We want peace and development in the Hills: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has instructed Information Technology, agriculture, horticulture and floriculture sectors to generate employment and economically uplift the people of Darjeeling and Kalimpong. The Tea Park in New Jalpaiguri will also become operational soon, she said.

An administrative review meeting of Kalimpong and Darjeeling districts was held at the Pintail Village on Wednesday. Addressing media persons after the meet, the Chief Minister stated: “Along with the circuit-wise review of tourism projects in great detail, we also feel that IT sector, agriculture, floriculture, horticulture and food processing have great prospects in employment generation and economic upsurge in the Hills.

I have asked the Agriculture, Animal Resource Development and Industries department to look into this. I have also instructed the Secretary of the Information Technology department to prepare IT projects for the Hills.”

The Chief Minister stated that tourism projects including the ones at Gajaldoba and Tiger Hill were discussed in detail in the presence of Tourism Minister Gautam Deb and the Chief Secretary.

“We have discussed different projects in connection to roads, drinking water and electricity,” stated the CM. As many as five road-over bridges will come up in Jalpaiguri and four in Siliguri. New electricity sub-stations will be constructed at Sonada, Bagdogra, Kawakhali and Purbo Karaibari.  “We are also improving road connectivity with bordering countries — Bhutan and Nepal. We have already spent Rs 750 crore on a four-lane highway,” she further stated.

 

আমরা পাহাড়ে শান্তি ও উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার দার্জিলিং জেলার পিন্টাইল ভিলেজে দার্জিলিং ও কালিম্পঙ জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রযুক্তি, কৃষি, উদ্যান পালন ও ফুল চাষে জোর দেন যাতে মানুষের কর্মসংস্থান হয়। নিউ জলপাইগুড়িতে টি-পার্কেও কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি জানান।

বৈঠকের শেষে সাংবাদিকের তিনি বলেন, “পর্যটনের ওপরেও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যটন সার্কিট গড়ার ভাবনা রয়েছে রাজ্যের। এ ছাড়াও, তথ্য প্রযুক্তি, কৃষি, ফুল চাষ, উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরন এই সকল ক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে।”

গাজোলডোবা ও টাইগার হিলের পর্যটন প্রকল্পগুলি নিয়েও আলোচনা হয় বৈঠকে।

“আমরা সড়ক যোগাযোগ, পানীয় জল ও বিদ্যুতের প্রকল্পগুলি নিয়েও আলোচনা করেছি” মুখ্যমন্ত্রী বলেন। সোনাদা, বাগডোগরা, কাওাখালি ও পূর্ব করাইবাড়িতে গড়া হবে ইলেকট্রিক সাব-স্টেশন। প্রতিবেশী দেশগুলির সাথেও সড়ক যোগাযোগে জোর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

Bengal CM declares Mirik as sub-division

The Chief Minister declared Mirik a sub-division of Darjeeling district at an official programme today.  Mirik was earlier a block under the Darjeeling district.

Mirik is an important tourist destination and several lakh tourists visit the hill town every year for its beautiful lake.

During her speech, the Chief Minister said that earlier people had to commute for hours to Kurseong or Darjeeling for administrative work. Hailing the day as ‘historic’ she said she wants development for the Hills and employment for the youth.

She also commented that while the State Government has provided all help to GTA, they have even failed to renovate the Mirik Lake. The CM said that her thrust is on tourism and Bengal is incomplete without the Hills. “We do not believe in speeches. We believe in actions.,” Mamata Banerjee added.

 

মিরিককে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ মিরিককে দার্জিলিং জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মিরিক দার্জিলিং জেলার একটি ব্লক ছিল।

মিরিক একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর বহু পর্যটক এখানে বেড়াতে আসেন।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, আগে মানুষকে যেকোন সরকারী কাজের জন্য কার্শিয়াং, দার্জিলিঙে যেতে হত, এখন সেই সমস্যা মিটবে। আজকের দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা পাহাড়ের উন্নয়ন চাই, আমরা চাই পাহাড়ের যুবসম্প্রদায়ের কর্মসংস্থান হোক”।

তিনি আরও বলেন উন্নয়নের জন্য জিটিএ কে সব রকম সাহায্য করা সত্ত্বেও ওরা এখনও মিরিক লেক সংস্কার করেনি। রাজ্য সরকার পর্যটনে জোর দিচ্ছে, মহোম-ট্যুরিজম, ইকো- ট্যুরিজমেও জোর দেওয়া হয়েছে। লামাহাটায় পর্যটনের বিকাশ হয়েছে। টাইগার হিলে নতুন প্রকল্প শুরু হয়েছে। তাঁর কথায়, “ভাষণ নয়, কাজ করে দেখাতে হবে”।