What Bengal thinks today, India thinks tomorrow – this was proved once again when the Central Government published a model code for snakebite management recently, five years after the Bengal Government had published its Module for Training and Medical Officers on Snakebite Management in 2012.
Not just that, it must also be mentioned that Bengal was the first state to set up a formal protocol on the subject.
Under the stewardship of Chief Minister Mamata Banerjee, Bengal has progressed in many fields, and this is only the latest example.
দেশকে পথ দেখাল বাংলা, রাজ্যের পাঁচ বছর বাদে প্রকাশিত সাপের কামড় নিয়ে কেন্দ্রীয় গাইডলাইন
ন্যায্যমূল্যের দোকানের পর এবার সাঁপের কামড়ের চিকিৎসা। ‘বাংলা আজ যা ভাবে, কাল তা ভাবে ভারত’—এই আপ্তবাক্য ফের সার্থক হল স্বাস্থ্যক্ষেত্রে। পথ দেখাল মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।
২০১২ সালে সারা দেশে প্রথম সাঁপের কামড়ের চিকিৎসার আদর্শ নিয়ম বের করেছিল পশ্চিমবঙ্গ। নাম ছিল ‘মডিউল ফর ট্রেনিং অব মেডিকেল অফিসার্স অন স্নেকবাইট ম্যানেজমেন্ট’। প্রায় সেটাই অনুসরণ করে পাঁচ বছর বাদে কেন্দ্রীয় সরকার স্বাধীনোত্তর ভারতবর্ষে এই প্রথম সাঁপের কামড়ের আদর্শ চিকিৎসার নিয়মাবলী প্রকাশ করল। নাম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনস স্নেকবাইট (এসটিজি)।
শুধু তাই নয়, রাজ্যের পক্ষে আরও একটি গর্বের বিষয় হল, বাংলায় প্রথম যাঁর উদ্যোগে মডিউলটি প্রকাশিত হয়েছিল, সেই ডাঃ দয়ালবন্ধু মজুমদার কেন্দ্রীয় সরকারের গাইডলাইনটি প্রকাশের অন্যতম কুশীলবদের একজন।
Source: Bartaman