Bengal Govt to construct 13,000 km of rural roads

The Bengal Government has decided to construct 13,000 km of rural roads in order to improve the rural economy, said the State Panchayats and Rural Development Minister recently.

For this, the government will invest Rs 3,100 crore, which is part of a Rs 7,800 crore project. For building rural roads, the State Government pays 50 per cent of the cost of a project. The cost of laying 1 km is Rs 60 lakh. PSUs like NBCC and NPCC have been engaged to execute the projects.

The initial plan was to build 7,000 km of roads but, after seeing the superior performance of the Bengal Government, the Centre has provided sanction for 13,000 km.

The minister also informed that the State Government would provide Rs 2,700 crore to widen and renovate 3,000 km of rural roads.

 

১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য সরকার

 

গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করার। একথা জানান রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

এই প্রকল্পের জন্য সরকার ৩১০০ কোটি টাকা খরচা করবে। গ্রামীণ সড়ক নির্মাণে রাজ্য সরকার ৫০ শতাংশ টাকা দেয়। প্রতি কিঃ মিঃ রাস্তা নির্মাণে খরচ হয় ৬০ লক্ষ টাকা। এই প্রকল্প প্রণয়ন করবে এনবিসিসি ও এনপিসিসির মত রাষ্ট্রায়ত্ত সংস্থা।

প্রথমে ৭০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু, রাজ্য সরকারের কাজের মুন্সিয়ানা দেখে কেন্দ্র ১৩০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে।

মন্ত্রী বলেন, রাজ্য সরকার ৩০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা চওড়া করতে ২৭০০ কোটি টাকা দেবে।

Source: The Statesman

Bengal Govt redeveloping Milan Mela to make it of international standards

The State Government has taken up a project for the redevelopment of the Milan Mela fairground at a cost of Rs 200 crore. Milan Mela is Bengal’s premier spot for holding all types of fairs.

The work would be done by the West Bengal Industrial Development Corporation, which is responsible for the upkeep of the space. It would take around 18 months for the work to complete.

According to the new design conceived, Milan Mela would have six auditoriums, of which two would be very large, being able to hold 2,000 to 2,500 people. There will be four conference halls, an open-air auditorium, two indoor exhibition halls, one open-space exhibition hall, an administrative building, a food park and cafeteria.

Currently the Milan Mela campus is spread over 25 acres. There is a further 5-acre space outside it. These two are going to be combined to redevelop Milan Mela.

After the highly successful hosting of the FIFA Under-17 World Cup, Kolkata is increasingly being seen as a capable and attractive venue for hosting national-level and international meetings and conferences, and major sporting tournaments. The redeveloped Milan Mela is going to be a major addition to that capability.

মিলনমেলার চেহারা বদলে ফেলা হবে ২০০ কোটিতে

সব ধরনের মেলার জন্য নির্ধারিত ই এম বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণের চেহারা বদলে ফেলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ জন্য খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
রাজ্য শিল্পোন্নয়ন নিগম ওই টাকা খরচ করে মেলাপ্রাঙ্গণের আমূল পরিবর্তন করতে চলেছে। এই কাজের জন্য সময় নেওয়া হয়েছে ১৮ মাস। তার জন্য হাতে কিছুটা সময় রেখে আগামী দু’বছর মিলনমেলা প্রাঙ্গণে কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, মেলা করার আদর্শ জায়গা হিসাবে মিলনমেলা প্রাঙ্গণেও থাকুক আধুনিকতার ছোঁয়া। সেখানে সবরকমের মেলা করার জন্য সমস্ত রকম আধুনিক পরিকাঠামো যেন থাকে। বর্তমানে সেখানে যে হ্যাঙ্গারগুলি রয়েছে, সেগুলিতে ৫০০-৭০০ মানুষ বসতে পারে। এর বেশি সংখ্যক মানুষ বসার জন্য অস্থায়ী অডিটোরিয়াম তৈরি করতে হয়। এবার স্থায়ী কাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেএলএল নামে বিশেষজ্ঞ সংস্থা মিলনমেলা প্রাঙ্গণের ডিজাইন করেছে।
নিগম সূত্রে জানা গিয়েছে, সেই ডিজাইন অনুযায়ী, ছ’টি অডিটোরিয়াম থাকবে। তার মধ্যে দু’টিতে দু’থেকে আড়াই হাজার মানুষ একসঙ্গে বসতে পারবেন। এছাড়াও থাকবে চারটি কনফারেন্স হল। থাকবে ওপেন স্পেস অডিটোডিয়াম। দু’টি এগজিবিশন হল। একটি ওপেন স্পেস এগজিবিশন তৈরি হবে। সেখানে নানা ধরনের প্রদর্শনীর সুযোগ থাকবে। হবে ফুডপার্ক ও কাফেটোরিয়া। এছাড়াও থাকবে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বর্তমানে একটি আছে। সেটিকে বদলে দেওয়া হবে।
যেভাবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার তৈরি হয়েছে, ঠিক সেই রকম বিশ্বমানের মেলাপ্রাঙ্গণ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এককথায় তা হবে দর্শনীয়।

Source: Bartaman

Ham Radio

Bengal Govt’s pilot project on fish farming in temporary water bodies in 5 districts

The State Government is starting a pilot project named Moyna Model on farming of fish in temporary water bodies, like water collected in farmlands during the rainy season, in five districts of Bengal.

It has been determined by experts that it is possible to produce commonly-consumed fish like rohu, catla amd mrigel, both of good quality and quantity, in such water bodies. The pilot is being carried out in the districts of North 24 Parganas, Nadia, Murshidabad, Cooch Behar and Dakshin Dinajpur.

Cultivation of fish in this manner has been successfully carried out at Moyna in Purba Medinipur, and hence the name of the project. There, rohu and catla weighing between 1 kg and 2 kg were cultivated within seven to eight months.

Unlike in permanent water bodies, it would be possible to scientifically care for the fish, provide them adequate food and keep a careful eye on all other aspects of their growth.

Another advantage of temporary water bodies is that food for the fishes would be naturally replenished, unlike the permanent bodies where food scarcity is often seen after a period of time.

The aim is to produce fish at the rate of 12 tonnes per hectare in the temporary water bodies, against 1 to 1.5 tonnes per hectare in the permanent ones.

A total of 75 hectares has been identified in the five districts. Since the water bodies identified are not of a permanent nature, they have been bounded by permanent barriers. The permanent barriers would also enable conservation of rainwater.

A single body of water should be at least 5 hectares. The cultivation would be carried out by local cooperative bodies or fishermen.

The cost has been determined at Rs 10 lakh per hectare, including the cost of hatchlings and fish food. The State Government would give discount to the tune of Rs 8.67 lakh. Hatchlings numbering 12,000, weighing 250 gram, would be released per hectare. The hatchlings would turn into adults weighing 2 kilogram on an average in about two years.

 

 

জলাজমিতে রুই, কাতলা, মৃগেল চাষে নামছে রাজ্য, পাইলট প্রোজেক্ট ৫ জেলায়

 

স্থায়ী জলাশয় নয়, চাষের জমি বা পতিত জমিতে জল জমে থাকলে সেখানেও রুই, কাতলা ও মৃগেলের চাষ করা সম্ভব, উচ্চ ফলনও সম্ভব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন পদ্ধতিতে মাছ চাষে নামছে রাজ্য মৎস্য দপ্তর। এই পাইলট প্রোজেক্টের নাম ‘ময়না মডেল’।
চাষের জমিতে জল জমা থাকাকালিন এই চাষ করে সফল হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েকজন মৎস্যজীবী। সাত আট মাসেই তারা এক-দু কেজি ওজনের রুই কাতলা উৎপাদন করেছেন।
এই পাইলট প্রোজেক্টে পাঁচটি জেলায় মত ৭৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই জলাজমিগুলি যেহেতু স্থায়ী জলাশয় নয়, তাই চারপাশের পাড় বাঁধানো হয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করাও সম্ভব এবং জল বাইরে বেরিয়েও যাবে না।
স্থায়ী জলাশয়গুলিতে গড়ে হেক্টরপ্রতি ১ থেকে দেড় টন মাছ উৎপাদন হয়, সেখানে এই প্রোজেক্টে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হেক্টর প্রতি ১২ টন।
এই পাইলট প্রোজেক্টে একসঙ্গে অন্তত পাঁচ হেক্টর জলাজমি থাকতে হবে, চাষ করবে স্থায়ী সমবায় বা মৎস্যজীবী। হেক্টর প্রতি খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁর মধ্যে মাছের চারা, খাবার সহ ৮লক্ষ ৬৭হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। প্রতি হেক্টরে ২৫০ গ্রাম ওজনের ১২০০০ মাছের চারা ছাড়া হবে। এক বছরের মধ্যে এগুলির ওজন এক থেকে দু কেজি হবে। স্থায়ী জলাশয়ে সঠিক পরিচর্যা অনেক সময় হয় না। কিন্তু, এই প্রোজেক্টে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা, মাছেদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ, সময়ে সময়ে নজরদারি সহ প্রতিটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থায়ী জলাশয়গুলিতে মাছের প্রাকৃতিক খাবার অনেক সময় কমে যায়, কিন্তু, এই প্রোজেক্টে মাছের বিপুল প্রাকৃতিক খাবার থাকবে।

Source: Sangbad Pratidin

Bengal Govt to build drinking water pipelines across three districts

The State Government is going to soon take up a major project to build drinking water supply pipelines across three districts of Bengal. The tendering process for selecting the constructors is complete.

Lakhs of people in the rural areas of the districts of Bankura, Purba Medinipur and North 24 Parganas will benefit from the project. In fact, after the project is fully implemented, every household in the three districts will have access to clean drinking water.

The Public Health Engineering Department is going to start work on the laying of the pipelines in early 2018. By 2020, the formidable issue of drinking water scarcity in the remote parts of these three districts will be a matter of the past. The approximately three-year time period is natural, being a project on such a large scale.

The Asian Development Bank is providing financial aid for the project.

 

 

তিন জেলায় পানীয় জলের পাইপলাইন বসাবে রাজ্য

 

রাজ্য সরকার একটি বড় প্রকল্প হাতে নিতে চলেছে যার ফলে রাজ্যের তিন জেলায় বসবে পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের ফলে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার গ্রামীণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্প সম্পন্ন হলে ওই তিন জেলার প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন।
জন স্বাস্থ্য কারিগরী দপ্তর ২০১৮ সালের প্রথম দিকেই পাইপলাইন বিছিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করবে। ২০২০ সালের মধ্যে এই তিন জেলার জলের কষ্ট চিরতরে লাঘব হবে। এই ধরনের বড় প্রকল্পের জন্য ৩ বছর সময় লাগা খুব স্বাভাবিক।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে।

Source: Millennium Post

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

KMC to set up more night shelters

To accommodate people who come to Kolkata for various purposes but are too poor to put up in hotels or hire a place to stay, many of whom come to earn a living, and some for purposes like medical treatment, etc., as well as vagabonds and pavement and slum dwellers, the State Government and the Kolkata Municipal Corporation (KMC) run night shelters.

Now, KMC has decided to build more such shelters. So the civic body is holding talks with various government organisations like Kolkata Metropolitan Development Authority (KMDA), Kolkata Improvement Trust (KIT), Hooghly River Bridge Commissioners (HRBC), Port Trust and the Railways to request them to hand over some of the extra vacant land plots they have. It is already preparing a detailed project report (DPR) to set up a night shelter on Mahatma Gandhi Road in ward 122

At present, Kolkata has 40 night shelters, of which 35 have been set up by the State Government and five by the KMC. These five are located in Chetla, Bhowanipore, Galiff Street, Gauribari Lane and Raja Manindra Road, and can accommodate around 2,500 people on a daily basis.

শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান পুরসভার

 

রুটি-রুজির টানে রাতের শহরে থেকে যেতে হয় অনেককেই। এমন বহু মানুষ ফুটপাতে বা রাস্তার একধারে রাত কাটাতে বাধ্য হন। কলকাতায় এরকম মানুষজনের থাকার জন্য হিসেব অনুযায়ী প্রায় ৪৫টি নাইট শেল্টার থাকার কথা।

এখন শহরে রাজ্য সরকার ও পুরসভার ৪০টি নাইট শেল্টার রয়েছে। শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান চালাচ্ছে পুরসভা। জমি দেখা চূড়ান্ত হয়ে গেলেই শুরু হবে কাজ।

শীঘ্রই কমপক্ষে আরও দু’টি নাইট শেল্টার তৈরির কাজে পুরসভা হাত দেবে বলে জানা গিয়েছে। বর্তমানে শহরে কলকাতা পুরসভার তৈরি পাঁচটি এবং রাজ্য সরকারের তৈরি প্রায় ৩৫টি নাইট শেল্টার রয়েছে।

Source: Millennium Post

Bengal Govt to employ ‘jalasathi’ for safety of passengers

To ensure a secure journey, the State Government has decided to employ river security personnel named ‘jajasathi’. Initially they would be employed in 279 jetties.

A few months back, the government created the model standard operating procedure (SOP) for river-going vessels. Lock gates at jetties, compulsory wearing of life jackets for all those boarded on vessels and river security personnel were some of the suggestions.

The primary work of the jalasathis would be to ensure that the model SOP is followed by all. The jalasathis will be armed with identity cards. They would be working in tandem with the local police stations.

Part of the model SOP too is the employment of vessels with government-specified standards. Thirty per cent or Rs 1 lakh, whichever is higher, of the cost of buying the vessels, which are being built by a few government-appointed companies, would be paid by the government.

জলপথে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবার জলসাথী নিয়োগ করবে রাজ্য

জলপথে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ঘাটগুলির জন্য ‘মডেল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) নির্দিষ্ট করে দিয়েছিল রাজ্য সরকার। সেখানে সিকিউরিটি লক তৈরি থেকে শুরু করে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল। যাত্রীদের সুরক্ষায় লাইফ জ্যাকেট পরে পারাপারের কথাও বলা হয়েছিল। এর জন্য অর্থও বরাদ্দ হয়েছে।

এবার ঘাটগুলিতে যাত্রীদের নিরাপত্তা আরও বাড়াতে আগামী এক মাসের মধ্যে ছোট-বড় মিলিয়ে ২৭৯টি ঘাটে জলসাথী নিযুক্ত করছে রাজ্য সরকার। ঘাটগুলিতে যাতে এসওপি মেনে যাত্রী পারাপার করা হয়, তা দেখাই প্রধান কাজ হবে জলসাথীদের। জলসাথী নিযুক্ত করার জন্য টেন্ডার ডেকে এজেন্সি বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর।

নিগমের এক আধিকারিক বলেন, জলপথের সুরক্ষা বিধি নিয়ে আগে কোনও গাইডলাইন ছিল না। সেই গাইডলাইন তৈরি করা হয়েছে। তা বাস্তবায়নে টাকাও বরাদ্দ করা হয়েছে। ঘাটগুলিতে যেমন সুরক্ষা বাড়ানো হচ্ছে, তেমনই ভুটভুটির বদলে সুরক্ষিত, বৈধ জলযান নামানোর জন্য জলধারা প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জলযানের দামের ৩০ শতাংশ বা সর্বাধিক এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে এই প্রকল্পে। গতিধারা প্রকল্পের মতোই এই প্রকল্পটিও আগামীদিনে জনপ্রিয় হবে বলে আশাবাদী নিগমের কর্তারা।

দপ্তরের এক কর্তা বলেন, যাত্রীরা যাতে অযথা জেটিতে ভিড় না করেন, যাতে সিকিউরিটি লক ঠিকভাবে ব্যবহার করা হয়, যাত্রীরা সুরক্ষা বিধি মেনে পারাপার করেন, জলসাথীরা তা দেখবেন। ঘাটের সুরক্ষাবিধি দেখার পাশাপাশি জলযানে যাতে নির্দিষ্ট সংখ্যার বেশি যাত্রী না চড়েন, তাও দেখতে হবে জলসাথীদের। বেশি যাত্রী একসঙ্গে পারাপার করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। যত সংখ্যক যাত্রীকে ভেসেলে তোলা যায়, ঠিক ততজনকেই ফেরিঘাটের ‘সিকিউরিটি লক’ অতিক্রম করার অনুমোদন দেবেন জলসাথীরা। ঘাট কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা একযোগে কাজ করবেন। প্রয়োজনে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন।

নিগম সূত্রে জানা গিয়েছে, যাত্রীর সংখ্যা বিচার করে বড় ঘাটগুলিতে তিনজন করে জলসাথী থাকবেন। তুলনামূলকভাবে ছোট ঘাটে থাকবেন দু’জন করে জলসাথী। এক আধিকারিকের কথায়, জলপথে সুরক্ষা সংক্রান্ত ধারণা তৈরিতে জলসাথীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Source: Bartaman

Bengal Govt to set up museum at Chandraketugarh

An archaeological museum is being be set up by the State Government at Berachanpa near Chandraketugarh in North 24 Parganas district.

Located beside the river, Bidyadhari, Chandraketuharh has been an ancient trading post, evidences of which are strewn across the place, from coins and seals to terracotta figures to remnants of brick houses. It is to preserve these artefacts that the museum is going to be set up.

The museum would be inaugurated in January. It will be housed inside the Pather Sathi motel that the government has constructed in Berachanpa.

This place was originally the capital of a certain King Chandraketu, and hence the name. Evidences from the Maurya, Sunga, Kushana and other periods have also been found there.

চন্দ্রকেতুগড়ে সংগ্রহশালা তৈরী করবে রাজ্য সরকার

উত্তর ২৪পরগনা জেলার বেড়াচাঁপার কাছে চন্দ্রকেতুগড়ে একটি প্রত্নতাত্বিক সংগ্রহশালা তৈরী করছে রাজ্য সরকার।

বিদ্যাধরী নদীর পাশে অবস্থিত চন্দ্রকেতুগড় এককালে বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র হসেবে প্রসিদ্ধ ছিল। এর প্রমাণ ছড়িয়ে আছে সারা অঞ্চলে। যেমন আছে তৎকালীন মুদ্রা, সিলমোহর বা ইটের তৈরী বাড়ির ধ্বংসাবশেষে পাওয়া টেরাকোটার মূর্তিতে। এই সবকিছুর সংরক্ষণের জন্যই এই সংগ্রহশালা তৈরী করা হচ্ছে।

এই সংগ্রহশালার উদ্বোধন হবে ২০১৮ সালের জানুয়ারি মাসে। বেড়াচাঁপায় রাজ্য সরকারের তৈরী করা ‘পথের সাথী’ মোটেলের মধ্যেই এই সংগ্রহশালা নির্মিত হবে।

রাজা চন্দ্রকেতুর রাজধানী ছিল এই অঞ্চল, সেই থেকেই নাম হয়েছে চন্দ্রকেতুগড়। মৌর্য, শুঙ্গ, কুশানা যুগ ও অন্যান্য যুগের অনেক ঐতিহাসিক নমুনা এখানে মেলে।

Source: Bartaman

Bengal Govt to open affordable fine dining restaurants

The State Government’s West Bengal Livestock Development Corporation Limited has decided to open affordable fine dining restaurants in every district. Four of these are going to be opened in Kolkata too.

The restaurants will be opened under the brand, ‘Caviar’.

Given the prices at the better restaurants and the long waiting lists at these on holidays, this is a welcome step by the State Government. The selection of plots for setting up the restaurants is going to start in December.

কলকাতায় সহ গোটা রাজ্যের প্রতি জেলায় খুলছে সরকারি রেস্তোরাঁ

পশ্চিমবঙ্গ লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রতি জেলায় কেতাদুরস্ত রেস্তোরাঁ খোলার। এর মধ্যে কলকাতায় ৪টি রেস্তোরাঁ খোলা হবে।

উৎকৃষ্ট মানের ‘কন্টিনেন্টাল ডিশ’ হিসেবে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ক্যাভিয়ার’ খাদ্য রসিকদের চিরকালের পছন্দের। তাই এই নামেই নিগমের নিজস্ব রেস্তোরাঁ ‘ক্যাভিয়ার’ গড়ে উঠতে চলেছে রাজ্যে।

এই রেস্তোরাঁগুলির জন্য জমি বাছাইয়ের কাজ ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে।
Source: Khabar 365 Din

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।