Soon, six more new Sufal Bangla stalls to come up

Besides setting up more stalls of Sufal Bangla in the districts, the state agriculture marketing department has taken measures to let more people in the city avail the facility with six more stalls coming up at Tollygunj, Shyambazar and Ultadanga respectively.

Tapan Dasgupta, the state Agriculture Marketing minister, said: “More Sufal Bangla stalls are coming up in the city. Some including the one in Alipore and Tollygunge has already started operations. Two more in Bankura and Bishnupur are ready to let the people in the area avail the facility.” In Kolkata, total four Sufal Bangla stalls will come up at Tollygunge and its adjoining areas. One each will be set up at Shyambazar and Ultadanga. It may be mentioned that already there is one stall at Salt Lake and another one at Alipore. The Alipore stall is the first one where the facility of home delivery has been initiated.

The state Agriculture Marketing department has also introduced the service in Sufal Bangla stall at Santiniketan. The work to make the facility available in other places soon has also started. At present, one needs to call at a phone number to place the order after going through rates of different vegetables provided in the website of Sufal Bangla. In a bid to make the process easier, the state Agriculture Marketing department has taken an initiative to launch a cell phone app using the one that can easily locate a Sufal Bangla shop and place orders for home delivery. The department is having plans to set up Sufal Bangla stalls in all districts and letters were also being written to District Magistrates seeking assistance to identify lands where such stalls can be set up.

At present there are total 33 Sufal Bangla stalls including 14 mobile ones which move around in different places to let people buy fresh vegetables at the right price. With setting up of more stalls in Kolkata, the urban populace can easily buy fresh vegetables at the right price. Moreover, the home delivery system would be immensely beneficial for the urban populace as they do not have to go to market places to buy the vegetables and at present fish, eggs and different varieties of rice are also made available in Sufal Bangla stalls.

 

আরও ৬ টি সুফল বাংলা স্টল চালু করছে রাজ্য কৃষি দপ্তর

জেলায় জেলায় সুফল বাংলা স্টল তৈরীর পাশাপাশি শহরেও আরও সুফল বাংলা স্টল চালু করবে রাজ্য কৃষি দপ্তর। এই জায়গাগুলি হল কলকাতার টালিগঞ্জ, শ্যামবাজার, উল্টোডাঙ্গা। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ২ টি স্টল তৈরী হয়ে গেছে, সেগুলিও শীঘ্রই চালু হবে।

এর আগে আলিপুর ও সল্টলেকে সুফল বাংলা স্টল চালু হয়ে গেছে। আলিপুর স্টলটিতে প্রথম হোম ডেলিভারির সুবিধা চালু করা হয়েছে।রাজ্য কৃষি বিপণন দপ্তর শান্তিনিকেতনেও সুফল বাংলা স্টল চালু করেছে।

সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন শাক সবজির মুল্য দেখে মানুষ একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য রাজ্য কৃষি বিপণন বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে কোথায় কোথায় স্টল আছে এবং সেখান থেকে কততা দুরত্ব পর্যন্ত হোম ডেলিভারি পাওয়া যাবে সেই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের প্রায় ৩৩ টি সুফল বাংলা স্টল রয়েছে।

এই স্টল গুলিতে শাক সবজি ছাড়াও মাছ, ডিম ও বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। বাজারে না গিয়ে বাড়িতে বসে মানুষ যাতে সহজেই টাটকা মাছ, ডিম শাকসবজি কিনতে পারে সেইজন্যই এই উদ্যোগ।

 

 

Sufal Bangla outlets to be set up in 8 more districts

In a prompt reply to the request of the state agriculture marketing department, eight districts’ authorities have so far extended their support by identifying plots to set up outlets of Sufal Bangla to let more people buy fresh vegetables and so that farmers get right price for their produce.

Eight districts including Burdwan, Malda, Nadia, Cooch Behar, Jalpaiguri and Bankura have written to the Bengal Agricultural Marketing department stating that plots have been identified where outlets of Sufal Bangla can be set up. Plots at Siliguri have also been identified.

After Trinamool Congress Government returned to the power for the second term, the agriculture marketing department had set a target of opening at least five outlets in each district. At present, there are around 30 outlets functional in Kolkata, Howrah, Hooghly and Birbhum.

 

আরও আট জেলায় গড়ে উঠবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র

রাজ্যের আরও আট জেলায় তৈরী হবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র। রাজ্য কৃষি বিপণন দপ্তরের অনুরোধে আটটি জেলার আধিকারিকরা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্ধমান, নদীয়া, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি ও বাঁকুড়ার জেলা আধিকারিকরা রাজ্য কৃষি বিপণন দপ্তরকে জানিয়েছেন সুফল বাংলার বিপণন কেন্দ্রের জন্য তারা ইতিমধ্যেই জমি পেয়ে গেছেন। শিলিগুড়িতেও উপযুক্ত জমি রয়েছে।

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য কৃষি বিপণন দপ্তর প্রতিটি জেলায় অন্তত পাঁচটি করে সুফল বাংলার বিপণন কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বীরভূম জেলাতে এই মুহূর্তে এইরকম ৩০টি কেন্দ্র এই মুহূর্তে চলছে।

mati utsab

WB CM inaugurates ‘Mati Tirtha’ in Bardhaman

Mati Utsav, an initiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, set to take off from today, January 19 and will continue till January 25. The Chief Minister inaugurated it.

Every year, this festival was being held at the Lalbaba Ashram ground in Panagarh in Bardhaman district. This year a permanent venue called Mati Tirtha, near Kalna Road, has been readied. Already, this new festival ground has become a place of attraction for local residents who are coming in large numbers.

The State Agriculture Marketing Department readied the newly-constructed permanent venue. The Chief Minister also laid the foundation stone of ‘Lyangcha Tirtha,’ a manufacturing and marketing hub for the famous local sweets of Bardhaman district – lyangcha, mihidana and sitabhog.

 

The salient points of the speech she gave at the inauguration of Mati Utsav are as follows:

  • I welcome everyone on this joyous occasion. I am happy to see my folk artists perform here.
  • Mati Tirtha symbolises the rural culture. Farmers can now get guidance from here.
  • There is also a small hut here where I will come and stay when I want to stay close to my beloved Mati.
  • This soil is our dharma bhoomi, karma bhoomi, pitri bhoomi, matri bhoomi.
  • We started Mati Utsav is 2012. The United Nations declared 2015 as the International Year of the Soil. Bengal shows the way for the world.
  • It is our land that has made us who we are today. We must celebrate this rich heritage of our land.
  • I love greenery. I love environment. I love nature. We must promote agriculture and animal husbandry.
  • 341 Krishi Ratnas have been given out today, as part of Krishi Samman. We observe Krishi Diwas on Nandigram Diwas.
  • We have allocated Rs 450 crore for a new agricultural project.
  • Mati Tirtha has been developed keeping in mind farmers, artists and the local people.
  • In Bardhaman, superspeciality hospitals are coming up in Asansol and Kalna.
  • A medical hub is coming up in Asansol.
  • An industrial park is coming up in Panagarh.
  • A Greenfield airport has already come up in Andal. It will give a major boost to the development of the area.
  • We have allocated Rs 400 crore for electrification of rural Bengal.
  • We have allocated Rs 262 crore for further improving the power infrastructure.
  • We have inaugurated nine Karma Tirthas (marketing hubs) in Bardhaman district at a cost of Rs 243 crore.
  • Seven more Karma Tirthas have been inaugurated today.
  • 12 mini-stadiums will come up in Bardhaman district.
  • A hub for the manufacturing and marketing of lyangcha, sitabhog and mihidana, called Lyangcha Tirtha, is also coming up here. These delicacies will be marketed under the Biswa Bangla brand.
  • We have taken initiatives for boosting the muslin industry. 50 Muslin artisans are being specially trained by the State Government.
  • We have provided government service to almost 8.5 crore people out of the eligible 9 crore in the State.
  • 7.7 crore people would be provided foodgrains at a subsidised rate – rice at Rs 2 per kg per person and flour (atta) at the same rate – under the Khadya Sathi programme. Of these 7.59 crore are already getting these.
  • 31 lakh girls have been registered under the Kanyashree Scheme.
  • 40 lakh students are being given bicycles under the Sabuj Sathi Scheme – 25 lakh students of classes X to XII would be provided by February, and 15 lakh students of class IX would be provided from May to September.
  • 16 lakh students have received scholarships under the Sikshashree scheme.
  • 1.25 crore minority students have been given scholarships in the last 4 years, while during the 34-year CPI(M) rule, only 8 lakh were distributed.
  • 1 lakh have benifitted under the Yuvashree Scheme.
  • 50,000 folk artists have been registered under Lok Prasar Scheme.
  • Karma Tirthas, Kisan Mandis, industrial training institutes (ITIs) – we have done so much for West Bengal.
  • Our government has given 30% subsidy to self-help groups (SHGs). We have reduced the interest on loans for SHGs by 2%, and started insurance schemes for accidental deaths for SHG members.
  • 42 lakh caste certificates have been given out in one month. It was very difficult to obtain the same under the previous government.
  • The Agriculture Department will be in constant contact with the farmers, advising them and assisting them to better their farming practices.
  • The Left Front government incurred huge debts and we are still paying back the Centre, a huge Rs 1 lakh crore per year.
  • What was not done in 34 years has been done in four years by us despite of this financial crunch.
  • A krishi viswavidyalaya (agricultural university) is coming up in Sadhanpur (in Bardhaman district).
  • A polytechnic college has been set up in Memari.
  • 200 schools in this district have been upgraded from secondary to higher secondary.
  • 100% of the eligible recipients for Kisan credit cards (KCCs), digital ration cards and mid-day meals (MDMs) have been covered.
  • Out of a target of 45 lakh metric tonnes of food grain procurement from farmers, we have already bought 14 lakh metric tonnes.
  • Seven new fair price medicine shops, five new fair price diagnostic centres, 24 new SNCUs have come up in Bardhaman.
  • 2.75 lakh acres of land have been brought under irrigation in the district. An area of 62,000 more acres will be brought under irrigation soon.
  • 480 muslin artists have been brought under ‘Project Muslin’ in Bardhaman.
  • An Asian Development Bank (ADB)-finance road project worth Rs 3200 crore will pass through Bardhaman.
  • Another road will connect North Bengal to South Bengal.
  • Mati is the biggest strength of my life.
  • West Bengal has received Krishi Karman award from the Centre for the fourth year in a row.
  • We are number one in India in small scale industries and skill development.
  • We are number one in India in providing scholarships to minority-community students.
  • We have provided reservation to 97% of the eligible communities.
  • We have set up 13 universities and 45 Government colleges. Only 30 colleges were set up in Bengal from independence till 2011.
  • We have set up 130 Kisan Bazaars, out of our target of 176.
  • We will take up new work every new day that we get. Work waits for no one.
  • We believe in people’s alliance and not in any unholy nexus or compromise.
  • We have distributed compensation worth Rs 1100 crore for the flood-affected last year. The Centre did not pay a penny to us.
  • The Centre stopped funds for the ICDS programme. We are paying the salaries of ASHA workers – Rs 1500 each per month. We have provided income-generation opportunities to the tune of Rs 6000-7000 for the ASHA workers. We will distribute bicycles to ASHA workers too.
  • Our work should reflect our tolerant attitude.
  • We believe in a political ideology that is not destructive but which believes in creation. We abhor parties that delight in skeletons and dead bodies.
  • Who created 19 human rights courts and fast track courts? We did.
  • More jobs will be created as more infrastructure is being created. We have given jobs to 67 lakh people in four years. Two lakh more would be provided.
  • 70 police stations have been set up in the State, among which there are 26 women’s police stations and eight coastal police stations.
  • Some people only spread hate and jealousy. Who stopped you from working in your 34-year rule?
  • The days of load-shedding are over. The Left Front Government was called the government of power cuts. That is history now.
  • People will laud Mamata Banerjee for the next 100 years for her work.
  • Who stopped the Left Front from starting Krishak Ratna, Mati Tirtha, Lok Prasar or Karma Tirtha? Why are they complaining now?
  • I thank the Indian Chamber of Commerce for their support and cooperation in organising this Mati Utsav.
  • I have repeatedly visited districts. I do not believe in working from Nabanna. I want to take the Secretariat to the people.
  • January 23 is the birthday of Netaji. It is a day of glory and pride for India. Netaji was the person who created the famous slogan, ‘Jai Hind.’
  • Who stopped the Left Front Government from starting Mati Tirtha, Kanyashree, Shikshasree, Sabuj Sathi or Khadya Sathi?
  • Bengal never loses. Bengal never bows her head.
  • The logo of Sabuj Sathi represents the youth of Bengal who will achieve great success globally.
  • Do not pay heed to those who play divisive politics. The heart cannot be divided. We are all one.

 

বর্ধমানে মাটি তীর্থের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবছরও ১৯-২৫ শে জানুয়ারি মাটি উ९সব পালন করা হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করলেন।

প্রতি বছর এই অনুষ্ঠানটি হয় বর্ধমানের পানাগড়ে লালবাবা আশ্রমে। এবছর থেকে প্রতি বছর এই অনুষ্ঠানটি স্থায়ী ভাবে হবে কালনার কাছে ‘মাটি তীর্থ’ তে।  ইতিমধ্যেই এই নতুন উ९সবের স্থানটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং স্থানীয় মানুষের সমাগম হচ্ছে।

মুখ্যমন্ত্রী ৬৭টি প্রকল্পের শিলান্যাস করেছেন, যার বাজেট ৭৪৬ কোটি টাকা।

বর্ধমানের জনপ্রিয় মিষ্টি-মিহিদানা, ল্যাংচা ও সীতাভোগ প্রস্তুতি ও বিক্রয়কেন্দ্র ‘ল্যাংচা তীর্থ’ শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ 

  • বর্ধমানে মাটি উ९সবের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী
  • বীরভূমে একটি স্থায়ী মাটি তীর্থ তৈরি হয়েছে
  • “এ মাটি আমার বেদ বেদান্ত, এ মাটি আমার কোরান, পুরান”
  • ২০১২ সাল থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, আমরা সবার আগে এই উ९সব শুরু করেছি
  • আমরা ৬০ জনকে কৃষি সম্মান দিয়েছি
  • ভারতের প্রথম গ্রিন ফিল্ড এয়ারপোর্ট তৈরি হয়েছে অন্ডালে
  • বর্ধমান জেলায় তৈরি হবে ১২ টি মিনি স্টেডিয়াম
  • ব্রধমানে মোট ৭৫০ কোটি টাকার প্রকল্প চালু করা হল
  • ৭ কোটি ৭০ লক্ষ মানুষকে আনা হচ্ছে খাদ্যসাথী প্রকল্পের আওতায়
  • ৩১ লক্ষ কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত এবং ৪০ লক্ষ ছেলেমেয়ে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে
  • ৬০ হাজার শিল্পী রয়েছেন লোকপ্রসার প্রকল্পের আওতায়
  • উত্সব হবে না তো কি নরকঙ্কাল এর মিছিল হবে?
  • গত ৪ বছরে ১ কোটি ২৫ লক্ষ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়েছে
  • ৪২ লক্ষ জাতি সংশাপত্র দেওয়া হয়েছে
  • আমি চাই বাংলা নিজের পায়ে দাঁড়াক
  • উত্সব এখন চলবে। সব মানুষ মিলে গেলেই উত্সব হয়
  • জামাল্পুর ব্লকেও তৈরি হবে আইটি আই
  • হচ্ছে না, হবে না শুনতে শুনতে কান পঁচে গেছে। ৪০ বছরে যা কাজ হয়নি, ৪ বছরে করে দিয়েছি
  • খাদ্যসাথী প্রকল্পের আওতায় ২৭শে জানুয়ারি থেকে ২ টাকা কেজি দরে চাল ও গম পাবে মানুষ
  • এখানে ২ লক্ষ ৭৫ হাজার একর জমিতে সেচ ব্যবস্থা চালু করা হয়েছে, মে মাসের মধ্যে আরও ৬২ হাজার একর জমিতে চালু হবে
  • “মাটি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, মাটি আমাদের সবচেয়ে বড় গৌরব”
  • ক্ষুদ্রশিল্পে ও এম এস এম ই তে আমরা প্রথম
  • মানুষ চায় মানুষের জোট। ঘোঁটে কোনও লাভ নেই। মানুষের মহাজোট চাই
  • ৪ বছ্রে আমরা ৪৫ টি সরকারি কলেজ তৈরি করেছি, স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলায় মোট ৩০ টি কলেজ তৈরি হয়েছে
  • বন্যায় আমারা ১১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি
  • কেন্দ্র আই সি ডি এস এর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ,আমরাই এখন সেই প্রকল্প এগিয়ে নিয়ে চলেছি
  • ‘আশা’-র সকল ছেলেমেয়েদের আমরা সাইকেল প্রদান করব
  • ৪ বছরে আমরা ৭০ টি পুলিশ স্টেশন তৈরি করেছি, এর মধ্যে ২৬ টি মহিলা পুলিশ স্টেশন
  • “আগামী দিন আমাদের ছাত্র যৌবনের জন্যই”
  • ৪১ টি মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আরও ১৬ টি হাসপাতাল তৈরি হবে
  • গণমাধ্যমে কৃষি কথার আসর চালু করুন, সেখানে কৃষি সংক্রান্ত তথ্য ও পরামর্শ দিন
  • বর্ধমানে ৪৮০ জন মসলিন শিল্পীকে নিয়ে তৈরি হবে ‘প্রজেক্ট মসলিন’ প্রকল্প
  • বাংলা কখনো হারে না, বাংলা কখনোও মাথা নত করে না
  • “হৃদয় কখনো ভাগ করা যায় না, যারা ভাগাভাগির রাজনীতি করে তাদের কথা শুনবেন না”