SpiceJet to explore sea-plane manufacturing in Bengal

Private low-cost carrier SpiceJet would explore the possibility of manufacturing sea-planes in West Bengal, its chairman Ajay Singh said. The announcement was made at the inaugural session of the 4th edition of the Bengal Global Business Summit that kicked off in Kolkata on Tuesday.

Ajay Singh said there was a potential for making West Bengal a hub for sea-planes which can fly to Gangasagar, Sunderbans and other parts of the state. “We would like to fly these sea-planes in the state to boost tourism as well to explore the possibility of manufacturing them in the state,” he said before a gathering of eminent industry captains of the country.

Presently, 75 SpiceJet flights operate from Kolkata airport, and the number would increase once more aircraft arrive. “One of the big issues for Bengal has been the commencement of more flights from the greenfield airport at Andal in Durgapur. We will connect Durgapur with Bengaluru and Hyderabad soon,” he added.

 

সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে বাংলায়

 

বদলে যাওয়া বাংলায় পথচলা শুরু করছে সি-প্লেন। সমুদ্রে বা নদীতে এই আধুনিক যানে চেপেই এক নিমেষে পাড়ি দেওয়া যাবে হাজার কিলোমিটারের দূরত্ব। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বাঙালির মনে সেই স্বপ্ন উসকে দিলেন স্পাইস জেটের কর্ণধার অজয় সিং।

তিনি ঘোষণা করলেন, সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে এই বাংলায়। দিঘা-গঙ্গাসাগরের মতো পর্যটন কেন্দ্রে চলবে এই যান। পর্যটনেও আসবে নয়া দিশা। এবার গঙ্গাসাগর-দিঘার মত নদী ও সমুদ্রভিত্তিক পর্যটন ক্ষেত্রেও সি-প্লেন চালানো হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে স্পাইস জেট কর্ণধার বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এনার্জির অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। তাঁর টানেই এখানে আমরা অনেক বেশি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, বর্তমানে কলকাতা থেকে ব্যাংকক এবং ঢাকার মধ্যে স্পাইস জেট চলছে। সেটিকে সম্প্রসারিত করে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার হবে. এখন পশ্চিমবঙ্গে ৭০টির বেশি ফ্লাইট চালাচ্ছে স্পাইস জেট। এবছরই আরও বেশি সংখ্যায় উড়ান চালু করা হবে।

SpiceJet’s hub in Kolkata to start more flights

Domestic Airlines major Spicejet is going to start new flight services to Silchar, Aizawl, Guwahati, Gorakhpur and Vizag from the city starting October 4, just ahead of the Durga Puja festivals.

From December, the airline would start daily direct flight services from Kolkata to Dhaka and Chittagong in Bangladesh

This was announced after a meeting between the Bengal Chief Minister Mamata Banerjee and the SpiceJet Chairman and Managing Director Ajay Singh.

The Bengal Chief Minister requested the airline to consider connecting the eastern metropolis to Europe with direct flights.

Stating that Bengal is the gateway to north-east India, Nepal, Bhutan, Bangladesh and even the ASEAN countries, she said the government will give all possible support.

The State finance minister Dr Amit Mitra said under a new state government policy, any additional or new flight from Kolkata would attract a 15-per cent tax on aviation turbine fuel, the lowest among all the metros. “The rate is 30 per cent but we have decreased it to 15 per cent. In Delhi, it is 20 per cent and in Mumbai, it is 25 per cent,” he added.

 

কলকাতা থেকে আরও নতুন বিমান পরিষেবা চালু করবে স্পাইসজেট

অক্টোবর থেকে বেশ কয়েকটি জায়গার সঙ্গে কলকাতাকে আকাশপথে জুড়ে দিচ্ছে স্পাইসজেট।

আগামী ৪ অক্টোবর থেকে কলকাতা-শিলচর, কলকাতা-গুয়াহাটি , কলকাতা-আইজল, কলকাতা-গোরক্ষপুর, কলকাতা-বাগডোগরা এবং কলকাতা-বিশাখাপত্তনম নতুন বিমান পরিষেবা চালু করতে চলেছে স্পাইসজেট।

গতকাল নবান্নে স্পাইসজেটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও পরিহণ সচিব প্রমূখ।সেখানেই নতুন বিমান চালু করা নিয়ে কথা হয়।

মুখ্যমন্ত্রী আরও জানান, কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম উড়ান পরিষেবা চালু করবে এই সংস্থা। কলকাতা-ব্যাংকক এর উড়ান সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া, কলকাতা থেকে ইউরোপ পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা চালু করার জন্য আমরা স্পাইসজেটকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপূর্ব ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ সব এশিয়ান কান্ট্রিগুলির গেটওয়ে বাংলা। পশ্চিমবঙ্গের অণ্ডাল ভারতের প্রথম গ্রিন ফিল্ড এয়ারপোর্ট।

স্পাইসজেটকে নতুন বিমান পরিষেবা চালানোর ব্যাপারে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, নতুন/অতিরিক্ত বিমানগুলিকে ১৫% জ্বালানি কর দিতে হবে যা ভারতের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে কম। তিনি আরও বলেন, করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। দিল্লিতে এই করের হার ২০ শতাংশ এবং মুম্বাইতে এই করের হার ২৫ শতাংশ।