Modern correctional home coming up in Baruipur

A modern, state-of-the-art correctional home with international standards is coming up at Tangtala in the Baruipur block of South 24 Parganas district. Inmates of Alipore Correctional Home will be shifted to this facility.

Spread over a few acres, the proposed home consists of a couple of large white buildings, which will be equipped with modern technology in every aspect required for such homes.

The home will have cells with modern facilities and procedures. The cells will have iron bars in front so that the entire room can be seen from the outside. More than 1,000 inmates will be housed in these cells.

Several recreational and sports facilities will be built at the home. A playing field, a gym, a vocational training centre, a hospital, a kitchen as well as a modern auditorium for cultural programmes are being built at the correctional home.

A high wall will surround the complex, with watchtowers and CCTV cameras. Laser technology will also be used for security.

 

বারুইপুরে সংশোধনাগার একেবারে বিদেশি ধাঁচের

যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত ধরে কাজ চলছে। ফাঁকা জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে সাদা রঙের দুটি বিশাল বাড়ি। তিনতলা এই বাড়ি দুটিই হল সংশোধনাগারে বন্দীদের থাকার জায়গা।

অনেকটা বিদেশি ধাঁচে সংশোধনাগার গড়ে তোলা হচ্ছে বারুইপুরের টংতলায়। কয়েক একর জমিতে নতুন সংশোধনাগার তৈরীর কাজ শেষ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সংশোনাগারে বিদেশী ধাঁচের সঙ্গে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে বলে কারা দপ্তর সূত্রে খবর। আলিপুর থেকে কেন্দ্রীয় সংশোধনাগারটিকে এখানে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধনাগারের একতলা থেকে তিনতলা জুড়ে আধুনিক ঘর বানানো হয়েছে। আর সেই ঘরের সামনের দিকে লোহার দরজা দেওয়া হয়েছে। বাইরে থেকে ঘরের ভেতরের সব কিছু যাতে দেখা যায় তারই ব্যবস্থা করা হয়েছে। পরপর এই ঘরগুলিতে বন্দিদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। যেমনটা দেখা যায় বিদেশী সংশোধনাগারে। এই সংশোধনাগারগুলিতে হাজারের ওপর বন্দি রাখার ব্যবস্থা করা হচ্ছে।

শুধু তাই নয়, এই সংশোধনাগারের বন্দীদের জন্য নানা রকমের আধুনিক ব্যবস্থাও করা হচ্ছে। সংশোধনাগারের মধ্যেই তৈরী করা হচ্ছে বন্দীদের জন্য খেলার মাঠ। তাদের শরীরচর্চার জন্য আধুনিক জিমেরও ব্যবস্থা থাকছে, যোগব্যায়াম চর্চাকেন্দ্র তৈরী করা হচ্ছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকছে, এমনকী সংস্কৃতিচর্চার জন্য অডিটোরিয়ামও তৈরী করা হবে, থাকছে আধুনিক হাসপাতাল, রান্নাঘর প্রভৃতি। খোলামেলা পরিবেশে বন্দীদের সংশোধনের কাজ চালাবেন কারা কর্তৃপক্ষ।

শুধু পুরুষদেরই নয়, এখানে মহিলাদেরও রাখার ব্যবস্থা থাকছে। তাদের জন্যও আলাদা সংশোধনগার তৈরী করা হচ্ছে। সেখানে মহিলা বন্দিরাই থাকতে পারবেন।

সংশোধনাগারের সুরক্ষায় আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। সংশোধনাগারকে ঘিরে সু–উচ্চ পাঁচিলের বেষ্টনী তো থাকছেই। তার সঙ্গে থাকছে ওয়াচটাওয়ারের নজরদারি। সিসি টিভি ক্যামেরাতেও নজরদারির ব্যবস্থা হচ্ছে। এছাড়াও লেসার সেন্সার টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হবে বলে জানা গেছে। লরি লরি মাটি ফেলে জায়গাটিকে উঁচু করা হচ্ছে। সংশোধনাগারের আধিকারিক ও কর্মীদের থাকার ব্যবস্থাও করা হবে।

Image is representative

 

WB Govt to set up solar domes in every district

Taking Chief Minister Ms Mamata Banerjee’s plan of producing solar power on a major scale, the West Bengal Government is setting solar domes in every district.

The Power Minister, Manish Gupta announced this while inaugurating a 10-kW grid-connected solar project at Sonarpur in South 24-Parganas district. The solar power generated by the Sonarpur-Rajpur Municipality, worth Rs 86-87 lakh, would be linked to the state’s electricity grid.

The Minister also said that the world’s first 120-feet high solar dome is coming up at Eco Park in Rajarhat.

Already, 500 schools in the State are using solar power for various purposes. Soon, every panchayat and municipality will have access to siolar power.

 

প্রত্যেকটি জেলায় সোলার ডোম তৈরি করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সৌর শক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছেন তাই প্রতিটি জেলায় তৈরি হচ্ছে সৌরপ্ল্যান্ট।

সোনারপুরে একটি গ্রিড সংযুক্ত ১০ কিলোওয়াট শক্তিসম্পন্ন চিরাচরিত সৌরশক্তি ব্যবহারের উদ্বোধনে এসে একথা জানান মণীশ গুপ্ত। সোনারপুর-রাজপুর পুরসভার ৮৬-৮৭ লক্ষ টাকার বিদ্যু९ সরাসরি গ্রিডে পাঠানো হবে।

বিদ্যু९মন্ত্রী জানান, বিশ্বে প্রথম ১২০ ফুট উচ্চতাবিশিষ্ট অচিরাচরিত শক্তির সোলার ডোম হবে রাজারহাটের ইকো পার্কে।

রাজ্যের ৫০০টি স্কুলে সৌরবিদ্যু९ পৌঁছে গিয়েছে। শীঘ্রই প্রতিটি পঞ্চায়েত ও পুরসভায় বসানো হবে সৌরবিদ্যু९।