The State Government has chalked out an elaborate plan to increase power generation with a focus on ‘sustainable power’. This is in addition to taking steps to increase production of conventional forms of energy. The plan has been made keeping in mind the expected power requirement in 2025.
Besides solar power, other sustainable forms of energy for generation of electricity like biomass, wind and tidal power are also being looked into.
This was announced by the Power and Non-Conventional Energy Minister during the presentation of the Department’s budget in the Assembly recently.
He said power generation has already considerably increased over the past six years and measures were being taken to increase it further.
In terms of generation of energy from non-conventional sources, from 1.2 megawatts (MW) in 2011, solar power generation has increased to 53.216 MW at present, while generation of biomass power has increased from 1.59 MW to 13.29 MW during the same period.
The Power Department is setting up solar panels in 1,000 schools and other educational institutions. The panels have already been installed in 673 schools, 21 colleges and five universities so far, according to the minister. By the end of March, solar panels would be installed in the remaining 327 schools. After the first 1,000 schools, another 1,000 will be identified for setting up the panels in the next financial year.
Work has also started on the setting up of floating solar panels in large water bodies within the premises of thermal power generating stations. They will come up in Sagardighi, Santaldihi and Bakreswar.
At the same time, a survey is going on in Sagar Island to develop a wind power generation plant.
In the area of conventional energy, it may be mentioned that a 1,000-MW pumped storage project is coming up at Turga in Purulia district at a cost of Rs 4,800.69 crore. Two power generation plants are coming up – one of 660 MW and a hydel power project of 371 MW — in Sagardighi. Another 200 MW plant is also coming up.
লক্ষ্য ২০২৫ – বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ রাজ্যের
২০২৫ সালে রাজ্যে বিদ্যুতের চাহিদা কত হতে পারে তার আনুমানিক হিসাব করে, চাহিদা মেটানোর জন্য বিদ্যুত উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।
চিরাচরিত শক্তির পাশাপাশি অচিরাচরিত শক্তি উৎপাদনেও জোর দেবে রাজ্য।
এবছরের বিদ্যুৎ দপ্তরের বাজেট পেশ করার সময় বিদ্যুৎমন্ত্রী বলেন, গত ৬ বছরে বিদ্যুৎ উৎপাদন অনেকটাই বেড়েছে; ভবিষ্যতে আরও যাতে বাড়ে, তার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পুরুলিয়া জেলার তুর্গায় একটি ১০০০ মেগা ওয়াট পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প তৈরী করা হচ্ছে ৪৮০০.৬৯ কোটি টাকা ব্যয়ে। পাশাপাশি, আরেকটি ৬৬০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরী হচ্ছে সাগরদিঘিতে। ৩৭১ মেগা ওয়াট জলবিদ্যুৎ প্রকল্পও হচ্ছে সেখানে। আরও ২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও খুব শীঘ্রই তৈরী হবে।
২০১১ সালে আনুমানিক ১.২ মেগা ওয়াট সৌর বিদ্যুৎ তৈরী হত রাজ্যে। আজ সেই উৎপাদন দাঁড়িয়েছে ৫৩.২১৬ মেগা ওয়াটে। তেমনই ২০১১ সালে বায়োমাস শক্তি উৎপাদন হত ১.৫৯ মেগা ওয়াট। যা ছয় বছরে বেড়ে হয়েছে ১৩.২৯ মেগা ওয়াট।
স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করেছে বিদ্যুৎ দপ্তর। এখনও পর্যন্ত ১০০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের জন্য। এখনও পর্যন্ত ৬৭৩টি স্কুল, ২১টি কলেজ, ৫টি বিশ্ববিদ্যালয়ে এই প্যানেল বসানো হয়েছে। মার্চের মধ্যে বাকি ৩২৭টি স্কুলে প্যানেল বসানো সম্পূর্ণ হয়ে যাবে। এই কাজ শেষ হলে আরও ১০০০ স্কুলকে চিহ্নিত করা হবে। আগামী বছরের মধ্যে সেগুলিতেও প্যানেল বসানোর কাজ শেষ হয়ে যাবে।
এছাড়াও, বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্তর্গত জলাশয়ে ফ্লোটিং সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়েছে। সাগরদিঘি, সাঁওতালডিহি ও বক্রেশ্বরে এই প্রকল্প শুরু হয়েছে।সাগর দ্বীপে বায়ু শক্তি উৎপাদনের জন্য সমীক্ষা চালানো হচ্ছে।
Source: Millennium Post