State Govt to inaugurate Khelashree Scheme through distribution of footballs

The Youth Affairs and Sports Department of the Bengal Government has instituted the Khelashree Scheme to encourage sporting activities. This is yet another developmental initiative by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

As per the scheme, schools, colleges and clubs of the state would be given five footballs each. Madhyamik and Higher Secondary schools, High Madrasahs, colleges, universities, all clubs from the first to the fifth divisions of the Kolkata League as well as all clubs and sports institutions which have been getting annual financial aids from the State Government would get these footballs.

The footballs would be distributed during a programme to be organised on October 9 and 10. To drive awareness about this scheme and the programme, On October 7, colourful processions would be taken out in all the districts.

খেলাশ্রী প্রকল্পে ফুটবল বিতরণ করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চালু হয়েছে ‘খেলাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে আরও এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যের সব স্কুল ও ক্লাবগুলিকে ৫ টি করে ফুটবল প্রদান করা হবে। যেমন – মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, হাই মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা লিগের ১ম ডিভিশন থেকে ৫ম ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাব এবং ২০১১ সাল থেকে অনুদানপ্রাপ্ত সব ক্লাব ও সংগঠন।

আগামী ৯ ও ১০ অক্টোবর একটি অনুষ্ঠানে এই ফুটবল বিতরণ করা হবে। এই উপলক্ষে ৭ অক্টোবর প্রতিটি জেলায় কেন্দ্রীয় ভাবে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হবে। ২০১১ সাল থেকে খেলাধুলার উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ক্লাব ও সংগঠনগুলিকে অনুদান দেয়।

Source: Sangbad Pratidin

 

State Govt to facilitate licenses for luxury taxis outside Gatidhara

The Bengal Transport Department has decided to start re-issuing licenses for luxury taxis outside the Gatidhara Scheme.

According to Transport Department officials, this would have multiple benefits – providing employment to youths, increasing the number of luxury taxis, and, through the latter, indirectly, ensure that the app-based taxis do not indulge in unnecessary surge pricing, something which causes a lot of problems for commuters.

The applications have to be made online, for which purpose the department’s website is being updated with the necessary inputs.

 

গতিধারা প্রকল্পের বাইরেও ফের লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়া শুরু করছে রাজ্য

বেকারদের সার্বিক কর্মসংস্থানের লক্ষ্যে ফের সরাসরি লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়ার রাস্তা খুলে দিতে চলেছে পরিবহণ দপ্তর।

দপ্তরের এই সিদ্ধান্তে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে মনে করছেন কর্তারা। প্রথমত, গতিধারা প্রকল্পের বাইরেও বহু যুবক যুবতী এই গাড়ি নামিয়ে স্বনির্ভর হতে পারবেন। দ্বিতীয়ত, এতে লাক্সারি ট্যাক্সির যোগান বাড়বে আরও। তাতে পরোক্ষভাবে অ্যাপ নির্ভর লাক্সারি ট্যাক্সির সংস্থাগুলিকে ‘সার্জ প্রাইস’ নিয়ন্ত্রণে চাপ বাড়ানো সম্ভব হবে।

নয়া সিদ্ধান্ত অনুসারে গতিধারা প্রকল্পের বাইরে লাক্সারি ট্যাক্সির পারমিটের জন্য আবেদন করতে হবে দপ্তরের ওয়েবসাইটে। তার জন্য দপ্তরের ওয়েবসাইটে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। অনলাইন হওয়ার ফলে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। 

Source:Bartaman

State Govt to invest Rs 300 cr for Andal Airport

The Bengal Cabinet, during a meeting headed by Chief Minister Mamata Banerjee, has given its nod to infuse Rs 300 crore for the revival of Andal Airport.

Bengal Aeorotropolis Projects Limited (BAPL) has stakes of the State Government and other private players. With the infusion of the Rs 300 crore, the State Government’s share in BAPL has increased from 11 percent to 26 percent.

With this initiative, the airport will become at par with other airports. With the increase of traffic at the Netaji Subhas Chandra Bose International Airport in Kolkata, there is a need to develop other airstrips to ensure that flight services remain unaffected.

It may be mentioned that after the change of guard in the state, the government had a taken series of steps to improve air connectivity in the State.

 

অন্ডাল বিমানবন্দরে ৩০০ কোটি লগ্নির সিদ্ধান্ত রাজ্যের

অন্ডাল বিমানবন্দরে নিজেদের অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে শিলমোহর পড়েছে। অন্ডাল বিমানবন্দর প্রকল্পে রাজ্যের ১১% অংশীদারিত্ব ছিল। ৩০০ কোটি টাকা বিনিয়োগের পর তা বেড়ে ২৬% হবে।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দ্বিতীয় একটি বিমানবন্দর না হলে অদূর ভবিষ্যতে কলকাতা থেকে বিমানে যাতায়াত খুবই জটিল হয়ে পড়বে। সে জন্যই এই সিদ্ধান্ত।”

নবান্নের এক কর্তা জানান, রাজ্যের অংশীদার ২৬% হওয়ায় বেশ কিছু ক্ষমতাও রাজ্যের হাতে আসছে। এর মধ্যে প্রধান হল, বিমানবন্দরের বোর্ড অব ডিরেক্টরসে দু’জন সদস্য থাকবে রাজ্য সরকারের। ‘ভেটো’ দেওয়ার ক্ষমতাও থাকবে রাজ্যের হাতে।

রাজ্যের মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে একটি উচ্চস্তরীয় কমিটিও তৈরি করা হবে। যে কমিটি আর্থিক লেনদেন-সহ বিমানবন্দরের অডিট ও অন্যান্য পরিচালন পদ্ধতির উপরে নজরদারি করবে।

ডিজিসিএ অন্ডাল বিমানবন্দরে উড়ান শুরুর অনুমতি দেয় ২০১৫ সালে।

Source: Millennium Post

 

 

State Govt to keep close watch on the power supply situation during Durga Puja

The Bengal Government would be keeping a close watch on the power situation in the state during Durga Puja.

To ensure smooth power supply, State Power Minister recently held a series of meetings with the West Bengal Power Development Corporation, West Bengal State Electricity Distribution Company, West Bengal Police, Kolkata Police, Calcutta Electric Supply Corporation (CESC) and Coal India Limited (CIL).

A task force has also been set up under the leadership of the chief secretary, which has already issued a series of instructions.

The State Government wants that during the festive days, despite the heavy demand for electricity, what with the thousands of pandals across Bengal, and of course, the regular domestic consumption, the people can have a peaceful time.

In recent times, the government has done a lot to improve the power distribution situation in the state. The government has a target to set up 125 sub-stations, of which 26 are already functioning. People are being hired on a contractual basis to secure the sub-stations. The old overhead cables are also being replaced with new ones.

 

পুজোর সময় বিদ্যুৎ বিভ্রাট রুখতে কড়া নজর রাজ্যের

এবার পুজোর দিনগুলিতে বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলা করতে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম বৈঠক করল সমস্ত বণ্টনকারী সংস্থার সঙ্গে। একই সঙ্গে কোল ইন্ডিয়া, সিইএসসি, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সঙ্গেও বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন মন্ত্রী। উৎসবের সময় রাজ্যে কোনও রকম বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ ঘাটতি যাতে না তৈরি হয় তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ চুরি রুখতেও পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সজাগ থাকতে বলা হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা ভোল্টেজ বৃদ্ধির জন্য এ বছর ২৬টি নতুন সাব স্টেশন তৈরি করেছি। আগামী বছরের মধ্যে আরও ২১৫টি সাব স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা রেখেছি। আমরা কোল ইন্ডিয়াকে বলেছি, এই সময়ে তারা যেন কয়লার জোগান ঠিক রাখে।’ নবান্ন সূত্রে খবর, বিদ্যুৎ পরিষেবার বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স ও বেশ কয়েকদফা নির্দেশিকা দিয়েছে উৎসব উপলক্ষে।

মন্ত্রী আরও বলেন, জেলার সাব স্টেশনগুলিতে দেখভাল ও নজরদারির জন্য এই সময়ে বাড়তি কর্মীর প্রয়োজন হয়, তাই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী সাব স্টেশনগুলি থেকে বিদ্যুৎ পরিবাহী পুরোনো কেবলগুলিকে বদল করে ফেলার কাজ শুরু করেছে বিদ্যুৎ সরকার। ওভার হেড কেবলের মধ্যে যেখানে পুরোনো কেবল রয়েছে, সেগুলিকেও বদল করে ফেলার কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তর।

Source: Khabar 365 Din

 

Bengal Govt opens fair price fish shops

After the huge success of the fair price medicine stores, the Bengal Government has now opened fair price fish shops. With the eternal demand for fish among Bengalis and the fluctuating prices of the non-vegetarian staple, these outlets are expected to be another major success.Favourites like

Favourites like hilsa, bhetki, pabda, prawns, among other varieties, are available at the shops. The fish here are both fresh and reasonably priced. On an average, they are Rs 30 to 40 less per kg than the market prices.

The fair price stalls have been opened at Bidhannagar, Karunamayee, Captain Bheri, Chinar Park, AJ Block (Salt Lake), Entally and Jadavpur. Additionally, there are 21 mobile stalls. After Kolkata, such stalls have been opened in Shantiniketan, Siliguri, Digha, Memari and Frasergunj.

 

ন্যায্য মূল্যের মাছের দোকান – রাজ্য সরকারের নতুন উদ্যোগ

বাঙালির রসনাকে তৃপ্ত করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘ন্যায্য মূল্যের মাছের দোকান’। ইতিমধ্যেই জীবনদায়ী ওষুধ সঠিক দামে কেনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে সরকারি হাসপাতালগুলিতে তৈরি করা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখান থেকে বাজারের চেয়ে কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। এই সকল উদ্যোগগুলির বিপুল সাফল্য দেখে এবং সাধারণ মানুষকে নানা রকম মাছের আস্বাদ ফিরিয়ে দেওয়ার জন্যই এবার রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ।

শহরের জায়গায় থাকবে স্টল। সদ্য ধরা ইলিশ, পাব্দা, ভেটকি, চিংড়ি ইত্যাদি ঘুরবে ভ্রাম্যমাণ গাড়িতে। চলতি বাজার দরের চেয়ে কম দাম ও টাটকা।

রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে বাজারের চেয়ে কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কম দরে মাহ পাওয়া যাচ্ছে। বিধাননগর, করুণাময়ী, ক্যাপ্টেন ভেড়ি, চিনার পার্ক, এজে ব্লক, এনটালি বাজার, যাদবপুরেও এই মাছের স্টল খোলা হয়েছে। তাছাড়াও ২১ টি ভ্রাম্যমাণ স্টলেও থাকবে টাটকা মাছ। কলকাতা ছাড়াও শান্তিনিকেতন, দিঘা, শিলিগুড়ি, মেমারি ও ফ্রেজারগঞ্জেও শুরু হয়েছে এই রকম স্টল।

Source: Dainik Jugashankha

 

State Govt facilitating delivery of ‘Ashwin Package’ for Bengalis residing overseas

Only a few weeks are left for Durga Puja. So orders for articles used during Durga Puja are coming thick and fast to exporters and vendors in Bengal.

The Bengali Association of Yorkshire in England has placed orders with the State Government for 8,000 of the red lotuses of Bankura. The government-run West Bengal Agro Industries Corporation Ltd. (WBAIC) is coordinating with the lotus growers in Bankura district.

Quite a few associations in London have conveyed to the State Government the need for other essential articles too – dhan (paddy leaves), durba (a type of grass), baelpata (leaves of wood apple trees), kola-bou (a stem of a banana plant decked up as a woman), etc. WBAIC is facilitating all requirements for these overseas Durga Puja committees.

After England, now the Bengali associations of USA too are showing a lot of interest in asking the Bengal Government to fulfil their requirements.

Naturally, all this is also leading to farmers and cultivators feeling happy, and what better gift than this during the Puja season.

 

লন্ডনে মিলবে কলাবউ, ধান-দূর্বা’র ‘আশ্বিন প্যাকেজ’

পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ইয়র্কশায়ার বাঙালি অ্যাসসিয়েশন আট হাজারটি বাঁকুড়ার লাল পদ্মের অর্ডার পাঠিয়েছে রাজ্যের কাছে। রাজ্যের কৃষি শিল্পোন্নয়ন নিগমের কর্তারা বাঁকুড়ার জলপদ্মের চাষিদের সঙ্গে যোগাযোগ করেছে।

লন্ডনের বেশ কিছু ক্লাব আগে থেকেই রাজ্যের কাছে জানিয়েছিল, শুধু পদ্মফুলই নয়, পুজোর অন্যান্য সরঞ্জাম হিসেবে ধান, দূর্বা, বেলপাতা, কলা-বউ এরও চাহিদা আছে তাদের। এবার সব চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে রাজ্য কৃষি শিল্পোন্নয়ন নিগম তাদের ‘আশ্বিন প্যাকেজ’ নিয়ে।

লাল পদ্ম, ধান, দূর্বা, কলা বউ নিয়ে আশ্বিন প্যাকেজে থাকছে পুজোর প্রয়োজনীয় নানান ধরনের উপকরণ।

লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলোর বিপুল চাহিদার ফলে লাভের মুখ দেখছে বাংলার চাষিরা। এরফলেই আরও উৎফুল্ল হয়েছে কৃষি ও শিল্পোন্নয়ন নিগম। আশ্বিন প্যাকেজের কথা জানতে পারছে আমেরিকার কিছু পুজো উদ্যোক্তারা। ‘লন্ডনের পরে এবার আমেরিকা যাবে বাংলার কলা বউ’ গৌরবের সঙ্গে বললেন রাজ্যের এক শীর্ষ আধিকারিক।

Source: Khabar 365 Din

 

State Govt to set up solar power facilities for riverine islands

Bengal’s Department of Power and Non-Conventional Energy Sources has proposed providing access to solar power to the small islands in the state, with 30 to 50 families on each, in the Sundarbans Delta and other rivers.

There are two major hindrances to providing power to these small islands from the conventional electrical grid. Firstly, it is a costly proposition, and secondly, the electrical poles are often uprooted due to floods and storms, which these islands in the Sundarbans are prone to.

Solar panels would be fitted on the roofs of homes, and these would provide captive power for use by the household members. Initially, a private agency, to be chosen through a bidding process, is going to be given the responsibility of maintenance, which would then be passed on to the gram panchayats.

Source: Anandabazar Patrika

 

সৌর আলো পাবে বিচ্ছিন্ন জনপদগুলি

সুন্দরবনের নদী বা খাল-বিলে ঘেরা ছোট দ্বীপের মতো যে জনপদগুলিতে ৩০-৫০ ঘরের বাস, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করবে বিদ্যুৎ দফতর।

কারণ, ওই সব এলাকায় যেমন গ্রিডের বিদ্যুৎ বয়ে নিয়ে যাওয়া খরচসাপেক্ষ, অন্য দিকে বন্যায় জলের তোড়ে বারে বারে বিদ্যুতের খুঁটি উপরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা দরপত্র ডেকে কোনও বেসরকারি সংস্থাকে ওই দায়িত্ব দেবে। কমপক্ষে পাঁচ বছর প্রকল্পের রক্ষণাবেক্ষণ করতে হবে তাদেরই। পরে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে কমিটি তৈরি করে সৌর আলোর রক্ষণাবেক্ষণ চালানো হবে।

 

State Govt proposes to supply piped water to arsenic-affected areas

The state Public Health Engineering department has submitted a proposal worth Rs. 5,000 crore for supplying piped water in Arsenic-affected areas.

The Centre is examining the proposal and is likely to give its nod in the near future. Steps have also been taken to supply piped water in Fluoride-affected areas.

According to a survey conducted by the state government in 2005, water in nine districts is severely affected by Arsenic, another fiver are mildly affected and give other are safe from Arsenic.

Water would be taken from rivers and purified. Subsequently, the purified water will be supplied to households through pipeline.

The PHE has installed 200 water ATMs in the affected areas and work is on to install more. Most of the ATMs are in schools. A senior government official has stated that elaborate plans have been made to tackle the problem of Arsenic and Fluoride contamination. It may be mentioned that the PHE has chalked out a scheme to supply filtered water in all villages in the state by 2020 at an estimate Rs 8,000 crore.

 

আর্সেনিক কবলিত এলাকায় পানীয় জল সরবরাহ করবে রাজ্য সরকার

আর্সেনিক প্রবন এলাকায় পানীয় জল সরবরাহ করবে রাজ্য সরকার। রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ এই পাইপ লাইনের জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

কেন্দ্রের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে। এছাড়াও ফ্লোরাইড affected  এলাকায়ও পানীয় জল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০০৫ সালের সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ৯ টি জেলা ভীষণভাবে আর্সেনিক কবলিত। বাকি ৫ টি জেলাতে আর্সেনিকের প্রভাব অল্প রয়েছে। বাকি জেলাগুলি আর্সেনিক মুক্ত।

নদী থেকে জল নিয়ে তা পরিশোধন করা হবে। এরপর সেই জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।

জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ অইসব এলাকায় মোট ২০০ টি জলের এ টি এম বসিয়েছে এবং আরও এ টি এম বসানোর কাজ চলছে। অধিকাংশ এ টি এম বসানো হয়েছে স্কুলগুলিতে।

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে আর্সেনিক এবং ফ্লোরাইড দূষণ সমস্যা মোকাবেলা করার জন্য বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে।উল্লেখ করা যেতে পারে যে গ্রামে গ্রামে পরিশোধিত পানীয় জল সরবরাহ করার জন্য আগামী ২০২০ সালের মধ্যে ৮০০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প চালু করবে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ।

 

Implementing the 100 Days Work scheme in Didi’s way bring smile into Nadia villagers

The residents of Raipara village under Nadia’s Chakdah police station are now earning much more by making fly ash bricks, thanks to an initiative of the innovative methods taken up by the Trinamool Government on implementation of the 100 Day Work scheme.

The district administration has started the country’s second eco-friendly brick manufacturing project in Nadia. Around 56 tribal families of Raipara in Silinda-1 gram panchayat under Chakdah block in Nadia have benefited owing to this project under NREGA. So, while their children couldn’t go to school for lack of money a year ago, now they can and are getting three meals a day. Interestingly, all the workers involved in this project are women.

The country’s first such project was set up in Bankura. West Bengal Chief Minister Mamata Banerjee had asked the officials of the panchayat and rural development department to start schemes that will help economically challenged families.

The fly ash comes from Bandel Thermal Power Station. Along with it, sand, lime and gypsum are used to produce bricks and pavement tiles. Thirty lakh bricks will be produced annually and the production cost of each brick is Rs 2 and 6 paisa. These types of bricks are used to construct rural roads and the excess ones are sold for Rs 4 each, which is even cheaper than the bricks available in the market. The workers who are participating in this project are members of a self-help group (SHG). Another SHG has been formed in Ghoramara in Silinda-2 panchayat.

Fifty per cent of these fly ash bricks are bought by the Nadia administration at Rs 6 and 50 paisa. The remaining 50% bricks are kept for those families who are below poverty line. They can buy them for Rs 4 (for each brick). Sixty-five per cent of the profit goes to the members of the self-help group.

Reportedly, the self-help group in Raipara is making a profit every month. Besides this, every member is also getting a labour charge of Rs 174 as per the 100 days scheme.

The project was started in November 2015. About Rs 6.5 lakh is needed to buy a brick manufacturing machine. The Nadia administration has already bought two such machines for the project. To set up a brick kiln, one needs about Rs 24 lakh.

 

News Source: HT, Kolkata, Image representative

 

দিদির দেখানো পথে এগিয়ে ১০০ দিনের কাজে সাফল্য নদীয়ার এই গ্রামের

নদিয়ার চাকদহ পুলিশ স্টেশনের অন্তর্গত রায়পাড়া গ্রামের বাসিন্দারা বর্তমানে ইট তৈরি করে ভাল রোজগার করছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১০০ দিনের প্রকল্পের অধীনে এটি একটি অভিনব প্রয়াস।

জেলা প্রশাসন নদীয়ায় দেশের দ্বিতীয় ইকো বান্ধব ইট উত্পাদন প্রকল্প শুরু করেছে। নারেগা প্রকল্পের অধীনে চাকদহ ব্লকের শিলিণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া গ্রামের ৫৬ টি আদিবাসী পরিবার উপকৃত হয়েছে। একবছর আগে টাকার অভাবে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে যেতে পারত না, এখন তারা স্কুলে যেতে পারছে এবং দিনে তিন বেলা খেতে পাচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রকল্পের সাথে জড়িত সব শ্রমিকই হলেন মহিলা।

দেশের মধ্যে প্রথম বাঁকুড়ায় এইধরনের প্রকল্প চালু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কর্মকর্তাদের অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ পরিবারকে সাহায্য করবে এই ধরনের প্রকল্প শুরু করার নির্দেশ দেন।

ফ্লাই অ্যাশ আসে ব্যান্ডেলের থার্মাল পাওয়ার স্টেশন থেকে। এর সঙ্গে বালি, লাইম, জিপসাম মিশিয়ে ইট এবং ফুটপাথের টাইলস তৈরি করা হয়। বার্ষিক ৩০ লক্ষ ইট উত্পাদিত হবে এবং প্রতিটি ইটের উৎপাদন খরচ ২ টাকা এবং ৬পয়সা। এই ধরনের ইট গ্রামীণ সড়ক নির্মাণে ব্যবহার করা হয়। বাড়তি ইটগুলি প্রতিটি ৪ টাকায় বিক্রি করা হয়, যা বাজারে বিক্রি হওয়া ইটের তুলনায় অনেক সস্তা।

যারা এই প্রকল্পে অংশগ্রহণ করেছে তারা সকলেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। শিলিণ্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোরামারায় আরও একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে।

এই ধরনের ৫০ শতাংশ ইট প্রশাসন ৬ টাকা ৫০ পয়সায় কেনে। অবশিষ্ট ৫০% ইট দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের জন্য রাখা হয়। তারা ৪টাকায় (প্রতিটি ইট) ইটগুলি কিনতে পারে। লাভের ৬৫ শতাংশ যায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছে।

রিপোর্ট অনুযায়ী রায়পারার স্বনির্ভর গোষ্ঠী প্রত্যেক মাসে বেশ লাভ করছে। এর পাশাপাশি, ১০০ দিনের প্রকল্প অনুযায়ী প্রত্যেক সদস্য ১৪৭ টাকা করে লেবার চার্জ পাচ্ছেন।

২০১৫ সালের নভেম্বর মাসে এই প্রকল্পটি শুরু হয়েছিল। ইট তৈরির মেশিন কেনার জন্য প্রায় ৬.৫ লাখ টাকা প্রয়োজন। নদিয়া প্রশাসনিক কর্তারা এধরনের দুটি মেশিন কিনেছেন। এক একটি ইটভাটা তৈরি করতে প্রায় ২৪ লক্ষ টাকা প্রয়োজন।

State Govt taking steps against potato hoarders

The Trinamool Congress Government has decided to act tough against middlemen and hoarders, who have been jacking up potato prices. Under the instruction of Chief Minister Mamata Banerjee, Agriculture Marketing Minister Tapan Dasgupta carried out a survey in various retail markets on Sunday. Apart from carrying out raids, the department officials may also sell potatoes at a controlled price.

On Sunday evening, the Minister met farmer leaders and asked them to keep a watch on the markets and identify people who are jacking up prices.”The Chief Minister has expressed her worries over the rise in price. She has also asked me to keep a close watch on the prices of other vegetables,” said Dasgupta.

He added, “After a few days, I will submit the final report to the Chief Minister, detailing the roadmap to check prices in retail markets. We cannot allow a certain section of traders to make the most out of this situation. We have already conveyed this to traders. If they do not desist from adopting unethical methods, we will take legal action against them.”

আলুর মূল্যবৃদ্ধি রুখতে লগ্নিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকার আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লগ্নিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তা রবিবার খুচরো বাজারে একটি সমীক্ষা করেন। এইধরনের রেড কড়া ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিয়ন্ত্রিত দামে আলু বিক্রির ব্যাপারেও নজর দেবেন।

আলুর মূল্যবৃদ্ধির ওপর কড়া নজর রাখতে রবিবার বিকেলে কৃষকদের সঙ্গে একটি বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী। মন্ত্রী এদিন জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী আলুর মুল্যবৃদ্ধি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অন্যান্য সবজির মূল্যবৃদ্ধির ওপরও কড়া নজর রাখছেন”।

তিনি আর বলেন, “কিছুদিন পর আমি খুচরো বাজারের দাম পরীক্ষা করে মুখ্যমন্ত্রীর কাছে ফাইনাল রিপোর্ট পেশ করব। আমরা একটি নির্দিষ্ট বিভাগের ব্যবসায়ীদের অনুমতি দেব না। আমরা ইতিমধ্যেই ব্যবসায়িদের সেকথা জানিয়ে দিয়েছি। যদি তারা আমাদের এই পদ্ধতি অনুসরণ না করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব”।