TMCP sweeps CU student union polls

It was a cakewalk for Trinamool Congress Chhatra Parishad (TMCP) in the Calcutta University union elections held on Saturday across the four campuses of College Street, Rajabazar, Ballygunge and Alipore.

In the 140 seats contested, SFI and DSO won 15 seats and 14 seats respectively. TMCP won the remaining seats.

In all, there are 840 seats on eight campuses of CU. Of which 673 were won uncontested by the TMCP.

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে জয়ী টিএমসিপি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ৮২০টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ একাই পেয়েছে ৭৫০রও বেশি আসন। মোট ৮২০ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তার মধ্যে টিএমসিপি ৬৭৩টি আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জয় লাভ করে।

বালিগঞ্জ ক্যাম্পাসে ৭৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। ১১টি আসনে জিতেছে সংগঠন। হোম সায়েন্সে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩২টি আসনে জয়ী হয়েছে। ল ক্যাম্পাসে ৪৫টি আসনে, সল্টলেক ক্যাম্পাসে ৫৩টি আসনে, কঁাটাকল ক্যাম্পাসে (অর্থনীতি) ২৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের ছাত্র সংগঠন।

রাজাবাজার ক্যাম্পাসে ১২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তারা। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে টিএমসিপি ভোটে জিতেছে ৭২টি আসনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৮৬টি আসনে। আলিপুর ক্যাম্পাসে ভোটে ৩৯টি আসনে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০০টি আসনে। জুট বিভাগে ভোটে ২টি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২টি আসনে।