West Bengal CM inaugurates 40th International Kolkata Book Fair

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the 40th International Kolkata Book Fair (IKBF) at the Milan Mela fairground.

The world’s largest non-trade book fair would open to the public on January 26, and would run till February 7, 2016. It would remain open from 12 pm to 8 pm every day.

Entry to the Kolkata Book Fair is free for everyone, a benefit extended by Mamata Banerjee after she became the Chief Minister.

Every year, the book fair has a theme country. This year the Focal Theme Country is Bolivia. Vietnam is the Guest of Honour Country. As 2016 signifies 60 years of diplomatic relationship between India and Spain, it will be celebrated by a special appearance by Spain too.

The 40th International Kolkata Book Fair will have a Literature Festival in February where authors from across the world will participate.

The salient features of her speech are as follows:

  • I welcome every delegate from the theme country to the #Kolkata Book Fair.
  • Why only Kolkata, the fair should be spread to every distritct, which is being done now.
  • Welcome my brothers and sisters from Vietnam, and also Bolivia.
  • The joy of holding a book in one’s hands, that cannot be described in words.
  • When I see school kids carrying books, how wonderful I feel.
  • The internet cannot replace paper books.
  • Come with a pure mind to the Book Fair.
  • Let the Kolkata Book Fair be successful. Wishing for a great future for it.

 

৪০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ মিলন মেলা প্রাঙ্গনে ৪০তম কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পৃথিবীর বৃহত্তম অবানিজ্যিক এই বইমেলা ২৬শে জানুয়ারী থেকে ৭ই ফেব্রুয়ারী অবধি খোলা থাকবে; সময়: দুপুর ১২টা থেকে রাত ৮টা। সাধারণ মানুষ বিনামূল্যে মেলা প্রাঙ্গনে ঢুকতে পারবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ই বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেন।

এবারে বইমেলার থিম দেশ হল বলিভিয়া। বিশেষ অতিথি দেশ হিসেবে উপস্থিত ভিয়েতনাম। ভারত ও স্পেনের কুটনৈতিক সম্পর্কের ৬০বছর উদযাপন করতে এবছর স্পেনও মেলার কেন্দ্রবিন্দুতে থাকবে।

ফেব্রুয়ারী মাসে বইমেলায় অনুষ্ঠিত হবে সাহিত্য উত্সব। সেখানে দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।

 মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • শুধু কলকাতায় নয়, সব জেলাতেই প্রায় বইমেলা হয়
  • বইয়ের কোন বিকল্প হয়না
  • ভিয়েতনাম ও ব্লিভিয়ার সকল প্রতিনিধিদের আমি অভিবাদন জানাই
  • স্বারথক হোক কলকাতা বইমেলা, আপনাদের অনেক অনেক উন্নতি হোক
  • ইন্টারনেটকে বইয়ের সাথে তুলনা করা উচিত না, বই হাতে নিয়ে পড়ার আনন্দই আলাদা