KMC Budget for 2017-18 focuses on pro-people measures

Kolkata Mayor Sovan Chatterjee on presented the KMC Budget for the financial year 2017-18.

While tabling the Budget, Mayor said that the projected expenditure for the financial year was Rs 3,38,988 lakh while the income stood at Rs 3,23,050 lakh. The KMC has set a revenue target of Rs 974.11 crore in the next financial year.

The civic body has proposed an allocation of Rs 374.71 crore to the Water Supply Department for 2017-18 to continue the process of development. Mayor also proposed to allocate an amount of Rs 571.99 crore to the Solid Waste Management department for 2017-18. GPRS with vehicle tracking system including post-implementation support and maintenance for a period of five years have been initiated for monitoring 450 vehicles’ movements at major VAT points.

The proposed allotment for the 2017-18 financial year would be Rs 119.69 crore for Lighting and Electricity department, Rs 42.99 crore for parks and squares, Rs 258.33 crore for Sewerage and Drainage department, Rs 143.28 crore for Health, Rs 20.28 crore for the Social Sector and Urban Poverty Alleviation department and Rs 148.89 crore for the Bustee department.

KMC has taken up various development works including construction of roads, by-lanes and laying of drainage pipelines and other beautification works.

 

জন পরিষেবাতে জোর কলকাতা পুরসভার বাজেটে

২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য পুরসভার বাজেট পেশ করলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাজেট পেশ করার সময় মেয়র জানান, আগামী অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৩,৩৮,৯৮৮ কোটি টাকা আর আয়ের পরিমাণ ৩,২৩,০৫০ টাকা। আগামী অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৯৭৪.১১ কোটি টাকা ধার্য করা হয়েছে।

জি পি আর এস এর মাধ্যমে শহরের পে অ্যান্ড ইউজ টয়লেট ও কমন কালেকশন সেন্টার এর অবস্থানগত তথ্য পাওয়া যায়।

২০১৭-১৮ আর্থিক বর্ষে পানীয় জল সরবরাহ খাতে বরাদ্দর পরিমাণ প্রায় ৩৭৪.৭১ কোটি টাকা। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জঞ্জাল সাফাইয়ে। ওই খাতে প্রায় ৫৭১.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষে আলো ও বিদ্যুতায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১১৯.৬৯ কোটি টাকা। উদ্যান বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৪২.৯৯ কোটি টাকা, নিকাশি খাতে বরাদ্দ করা হয়েছে ২৫৮.৩৩ কোটি টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ১৪৩.২৮ কোটি টাকা। সামাজিক খাতে এবং নগরোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২০.২৮ কোটি টাকা। বস্তি উন্নয়নের জন্য বরাদ করা হয়েছে ১৪৮.৮৯ কোটি টাকা।

রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার সংস্কার সহ অন্যন্য সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।

 

 

Trinamool candidates begin election campaign across Bengal

As soon as the election dates have been announced, Trinamool Congress candidates have started their campaigns.

Last Friday, the Election Commission announced the election dates for West Bengal, Later in the evening, All India Trinamool Congress Chairperson Mamata Banerjee announced the list of candidates for all the 294 Assembly seats to be fought for.

Campaign graffiti and posters are being put up everywhere; rallies are being organised all over the State.

Mnay candidates are seeking blessings from the gods before starting their campaigns. Sovan Chattopadhyay visited Dakshineswar before starting his campaign. Sobhandeb Chattopadhyay visited Tarapith before starting his campaign journey.

Manish Ghatak began his campaign by leading a procession of Trinamool workers on Bagha Jatin Station Road.

Subrata Mukherjee began his campaign by painting graffiti in his constituency of Ballygunge. Gautam Deb too started his campaign in North Bengal by painting graffiti.

Many others too have started their campaigns. Today morning Firhad Hakim, Vaishali Dalmia, Shahshi Panja, Lakshmi Ratan Shukla, Soham Chakraborty, Indranil Sen, Syed Rahim nabi and many others were seen on their campaign trails.

 

 

জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু তৃণমূল কংগ্রেস প্রার্থীদের

 

প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক মুহূর্ত দেরি না করে শনিবার থেকেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, পোস্টার, মিছিল।

শনিবার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। বাঘাযতীন স্টেশন রোডে মিছিলে হেঁটে প্রচার শুরু করলেন যাদবপুরের প্রার্থী মণীশ গুপ্তা।

বালিগঞ্জ কেন্দ্রে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রচার শুরু করেছেন সাধন পাণ্ডে সহ একাধিক বিধায়করা। শনিবার উত্তরবঙ্গে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন মন্ত্রী গৌতম দেব।

আজ সকালে নিজ নিজ কেন্দ্রে প্রচার করেছেন ফিরহাদ হাকিম, বৈশালী ডালমিয়া, শশী পাঁজা, লক্ষ্মীরতন শুক্লা, সোহম চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, রহিম নবী প্রমুখরা।