Kolkata Police to set up one cyber crime cell in each of its 9 divisions

With the spurt in cyber crimes of various types, Kolkata Police has decided to set up a cyber crime cell in each of the nine police divisions in its jurisdiction. According to the police, there are a growing number of complaints of tech torment, especially from women.

The first two cyber crime cells have been planned to be in the Port and South Suburban divisions. Currently, there is only one such cell for the entire city – functioning from the police headquarters at Lalbazar.

The primary duty of the cyber crime cells will be to tackle trolling and provide the forensic back-up needed for investigating cyber offences. Complaints related to e-mail hacking, fake social media profiles and cheating through impersonation are common. A large number of such complaints are received from women.

On an average, around 200 cases are forwarded to the cyber crime cell at Lalbazar from the 79 police stations annually. Add to that the complaints the cell receives via emails and the social media. This year till May, the Lalbazar cell has received more than 1,700 complaints.

Last October, 86 posts had been created for tackling cyber crime. Apart from new recruits, select officers from police stations are being trained to investigate cyber offences.

 

Mamata Banerjee hits out at BJP for brandishing swords at Ram Navami rally

Bengal Chief Minister on Thursday Mamata Banerjee hit out at the BJP for brandishing swords during Ram Navami procession.

At a public rally in Purulia, the CM said: “It is not the culture of the Hindus to carry swords in religious processions and some BJP leaders and workers were found carrying swords and other weapons in the Ram Navami procession on Wednesday. The law will take its course as carrying weapons in Hindu religious processions is illegal. What will happen if people belonging to other religions want to carry weapons in processions,”

She added, “As BJP is in power at the Centre, its followers in the state feel that they can do whatever they like. But this will not be tolerated and law will take its own course as no one is above law,” Mamata Banerjee said the way BJP had carried out Ram Navami procession it appeared as if they had some sort of monopoly over Lord Rama. “For generations, Rama Navami has been observed in Ramrajatala in Howrah and I observed Basanta Puja before I left my home in Kolkata,” the Chief Minister said.

Didi said, “The weapons look good in the hands of Goddess Durga as she used them to kill evil. But, they do not look good and proper in the hands of those who are using religion to divide people.” She added: “Lord Rama had used flowers to worship and his so called followers are using weapons to scare people.”

The CM said people in Bengal believed in the philosophy of love and cooperation. “If I meet with an accident and two men run to the blood bank to donate blood for me then will the doctor ask them which religion they belong to,” she asked. She said the people would foil any effort to divide Bengal on the basis of religion. She asked people not to get provoked by those who “use religion for political benefit.”

 

অস্ত্রের হুঙ্কার বাংলার সংস্কৃতি নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। বুধবার বাংলার বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে যে সব মিছিল করা হয়েছে সে সম্পর্কে মমতা বলেন, ‘‌এবার থেকে রাজনৈতিক নেতারা অস্ত্র নিয়ে মিছিল করলে, আইন আইনের মতো ব্যবস্থা নেবে। তরোয়াল দেখিয়ে মিছিল করা চলবে না। রাম রাবণ বধ করেছিলেন তরোয়াল দিয়ে নয়। রাম পুজো করেছিলেন ফুল দিয়ে।’‌

মমতা বলেন, ‘‌এরা ধমকাতে এবং চমকাতে মিছিল করেছেন। আমাদের ভদ্রতার সুযোগ নিয়েছেন। কাল যদি অন্য ধর্মের মানুষ তরোয়াল নিয়ে মিছিল করেন তখন কী হবে?‌ দুজনের মধ্যে তো তখন মারামারি লেগে যাবে। ঘরে ঘরে আগুন লাগবে। শিখদের সঙ্গে কৃপাণ, সেটা আমরা বহুকাল ধরে দেখে এসেছি। তঁাদের কখনও এভাবে রাস্তায় দেখিনি। ওটা তো ওঁদের ধর্মের একটা প্রতীক। মা দুর্গার হাতে যে অস্ত্র শোভা পায়, আজ যে নেতারা রাস্তায় সন্ত্রাস করতে নেমেছেন, তাঁদের হাতে অস্ত্র শোভা পায় না।’‌

মমতা আক্রমণ করেন সিপিএম, বিজেপি ও কংগ্রেস–‌কে। তিনি বলেন, ‘‌এরা কিন্তু একে অপরের কোলে বসে দুলছে। সিপিএম, বিজেপি বাংলা থেকে শেষ হয়ে যাবে। ভবিষ্যতে বিজেপিও ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। গেরুয়া ফেট্টি পরে দলের সংগঠন বাড়ানো যায় না। বাংলার সংস্কৃতিকে আগে চিনতে হবে। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না।’‌ মমতা বলেন, আমার বাড়িতেও রামনবমীর দিন পুজো হয়েছে। কোথাও আমি আমার বাড়ির পুজোর কথা তো বলিনি। লোকের বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছে। রামনবমীর দিন বিজেপি কোনও পুজো করল না। গেরুয়া ফেট্টি লাগিয়ে স্লোগান দিল, চিৎকার করল। মিছিল করে বলল, আমরা কারা— দাঙ্গা করি। আমরা কারা—ভেদাভেদ করি।’‌

মমতা রামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘‌এরা যখন বাংলার সংস্কৃতি শিখিয়েছেন, তখন বিজেপি কোথায় ছিল?‌ তখন তো ওদের দলটাই ছিল না। আমরা কেউ কখনই বলি না যে, আমরাই একমাত্র পুজো করি। এটা আমাদের ধর্ম নয়। আমি হিন্দু ধর্ম নিয়ে গর্ববোধ করি। শুধু তাই নয়, শিখ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্ম নিয়ে আমি গর্ববোধ করি। আমি যেমন দুর্গাপুজোর উদ্বোধনে যাই, ঠিক তেমনি বড়দিনে গির্জায় যাই, ইদে যাই। এটাই তো বাংলার সংস্কৃতি। রামকৃষ্ণ, বিবেকানন্দ শিখিয়েছেন সকলকে ভালবাসতে হয়। সব ধর্মকে সম্মান করতে।’‌

মমতা এদিন বলেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। রাম যেমন অশুভ শক্তি রাবণকে পরাজিত করেছিলেন, আসুন আমরা সকলে মিলে এই রাবণদের (‌গেরুয়াধারীদের)‌ ধ্বংস করার কাজে নামি। আপনারা ঐক্যবদ্ধ হন। ভয় পাবেন না। আদিবাসী ভাই ও বোনেরা কোনও গুজবে কান দেবেন না। আমার ওপর ভরসা রাখুন।

Don’t fan communalism in Bengal: Mamata Banerjee warns BJP

Coming down heavily on the BJP, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday slammed the party for “appropriating festivals” and accused it of insulting the ‘Om’ symbol by using it in political rallies.

“Do not hold Ram Navami programme claiming the festival to be your exclusive thing. Do not try to incite unrest. For thousands of years, various religious organisations have been carrying on Ram Navami rallies,” she said at a public rally in Bankura.

“A party is planting flags and placing ‘Om’ symbols. You can sit at home and chant ‘Om’. How can they (BJP) use religious symbols in political rally? In UP, they (BJP) talk of ‘Sabka Saath, Sabka Vikas’ and in Bengal they play divisive politics.. they want to divide the Hindus-Muslims… the Sikhs-Christians, she added.

“One day if the Banerjees say that they have no relation with Chatterjees… if the tribals will say we will not live with Hindus… so on and so forth…. what will happen? Everything will shatter to pieces. The country will not remain united,” she said, adding Basanti Puja was always celebrated in Bengal.

 

ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মের নাম ভেদাভেদের রাজনীতিকে উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় একটি জনসভায় তিনি বলেন:

• ভারতে ৩৩ কোটি দেব-দেবী রয়েছে। কেউ রামের পুজো করে, আবার কেউ রহিমের।
• আগেও বাংলায় বাসন্তী পূজো ছিল। নবমীর দিন রামনবমী পালন করা হতো। একে নিজেদের (বিজেপি) প্রোগ্রাম বলে চালাবেন না। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই।
• কোনও কাজ নেই, বিজেপি শুধু ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছে। পার্টির মিটিং-এ ধর্মের কথা বলছে। এখন বিজেপি উৎসব-ধর্মীয় অনুষ্ঠান নিয়েও রাজনীতি করছে।
• পার্টির পতাকায় ‘ওঁ’ লিখে দিচ্ছে। ধর্মগুরুরা ‘ওঁ’ লেখে। পলিটিক্যাল পার্টির পতাকায় ‘ওঁ’ লিখছে। কী ভাবে ধর্মীয় প্রতীক রাজনৈতিক মিছিলে ব্যবহার করছে? তাহ লে প্রতীক পরিবর্তন করে নিন।
• উত্তরপ্রদেশে বলছে ‘সবকা সাথ সবকা বিকাশ’। বলছে মুসলমানদের ভোট পেয়েছে। আর এখানে এসে হিন্দু-মুসলমান ভাগ করছে।
• সিপিএম-এর মন্ত্রে চলছে বিজেপি। এরা দিনে সিপিএম, রাতে বিজেপি। দিনে বিজেপি, রাতে সিপিএম। আসলে সিপিএম-এর কোলে বিজেপি দোলে।
• আমরা যেমন ঈদ পালন করি, তেমনই ক্রিসমাসও পালন করি। আমার বাড়িতে গত ৪০ বছর ধরে কালী পুজো হয়ে আসছে।

Always cross-check information you see on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today strongly condemned the politics of riots and communal violence at a public meeting in Kharagpur. She said that Bengal will never tolerate politics of hate.

“I believe in equality of all religions. Just like I participate in Durga Puja, I participate in Eid and Christmas also. I was born in a Hindu family. I do not need lectures in Hinduism from people who use religion for politics,” she said.

She also said that she will pray to Maa Durga to teach a lesson to the Ravans who are harassing people. She said a mother never discriminates between her children.

Referring to rumours of a ban on Mangal Aaroti at Dakkhineshwar temple, the CM said: “One Union Minister posted on FB that we have banned Mangal Aaroti at Dakkhineshwar. How can an Union Minister spread misleading information? What country are we living in? I pray to Maa Bhabotarini to give them (BJP) some good sense. We never indulge in politics over Maa Kali.”

She asked people to always cross-check the information you see on social media. “Do not believe in rumours,” the CM advised.

 

 

সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পড়লে সর্বদা তা যাচাই করে নেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

প্রতিহিংসার রাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আজ আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের একটি জনসভায় তিনি বলেন বাংলা কোন রকম হিংসার রাজনীতি বরদাস্ত করবে না।  

“আমি বিশ্বাস করি সব ধর্ম এক। আমি যেমন দুর্গা পুজোয় যাই, তেমনই ঈদ ও ক্রিসমাসেও অংশগ্রহণ করি। আমি হিন্দু পরিবারে জন্মেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে আমি হিন্দু ধর্মের পাঠ চাইনা”, বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন, যে সব রাবণ মানুষকে হয়রান করছে তাদের যেন তিনি শিক্ষা দেন।

দক্ষিণেশ্বরে মা কালীর আরতি বন্ধ হওয়ার গুজব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলে, “একজন কেন্দ্রীয় মন্ত্রী গুজব রটিয়েছেন আমরা নাকি দক্ষিণেশ্বরে মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছি।  একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এরকম গুজব রটাতে পারেন? আমরা এ কোন দেশে বাস করছি? মা ভবতারিণী ওদের সুমতি দিন। মা কালী কে নিয়ে আমরা রাজনীতি করি না”।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পড়লে আগে যাচাই করে নেবেন। গুজবে কান দেবেন না”।

 

Facebook 360 degree video used for the first time for an election in India at Didi’s rally

Mamata Banerjee became the first politician in India to use a Facebook 360 video for an election rally. On 21 April, she posted a 360 video of her padyatra in Bardhaman, held earlier this week, on her Facebook page.

She wrote on her page:

“I am happy to share with all of you the new Facebook 360 degree video that is being used for the very first time ever, for any election campaign in India. Please watch some clips of a padyatra held earlier this week at Bardhaman town.

My salute to the Ma-Maati-Manush for their overwhelming enthusiasm and participation.

Yes, Trinamool is winning. আমরা জিতছি”

On 13 April, 2016, Mamata Banerjee had posted her first Facebook LIVE video which got over 2 lakh views in less than 24 hours. She had also conducted a Q&A session on the same day where she got a huge response from the people.

You can see the video here: https://goo.gl/HlWuIL

 

দিদির হাত ধরে এই প্রথম ভারতে ৩৬০ ডিগ্রী ভিডিও-র মাধ্যমে নির্বাচনী প্রচার

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনীতিবিদ যিনি ৩৬০ ডিগ্রী ভিডিওর মাধ্যমে নির্বাচনী প্রচার করেন। ২১শে এপ্রিল তিনি তার বর্ধমানের পদযাত্রার ৩৬০ ডিগ্রী ভিডিও তার ফেসবুক পেজে পোস্ট করেন।

ভারতের যেকোনো নির্বাচনী প্রচারে ৩৬০ ডিগ্রী ভিডিও-র মাধ্যমে প্রচার এই প্রথম।

বিপুল উৎসাহ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরাই জিতছি।

১৩ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ফেসবুক লাইভ ভিডিও পোস্ট করেন, যা ২ লক্ষ ভিউ পেয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে। একইদিনে তিনি একটি ফেসবুকে একটি প্রশ্ন-উত্তর পর্বও করেন যেখানে তিনি প্রচুর মানুষের সাড়া পেয়েছেন।

ভিডিওটি দেখুন এখানে >> https://goo.gl/HlWuIL

 

Mamata Banerjee completes one year on Twitter

On the occasion of the Foundation Day of the All India Trinamool Congress, on January 1, 2015, West Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee joined micro blogging website Twitter, calling it a new beginning. She greeted people on the New Year 2015 in her first ever tweet.

Within a year, @Mamataofficial has around 2.1 lakh followers and has posted 1170 tweets.

Mamata Banerjee has been tweeting on varied issues, ranging from making political statements, to greeting people, paying homage to icons on their birth/death anniversaries or congratulating sporting personalities for achieving success and sharing new about development in Bengal.

Here are some of top her tweets:

 

Capture4

Mamata Banerjee’s first Tweet

Capture

Mamata Banerjee tweets in support of Aamir Khan on the intolerance issue

 

Capture1

Mamata Banerjee tweets to protest against interference of the Centre

 

Capture2

Mamata Banerjee congratulates Nitish Kumar after his victory in Bihar Assembly polls

 

Capture3

Mamata Banerjee tweets on the historic decision by Bengal Government to disclose Netaji files

tweet

Mamata Banerjee posts a picture with female MPs of the party in Lok Sabha

#TwitterSamvad with Mamata Banerjee

West Bengal Chief Minister Ms Mamata Banerjee took a step forward today to communicate with the people by being involved in the exclusive launch of “Twitter Samvad” service.

Launched by Twitter CEO Dick Costolo today, the service gives key national political leaders the ability to send their tweets to their offline followers directly via SMS. WB CM was among the select few public figures along with 13 other CMs, the Indian Army, Indian Railways among others.

The number assigned to @MamataOfficial’s twitter ID is 01130083333. Users who subscribe to her tweets will receive 3 tweets a day, 45 tweets a month as SMS.

As part of the launch, WB CM sent out the following tweet for Twitter Samvad:

Now get my tweets & alerts as SMS. FREE.

Missed Call 01130083333 to Activate the Free Service.

WB CM uses Twitter very often. From greetings on festivals, to important executive announcements – she uses the medium to communicate and engage with users. She joined Twitter on 1 January, 2015 and has 28000 followers currently.

50 days of Mamata Banerjee on Twitter

One of the most iconic days, 1 January 2015 also the Foundation Day of All India Trinamool Congress marked the official launch of Mamata Banerjee, Chief Minister of West Bengal and Chairperson of All India Trinamool Congress on Twitter.

Her official twitter handle is @MamataOfficial


The Trinamool Chairperson now has 20.3K Followers on Twitter.

 

This was her first tweet:

 

Here are her top tweets in the last 50 days

Despite her busy schedule, she makes it a point to interact with her audience on Twitter.

Few of her interactions:

https://twitter.com/admireTMC_AAP/status/550558042668810241

Social Media gives high-five for WiFi Kolkata

Kolkata took its first tottering step towards turning into a Wi-Fi city with a tweet from chief minister Mamata Banerjee, in which she announced turning Park Street into a Wi-Fi zone.

As soon as Mamata went online after inaugurating the service and her message was flashed on a giant screen, hundreds seated in the audience along the southern flank of Park Street attempted to log in.

“We are proud to be the country’s first Wi-Fi city. More than 2,000kms of cables have already been laid and work along just 250300kms is left,” the CM said.

On social media, it was a festive mood. Thousands of messages were pouring in on the official Twitter account of Mamata Banerjee, thanking her for delivering the digital gift to the city.

Here are some tweets:

Wi1

The first tweet

 

Wi2

Voice of youth

 

Wi3

 

Sentiment of the city

Wi5

WB CM with the selfie stick

 

Wi6

People on Twitter thanking Didi

tweet6

Stepping into the future

tweet8

Looking forward towards a more empowered generation

tweet7

All India Radio’s tweet mentioning the WiFi Launch

tweet5

Dignitaries on the stage taking a groupife to mark the launch

Tweet4

Kolkata’s achievement becomes a reason for pride for Indian’s abroad

Tweet2

Congratulations and support pours in for Kolkata