Traditional fish items during Durga Puja at SFDC restaurants

Like every year, this year too, the State Fisheries Development Corporation (SFDC) will be serving special dishes at its five restaurants in Kolkata during Durga Puja.

The five are located at Nalban Food Park, Nabanna, Eco Park, Bidhan Sishu Udyan in Ultadanga and in front of Nicco Park. The food will be served in bell metal (kansa) or terracotta plates.

This year, the highlight will be fish items associated with the famous traditional pujas of zamindars of Kolkata and temple pujas of other places in Bangla.

The organisation is finalising the menu in consultation with the descendents of Sovabazar Rajbari, Sabarna Roy Choudhury Rajbari and other famous rajbaris of Kolkata. With respect to the temple pujas, one will be able to relish the magur macher tok of Sarbamangala Temple in Bardhaman and shol pora of Kanakdurga Shrine at Chilkagarh in Jhargram, among others.

The bhogs served at some of the traditional pujas of Kolkata will also be an integral part of the menu.

People will be able to try out boroli, the famous delicious fish from the streams of north Bengal, now being cultivated by the SFDC in three large waterbodies in Kolkata and Memari, and groupers and Indian pompano, also being cultivated by it in the last few months.

There will be a discount of 7 per cent in the thali items and on ordering over the online delivery app, Smart Fish (during the Puja days).

The SFDC will also set up stalls at the premises of 23 famous Durga Pujas in Kolkata, including Singhi Park, Hazra Park, Kalighat Milan Sangha and Hindustan Park in south Kolkata, and Jagat Mukherjee Park, Sovabazar, Tala Sarbajanin and Nalin Sarkar Street in north Kolkata.

Source: Millennium Post

 

Bengal Fisheries Dev Corp sets examples for other States

The Bengal Government’s State Fisheries Development Corporation (SFDC) has created a big impression at the recently-held two-day seminar-cum-fish festival organised by National Fisheries Development Board in Visakhapatnam.

The programme featured technical sessions, an exhibition, a fish festival and a cultural show.

According to the managing director of SFDC, the invitation itself was proof that the fish heritage of Bengal has attracted the attention of the whole country.

The managing director said that delegates were very impressed with the pond-based saline water fish culture that the SFDC has innovated. The fish cultivations are taking place in ponds on Henry’s Island.

At the exhibition, raw as well as cooked fish from the State were exhibited, and they proved very popular among the delegates. SFDC had taken chefs with them who rustled up the famous traditional fish dishes of Bengal.

This was a big step in making the well-known fishes and fish dishes as well as fish technologies of the State famous at a national level.

Over the years, under the patronage of Chief Minister Mamata Banerjee, the fisheries sector in Bengal has taken long strides to become one of the best in the country, at par or even better than the traditionally strong States in the south.

SFDC has also been invited to a meet on July 10 on the occasion of National Fish Farmers’ Day where officials from fish development bodies of various States, scientists, entrepreneurs and about 500 fish farmers from across the country would be present.

Source: The Statesman, Aajkaal

Image source

Now get live crabs delivered to your home through Smart Fish app

Come Poila Boishakh, the people of Bengal will be able to order their favourite fish dishes via a mobile app, thanks to the State Fisheries Development Corporation (SFDC) which started the app in January. Called Smart Fish, this app would allow a user to order live crabs too.

Crabs weighing 150 g to 500 g would be available; the price per kilogram would be Rs 500. For a start, only sea crabs would be available. Varieties of ready-to-cook as well as dressed fish can also be ordered, like rohu, catla, prawns, pabda and several more.

Orders will be taken from 10 am to 5 pm every day on this app. The fish items are delivered to the mentioned addresses within three hours.

 

বাংলা নববর্ষে বাঙালির পাতে নতুন অ্যাপে জ্যান্ত কাঁকড়া

বাংলা নতুন বছরে বাঙালিদের পাতে পড়তে চলেছে কাঁকড়া। সেইসঙ্গে অর্ডার দিলেই চলে আসবে রান্না করা মাছের নানারকম পদ। সৌজন্যে রাজ্যের মৎস্য উন্নয়ন নিগম এবং তাদের তৈরি ‘‌স্মার্ট ফিশ’‌ অ্যাপ। তবে কাঁকড়া কিন্তু জ্যান্ত অবস্থায় ডেলিভারি করা হবে। অ্যাপের মাধ্যমে অর্ডার দিলেই পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়।

চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ‌স্মার্ট ফিশ নামে একটি অ্যাপ চালু করেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বাজারে চালু যে মাছগুলি আছে যেমন রুই, কাতলা, চিংড়ি, পাবদা–সহ নানারকম মাছ এই অ্যাপটির মাধ্যমে অর্ডার দিলে তা একেবারে ‘‌ড্রেসড’ বা ‘‌রেডি টু কুক’‌‌ অবস্থায় পৌঁছে যাচ্ছে খরিদ্দারদের কাছে। বিষয়টি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে বলে জানিয়েছেন নিগম কর্তারা। ক্রমবর্ধমান এই চাহিদা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় কাঁকড়া চালু করার। সেইসঙ্গে রান্না করা মাছের নানারকম পদ।

অ্যাপের নাম ‘স্মার্ট ফিশ’‌। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। অর্ডার দিলে ৩ ঘণ্টায় মিলবে। অর্ডার দেওয়া যাবে রোজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কাঁকড়াগুলির ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম হবে। দাম কেজি প্রতি প্রায় ৫০০ টাকা। আপাতত শুধুই সামুদ্রিক কাঁকড়া পাওয়া যাবে।

Grouper fish to complement bhetki this winter

The State Fisheries Department has decided to serve a new type of fish on the plates of Bengalis this winter – grouper. The hatchlings are being procured from Visakhapatnam. They would be reared at the government hatchery in Fraserganj.
The reason for focusing on grouper is that it tastes just like an eternal favourite of Bengalis – bhetki. The government’s aim is to satisfy part of the high demand for bhetki with grouper. This would prevent unscrupulous traders from hiking up the price of bhetki to unreasonable levels – something they are wont to during winter, when the demand is high.
To initiate the project, a few lakh hatchlings would be bought by the Bengal Government this March. The Trinamool Congress Government has been putting a lot of stress in the farming of fish as well as on its exporting. Then, a lot of restaurants and ready-to-eat outlets are opening up in Kolkata and its outskirts as well as across the state, many by the State Government too, creating a huge demand for bhetki, among other types of fishes. Hence, the potential for grouper is quite high.
The whole project is being overseen by the State Fisheries Development Corporation (SFDC). According to officials of SFDC, the tastes of both the fishes are similar and hence the grouper’s price too would be at the same level as the bhetki’s. SFDC officials expect grouper to capture the hearts and minds of Bengalis soon.

আগামী শীতে ভেটকির বদলে নতুন মাছ গ্রুপার

 

আগামী শীতে বাঙালির পাতে নতুন মাছ পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বিশাখাপত্তনম থেকে আনা হচ্ছে নতুন মাছের চারা। এই মাছের নাম গ্রুপার। এই চারা নিয়ে যাওয়া হবে ফ্রেজারগঞ্জ হ্যাচারিতে। সেখানেই এই মাছের চাষ করবে নিগম।

এই মাছ দেখতে ভেটকি মাছের মতো। স্বাদও একই রকম। শীতের সময় যেভাবে ভেটকি মাছের চাহিদা বাড়ে, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে জোগান দেওয়া যায় না, এই ঘাটতি মেটাতেই এই নতুন মাছের কথা ভাবা হয়েছে।

নিগমের বক্তব্য অনুযায়ী, এই মাছের স্বাদ ভেটকি মাছের থেকেও ভালো, তাই, আশা করা যাচ্ছে বাঙালির পাতে এই মাছ সহজেই জায়গা করে নেবে। এই মাছের বৃদ্ধির হার একটু কম, তাই এক দেড় কিলোর মাছ পেতেও অন্তত শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভেটকি মাছের মতোই এই মাছের দাম রাখা হবে বলে মনে করা হচ্ছে।

Source: Khabar 365 Din

State Govt firming up plans for fish tourism

Bengalis are synonymous with being fish-eaters. Keeping that in mind, the State Government is firming up plans to set up a fish tourism circuit. And not just Bengalis, anyone can partake of delicious fish dishes to be served as part of tours.

The State Fisheries Development Corporation (SFDC) is preparing the blueprint for the tourism circuit. The circuit would centre around the hotels run by SFDC in places like Digha, Udaypur, Henry Island, Bishnupur, Jamunadighi and Siliguri.

A typical tour would consist of a two days-one night package, with fish as the focal theme – be it food or sightseeing. And fish dishes to be served would comprise the traditional favourites of Bengalis as well as newly-introduced varieties in the state like chanos (also called milkfish), pompano, cobia (all marine fishes) and vannamei (a type of shrimp).

The fish tourism circuit would begin functioning with tours to Digha.

Salient points:

· Air-conditioned luxury buses would take tourists to the SFDC-run hotels (from Kolkata, in the case of Digha).

· Lunch and dinner would consist of a range of fish dishes, cooked both in the Bengali as well as in foreign styles.

· Supper would consist of fish pakoda or fish fry, along with coffee.

· After lunch, films where fish is the focal theme, like Ganga and Padma Nadir Majhi, would be shown.

· During the evening, the hotel would arrange fishing trips.

· Early morning the next day, the guests would be taken to bheris or fish farms to watch live huge fishes being caught for commercial exploitation.

· After coming back to the hotel, breakfast would be served, which would consist of fish kachori, fish sandwich or fish-stuffed paratha.

· Breakfast would be followed by sightseeing (to places like Mandarmani and Talsari, in the case of the Digha tour).

· Coming back, lunch would be served, again consisting of a huge fish spread.

· Later, the tourists would be taken back home/to their bases aboard the luxury buses.

 

মাছের পদে মন ভরিয়ে ঘোরার আমেজ রাজ্যজুড়ে

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। নিপুণ হাতে কাঁটা বেছে মাছ খাওয়ার যে কৌশল বাঙালি যুগ যুগ ধরে রপ্ত করেছে, সেই রেওয়াজকে আর চার দেওয়ালে আটকে রাখতে চায় না রাজ্য সরকার।

দুপুরে সরষে বাটা-কাঁচালংকা অথবা আদা-পিয়াজ-রসুনের রসায়নে মাছের ঝাল খেয়ে যাদের অরুচি ধরে গিয়েছে, তাদের জন্য একেবারে নতুন আয়োজন। রেস্তরাঁয় গিয়ে ভিন্ন স্বাদের মাছ চাখা নয়। শুধু মাছকে থিম করেই আস্ত একটা পর্যটন প্যাকেজ চালু করতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। শুধু নিছক বেড়ানো নয়। ঝালে-ঝোলে-অম্বলে মাছ দিয়ে পাত সাজিয়ে বাজিমাৎ করতে চায় নিগম। সেই ভাবনা থেকেই মাছকে থিম করে সকাল-সন্ধ্যা অতিথি আপ্যায়নে এবার রাজ্যে আসছে ফিশ ট্যুরিজম।

মৎস্য দপ্তরের আওতায় থেকে এখন চুটিয়ে ব্যাবসা করছে মৎস্য উন্নয়ন নিগম। কাঁচা মাছ বিক্রি তো আছেই, পাশাপাশি রয়েছে তাদের নিজস্ব রেস্তরাঁয় রকমারি খাওয়ার আয়োজন। রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নিগমের ফুড কোর্ট। কলকাতার পাশাপাশি দীঘা, উদয়পুর, হেনরি আইল্যান্ড, বিষ্ণুপুর, যমুনাদিঘি বা শিলিগুড়িতে আছে সেসব হোটেল। দপ্তরের কর্তাদের কথায়, যেখানে যেখানে নিগমের বড় ভেড়ি রয়েছে, সেই সব এলাকার আশপাশে তৈরি করা হয়েছে হোটেলগুলি। সেগুলিতেই এই ফিশ ট্যুরিজম চালু করছে নিগম। নলবনে এমনই আহারি পর্যটনের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী।

ভারতে কোথাও আলাদা করে মাছ কেন্দ্রিক পর্যটন নেই, এমনটাই দাবি করছেন দপ্তরের কর্তারা। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌম্যজিৎ দাস বলেন, যারা মাছ ভালোবাসেন, তারা যাতে মাছকে সঙ্গী করে ঘুরে-বেড়াতে পারেন, সেই ব্যবস্থাই করছি আমরা। সেখানে থাকবে ছিপ নিয়ে মাছ ধরার বিলাসিতা বা ভেড়ি থেকে মাছ ধরা চাক্ষুষ করার আয়োজন। থাকবে সাইট সিয়িং। সঙ্গে থাকবে নানা ধরনের মেছো পদ। দীঘা বা উদয়পুর বা বকখালির কাছে হেনরি আইল্যান্ডে যেমন সেগুলি সহজে হবে, তেমনই বিষ্ণুপুর, বর্ধমান বা শিলিগুড়িতেও পর্যটকরাও আনন্দ পাবেন। নিগমের এই উদ্যোগটিকে কাজে লাগাতে দায়িত্ব দেওয়া হয়েছে একটি প্রথম সারির ট্যুর অপারেটর সংস্থাকে।

সংস্থাটির কর্ণধারের কথায়, আমরা যেমন গোটা ট্যুরে পর্যটকদের চিরাচরিত মাছ খাওয়াব, তেমনই থাকবে চ্যানোস, পমপ্যানো, কোবিয়া বা ভেনামাই’য়ের মতো মাছ। রান্নাতেও থাকবে কেরামতি। সব মিলিয়ে মাছ দিয়েই পর্যটনের নতুন দরজা খুলতে তৈরি রাজ্য।

মেছোবিলাসঃ-

দীঘায় যে ফিশ ট্যুরিজম চালু হচ্ছে, সেখানে সকালে কলকাতা থেকে বিলাসবহুল বাসে পর্যটকদের নিয়ে যাবে নিগম। এক রাত-দু’দিনের প্যাকেজে পরের দিন ফের কলকাতায় ফেরা।

দুপুরের খাবার পাতে থাকবে পাঁচ রকমের মাছের পাঁচ পদ। কোনওটা আবহমানকালের বাঙালি রান্না, আবার কোনওটায় বিদেশি ‘টাচ’ দিয়ে ফিউশন। খাওয়ার শেষে ভাত-ঘুমের আগে ভিসিডিতে ‘পদ্মা নদীর মাঝি’ বা ‘গঙ্গা’র মতো সিনেমা, যেখানে মাছই থিম।

বিকালে ফিশ পকোড়া বা ফিশ ফ্রাই সহযোগে কফি। ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে দেবেন কর্মকর্তারাই। রাতে ফের খাবার পাতে পাঁচ রকমের মাছ দিয়ে আয়োজন।

ভোরবেলা মাছ ধরা দেখতে নিয়ে যাবেন উদ্যোক্তারা। কীভাবে পেল্লায় সাইজের গলদা জালে ধরা পড়ছে, সেসব দেখা যাবে একেবারে ‘লাইভ’।

ফিরে এসে মাছের কচুরি, ফিশ স্যান্ডউইচ বা মাছের পুরভরা পরোটার মতো জলখাবার খেয়ে বেড়াতে বেরনো। নিজস্ব টোটোতে মন্দারমণি বা তালসারির মতো সাইট সিয়িং করাবেন উদ্যোক্তারাই। ফিরে এসে ফের পাঁচ রকম পদ সাজিয়ে লাঞ্চ।

দীঘার মতোই মৎস্য উন্নয়ন নিগমের হাতে থাকা রাজ্যের সবক’টি হোটেলেই এমন প্যাকেজ ট্যুর থাকছে।

 

Source: Bartaman

Three-day ‘Fish Fest’ in Kolkata from today

The State Fisheries Development Corporation (SFDC), in association with the National Fisheries Development Board (NFDB), Indian Chamber of Commerce (ICC) and state fisheries department, will celebrate its golden jubilee by organising a three-day ‘Fish Fest’ from December 18 to 20 at Nalban Food Park in Salt Lake.

The aim is to showcase and promote the fisheries industry with an aim to increase fish productivity in the state and to attract more investments in the sector.

SFDC have been taking up a number of activities in the recent past to develop the state’s fisheries sector. The event will be organised to promote fisheries in the government and corporate sectors. There will be a food court that will serve various fish dishes, like Vietnam sheat fish, basa, apart from more familiar dishes.

Representatives of several other state fisheries development boards will also be present during the three-day event. Fish medicine will also be a highlight at the event.