Bengal to include DPL as subsidiary

In a bid to revive Durgapur Projects Limited (DPL), the state government has taken a decision to include it as its subsidiary under the West Bengal State Electricity Board. The decision has been taken in the State Cabinet meeting.

It may be mentioned that the State Government had engaged a Group of Ministers (GoM) ­— Partha Chatterjee, Amit Mitra, Malay Ghatak, Sobhandeb Chattopadhyay and Arrop Biswas — to assess and recommend steps that are necessary for the revival of DPL.

The GoM placed its observation and recommendations before the state government, based on which the decision has been taken. The thermal power generation station, which has eight units, continues to have a capacity of generating 650 MW power. Five of those units are non-functional, two function properly and one requires attention for better function. The step would help in checking the accumulated loss.

However, the name of the company is supposed to stay and will continue to function as a state government utility. Moreover, 3000 employees, including the contractual ones, will continue to work as it is. It was assessed that the step will ensure the revival of DPL.

ডিপিএল সম্পূর্ণ অধিগ্রহণ রাজ্যের, সিদ্ধান্ত মন্ত্রীসভার

দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেড (ডিপিএল) পুরোপুরি অধিগ্রহণ করছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রীসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষামন্ত্রী মন্ত্রীসভার বৈঠক শেষে বলেন, ডিপিএল-এর পুনরুজ্জীবনের জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট ছিলেন। তিনি সুপারিশ গ্রহনের জন্য মন্ত্রীগোষ্ঠী তৈরি করেন।

এখন এই সংস্থায় যারা কাজ করেন, তাঁদের বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রীগোষ্ঠী। এই সুপারিশ গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে এই সংস্থাটিকে পুরোপুরি অধিগ্রহণ করবে রাজ্য সরকার। সমস্ত সম্পদ এবং মানবসম্পদ সরকারের কাছে হস্তান্তরিত হবে। চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে এখন ডিপিএল-এর কর্মী সংখ্যা ৩০০০। কাউকে ছাঁটাই করা হবে না।

infrastructure bengal

Rural electrification project to be complete in Bengal by June 2017

Soon, Bengal will be among the first few states to complete the rural electrification project successfully.  Come June and the project will witness completion with state Power minister Sobhandeb Chattopadhyay laying emphasis that the rural electrification work is all set to be complete as soon as infrastructure in four villages of Sunderban area gets over.

This apart, the electrification work is more or less complete throughout the state. “Infrastructural works have been going on in four islands. The work is expected to be completed by the end of June this year. The Power department has been facing hurdles in some parts as many villagers were reluctant to get an electricity connection due to financial constraints. Despite the challenges, the state government will achieve 100 percent electricity coverage by June,” the Minister added.

Chief Minister Mamata Banerjee, after coming to the power, had asked the power department to provide electricity to the entire Sunderbans area through power grid. Banerjee had taken a pledge to electrify each and every village across the state. The state government is trying hard to resolve the issues with the involvement of local panchayat functionaries and the zilla parishads.

According to West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL), state’s nodal distribution agency, the total number of subscribers has gone up to 1.72 crore from around 88 lakh in 2011. A few years ago, the pace of electrification work in Bengal was quite slow in comparison to the other states in the country but Trinamool government has done a major revamp in infrastructure development.

 

রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের প্রকল্পের কাজ শেষ হবে জুন মাসে

খুব শীঘ্রই গ্রামীণ বৈদ্যুতিকরন প্রকল্পের কাজ সম্পন্ন করবে বাংলা। আগামী জুন মাসেই শেষ হবে সেই কাজ। যত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা যায় তার ওপর জোর দিচ্ছেন বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সুন্দরবন অঞ্চলের চার’টি গ্রামে বিদ্যুতের পরিকাঠামো তৈরীর কাজ শেষ হলেই এই প্রকল্পের কাজ শেষ হবে।

এ ছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও এই প্রকল্পের কাজ প্রায় শেষ। মন্ত্রী জানান, “এই চার’টি জায়গায় পরিকাঠামো তৈরীর কাজ চলছে, আশা করা হচ্ছে এই বছরের জুন মাসের শেষের দিকে এই কাজ শেষ হয়ে যাবে। অর্থনৈতিক কারনে অনেক গ্রামবাসীই বিদ্যুতের ব্যাপারে আগ্রহী নন তাই বিদ্যু९ দপ্তরকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবু এত বাধা সত্ত্বেও আগামী জুনের মধ্যেই রাজ্যের ১০০ শতাংশ অঞ্চলে পৌঁছে যাবে বিদ্যু९।”

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার পাওয়ার গ্রিডের মাধ্যমে পুরো সুন্দরবন অঞ্চলে বিদ্যু९ পৌঁছে দিতে উদ্যোগী হয়। রাজ্য সরকার পঞ্চায়েত ও জেলা পারিষদদের সহযোগিতায় এই কাজ দ্রুতগতিতে শেষ করতে চাইছে।

রাজ্য বিদ্যুত পর্ষদের তথ্য অনুযায়ী বিদ্যু९ গ্রাহকের সংখ্যা বেড়ে এই মুহূর্তে হয়েছে প্রায় ১.৭২ কোটি যা ২০১১পর্যন্ত ছিল মাত্র ৮৮ লক্ষ। কিছু বছর আগে পর্যন্ত রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ ছিল অন্যান্য রাজ্যের তুলনায় খুবই মন্থর  গতির। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের দায়িত্ব পাওয়ার পর থেকে এই পরিকাঠামো উন্নয়নের কাজে এসেছে এক নতুন গতি।

 

infrastructure bengal

All Bengal villages to be illuminated by March 2017, says Power Minister

All Bengal villages will have power by March 2017. In a reply to a question in Assembly on Wednesday, the state power minister Sovandeb Chattopadhyay said the work on 100 per cent electrification in the state would be complete by March 2017.

He said the work of 100 per cent electrification in 11 districts was complete. In these 11 districts, all places will now be illuminated after sunset.

Overall 98 per cent of the task is complete in the state. The remaining two per cent would also be completed by the end of the current financial year, Chattopadhyay said.

“Power cut has become a thing of the past since 2012-13,” Chattopadhyay said adding that Chief Minister Mamata Banerjee had dreamed of a state where there would be power supply to each and every household. Moreover, there should be no power cuts. The situation has improved a lot in the past five and half years and it would improve further.

 

২০১৭ র মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী

২০১৭ সালের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুতায়নের ১০০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।

১১টি জেলার কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ১১ টি জেলার সব জায়গা সূর্যাস্তের পরও আলোকিত থাকবে।

রাজ্যের প্রায় ৯৮% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি ২ শতাংশ কাজ চলতি আর্থিক বছরেই শেষ হয়ে যাবে, জানান মন্ত্রী।

তিনি জানান, ২০১২-২০১৩ সাল থেকে লোডশেডিং এখন অতীত হয়ে গেছে। রাজ্যের কোথাও কোন লোডশেডিং হবে না এবং রাজ্যের প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। গত পাঁচ বছরের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে।

Bengal to set up grid connected solar PV power plants in schools

The State government is planning to set up rooftop grid-connected Solar PV power plants in 1,000 schools in West Bengal, Power and Non-Conventional Energy Sources Minister Sobhandeb Chattopadhyay told the Assembly on Wednesday.

The State Power Minister said the solar panels would be installed at 1,000 schools and in all State government offices.

Under the Integrated Power Development Scheme (IPDS), the West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) will invest Rs 43 crore for setting up rooftop solar PV power plants in the next five years.

So far power plants of total 6 mW (approximate) capacity have been set up throughout the State.

Some of the important projects are Garden Reach Shipbuilders & Engineers Limited (100 KWp), Central Glass & Ceramic Research Institute (HT) (37.5 KWp), Ramkrishna Mission Vidyamandir, Belur Math (153.4 KWp), Dinabandhu Andrews College (20 KWp), Modernland Girls’ High School (10 KWP) and Bijioygarh Vidyapith (10 KWp), the Minister said.

Private sector organisations have also set up this kind of power plants and such organisations included Auckland Jute Mill (500 KWp), Patton International Limited (Behala Works) (100 Kwp), ILEAD Foundation, Matheswartala Road (20 Kwp), he said.

This rooftop power plant with Net-metering facility has drastically reduced monthly energy bill of institutions, he said adding that this success has brought a paradigm shift in the State’s approach towards setting up of Solar PV power plants.

 

রাজ্যের স্কুলগুলিতে সোলার পাওয়ার প্লান্ট বসানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গের ১০০০ টি স্কুলের ছাদে গ্রিড-সংযুক্ত সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার বিধানসভায় একথা জানান, বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিদ্যু९ মন্ত্রী জানান রাজ্যের সব সরকারী অফিসেও বসানো হবে এই সোলার পাওয়ার প্লান্ট।

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যু९ বিতরণ কোম্পানি আগামী পাঁচ বছরে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য ৪৩ কোটি টাকা বিনিয়োগ করবে।

সারা রাজ্য জুড়ে প্রায় মোট ৬ মেগাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন হবে।

এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হল – গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (১০০ কিলোওয়াট), সেন্ট্রাল গ্লাস ও সিরামিক রিসার্চ ইনস্টিটিউট (৩৭.৫ কিলোওয়াট),রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ (১৫৩.৪ কিলোওয়াট), দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ (২০ কিলোওয়াট), মডার্নল্যান্ড গার্লস হাইস্কুল (১০ কিলোওয়াট) এবং বিজয়গড় বিদ্যাপীঠ (১০ কিলোওয়াট), মন্ত্রী জানান।

তিনি আরও বলেন, বেসরকারি সংস্থাগুলিও এই ধরনের পাওয়ার প্লান্ট সেট আপ করছে। যেমন – অকল্যান্ড জুট মিল (৫০০ কিলোওয়াট), প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেড (বেহালা ওয়ার্কস) (১০০ কিলোওয়াট), ILEADফাউন্ডেশনের মহেশ্বরতলা রোড (২০ কিলোওয়াট)।

সোলার পাওয়ার প্লান্ট Net-metering পরিষেবা এই সব সংগঠনের বিদ্যুতের খরচের পরিমান অনেক কমিয়ে দিয়েছে। মন্ত্রী আরও বলেন যে এই সাফল্য সোলার পাওয়ার প্লান্ট স্থাপনে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

infrastructure bengal

Bengal Govt proposes setting up 1000 MW Turga Pumped Storage project at Purulia         

In a bid to further augment the generation of power in West Bengal, the State power department has proposed to set up a 1000 MW Turga Pumped Storage project in Purulia.

In a reply to a question in the West Bengal Assembly on Wednesday, the state Power Minister, Sobhandeb Chattopadhyay said that the process for environment and forest clearance is in progress and the construction work is expected to start in 2017.

The estimated cost of the project is Rs 5,200 crores. There is a requirement of around 5000 acres of land for the project.

The state government is also planning to construct 900 MW Bandu Pumped Storage project in Purulia at an estimated cost of Rs 3,815 crores.

The demand of power in the state has increased to 22,990 MU in the past five years compared to that of 17,594 MU in 2011. The demand of power for the small and medium scale enterprise has recorded an increase of 46.39 per cent in the past five years. In the past five years, 19,582 new industrial connections were given.

To meet the demand, the State government had also taken up steps to increase the power generation. Seventeen EHV sub-stations and  1630 MW generation capacity has been added to the existing system. There is a scope for further development, as there is a need to set up 31 more EHV sub stations.

Keeping the change in climate in mind, the State government is also giving a major stress in generation of the non-conventional form of power including solar power.

The State government would declare the new solar policy and roof top solar policy soon. The state government would be providing subsidy to 1000 schools if they set up roof top solar power generation units.

Similar subsidy was given to set up the same in 302 schools earlier. But the generation capacity has to be above 5 KW.

 

পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা সরকারের

পশ্চিমবঙ্গের বিদ্যু९ উ९পাদন বৃদ্ধি করার জন্য, রাজ্য বিদ্যু९ বিভাগ পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের একটি Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা করেছে।

বুধবার, পশ্চিমবঙ্গের বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় একটি প্রশ্নের জবাবে বলেন, ইতিমধ্যেই পরিবেশ ও বন দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে এবং নির্মাণ কাজ ২০১৭ সালে শুরু হবে বলে আশা করা যায়।

প্রকল্পের পরিকল্পিত ব্যয় টাকা ৫,২০০ কোটি টাকা। এই প্রকল্পের জন্য প্রায় ৫০০০ একর জমি প্রয়োজন।

এছাড়া রাজ্য সরকার পুরুলিয়ায় ৩.৮১৫ কোটি টাকা ব্যয়ে ৯০০ মেগাওয়াটের একটি Bandu Pumped Storage প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে।

গত পাঁচ বছরে রাজ্যের বিদ্যুতের চাহিদা বেড়েছে ২২,৯৯০ মেগাওয়াট। ২০১১ সালে এই চাহিদা ছিল ১৭,৫৯৪ মেগাওয়াট। গত পাঁচ বছরে বিদ্যুতের চাহিদা শতকরা ৪৬.৩৯% বৃদ্ধি পেয়েছে।  গত পাঁচ বছরে নতুন শিল্প সংযোগ হয়েছে ১৯,৫৮২।

চাহিদা পূরণের জন্য, রাজ্য সরকার বিদ্যু९ উ९পাদন বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। ১৭টি EHV উপকেন্দ্র এবং ১৬৩০ মেগাওয়াট বিদ্যু९ উ९পাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার ইউনিট আছে।  আরও উন্নয়নের জন্য ৩১টি EHV সাব স্টেশন স্থাপন করার প্রয়োজন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে  রাজ্য সরকার সৌর বিদ্যু९ সহ বিভিন্ন অপ্রচলিত শক্তির ওপর জোর দিচ্ছে।

রাজ্য সরকার শীঘ্রই নতুন সৌর নীতি ঘোষণা করবে। রাজ্যের ১০০০ স্কুলের ছাদে সৌর বিদ্যু९ উ९পাদন ইউনিট স্থাপন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

আগে ৩০২টি বিদ্যালয়কে টাকা দেওয়া হয়েছিল এই পাওয়ার ইউনিট স্থাপনের জন্য। কিন্তু এর উ९পাদন ক্ষমতা হতে হবে ৫ কিলোওয়াটের উপরে।

Trinamool candidates begin election campaign across Bengal

As soon as the election dates have been announced, Trinamool Congress candidates have started their campaigns.

Last Friday, the Election Commission announced the election dates for West Bengal, Later in the evening, All India Trinamool Congress Chairperson Mamata Banerjee announced the list of candidates for all the 294 Assembly seats to be fought for.

Campaign graffiti and posters are being put up everywhere; rallies are being organised all over the State.

Mnay candidates are seeking blessings from the gods before starting their campaigns. Sovan Chattopadhyay visited Dakshineswar before starting his campaign. Sobhandeb Chattopadhyay visited Tarapith before starting his campaign journey.

Manish Ghatak began his campaign by leading a procession of Trinamool workers on Bagha Jatin Station Road.

Subrata Mukherjee began his campaign by painting graffiti in his constituency of Ballygunge. Gautam Deb too started his campaign in North Bengal by painting graffiti.

Many others too have started their campaigns. Today morning Firhad Hakim, Vaishali Dalmia, Shahshi Panja, Lakshmi Ratan Shukla, Soham Chakraborty, Indranil Sen, Syed Rahim nabi and many others were seen on their campaign trails.

 

 

জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু তৃণমূল কংগ্রেস প্রার্থীদের

 

প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক মুহূর্ত দেরি না করে শনিবার থেকেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, পোস্টার, মিছিল।

শনিবার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। বাঘাযতীন স্টেশন রোডে মিছিলে হেঁটে প্রচার শুরু করলেন যাদবপুরের প্রার্থী মণীশ গুপ্তা।

বালিগঞ্জ কেন্দ্রে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রচার শুরু করেছেন সাধন পাণ্ডে সহ একাধিক বিধায়করা। শনিবার উত্তরবঙ্গে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন মন্ত্রী গৌতম দেব।

আজ সকালে নিজ নিজ কেন্দ্রে প্রচার করেছেন ফিরহাদ হাকিম, বৈশালী ডালমিয়া, শশী পাঁজা, লক্ষ্মীরতন শুক্লা, সোহম চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, রহিম নবী প্রমুখরা।