Kurukh, Kamtapuri, Rajbongshi, Kurmali get official language status

At the time when the Trinamool Congress Government has taken up different steps for the revival of endangered tribal languages, comes another welcome step.

With the Governor consenting to the West Bengal Official Language (Second Amendment) Bill, 2018, Kamtapuri, Rajbongshi and Kurmali have become formally accepted as official State languages. Earlier, Kurukh had achieved the status through the West Bengal Official Language (Amendment) Bill, 2018.

The State Assembly had passed the former Bill on February 28 and the latter on February 8 of this year.

These languages would be used as official languages in the districts, sub-divisions, blocks or municipalities where the speaking population exceeds 10 per cent as a whole or part of the district, like sub-division or block.

It may be mentioned that Kurukh is spoken by the Oraon tribal community. There are around 17 lakh people, who speak the language in the districts of Alipurduar, Jalpaiguri, Cooch Behar, South Dinajpur and North 24-Parganas.

 

Source: Millennium Post

Four new universities in Bengal

The state government has decided to set up four more universities in South Dinajpur, Alipurduar, Darjeeling and Murshidabad.

Partha Chatterjee, the state Education minister, spoke in the Assembly about the plan to set up the universities in the state. It may be mentioned that students of the area will be immensely benefitted from setting up of the university in Darjeeling and the three other places, as they would no longer need to travel long distances to continue with their higher studies.

The Mamata Banerjee government has already ensured a major expansion in the sector of higher education. After the change of guard in the state in 2011, eight new state-aided and nine private universities have come up in the state. At present, there are a total of 20 state-aided universities and nine private universities in Bengal. Moreover, in the 2017-18 fiscal, the planned budget for the state-aided universities was Rs 162.5 crore.

Besides setting up of four more universities in the state, the state government has also taken initiatives to increase the number of colleges, mainly in the backward areas. There were only 35 government colleges in the state in 2011 and now in the past few years till 2017, the total number of colleges has gone up to 65. Similarly, the number of government-aided degree colleges has also gone up to 450 and it includes 18 teachers training colleges.
With the increase in number of institutions for higher education, a total of around 4 lakh seats have increased at the graduation and post-graduation levels. Moreover, the gross enrolment ratio has gone up to 18.5 percent in 2017, compared to that of 12.6 percent in 2011.

Apart from the increase in number of educational institutions, 303 higher education institutions in the state have obtained NAAC accreditation and 292 of them are either government or government-aided colleges and 11 are state-aided universities. Moreover, 25 undergraduate courses and 3 post-graduate courses in eight private engineering and technology colleges have also been accredited by the National Board of Accreditation.

The minister also stressed on the steps taken to ensure that outsiders are not allowed inside the campus of educational institutions.

 

রাজ্যে আরও ৪টি নতুন বিশ্ববিদ্যালয়

বাংলায় আরও চারটি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং ও মুর্শিদাবাদ জেলায় গড়া হবে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলি।
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় একথা জানান। এই জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে ওই জেলার মানুষরা প্রভূত উপকৃত হবেন। এখানকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে আর যেতে হবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ৮টি নতুন সরকারি অনুদানপ্রাপ্ত ও ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে ২০টি সরকারি অনুদানপ্রাপ্ত ও নটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। ২০১৭-১৮ অর্থবর্ষে সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬২.৫ কোটি টাকা পরিকল্পিত বাজেট ধার্য করা হয়েছে।

পাশাপাশি, আরও কলেজ নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সাল পর্যন্ত রাজ্যে ৩৫টি সরকারি কলেজ ছিল; ২০১৭ সালে এই সংখ্যাটি বেড়ে হয়েছে ৬৫। পাশাপাশি, সরকারি অনুদানপ্রাপ্ত ডিগ্রী কলেজের সংখ্যা হয়েছে ৪৫০; এর মধ্যে আছে ১৮টি টিচার ট্রেনিং কলেজ।

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বেড়েছে ৪ লক্ষ, গ্রস এনরোলমেন্ট রেসিও বেড়ে হয়েছে ১৮.৫ (যা ২০১১ তে ছিল ১২.৬ শতাংশ)। ৩০৩টি উচ্চশিক্ষা কেন্দ্র ন্যাকের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে ২৯২টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত ও ১১টি স্টেট-এডেড কলেজ। আটটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২৫টি স্নাতক পাঠ্যক্রম ও তিনটি স্নাতকোত্তর পাঠ্যক্রম ন্যাকের স্বীকৃতি পেয়েছে।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তার জন্য সিসিটিভি বসানোর পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও করা হচ্ছে।

 

Master plans to control floods in north Bengal

The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.

While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”

One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.

The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.

Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.

The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.

 

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”

উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।

অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।

ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।

Centre must not discriminate between states in providing relief funds: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today surveyed the flood-affected districts of North Bengal, even wading through some of the submerged areas in a bid to feel the suffering of the people. She spoke to some affected villagers and prioritised relief measures. Later, she spoke to the media at the Malda Municipality headquarters.

 
Excerpts from the media interface

 

 

The floods have taken place due to the release of water by the DVC and Farakka Barrage. The state of the reservoirs and river beds has become such that people are getting hit more by the release of water rather than by rains.

 
Necessary steps

I have discussed the situation with the district officials. They as well as the State Government are monitoring the situation. These measures have to be followed:

  • It is necessary to stand by the people in their hour of need – to shelter them, to look after their needs.
  • After the flood waters recede, primary healthcare centres, hospitals, tube-wells and schools need to be cleaned on a priority basis.
  • Authorities have to be alert to combat water-borne diseases.
  • The State Government will reconstruct affected schools, colleges, bridges, agricultural land and betel leaf plantations.

 

The floods have occurred due to the abnormal rise in water levels. The Centre should see to it that dredging is done properly. Bengal has become like a boat. Neither the Farakka Barrage nor the reservoirs under the DVC are dredged.

There is no water during the summer and during the monsoon it is the opposite – an excess of water. I am not in favour of submerging people by building dams and releasing water when they cannot hold it. But then everyone should be careful. We want to maintain good relations with everyone. Let everyone be happy. It is everyone’s duty to stand by the affected people.

 
About the destruction due to floods

Till date, 152 people have died due to floods in the State this year. This is not a small number; it is a very unfortunate situation. Almost 1.5 crore people have been affected all across the State. The State Government does not delay in conveying aid, it is trying its best. About four lakh tents have been distributed; more are being provisioned for distribution. There is enough aid material. We are not stingy about distributing them. Many speed boats are also operating in the flooded areas for distributing relief. The floods have caused losses totalling almost Rs 14,000 crore in 11 districts of the State.

 
On Central Government aid

The Central Government has provided aid packages worth Rs 2,000 crore each to Gujarat and Assam. All states must get Central aid. Bengal has been less affected by floods than Gujarat and Assam. We would send a detailed report and expect the help which is needed. I have also written to the Prime Minister a few times regarding the erosion of the Ganga’s banks but no actions have been taken.

 

 

বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এরপর মালদার পৌরভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

বন্যা হচ্ছে নদীর জল ছাড়ার কারণে। দক্ষিণবঙ্গে যখন বর্ষা হয়েছিল তখন ডিভিসির ছাড়া জলে অধিকাংশ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের নদীর গতিপথ এমন হয়েছে যে এখানেও প্রাকৃতিক দুর্যোগের জলের থেকেও নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে। কারণ নদীর নীচ থেকে জল ওঠে।

এই অবস্থায় আমাদের করনীয়ঃ

এই সব জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি। ওনারাও মনিটারিং করছেন।  ওখান থেকেও আমরা অনবরত মনিটারিং করছি।

  • মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষকে আশ্রয় দেওয়া, তাদের সুবিধা-অসুবিধা দেখা
  • বন্যার পর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, নলকূপ, স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
  • বন্যার পর জল বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। সেসব দিকে নজর রাখতে হবে।
  • বাড়িঘর, স্কুল-কলেজ, রাস্তা, সেতু, চাষের জমি, পানের বরজ নষ্ট হয়েছে সেগুলো সরকার দায়িত্ব নিয়ে করে দেবে।

 

নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে, এগুলি প্রাকৃতিক ব্যাপার। কেন্দ্রের দেখা উচিত, ভালো করে ড্রেজিং করা উচিত। বাংলা একটা নৌকার মত। ফরাক্কা, DVC কিছুরই ড্রেজিং হয় না।

গরমকালে জল পাওয়া যায় না আর বর্ষাকালে বাঁধ ভেঙে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। বাঁধ কেটে অন্য কাউকে ডুবিয়ে দেওয়ার পক্ষে নই আমি। তেমন বাকিদেরও খেয়াল রাখতে হবে তাদের সবার একটা সীমানা আছে। আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক maintain করে চলি। সবাই ভালো থাকুক। সকলেরই কর্তব্য মানুষের পাশে থাকা।

বন্যায় ক্ষয়ক্ষতি প্রসঙ্গেঃ

বন্যায় এখনও পর্যন্ত ১৫২ জন মারা গেছেন। সংখ্যাটা কম নয় – এটা খুবই দুঃখজনক। সব জেলা মিলিয়ে প্রায় দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। সরকার ত্রাণ নিয়ে অবহেলা করে না, সরকার তাদের সাধ্যমতো সাহায্য করছে। প্রায় ৪ লক্ষ ত্রিপল দেওয়া হয়েছে। আরও মজুত করা আছে। ত্রাণ পর্যাপ্ত আছে। ত্রাণ দিতে আমরা কার্পণ্য করি না। বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, প্রায় ১১ টি জেলা ক্ষতিগ্রস্ত। অনেকগুলি স্পিড বোট দেওয়া হয়েছে।

কেন্দ্রের সাহায্য প্রসঙ্গেঃ

কেন্দ্রীয় সরকার আসাম, গুজরাতকে ২০০০ কোটি টাকা করে প্যাকেজ দিয়েছে, আমি চাই সব রাজ্যই পাক। গুজরাট, আসামের চেয়ে বাংলা বন্যায় কম ক্ষতিগ্রস্ত নয়। আমরা আমাদের সম্পূর্ণ রিপোর্ট পাঠাবো এবং আশা করব আমরা আমাদের ন্যায্য পাওনা পাব। গঙ্গার ভাঙন নিয়েও কয়েকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

WB CM to visit north Bengal today

West Bengal Chief Minister Mamata Banerjee will start for north Bengal to hold the administrative review meeting of three districts – Malda, North and South Dinajpur.

The administrative review meeting of the three districts will be held at Islampur in North Dinajpur on Tuesday.

The West Bengal Chief Minister will leave the city on Monday evening for Bagdogra from where she will go to Sukana and the next day she would head towards the venue of the administrative review meeting.

After the meeting, she would be returning to Siliguri from Islampur. The Chief Minister will return to the city on August 24. The meeting is a crucial one as she will take stock of three districts at a time.

Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.

The Chief Minister will be inaugurating several projects and lay stone of some after the administrative review meeting on Tuesday. An elaborate security arrangement has been made to ensure that no untoward incident takes place in the area in the next two days.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

উন্নয়নে আরও গতি আনতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের তিন জেলায় – মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা হবে। সময় বিকেল তিনটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে যেখানে তিনি শুকনা যেতে হবে এবং পরের দিন তিনি প্রশাসনিক পর্যালোচনা সভার ভেন্যু দিকে আগাইয়া হবে বাগডোগরা জন্য সোমবার সন্ধ্যায় শহর ছেড়ে চলে যেতে হবে.

এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি যাবেন শুকনায় এবং পরের দিন তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামী ২৪ আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।

সব অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভা মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলার  সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পের সূচনা ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে বেশ কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

 

 

WB CM launches Sabuj Sathi projects for Uttar and Dakshin Dinajpur today

In two separate programmes covering two districts West Bengal Chief Minister Ms Mamata Banerjee launched the historic Sabuj Sathi projects in the Uttar and Dakshin Dinajpur today.

The West Bengal Chief Minister was present at a Government programme at Dharampur, Goalpokhar Block – I, Uttar Dinajpur at around 11:15 AM today and will inaugurate and lay foundation stones of a bouquet of projects. She distributed a rage of benefits and services including cycles of Sabuj Sathi to the students and Gatidhara.

Among the projects unveiled today at Uttar Dinajpur are 100% rural electrification in the district, new schools, motels (Pather Sathi, Krishak Bazars, girl’s hostel, new roads, flood and cyclone centres and other such completed projects.

The West Bengal Chief Minister laid foundation stones of a cluster of projects ranging from Karma Tirthas to food preservation godowns. She also distributed cycles for the Sabuj Sathi project among students besides benefits like Kisan Credit Cards, PSY, PSP, SVSKP, Geetanjali and others.

In the late noon, at around 12:45 PM, the West Bengal Chief Minister traveled to Dakshin Dinajpur where she addressed another Government programme and launched the Sabuj Sathi Scheme for the district from Bagh It in Tapan.

Among the projects that were inaugurated today at Dakshin Dinajpur by the Chief Minister are the Hili Subal Chandra Bimal Sundari Government College, a circuit House in Buniadpur, relief centres, girl’s hostels, upgraded primary health centre and a cluster of other projects.

The Chief Minister  today laid foundation stones for a bouquet of projects for South Dinajpur including Commercial Development Centres under Hand-loom Development projects, Krishi Bhavan, Balurghat youth hostel, road projects and drinking water supply projects.

Besides distributing bi-cycles to the students under Sabuj Sathi scheme, the Chief Minister handed out benefits like Kanyashree, Sikshsashree, SVSKP, MSY, Kisan Credit Cards and many more.

Major boost to leather industry in Bengal

International shoe brands Clarks, Hush Puppies and Caterpillar will soon be manufactured in Bengal with Farida Group from Chennai, the country’s largest footwear company, setting up a unit at Gosaipur in South Dinajpur, which will churn out 3,000 pairs of branded shoes a day.

Major boost to leather industry

Announcing the entry of three leather majors into Bengal, State Finance Minister Amit Mitra pitched it as a major boost to the leather industry here.

Dr Mitra also assured industry members present at the meeting with him that he would look into the issue of VAT refund on exported leather.

Employment generation

Leather Training Institute, run by Indian Leather Products Association (ILPA) and the state technical education department, are also set to sign a memorandum of understanding to train 5,000 people over the next year and a half. Till now, LTI had trained only 300 people. Following the training, the men will be absorbed in leather units.

Investments pouring in

Farida Group chairman Rafeeque Ahmed said that the unit would begin commercial production by the end of the year. When the unit begins full-fledged operation, it will have a 3,000-strong, all-women workforce.

Two other shoe majors—UP-based Super House and Allana Sons from Mumbai—are also in the process of finalizing investment in the state.

Centre needs to address plight of potato farmers in Bengal: Trinamool in RS

AITC Chief Whip in Rajya Sabha, Sukhendu Sekhar Ray raised the issue of plight of potato farmers of Bengal in the Parliament and urged the Central Government for some financial assistance to be given to the State so that some more steps can be taken for the rehabilitation of these farmers.

He said in the House that the Government of West Bengal has taken special measures to arrest the situation after the potato farmers were not getting remunerative prices of potato.

He also raised the issue of the irreparable losses of the farmers due to untimely incessant rain and hail storms in different part of the country, including the districts of South Dinajpur, Malda, Murshidabad, Nadia, North 24 Parganas, South 24 Parganas, Howrah, Hooghly and Purba Medinipur in West Bengal. This affected vast agricultural lands and huge quantity of crops like wheat, pulses, potato, paddy and fruits which were destroyed.

He urged the Government to announce a financial package towards relief and rehabilitation of the affected farmers without further loss of time.