Bengal CM conceives three-stage master plan for development projects

For large-scale development of Bengal, Chief Minister Mamata Banerjee has conceived a novel three-stage master plan, consisting of a five-year plan, a ten-year plan and a fifteen-year plan.

The details of each stage would be drawn up by a committee headed by the chief secretary, the highest administrative officer of the State Government.

Three stages, that is, five-year, ten-year and fifteen-year plans, have been designated as short term, medium term and long term.

Every department will have to submit detailed plans, including the financial details, for each of the three stages to the chief secretary. The chief secretary would hand them over to the Chief Minister, only after whose approval would their implementations start.

Mamata Banerjee wants to take Bengal through more transformations. She led Trinamool Congress to power in 2011, vowing to bring ‘poriborton’. Bengal is progressing in every sector, be it agriculture, power, roads, drinking water supply, rural development, transport or any other.

Through this three-stage plan, Bengal would see further development, with the aim to become the best in India in every aspect, and be a name to contend with internationally too.

Source: Bartaman

সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা রাজ্যের

রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাঁচ বছর, ১০ বছর এবং ১৫ বছরের জন্য উন্নয়নের মেয়াদি পরিকল্পনা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন তিনি। মুখ্যসচিব রাজ্যের অর্থসচিব এবং পরিকল্পনা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনটি পরিকল্পনা তৈরি করছেন। রাজ্যকে নতুন করে সাজিয়ে তোলার জন্য সেটাই মাস্টার প্ল্যান মমতার সরকারের।

এই পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তা হল, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা। মিশন ২০২০ লক্ষ্য নিয়ে রাজ্যকে নতুন করে গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই প্রতিটি দপ্তরকে ওই তিনটি টার্মের জন্য মাস্টার প্ল্যান জমা দিতে বলা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী কত টাকা খরচ হবে, তাও উল্লেখ করতে বলা হয়েছে। মুখ্যসচিব সেই প্ল্যান অনুমোদনের পরে মুখ্যমন্ত্রী তাতে সিলমোহর লাগাবেন। তার পরেই তা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোবে সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, নতুন বাংলা গড়ে উঠুক। ২০১১ সালের আগে যে পরিবর্তনের স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগোতে চায় সরকার। ইতিমধ্যে রাজ্যের রাস্তার হাল বদলেছে, তা শহর হোক বা গ্রাম।

পরিকাঠামো উন্নয়ন সহ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তর তার রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।

Joynagarer moa to be sold in foreign countries soon

Joynagarer moa, that is, moa (a type of sweet roasted-rice-based ball) from Joynagar, is a traditional favourite among Bengalis. It is available only during the winter season, when the ingredients are available. Now, with the help of the State Government, this traditional sweetmeat is going to be exported.

Being unique to Joynagar in South 24 Parganas district, the sweetmeat got a geographical indication (GI) tag, for which process the Bengal Government had played an active part.

Over the last few years, this unique sweet is being widely marketed. Significantly, it is available in the Biswa Bangla Stores at the airports, as a result of which foreign tourists too have got a taste of it, and have appreciated it as well.

This goodwill would now be put to good use, as packets of moa are going to be exported.

Packets would also be more widely available in the state, in shopping malls, departmental stores and big sweet shops.

Source: Bartaman

এবার বিদেশে পাড়ি দেবে রাজ্যের জি.আই. প্রাপ্ত জয়নগরের মোয়া

বাংলার রসগোল্লার মতেই বাঙালির অত্যন্ত প্রিয় জয়নগরের মোয়া। রসগোল্লার আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের খেতাব (জিআই) পেয়েছে জয়নগরের মোয়া। আর জিআই পাওয়ার পর এই প্রথম বিদেশের বাজারে পাড়ি দিতে চলেছে ‘জয়নগরের মোয়া’।

এই ডিসেম্বরেই নলেন গুড় ও কনকচূড় ধান দিয়ে তৈরি প্যাকেট করা মোয়া দক্ষিণ শহরতলির সীমানা ছাড়িয়ে রপ্তানির জন্য পাড়ি দেবে। বিশেষভাবে তৈরি প্রতিটি প্যাকেটে ১০টি করে মোয়া থাকবে। যার একটির দাম পড়বে ২০ টাকা। পাশাপাশি এবারই প্রথম কলকাতার বড় বড় শপিং মল, বিপণি ও প্রতিষ্ঠিত মিষ্টির দোকানেও জিআই-এর লোগোসহ জয়নগরের মোয়া পাওয়া যাবে। জানা গিয়েছে, বিদেশে মোয়া পাঠানোর বিষয়ে প্রাথমিক পর্যায়ে উদ্যোগ নিয়েছে জেলা শিল্প কেন্দ্র।

দীর্ঘ লড়াইয়ের পর ২০১৫ সালের ২৩ মার্চ স্বত্ব স্বীকৃতি হিসাবে ‘মোয়ার’ জিআ‌ই পায় জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি। তার আড়াই বছর পর প্রথম সেই জয়নগরের মোয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিল্প কেন্দ্র। প্রথম পর্যায়ে বাংলাদেশ দিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। পরবর্তী সময়ে ব্রিটেন ও অন্য দেশগুলিতে পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

রাজ্য সরকারের বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের হাত ধরে জয়নগরের মোয়া প্রথম দমদম বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণিতে জায়গা পেয়েছিল। সেখান থেকে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেই মোয়া কিনেছেন। তার ফলে এবার চাহিদা আরও বেড়েছে। এমনিতে অনলাইনে মোয়া কেনার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে এবার বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন আগে থেকে মোয়ার অর্ডার দিয়ে রেখেছে। এছাড়া কলকাতার বেশ কয়েকটি নামী শপিং মল ও একটি মিষ্টির দোকান জয়নগরের মোয়া কিনবে বলে চুক্তি করছে।

After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

Bengal government to create 1,200 new posts in various departments

In order to create more job opportunities, it has been decided in Monday’s Cabinet meeting that 1,200 new posts will be made in different departments of the state government.

Partha Chatterjee, the state Parliamentary Affairs minister, said: “It has been passed in the Cabinet to create a 1,000 more posts in different offices and colleges. As many as 200 drivers and helpers will be recruited for assistance by the state Transport department.”

It may be mentioned that the state government has created thousands of job opportunities in the past six years. In June, the state government had announced 3,754 new posts. The decision to create new posts was passed in the Cabinet meeting and Chief Minister Mamata Banerjee has directed the state to complete the recruitment process as soon as possible.

As many as 267 posts were created for eight coastal police stations as a step to ensure security and safety of thousands of tourists visiting Digha and Mandarmoni. Around 444 posts were also created at Health and Family Welfare department and it included 187 posts at the new medical college at Raiganj.

As many as 158 posts have been created at Ramrick Das Harlalka Hospital, which is an annexure to Bangur Institute of Neuroscience. Ninety-nine posts were created at Tufanganj Mental Health Hospital, where the number of beds was increased to 150 from 33. To create job opportunities for women, as many as 2700 lady constable posts were created.

 

১২০০ নতুন পদ তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যে আরও কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে ১২০০ নতুন পদ তৈরী করছে রাজ্য সরকার।

পরিষদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন কলেজ ও অফিসে আরও নতুন ১০০০টি পদ তৈরীর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আরও ২০০টি ড্রাইভার ও হেল্পারের পদ তৈরী করা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরে।

প্রসঙ্গত, রাজ্য সরকার গত জুন মাসে ৩৭৫৪টি নতুন পদ সৃষ্টির কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে।

দীঘা ও মন্দারমণিতে আগত পর্যটকদের সুরক্ষার জন্য ২৬৭টি পদ সৃষ্টি করা হয়েছে আটটি উপকূলীয় থানার জন্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৪৪টি পদ তৈরী হয়েছে। এর মধ্যে রায়গঞ্জের নতুন মেডিক্যাল কলেজের জন্য ১৮৭টি পদ তৈরী হয়েছে।

রামরিক দাস হরলালকা হাসপাতালে সৃষ্টি করা হয়েছে ১৫৮টি নতুন পদ। তুফানগঞ্জ মেন্টাল হেলথ হাসপাতালে ৯৯টি পদ তৈরী হয়েছে। এখানে শয্যা সংখ্যাও ৩৩ থেকে বেড়ে ১৫০ হয়েছে।

মহিলাদের কর্মসংস্থানকে নজর রেখে ২৭০০টি কনস্টেবল পদ তৈরী হয়েছে।

Bengal to include DPL as subsidiary

In a bid to revive Durgapur Projects Limited (DPL), the state government has taken a decision to include it as its subsidiary under the West Bengal State Electricity Board. The decision has been taken in the State Cabinet meeting.

It may be mentioned that the State Government had engaged a Group of Ministers (GoM) ­— Partha Chatterjee, Amit Mitra, Malay Ghatak, Sobhandeb Chattopadhyay and Arrop Biswas — to assess and recommend steps that are necessary for the revival of DPL.

The GoM placed its observation and recommendations before the state government, based on which the decision has been taken. The thermal power generation station, which has eight units, continues to have a capacity of generating 650 MW power. Five of those units are non-functional, two function properly and one requires attention for better function. The step would help in checking the accumulated loss.

However, the name of the company is supposed to stay and will continue to function as a state government utility. Moreover, 3000 employees, including the contractual ones, will continue to work as it is. It was assessed that the step will ensure the revival of DPL.

ডিপিএল সম্পূর্ণ অধিগ্রহণ রাজ্যের, সিদ্ধান্ত মন্ত্রীসভার

দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেড (ডিপিএল) পুরোপুরি অধিগ্রহণ করছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রীসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষামন্ত্রী মন্ত্রীসভার বৈঠক শেষে বলেন, ডিপিএল-এর পুনরুজ্জীবনের জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট ছিলেন। তিনি সুপারিশ গ্রহনের জন্য মন্ত্রীগোষ্ঠী তৈরি করেন।

এখন এই সংস্থায় যারা কাজ করেন, তাঁদের বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রীগোষ্ঠী। এই সুপারিশ গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে এই সংস্থাটিকে পুরোপুরি অধিগ্রহণ করবে রাজ্য সরকার। সমস্ত সম্পদ এবং মানবসম্পদ সরকারের কাছে হস্তান্তরিত হবে। চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে এখন ডিপিএল-এর কর্মী সংখ্যা ৩০০০। কাউকে ছাঁটাই করা হবে না।

Bengal puts up stellar show at Singapore FinTech Festival

The Singapore FinTech Festival, which was held from November 13 to 17, has turned out to be a golden opportunity for the information technology (IT) sector in Bengal.

Bengal is among the top centres in financial technology (fintech, in short) in India. Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has taken a lead in reaping the huge talent that the state has in IT.

A 27.738-acre plot, consisting of 15 smaller plots in the range of 0.248 to 4.5 acres, is being developed in New Town, on the outskirts of Kolkata, as a hub for fintech companies.

The cluster for the fintech companies, with plug-and-play infrastructure, is at a strategic location, being at a stone’s throw-distance from Biswa Bangla Convention Centre, Nazrul Tirtha, Business Club and Seniors’ Park.

All these factors have led to Bengal being invited to the Singapore FinTech Festival. And they were highlighted during a presentation by the State Government on November 13.

The Bengal pavilion set up at the festival contains attractive posters highlighting the progress made by the State IT Department under the leadership of Chief Minister Mamata Banerjee in the last six years.

Source: Khabar 365 Din

 

বাংলার তথ্যপ্রযুক্তিকে সিঙ্গাপুরে প্রদর্শন

ফিনান্সিয়াল টেকনোলোজি কিংবা ফিনটেকে বিশ্বের নজর কাড়ছে বাংলা। এরাজ্যে ফিনটেকের যে পরিমাণ ব্যবহার শুরু হয়েছে, তাতে আগামী দিনে শুধু দেশ কেন, বিশ্বকেও পথ দেখাতে চলেছে বাংলা।

সিঙ্গাপুরে নভেম্বরের ১৩-১৭ তারিখ হয়ে গেল ফিনটেক ফেস্টিভ্যাল। রাজ্য তথ্যপ্রযুক্তির বিস্তারের জন্য যেভাবে কাজ করেছে, তাঁর জন্য এই ফেস্টিভ্যালে জায়গা পেল রাজ্য। ফিনটেকে বাংলার যে বিপুল সম্ভাবনা রয়েছে সেই কথাই তুলে ধরলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব।

তথ্যপ্রযুক্তিকে ছড়িয়ে দিতে যেভাবে নিউটাউনকে গড়ে তলা হয়েছে, তাতে আগামী দিনে এই জায়গাই সারা দেশের মধ্যে প্রথম হয়ে উঠতে পারে।

ইতিমধ্যেই নিউটাউনে ফাইনান্সিয়াল হাবের জন্য বরাদ্দ করা হয়েছে জমি, যেখানে এখন পর্যন্ত ২৩টি ব্যাঙ্ক তাদের জায়গা পেয়েছে। নিউটাউনে গড়ে তলা হয়েছে কনভেনশন সেন্টার। এছাড়াও সেক্টর ফাইভে যেভাবে তথ্যপ্রযুক্তির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেটাও তুলে ধরা হয় এই মেলায়।

Bengal Govt setting up system for alerts before lightning strikes

The State Government has decided to develop a state-of-the-art technology to predict lightning and to alert people at least one-and-a-half-hours ahead of its striking time at a particular location.

Bengal sees around 100 deaths per year due to lightning, and five to six people die on days when there is heavy lightning, according to a senior official at the state secretariat, Nabanna.

As per the planning, a network of eight gadgets will be installed in different parts of the state to collect information. Immediately after the prediction of lightning, the information will reach the central control room of the State Disaster Management Department at Nabanna.

The information will then be relayed to the concerned officials, starting from those in the districts to the top brass at the state secretariat and to the people’s representatives at the grassroots level.

The official gave an example: say, information is received about lightning occurring at a particular place; school children can then be asked to leave a bit early or to stay back to avoid accidents, and farmers can be asked to take shelter.

The entire project is expected to be completed before the monsoon sets in next year. The cost of running the system will be around Rs 45 lakh every year.

It may be mentioned that the State Government has taken several measures to ensure the safety of people during any natural calamity. Moreover, it is ensured that an affected person gets compensation within just seven days.

Source: Millennium Post

বাজ পড়ার আগেই সতর্কতা জারির ব্যবস্থা করছে রাজ্য সরকার

বাজ পড়ার আগেই সতর্কবার্তা জারি করার ব্যবস্থা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাজ পড়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে নির্দিষ্ট জায়গায় সতর্কতা জারি করতে পারবে সরকার।

এই প্রযুক্তিতে রাজ্যের আটটি জায়গায় গেজেট বসিয়ে তৈরী হবে একটি নেটওয়ার্ক, যা তথ্য সংগ্রহ করবে। বাজ পড়ার পূর্বাভাষের পরেই এই তথ্য পৌঁছবে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুমে। এরপর এই তথ্য বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এই পদ্ধতিতে বাজ পড়ার পূর্বাভাষ পাওয়া গেলে নানা রকম সুবিধে হতে পারে। যেমন, স্কুলপড়ুয়াদের নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হবে কিংবা ছুটির পরও সুরক্ষার খাতিরে স্কুলে থাকতে বলা হতে পারে। পাশাপাশি, যে কৃষকরা খোলা আকাশের নীচে কাজ করেন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়া হতে পারে।

পুরো প্রকল্পটি আগামী বছর বর্ষার আগেই শেষ হয়ে যাওয়ার কথা। এই প্রকল্পটির রূপায়ণ করতে খরচ হবে আনুমানিক ৪৫ লক্ষ টাকা।

State Govt to make life jackets compulsory for passengers travelling on vessels

The State Government is soon going to make rules to ensure that wearing life jackets becomes compulsory for passengers on vessels criss-crossing the Hooghly.

Life-saving jackets have already been started to be handed to passengers at jetties. Another almost 5,000 life jackets are being bought by the State Government to implement the new rules.

The government has also banned the unstable small motor boats (called ‘bhutbhuti’ in Bengali) and is gradually bringing in launches. Twelve launches would be introduced by the first week of December.

Further, from January 1, 2018, every jetty along the Hooghly is going to have two certified and uniformed volunteers called ‘jalasathi’, armed with identity cards, to ensure that rules and regulations are being adhered to. They would be working in tandem with the local police stations.

In related developments, it needs mention that the State Transport Department is implementing a standard operating procedure (SOP) in 362 jetties across Bengal at a cost of Rs 36.2 crore. New RO-RO services are also being launched shortly between Kakdwip and Sagar Island, in time for the Sagar Mela this coming January.

Source: Bartaman

 

ভুটভুটি বা লঞ্চে গঙ্গা পারাপারে লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক হচ্ছে

এবার গঙ্গাবক্ষে ভুটভুটি বা লঞ্চে পারাপারের সময় লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত ফেরিঘাটে লাইফ সেভিং জ্যাকেট দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার লাইফ সেভিং জ্যাকেট কেনা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেগুলি সমস্ত ফেরিঘাটে দিয়ে দেওয়া হবে। তারপর লাইফ সেভিং জ্যাকেট ছাড়া কাউকে নদী পারাপার করতে দেওয়া হবে না। এছাড়াও ভুটভুটি বন্ধ করতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার।

পরিবহণমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে প্রতিটি ঘাটে দু’জন করে জলসাথি নিয়োগ করা হবে। তাঁদের পরিচয়পত্র থাকবে। তাঁরা নির্দিষ্ট পোশাক ও টুপি পরে থাকবেন। এই জলসাথিরা স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে চলবেন। ঘাটের অপারেটররা অনেক সময় বিপদ সত্ত্বেও ফেরি সার্ভিস চালু রাখেন। এছাড়াও বেশি লোক চাপানো হয়। এতে বিপদের আশঙ্কা থাকে। এই জলসাথিরা সেই বিষয়টিতে নজরদারি চালাবেন।

মন্ত্রী আর বলেন, রাজ্যে ৩৬২টি জেটিতে ৩৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শুরু হয়েছে। এতে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো যাবে। এছাড়াও জলপথে নিরাপত্তা বাড়াতে পুলিশও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে।

গঙ্গাসাগরে মেলার আগে সুন্দরবনের সমস্ত ঘাট পরিদর্শন করা হবে। সেই সময় ওই ঘাটগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেগুলির মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ কেমন হয়েছে, তা খতিয়ে দেখতেই সুন্দরবনের ঘাট দেখা হবে। এছাড়াও জলধারা প্রকল্পও জনপ্রিয় করে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

primary education

Smart classroom for street children

On the occasion of Children’s Day on November 14, a smart classroom was inaugurated under the Nabadisha school project of Kolkata Police. It is located in the already existing classroom for footpath children adjacent to the Tollygunge police station.

It was inaugurated by the School Education and Higher Education Minister. He said that the Chinese consulate in Kolkata has extended support in setting up the smart classroom.

He also said that the State Government has taken a lot of initiatives for footpath-dwellers, like setting up night shelters and opening schools.

Source: Millennium Post

পথশিশুদের জন্য স্মার্ট ক্লাসরুম উপহার রাজ্যের

১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে পথশিশুদের স্মার্ট ক্লাসরুম উপহার দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের নবদিশা স্কুল প্রকল্পের অন্তর্গত টালিগঞ্জ ফাঁড়ির পাশে পথশিশুদের জন্য যে ক্লাসরুম আছে, সেখানেই উদ্বোধন হল এই স্মার্ট ক্লাসরুম।

এই ক্লাসরুমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান এই ক্লাসরুম তৈরিতে চীনের কন্স্যুলেট সাহায্য করেছে। তিনি আরও বলেন, নাইট শেল্টার খোলা থেকে শুরু করে স্কুল খোলা, ফুটপাথবাসীদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার।

Tourism Festival in Darjeeling in December: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an all-party meeting at Pintail Village in Darjeeling district regarding the development of Hills.

She said that the next date for an all-party meeting will be communicated to all very soon.
She addressed the media following the meeting.

Excerpts from her speech:

Peace has returned to the Hills. We are overwhelmed by the positive reply from the people. We want to congratulate everyone for restoration of normalcy in Darjeeling. Many thanks to the people.

In today’s meeting we have decided that a tourism festival will be organised by the GTA in Darjeeling in the last week of December (or early January). Darjeeling Gold Cup will also be revived.

The Sports and Youth Affairs Department will organise Vivek Festival (to commemorate birth anniversary of Swami Vivekananda), Subhas Festival (to commemorate the birth anniversary of Netaji), Chhatra-Jubo Utsab in January. Science fairs will also be organised.

We have also decided to provide compensation to the families of those who lost their lives during the protests in the Hills. Rs 2 lakh will be given to the family of deceased; the injured will receive a compensation of Rs 50,000. GTA will also provide employment to a family member of those who lost their lives.

We request all teachers to take extra classes and complete the syllabus for this session so that students do not face any difficulties. We will pay them salaries for the time period when schools were shut due to protests. Other employees will get half-day leaves for three months and extra 15 days’ leave to compensate for the period of protests.

We have decided to waive all penalties imposed during the time of protests.

The Government will develop Pintail Village. We have asked the GTA to draw up a comprehensive development plan for Kurseong and Kalimpong. They will also renovate the tourism centres in Mirik. We are building a 100-bedded hospital in Mirik.

We want peace. We want progress. We want the Hills to prosper and develop.

 

ডিসেম্বরে দার্জিলিঙে হবে পর্যটন উৎসব: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন। আজ পিনটেল ভিলেজে তিনি পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রক্রিয়া নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান খুব শীঘ্রই পরবর্তী সর্বদল বৈঠক হবে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ সহ পাহাড়ের সব রাজনৈতিক দল আমাদের সহযোগিতা করেছে। সকলকে ধন্যবাদ।

আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে GTA পর্যটন উৎসবের আয়োজন করবে। দার্জিলিং গোল্ড কাপ আবার শুরু হবে।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর বিবেক উৎসব (বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে), সুভাষ উৎসব (সুভাষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে) ও ছাত্র-যুব উৎসবের আয়োজন করবে জানুয়ারি মাসে। বিজ্ঞান মেলারও আয়োজন করা হবে।

আজকের বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ও তাদের পরিবারের সদস্যকে গ্রুপ ডি তে চাকরি দেবে GTA। গুরুতর আহত দের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।

আমরা শিক্ষকদের অনুরোধ করেছি অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে, যাতে পাহাড়ের ছাত্রছাত্রীরা কোন সমস্যায় না পরে।  আন্দোলনের সময় যারা কাজ করেছে তাদের ১৫ দিন ছুটি দেওয়া হবে। বাকিরা ৩ মাস মেডিকেল ছুটি হিসেবে হাফ ডে পাবেন এবং ১৫ দিন বাড়তি ছুটি পাবেন। এর মাধ্যমে তারা ২ মাসের মাইনে পেয়ে যাবে।

যে পেনাল্টি ইমপোজ করা হয়েছিল তা দিতে হবে না, শুধু  ট্যাক্স দিলেই হবে।

আমরা পিনটেল ভিলেজের উন্নয়ন করব। কালিম্পং ও কার্শিয়াং এ থাকার জায়গা তৈরি হবে । মিরিকে ১০০ বেডের হাসপাতাল, বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে । মিরিকের পর্যটন কেন্দ্রগুলিরও উন্নয়ন করা হবে।

সমতল ও পাহাড় সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে । উন্নয়ন নিয়ে কোনও সমঝোতা করব না ।