South Korea set to open up big investment opportunities for Bengal

A new avenue for investment in Bengal is going to open up soon, with the ambassador of South Korea to India meeting Chief Minister Mamata Banerjee on November 27, on the sidelines of the Horasis Asia Summit held in Kolkata.

After the meeting, the ambassador said that South Korea is appreciative of the fact that the Chief Minister has shown a lot of interest in strengthening the economic engagement between Bengal and his country. She also agreed to provide all possible help in setting up industries in the state.

Mamata Banerjee has invited investment in manufacturing and tourism, as well as showed a keen interest in cultural exchanges.

The ambassador said that Bengal was chosen because of the fact that the state has a vibrant market. Secondly, the state serves as a gateway to countries like Bhutan and Thailand. On top of these, Bengal has a glorious tradition in many fields.

Another welcome news is that KOTRA (Korea Trade-Investment Promotion Agency), the South Korean Government’s trade and investment promotion organisation, is opening an office in Kolkata in December, to help in the coordination of trade and investment opportunities and partnerships between the governments and industries of South Korea and Bengal.

Recently, for the first time in Kolkata, the Government of South Korea organised the Korean Caravan, a unique forum where representatives of Korean companies got the opportunity to interact with officials of industrial houses in Bengal. Officials of West Bengal Industrial Development Corporation (WBIDC) and Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) were also present there.

 

Source: Aajkal

 

 

দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে রাজ্যে

 

কলকাতায় অনুষ্ঠিত হোরাসিস সম্মেলন থেকে প্রাপ্তি হিসেবে এল বিনিয়োগের বার্তা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে একথা জানান।

ওই সম্মেলনে রাজ্য থেকে যে প্রতিনিধি দল অংশ নিয়েছিল, সরকারি বেসরকারি ক্ষেত্র থেকে, তারা এ রাজ্যে বিনিয়োগে প্রবল সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও সরকারের উৎসাহের ফলে এখানে সফল কি কি শিল্প তৈরি হয়েছে, তাও তুলে ধরা হয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, মুখ্যমন্ত্রী এ রাজ্যের সঙ্গে তার দেশের অর্থনৈতিক যোগাযোগ তৈরীতে যে পরিমাণ আগ্রহ দেখিয়েছেন, তাতে তিনি অভীভুত। এছাড়া মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার সব রকম সহায়তা করবে এ রাজ্যে শিল্প করতে চাইলে।

মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ শিল্প ও পর্যটনের পাশাপাশি সাংস্কৃতিক আদানপ্রদানেও খুব উৎসাহ দেখিয়েছেন।

রাষ্ট্রদূত বলেন তারা বাংলাকে বেছে নিয়েছেন কারণ, এখানের বাজার খুব আকর্ষণীয়। এছাড়া এরাজ্যকে ভুটান বা থাইল্যান্ডের মতো দেশগুলির গেটওয়ে বলা যায়। এছাড়া বাংলার ঐতিহ্যবাহী ইতিহাস আছে নানা ক্ষেত্রে।

এছাড়াও, ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সরকারের বাণিজ্য ও বিনিয়োগের প্রোমোশান সংস্থা কলকাতায় তাদের অফিস খুলছে। এই দপ্তরটি দক্ষিণ কোরিয়ার ও বাংলার, সরকার ও শিল্পকে নানারকম সাহায্য করবে।

এই প্রথম দক্ষিণ কোরিয়ার সরকার কলকাতায় আয়োজন করে করিয়ান কারাভান-এর। এটি একটি আলোচনার জায়গা যেখানে কোরিয়ান কোম্পানিগুলির প্রতিনিধিরা রাজ্যের শিল্পের আধিকারিকদের সঙ্গে আলোচনার সুযোগ পাবে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আধিকারিকরা ও ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স-এর আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

HIDCO Inks MoU With South Korea’s Handong Global University

West Bengal Housing Infrastructure Development Corporation (HIDCO) has signed a MoU with Handong Global University of South Korea during the Bengal Global Business Summit for technical cooperation. The areas that will be covered under the MoU include green city, renewable energy, e-governance and start ups.

New Town is coming up as a green city. Around 40,000 saplings were planted in connection with Vanmahotsav to increase green cover of the area. Nurseries have been set up to grow tall trees. Also, a floating jetting is coming up on Bagjola canal. Several parks meant for children, senior citizens and even for pets have come up.

Steps have been taken to replace the old street lights by LED lights. Green buildings have been given additional FAR as an incentive. Rooftop gardens have been encouraged and organic vegetables are being grown on rooftop. Collaboration with a foreign university will help HIDCO to exchange views to develop new ideas.

HIDCO, Nabadiganta Industrial Township Authority (NDITA) and New Town Kolkata Development Authority (NKDA) have already introduced e-governance and attempts have been made to make the offices paperless ones. Already complaints to the residents are registered online and actions are taken. HIDCO has taken up a project to recycle sewer water. As New Town is coming up as a modern city, exchange of views with different institutions is essential to adapt state of the art methods.

 

দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ হিডকোর

 

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করলো হিডকো। গ্রীন সিটি, নবীকরণযোগ্য

শক্তি, ই-গভরনেন্স ও স্টার্ট আপের ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়েছে এই মউ।

নিউটাউনকে গ্রীন সিটি বানানোর উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে রাজ্য সরকার। বনমহো९সব উপলক্ষে আনুমানিক ৪০ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে এখানে। গাছগুলিকে বড় করতে নার্সারি তৈরি করা হয়েছে। বাগজোলা খালে একটি ভাসমান জেটি তৈরি করা হবে। পরিবেশ বান্ধব বাড়িগুলিকে অতিরিক্ত FAR দেওয়া হচ্ছে। অনেক পার্ক তৈরি করা হচ্ছে শিশু, বৃদ্ধ ও সারমেয়দের জন্য। রাস্তার ধারে পুরনো সব আলো বদলে LED আলো লাগানো হচ্ছে। বাড়ির ছাদের ওপর বাগান গড়তে উ९সাহ দেওয়া হচ্ছে।

আশা করা যায় এই মউ এর ফলে নবউদ্যমে গ্রীন সিটি তৈরির কাজ এগোবে। HIDCO, NDITA ও NKDA ইতিমধ্যেই ই-গভরনেন্স চালু করেছে ও পরিকল্পনা আছে দপ্তরগুলিকে সম্পূর্ণ ভাবে ‘পেপারলেস’ করার। HIDCO একটি প্রকল্প নিয়েছে নর্দমার জল পরিশ্রুত করার জন্য। যেহেতু নিউ টাউনকে অত্যাধুনিক শহর হিসেবে রূপায়িত করা হচ্ছে, ফলে এখানে আরও উন্নতি করতে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা ও মত বিনিময় খুব প্রয়োজন।