Bengal Govt organising river safety training Jalasathis

The State Government has started a river safety training programme for Jalasathis – the rescue personnel who will be deployed at jetties to avert accidents. The training programme is being organised by the Transport Department, and is taking place Police Training College (PTC) in Barrackpore.
At present, 100 of them are undergoing training at the PTC. A total of 626 Jalasathis have been engaged and they will all be undergoing training at the PTC.
The main task of the Jalasathis is ensuring that the Standard Operating Procedure (SOP) deployed by the government at the jetties in the state is followed.
Besides keeping a tab to check overloading of vessels, they have to take necessary steps to save people in the case of any emergency. At the same time, they also have to ensure that all passengers put on safety jackets before getting on to a vessel. They would also have to inform the concerned authorities in case the area is not properly illuminated or if there is lack of any infrastructure.
It may be mentioned that the engagement of Jalasathis, two of whom are being deployed in each jetty, is running parallel to the implementation of the comprehensive Jaladhara Scheme, under which semi-mechanised vessels are being replaced by fully mechanised ones with up-to-date design made by experts. All such vessels have to be mandatorily registered with the State Transport Department.
The jetties where Jalasathis will be initially deployed include 28 in Hooghly district, 60 in North 24 Parganas district, 16 in Howrah district, 12 in South 24 Parganas and 11 jetties which are maintained by the West Bengal Transport Corporation.

জলসাথীদের প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য

নদীপথে যাতায়াত করার সময় কোনও দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজে সাহায্য করা থেকে শুরু করে, জলপথ নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার মোতায়েন করছে জলসাথী। এবার তাদের প্রশিক্ষণ প্রক্রিয়া চালু করলো রাজ্য। পরিবহন দপ্তর আয়োজিত এই প্রশিক্ষণ দেওয়া হবে ব্যারাকপুরের পুলিশ প্রশিক্ষণ কলেজে।
এই মুহূর্তে ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মোট ৬২৬জন জলসাথীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি জেটিতে দুজন করে জলসাথী মোতায়েন করা হয়েছে। রাজ্য পরিবহন দপ্তর পরিচালিত হুগলী জেলার ২৮টি, উত্তর ২৪ পরগণা জেলার ৬০টি, হাওড়া জেলার ১৬টি, দক্ষিণ ২৪ পরগণার ১২টি জেটিতে জলসাথী মোতায়েন করা হবে।
জলসাথীদের প্রধান উদ্দেশ্য হল জলপথে যাত্রার সময় নিরাপত্তার জন্য যে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার সেটা যাতে পালন করা হয়, তা নজর রাখা।
জলযানগুলি যাতে অতিরিক্ত যাত্রী না তোলে এই ব্যাপারে নজর রাখা ছাড়াও, কোনও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজেও লেগে পড়বে এই জলসাথীরা। এর পাশাপাশি তারা নজর রাখবে সকল যাত্রী ভেসেলে ওঠার আগে যেন সেফটি জ্যাকেট পড়েন। তারা সেই অঞ্চলে যথাযথ পরিকাঠামো ও আলোর ব্যবস্থা আছে কি না খতিয়ে দেখবে, না থাকলে নির্দিষ্ট কর্তৃপক্ষকে তা জানাবে।
এর পাশাপাশি চালু হয়েছে জলধারা প্রকল্প। সেমি-মেকানাইজড জলযানগুলিকে বাতিল করে সম্পূর্ণ যান্ত্রিক, অত্যাধুনিক ও অধিক ক্ষমতাসম্পন্ন জলযান নামানো হচ্ছে। এবং এই সকল ভেসেলকে রাজ্য পরিবহন দপ্তরে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

Source: Millennium Post

16 satellite phones for Gangasagar Mela

To ensure uninterrupted connectivity during the Gangasagar Mela, even if there is any natural calamity, the State Government is equipping its officials with satellite phones.

Sixteen satellite phones will be given to the officers who will be on duty at critical locations. The phones will ensure communication is not jeopardized even if there is an earthquake or a tsunami, among other things.

According to senior official of the South 24 Parganas district administration, it is for the first time in the country that such technology is being used by a State Government for uninterrupted connectivity. The model, which is being tested now, is user-friendly too, with a smaller size.

Regarding connectivity, it should be mentioned that the State Government has another first to its credit too – Sagar Sanjog Scheme, for providing real-time information regarding the movement of transport facilities for people and vehicles too.

Around 60 giant LED screens will be placed at different points through which pilgrims will be updated about the timings and fare tariffs of trains, buses and ferries, tide timings, safety precautions, etc. The information will be provided in three languages – Hindi, Bengali and English – to facilitate the largest number of pilgrims.

The district administration is expecting a turnaround of 20 lakh pilgrims this year up from an estimated 15 lakh last year.

The pilgrim-carrying capacity of barges has been doubled this year by doubling the number of barges to four, which will ply from Lot 8 on the mainland to Kachuberia on Sagar Island.

For ensuring security through effective crowd management, the government has introduced a real-time monitoring system called Tirtha Sathi, using which all senior administrative and police officers can watch live footages of all the transit and other crucial points, relayed via CCTV cameras, on their mobile phones.

The administration is also laying special emphasis on beach cleaning and sanitation. The objective, said an official, is to ensure a fully clean and tidy beach.

 

সাগরমেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তায় এবার ১৬টি স্যাটেলাইট ফোন ব্যবহার করবে রাজ্য

তীর্থযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াতের উপর নজরদারি চালাতে সাগরমেলার সময় এবার প্রথম হাইপ্রোফাইল স্যাটেলাইট ফোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টার ফসল এই স্যাটেলাইট ফোন। তিনি চেয়েছেন, এবার মেলায় আগত তীর্থযাত্রীদের আসা ও যাওয়ার বিষয়টি সব দিক থেকে নিরাপদ করতে হবে। সেই কারণে মেলার আগে ও পরে পুরো বিষয়টির উপর নজরদারি চালাতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে ১৬টি (আইস্যাট) স্যাটেলাইট ফোন দিচ্ছে।
কাকদ্বীপ-লট-৮, নামখানা, বেণুবন, কচুবেড়িয়া, সাগরের সমুদ্রতট ও মেলা অফিসে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের হাতে ওই ফোন দেওয়া হবে। মেলার সময় যদি কখনও টেলিযোগাযোগ ব্যবস্থা পুরো ভেঙে যায়, তখন এই স্যাটেলাইট ফোন তার জায়গায় কাজ করবে।
মুখ্যমন্ত্রী নিজেও কয়েকদিন আগে সাগরে এসে সব দেখে গিয়েছেন। এরমধ্যে জনস্বাস্থ্য, সেচ, পূর্ত, বিদ্যুৎ, বিএসএনএল ও বিপর্যয় মোকাবিলা, পুলিস, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে একাধিকবার সমন্বয় কমিটির বৈঠক করা হয়েছে। সেই অনুসারে কাজ শুরু হয়ে গিয়েছে।
এবার সমুদ্রতট ও চারপাশ স্বচ্ছ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে তিনটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গাড়ি ও ভেসেল ভাড়া গতবার যা ছিল তাই থাকছে।

Source: Millennium Post

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Joynagarer moa to be sold in foreign countries soon

Joynagarer moa, that is, moa (a type of sweet roasted-rice-based ball) from Joynagar, is a traditional favourite among Bengalis. It is available only during the winter season, when the ingredients are available. Now, with the help of the State Government, this traditional sweetmeat is going to be exported.

Being unique to Joynagar in South 24 Parganas district, the sweetmeat got a geographical indication (GI) tag, for which process the Bengal Government had played an active part.

Over the last few years, this unique sweet is being widely marketed. Significantly, it is available in the Biswa Bangla Stores at the airports, as a result of which foreign tourists too have got a taste of it, and have appreciated it as well.

This goodwill would now be put to good use, as packets of moa are going to be exported.

Packets would also be more widely available in the state, in shopping malls, departmental stores and big sweet shops.

Source: Bartaman

এবার বিদেশে পাড়ি দেবে রাজ্যের জি.আই. প্রাপ্ত জয়নগরের মোয়া

বাংলার রসগোল্লার মতেই বাঙালির অত্যন্ত প্রিয় জয়নগরের মোয়া। রসগোল্লার আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের খেতাব (জিআই) পেয়েছে জয়নগরের মোয়া। আর জিআই পাওয়ার পর এই প্রথম বিদেশের বাজারে পাড়ি দিতে চলেছে ‘জয়নগরের মোয়া’।

এই ডিসেম্বরেই নলেন গুড় ও কনকচূড় ধান দিয়ে তৈরি প্যাকেট করা মোয়া দক্ষিণ শহরতলির সীমানা ছাড়িয়ে রপ্তানির জন্য পাড়ি দেবে। বিশেষভাবে তৈরি প্রতিটি প্যাকেটে ১০টি করে মোয়া থাকবে। যার একটির দাম পড়বে ২০ টাকা। পাশাপাশি এবারই প্রথম কলকাতার বড় বড় শপিং মল, বিপণি ও প্রতিষ্ঠিত মিষ্টির দোকানেও জিআই-এর লোগোসহ জয়নগরের মোয়া পাওয়া যাবে। জানা গিয়েছে, বিদেশে মোয়া পাঠানোর বিষয়ে প্রাথমিক পর্যায়ে উদ্যোগ নিয়েছে জেলা শিল্প কেন্দ্র।

দীর্ঘ লড়াইয়ের পর ২০১৫ সালের ২৩ মার্চ স্বত্ব স্বীকৃতি হিসাবে ‘মোয়ার’ জিআ‌ই পায় জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি। তার আড়াই বছর পর প্রথম সেই জয়নগরের মোয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিল্প কেন্দ্র। প্রথম পর্যায়ে বাংলাদেশ দিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। পরবর্তী সময়ে ব্রিটেন ও অন্য দেশগুলিতে পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

রাজ্য সরকারের বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের হাত ধরে জয়নগরের মোয়া প্রথম দমদম বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণিতে জায়গা পেয়েছিল। সেখান থেকে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেই মোয়া কিনেছেন। তার ফলে এবার চাহিদা আরও বেড়েছে। এমনিতে অনলাইনে মোয়া কেনার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে এবার বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন আগে থেকে মোয়ার অর্ডার দিয়ে রেখেছে। এছাড়া কলকাতার বেশ কয়েকটি নামী শপিং মল ও একটি মিষ্টির দোকান জয়নগরের মোয়া কিনবে বলে চুক্তি করছে।

After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

Muktidhara Scheme for South 24 Parganas inaugurated

On the innitiative of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the Muktidhara Scheme to extend assistance to self-help groups (SHGs) of the State was inaugurated today for South 24 Parganas.

The minister for Consumer Affairs and Self-Help Groups, Sadhan Pandey inaugurated the project at Bireshwar Gourmohan Sachin Mandal College in Mandirbajar.

The primary aim of Muktidhara Scheme is to help the weaker sections of society, particularly to make the women’s SHG self-sufficient and to increase the family income and through it, improve the lifestyles of the people.  Both village and city-based SHGs would be able to take advantage of this scheme.

The project has already been launched in the districts of Purulia, West Medinipur, Nadia and North 24-Parganas. Later on, it would be extended to all the districts of West Bengal.

Under the scheme, the SHGs are going to be helped to become self-sufficient through the farming of groundnuts, setting up of vegetable gardens, extracting lac, making plates from sal leaves, making muri, keeping hens and ducks for eggs and meat, keeping goats and pigs for their meat, and dairying.

Each self-help group would be given a loan of a maximum of Rs 1.15 lakh.

 

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘মুক্তিধারা প্রকল্প’ শুরু হল দক্ষিণ ২৪ পরগনায়   

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বনির্ভর গোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি নতুন পদক্ষেপ ‘মুক্তিধারা প্রকল্প’। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মন্ত্রী, উপভোক্তা বিষয়ক এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে।

সমাজের দুর্বলতর শ্রেণীর বিশেষত মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করা এবং পারিবারিক আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত করা। এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে লাক্ষা, বাদাম, সবজি বাগান, মধু চাষ, শালপাতার থালা তৈরি, মুড়ি তৈরি, হাঁস-মুরগী পালন, ছাগ পালন, শূকর পালন ও ডেয়ারি ইত্যাদি বিষয়ের ওপর স্বনির্ভর করার ব্যবস্থা করা হয়েছে।

প্রথম ধাপে প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায় এই প্রকল্প শুরু হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই প্রকল্প শুরু হবে।