15% DA for state government employees from Jan 2018: CM

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday announced 15 per cent hike in dearness allowance of state government employees from next January. The increased DA for over 1.1 million employees would cost the exchequer about Rs 4,500 crore. She also said that all the arrears would be cleared in phases by end of 2019.

She also gave assurances on bridging the DA gap between Central and state government employees by 2019. She added: “There will be a hike in DA by 15 percent from January 1 next year. It will be applicable for all state government employees including the teaching and non-teaching staff.”

Giving a breakup of the expense that the state government will bear for increasing the DA, she said: “There will be an additional expense of Rs 4,500 crore of the state government for increasing the DA. In the past six years till January 1 in 2017, this government has increased the DA from 35 percent to 50 percent in six phases despite the financial crisis and it has led to an increase of expense by Rs 27,900 crore. Now, the amount will go up to Rs 32,400 crore as the total expense.”

The CM further stated: “One has to keep in mind that the Centre did not give the money to the state government. I am writing to the Centre asking it to give us the money that is needed to increase the DA along with them. Let them plan a policy. Now, there is GST which is a one-tax formula.”

She added that in the past six years her government has cleared a debt of Rs 1.79 lakh crore — a legacy left behind by the erstwhile CPI(M) government. “Moreover, this year we have to give Rs 45,000 crore and it will go up to Rs 47,000 crore next year,” she said adding that she made it possible to give the DA in such a situation just because she is always keen on small savings.

Stating that her government would have done much more if the Left Front government had not left behind the legacy of such a huge debt, she said: “Earlier, state government employees had to think whether they would get their salaries and pensions on the first day of every month or not. But now, they don’t have to worry as salary gets credited to their respective accounts on the first day of the month.”

She criticised the erstwhile Left Front government for not addressing the DA issue during their 34-year-long rule.

 

সরকারি কর্মচারীদের ১৫ শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর। বকেয়া ১৫ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। বৃহস্পতিবার নজরুল মঞ্চে কর্মচারীদের সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতা।

তিনি জানিয়েছেন ২০১৯-এর মধ্যে ধাপে ধাপে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। ২০১৮ সালের পয়লা জানুয়ারি ১৫ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মীরা। ৯ মাসের ব্যবধানে ফের রাজ্য সরকার ডিএ ঘোষণা করল।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্য ডিএ বাড়ালেও, সংবাদমাধ্যমেরও একাংশ তা নিয়ে অপপ্রচার করে। বকেয়া ডিএ নিয়ে পূর্বতন বাম সরকারেরও সমালচনা করেন।৩৪ বছর সময় মতো ডিএ না দেওয়ার জন্য এই পরিস্থিতি। তাদের করে যাওয়া ঋণ ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা শোধ করতে চলে গেছে। চলতি বছর ঋণ বাবদ আরও ৪৫ হাজার কোটি টাকা দিতে হবে।

পাশাপাশি তাঁর দাবি কয়েক লক্ষ টাকার দেনা মাথায় নিয়ে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কর্মচারীরা সময়মতো বেতন পান। মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি অনেকটাই বাড়ানো হয়েছে। বাছাই করা কর্মীদের সিঙ্গাপুর এবং অক্সফোর্ডে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে।

Health for all: Bengal shows the way

Healthcare is one of the major factors that determine the progress of a State and its people. From the time Trinamool Congress came to power, the state of healthcare in Bengal has progressed by leaps and bounds. The best matrix to judge this would be to look at some of the targets set by the National Health Policy 2017 for the country and comparing it to West Bengal.

The Central Government target for Life Expectancy at Birth is to achieve 70 by the year 2025. The Life Expectancy at Birth in Bengal in 2014 was 70.2.

The total Fertility Rate the Central Government hopes to attain by 2025 is 2.1, whereas in Bengal it was 1.6 as early as 2013. The lower the Total Fertility Rate, the better it is.

It is the same if we look at Infant Mortality Rate, where the Centre hopes to reduce the rate to 28 by 2019. In Bengal we had already lowered it to 26 in 2016.

In the last six years, Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

The State Government has also taken the path-breaking decision of withdrawing all user charges from all Government hospitals, including medical college hospitals. These user charges include those of drugs, surgical implants and usage of costly devices.

Under Mamata Banerjee, the Health Department has been one of the best-performing departments over the last five years in West Bengal. People all over the State are very happy with the overall developments in Healthcare.

 

স্বাস্থ্যে মমতার ছোঁয়া মা-মাটি-মানুষ সরকারের

মমতা বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর বিগত পাঁচ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নায্যমূল্যের ওষুধের দোকান, নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র এবং মাল্টি -সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন এনেছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হল জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭-র রিপোর্ট।

জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭ অনুযায়ী,

Life expectancy at birth:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট – ৭০
২০১৪ পশ্চিমবঙ্গ – ৭০.২

Total Fertility rate:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২.১ শতাংশ। ২০১৩ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এই হার ১.৬ শতাংশ।

শিশু মৃত্যুর হারঃ

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২৮। ২০১৬ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ২৬।

ইন্সটিটিউশন ডেলিভারিঃ

বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ইন্সটিটিউশন ডেলিভারির হার ৬৫ শতাংশ(২০১১) থেকে বৃদ্ধি পেয়ে ৯০ হয়েছে।

 

বর্তমানে রাজ্যের সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। এর পাশাপাশি, রাজ্যে সরকারী হাসপাতালগুলিতে ভর্তি সকল রোগীদের বিনমূল্যে ওষুধপত্র ও অনান্য সুযোগ সুবিধেও দেওয়া হচ্ছে। সরকারী হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে হয়েছে ২৭,০০০। সব মিলিয়ে সার্বিক উন্নয়নে রাজ্যের সমস্ত মানুষ খুব খুশি।

 

 

Bengal’s Sericulture Museum to get a new look

The office of the Directorate of Textiles (Sericulture) of the Bengal Government on Ganesh Chandra Avenue in Kolkata contains a unique collection of sericulture-related artefacts, many of them priceless, comprising the Sericulture Museum. Now plans are afoot to completely renovate the museum and make it a tourist attraction.

Among the priceless artefacts are about 150-year-old silk dresses, rare bamboo articles, beautiful showpieces made of shells, beautiful hand-woven sarees, some of which even have workings in gold.

The museum contains the first Durga idol based on a theme. It also contains various archaeological objects and other stuff.

The State Agriculture Department is doing the renovation. Besides tourists, this treasure trove is also expected to benefit students of history.

 

 

নতুন করে সাজছে সেরিকালচার মিউজিয়াম

কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের রেশম চাষের দপ্তরে রয়েছে এক আশ্চর্য সংগ্রহশালা। এই মিউজিয়ামকে নতুন করে জনগণের জন্য সাজিয়ে তুলবে রাজ্য সরকার।

এই সংগ্রহশালায় রয়েছে কমপক্ষে ১৫০ বছর আগের বাংলার রেশম বস্ত্র, যার খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। এছাড়াও রয়েছে বিরল বাঁশের শৌখিন দ্রব্য, সুদৃশ্য শাঁখের তৈরী শোপিস, নিপুণ হস্তশিল্পের ছোঁয়ায় নানা রকমের শাড়ি (যার কোনটার মধ্যে রয়েছে সোনার কাজ করা)।

কলকাতার প্রথম থিমের দুর্গা মূরতিটিও রয়েছে এই সংগ্রহশালায়। চোখ ধাঁধানো সম্ভার সংরক্ষিত রয়েছে কাঁচের বাক্সয় এছাড়া রয়েছে দুর্লভ প্রত্নতত্ত্ব দ্রব্য।

রাজ্য কৃষি দপ্তর এই সংগ্রহশালাটি প্রকাশ্যে আনার কাজ ইতিমধ্যেই শুরু করেছে। এই সংগ্রহশালা জনগণের জন্য খুলে দেওয়া হলে সুবিধা হবে অনেক ইতিহাসের ছাত্রছাত্রীদের।

 

 

WB Govt to set up Start-Up Incubation Centre 

The West Bengal Government will set up a Start-Up Incubation Centre to support the educated youth to start its own businesses. Powered by the State Information & Technology Department and WEBEL, the centre will come up a WEBEL premises in Saltlake Sector V.

A memo will be sent to the State Cabinet for approval of this project.

The State Government is also thinking of setting up a Rs 100 Crore fund which may be utilized a seed capital for the start-up organizations. The Government is planning to provide the initial fund support to them. Also, in case of diversifying the businesses, the Government will help to rope in foreign venture capital funds.

The IT-based start-up companies which are developing software products will be eligible to be included in the start-up incubation centre.

 

ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা রাজ্যের

শিক্ষিত যুবক যুবতীরা যাতে নিজেরাই ব্যবসা শুরু করতে পারে তাই তাদের সহায়তা করার জন্য রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং ওয়েবেল একটি বিরাট মাপের স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টার তৈরি করার পরিকল্পনা করেছে।

এই মর্মে রাজ্য মন্ত্রিসভার কাছে দপ্তরের তরফে একটি প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে।

স্টার্ট আপ সংস্থাগুলিকে সিড ক্যাপিটাল জোগাতে ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সরকার তাদের প্রাথমিক তহবিলে সহায়তা প্রদান করার পরিকল্পনা করেছে। এছাড়াও, ব্যবসা বহুমুখীকরণের ক্ষেত্রে, প্রয়োজনীয় তহবিলের জন্য বিদেশি ভেঞ্চার ক্যপিটাল ফান্ডগুলি সাহায্য করবে।

আইটি ভিত্তিক স্টার্ট আপ কোম্পানি যারা সফটওয়্যার প্রোডাক্ট উদ্ভাবন করেছে তারা এই ইনকিউবেশন সেন্টারের মধ্যে অন্তর্ভুক্ত হবে।

Five years of Poriborton in Bengal

May 13, 2011. The date will forever be etched in history, thanks to Didi.

The 34-year old Left `citadel` in Bengal was converted to rubble. The mandate of Ma, Mati, Manush prevailed over the Red brigade.

Four years of running a cash-strapped Government is an inhuman job. West Bengal Chief Minister Ms. Mamata Banerjee has proved to be much more than ordinary. Although a lion`s share of the State`s revenue is being taken away by the Centre as instalments for the debt incurred by the Left regime, with repeated requests of a debt moratorium falling onto the deaf ears of the Centre, West Bengal has carried out development in every sector in the State. Unthinkable, yet true.

What has the Government achieved in these four years? Democracy, peace and progress. Mamata Banerjee has given aconfidence to the people. There is hope in the air that Bengal can be the best.And Bengal has proven it. From fair price medicine shops to the Kanyashree scheme,from 100 Days’ Work Scheme to Jangalmahal, Bengal is a national model.

Four years ago, we had little to boastabout. Now we can boast about Brand Bengal – Biswa Bangla. Trinamool raised the slogan bodla noy, bodol chai and lived up to the principle in the last four years.

Mamata Banerjee has changed the work culture of the West Bengal Government. She did something that was unthinkable. She shifted the State Secretariat from Writers` Buildings to Nabanna (in Howrah). She set up a branch secretariat – Uttarkanya in Siliguri, North Bengal. She conducted over 80 administrative meetings at block level in four years, thus demonstrating how power can be decentralised from Kolkata to the districts.

As the old song goes-

It takes courage to answer a call,

It takes courage to lose your all,

It takes courage to risk your name,

It takes courage to be true.

It takes courage to dare,

Onethat no will share;

To bestanding alone,

One whom no one will own;

To beready to stake for another one’s sake,

It takes courage to be true.

West Bengal wins Krishi Karman for the fourth year in a row

West Bengal has won the Central Government’s Krishi Karman Award for outstanding agricultural productivity for the fourth year in a row. This time it is for the record production in oilseeds in the financial year 2014-15, of 9.01 lakh metric tonnes, which is an increase by 28.11% over the 2010-11 level. The cultivated area for oilseeds is now 7.76 lakh hectares, which is also an increase, by 15.67% over 2010-11.

Under the Trinamool Congress Government, the State has been making record productions of various crops. It is now a trendsetter in the country.

The State Government has created numerous schemes to benefit farmers, ranging from distribution of high-quality seeds to creation of better irrigation facilities to enabling easy procurement of fertilizers to helping farmers to get the right price for their produce by excluding middlemen by selling them at Krishi Bazaars.

Agricultural fairs have been held regularly since 2012-13 at block, district and state levels. For the first in India, a permanent site with infrastructure, called ‘Mati Tirtha,’ has been set up for agriculture and allied sectors – for fairs, exhibitions, demonstrations, promotions, publicity, etc.

 

চতুর্থবার কৃষি কর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার

দেশের মধ্যে কৃষিতে ব্যাপক সাফল্যের জন্য এই নিয়ে চতুর্থ বার কৃষি কর্মণ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। ২০১৪-১৫ আর্থিক বছরে ব্যাপক পরিমানে তৈলবীজ উ९পাদন হয়েছে পশ্চিমবঙ্গে।

তৃণমূল সরকারে অধীনে খাদ্যশস্য উ९পাদনে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্য। এই নিয়ে পরপর চার বার এই শিরোপা পেল রাজ্য।

রাজ্য সরকার কৃষকদের সাহায্যের জন্য কয়েকটি প্রকল্প চালু করেছে। উন্নতমানের বীজ বিতরণ করা হচ্ছে কৃষকদের। এছাড়া কৃষকরা যাতে তাদের উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পায় সেজন্য কৃষক বাজার তৈরি করেছে রাজ্য সরকার।

২০১২-১৩ সাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে কৃষক মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশের মধ্যে এই প্রথম কৃষকদের জন্য ‘মাটি তীর্থ’ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।

 

West Bengal wins Krishi Karman award fourth year in a row

West Bengal has done it again. For the fourth time in a row, the State Government received the Krishi Karman Award from the Government of India for outstanding performance in agricultural productivity.

Another feather in the cap is the ‘Trackchild’ web portal, developed by the State’s Women and Child Development and Social Welfare Department in association with West Bengal Police for tracking missing children, getting national recognition by being selected for the Gold Award at the 19th National Conference on E-Governance.

These awards are just an addition to the ever-increasing list of achievements and recognition received by the West Bengal Government. For the full list of awards received by Bengal in the last 5 years, click here and here.

 

চতুর্থবার কৃষি কর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ আবারও করে দেখাল। কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব উতপাদনের জন্যও এই নিয়ে চতুর্থবার কৃষিকর্মণ পুরস্কার পেল রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথভাবে নারী-শিশুকল্যাণ সমাজ কল্যাণ দফতর ‘ট্র্যাকচাইল্ড’ নামে যে ওয়েব পোর্টাল চালু করেছিল শিশু পাচারের ঘটনা রুখতে ও হারিয়ে যাওয়া শিশুকে সেই উদ্যোগে কেন্দ্রীয় স্তরে স্বীকৃতি পেয়েছে।  ই-গভর্ন্যান্স সংক্রান্ত ১৯ তম জাতীয় কনফারেন্সে এই স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্ত পুরস্কার এবং সম্মাননার ঝুলিতে নবতম সংযোজন এই ২টি পুরস্কার।

গত ৫ বছরে বাংলার প্রাপ্ত পুরস্কারের তালিকা বিশদ জানতে ক্লিক করুন এখানে কিংবা এখানে

 

CII inks pact with WB Govt to develop smart cities

The Confederation of Indian Industry (CII) on Friday sealed an agreement with the West Bengal government to build four smart cities in the state.

Dr Saugat Mukherjee, regional director, CII Eastern Region, and Sutanu Prasad Kar, mission director, Smart Cities Mission of West Bengal, signed the MoU during a Roundtable on CII National Mission on Smart Cities.

As per the agreement, CII will work with the state’s urban development department and other stakeholders in developing the vision, setting goals and charting strategies on how to transform Bidhan Nagar, New Town-Rajarhat, Haldia and Durgapur, the four urban locations in West Bengal, into world-class smart cities.

CII will also collaborate with the state government in terms of mobilising industry expertise and resources, the release said.

Top municipal and state government officials and senior executives from various companies took part.

Pous Utsav

Pous Utsav to be inaugurated on December 24, to be grander

The state government announced on Monday a week-long Pous Utsav that will unleash a sumptuous fare of pithey and payesh. In its second year, the utsav will be extended from one to two venues.

The Principal Secretary of Information & Broadcasting Ministry, Atri Bhattacharya said Pous Utsav started in 2013 under guidance of Chief Minister Mamata Banerjee.

Two venues

“Last year, the festival was organised in a small way and from this year we have plans to organise the festival in a big way. This year the Pous Utsav will be organised from December 24 to December 31. Unlike last year, the festival will be organised at two places – Princep Memorial and Mohar Kunja,” Bhattacharya said.

“The main aim of the festival is to bring city-based youths closer to the roots and to showcase West Bengal’s culture and tradition,” Bhattacharya said. The venues will be open from 11 AM to 9 PM on all days of the festival.

Highlighting Bengali culture

Various stalls will be put up where various products from micro, small and medium industries will be displayed for sale. Similarly, visitors to the festival will get to buy garments and products made by self-help groups (SHGs).

In addition, a number of food stalls will be present at both venues to cater to visitors. The cultural programmes will be organised. Bands, modern Bengali songs, recitation, folk music, folk dance will be performed during the week-long festival.

Ham Radio

WB Govt to use ham radio to issue warnings to fishermen

The state government has taken an initiative to use amateur radio, popularly known as ham radio, to communicate warnings to fishermen engaged in deep sea fishing.

The fishermen may soon get new technology that can send them weather bulletin and save them from venturing into the deep sea during extreme weather condition.

Recently the regional meteorological department along with the state fisheries department organised a workshop at Digha to demonstrate the efficacy of ham radio with the help of a radio club that operates in the state and across the country.

Mr Ambarish Nag Biswas, secretary of West Bengal Radio Club, said they have already given live demonstration in the presence of officials from both the fisheries department and regional meteorological department.

Another senior officer of the fisheries department said that they have already applied for necessary clearances from Ministry of Communication and Information and Technology.