Bengal Govt to enrol retired sportspersons under Swasthya Sathi from April 1

The State Youth Services and Sports Department will initiate the enrolment of retired sports personalities under the Swasthya Sathi scheme from April 1. Already more than 2.5 crore people are deriving its benefits.

Chief Minister Mamata Banerjee had made the announcement regarding this while addressing the Khelashree programme at Netaji Indoor Stadium last January. The initiative has been taken to ensure that veteran sports personalities do not face any problem in getting any sort of treatment.

According to a senior official of the Youth Services and Sports Department, the retired sports personalities can collect application forms from April 1 and from the same day the filled-up forms may be submitted.

The forms will be available at the office of the department at the New Secretariat Building and its offices in the districts, and also from the offices of the various sports associations. The forms will also be available online. The filled-up application forms will be sent to the State Health and Family Welfare Department as it is the implementing authority.

It may be mentioned that retired sports personalities will get a medical benefit of up to Rs 5 lakh per annum under the Swasthya Sathi scheme. The beneficiaries can avail treatment in more than 500 hospitals and nursing homes in the state, which are graded under three categories on the basis of services available. There is also an information support system through which related details may be obtained over phone.

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়রাও আসবেন স্বাস্থ্য সাথীর আওতায়

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের স্বাস্থ্য সাথীর আওতায় নাম নথিভুক্তিকরণ শুরু করবে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। প্রাক্তন খেলোয়াড়দের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা জানুয়ারি মাসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাশ্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২.৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রবীণ খেলোয়াড়রা চিকিৎসার জন্য কোনও অসুবিধার সম্মুখীন যাতে না হন, তাই তাদেরও অন্তর্ভুক্ত করা হল এই প্রকল্পে।

১লা এপ্রিল থেকে ফর্ম বিতরণের পাশাপাশি পূরণ করা আবেদনপত্র জমাও নেওয়া হবে।। এই ফর্ম পাওয়া যাবে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিঙে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কার্যালয়, জেলায় এই দপ্তরের অফিস ও অন্যান্য ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে। পরবর্তীকালে এই ফর্ম যাতে অনলাইনেও পাওয়া যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল।

আবেদনপত্রগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পাঠাতে হবে, যেহেতু এই দপ্তর প্রকল্পটি বাস্তবায়িত করছে। এই পরিষেবায় প্রাক্তন খেলোয়াড়রা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন বিনামূল্যে। এই চিকিৎসা তারা ৫০০-রও বেশী হাসপাতাল ও নার্সিং হোমে পেতে পারবেন। এই চিকিৎসাকেন্দ্রগুলিকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, কোথায় কিরকম পরিষেবা পাওয়া যায়, সেই নিরিখে। এই চিকিৎসাকেন্দ্রগুলিতে ইনফরমেশন সাপোর্ট সিস্টেম আছে, যেখানে ফোনের মাধ্যমে তথ্য পাওয়া যায়।

Source: Millennium Post

 

Trinamool MPs raise matters of public importance during Zero Hour in Rajya Sabha

Trinamool MPs – Derek O’Brien, Vivek Gupta, Nadimul Haque – today raised several matters of public importance during Zero Hour in Rajya Sabha.

While Derek O’Brien spoke on securing interests of Indian IT firms creating value globally, Vivek Gupta demanded an investigation into the case of missing JNU student Najeeb. Nadimul Haque’s Zero Hour mention on honouring the glory of former sportspersons received support across the aisle.

“We need to protect the Indian IT companies. They play a positive role across the world. The software engineers are a jewel in the crown of Indian and international workforce,” Derek said.

Click here to read the full transcript of his speech.

Vivek Gupta said that the issue of missing student Najeeb is a clear case of political vendetta and wondered if Najeeb will become yet another statistic of missing person.

Click here to read the full transcript of his speech.

Nadimul Haque, in his speech, cited several examples of  several international medalists medallists who have become now drivers, stone quarry worker etc.

Click here to read the full transcript of his speech.

Vivek Gupta also made a special mention on the issue of federalism. “Centre has not given any moratorium to Bengal for debt relief but has helped foreign countries. Centre has done nothing for the shortage of IAS/IPS officers in the State,” he said.

He added, “Centre, of late, has been taking several decision arbitrarily without consulting the States. Centre has decided to remit money to MGNREGA directly. This is a direct attack on States’ fiscal independence.”

Click here to read the full transcript of his speech.

 

দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যসভায় উত্থাপিত করলেন তৃণমূল সাংসদরা 

আজ রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বিবেক গুপ্তা ও নাদিমুল হক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এইচ ১বি ভিসা ইস্যুতে ডেরেক ও’ব্রায়েন তথ্যপ্রযুক্তি কর্মীদের স্বার্থ সুরক্ষিত করার দাবী করেন। জেএনএউ এর ছাত্র নাজিবের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে তদন্তের দাবি জানান বিবেক গুপ্তা। নাদিমুল হক প্রাক্তন খেলোয়াড়দের অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রসঙ্গ তোলেন যা কক্ষে উপস্থিত সকলেই সমর্থন করেন।
বিবেক গুপ্তা বলেন, নাজিবের নিরুদ্দেশ হওয়া একটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। তিনি সরকারের কাছে আবেদন করেন নাজিব যেন শুধুই নিরুদ্দেশের পরিসংখ্যান হয়ে থেকে না যায়।
নাদিমুল হক তাঁর বক্তব্যে  আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনেক খেলোয়াড়দের প্রসঙ্গ তোলেন যারা এখন জীবিকা নির্বাহের জন্য পাথরের খাদানে কিংবা ড্রাইভারের কাজ করছেন।
বিবেক গুপ্তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ব্যাপারে একটি ‘স্পেশ্যাল মেনশন’ পেশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার ঋণ মুকুবের ক্ষেত্রে কিছু না করলেও অন্যান্য অনেক দেশকে আর্থিক সাহায্য করছে। রাজ্যে আইএএস ও আইপিএস আধিকারিকদের ঘাটতি নিয়েও কিছু করেনি কেন্দ্র। তিনি বলেন, এই সরকার রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে।