ হাজার ও সুভাষ উৎসবে ওয়ার্ড পিছু ৩০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
Source: Bartaman

Netaji had a clear vision for the country: Mamata Banerjee

West Bengal Government is celebrating ‘Subhas Utasav’ to commemorate the 120th birth anniversary of Netaji Subhas Chandra Bose. The festival is being organised by the Department of Youth Affairs, Govt of West Bengal. The festivities began on 22nd January and will also continue today.

The official function of the State government to observe Netaji’s birth anniversary took place at Darjeeling Mall today at 12 noon. Chief Minister Mamata Banerjee and other dignitaries were present.

Speaking on the occasion, the Chief Minister said: “Netaji’s birthday is as important for us just like Independence Day or Republic Day.”

“The birth anniversary of Netaji is observed every year but nobody knows about his death. This is a tragedy,” she said

The Chief Minister said, “Netaji was a leader of the country and a true leader does not discriminate but works for all. Netaji had a very clear vision for the country, he conceived the Planning Commission.” She also paid her respects to those who served in the Indian National Army.

The Chief Minister reiterated that the State Government had declassified all Netaji Files in possession with the government. She announced that the Government has allotted Rs 10 lakh for the renovation of the house where Netaji stayed in the Hills.

Celebrations in the past took place in Kolkata but on the initiative of Chief Minister Mamata Banerjee, the official celebration of Netaji’s birth anniversary is held in Darjeeling since 2014.

Many programmes and competitions including processions, exhibitions on the life and work of Subhas Chandra, quizzes on him, debates, sit & draw competition, essay writing and other events are being organised across the State to mark Netaji’s 120th birth anniversary.

 

দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট: মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘সুভাষ উ९সব’। রাজ্য যুবকল্যান দপ্তরের উদ্যোগে গতকাল শুরু হয়েছে এই উ९সব।

অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মত নেতাজীর জন্মদিনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমরা প্রতি বছর নেতাজীর জন্মদিন পালন করি কিন্তু তাঁর মৃত্যুদিন সম্পর্কে কোন তথ্য আমাদের জানা নেই। এটা একটা ট্রাজেডি”।

তিনি আরও বলেন, “নেতাজী দেশের নেতা ছিলেন। প্রকৃত নেতা কখনো বিভেদ করে না। কোনো বিভেদকারী দেশের নেতা হতে পারে না।নেতাজী দূরদর্শী ছিলেন। দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট। তিনি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন”। আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান, নেতাজী পাহাড়ে যে বাড়িতে থাকতেন তা সংস্কারের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং নেতাজীর ফাইলও প্রকাশ করেছে রাজ্য সরকার।

এর আগে সরকারি অনুষ্ঠান হত কলকাতায়; মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৪ সাল থেকে নেতাজীর জন্মবার্ষিকী দার্জিলিঙে পালন করা হয়। নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যজুড়ে বসে আঁকো, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, পদযাত্রা, প্রদর্শনী, ক্যুইজ ও বিতর্কসভার আয়োজন করা হয়েছে।