Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।

Smart cards to facilitate passengers using Bengal State Transport

In a bid to make traveling in buses convenient, the State Transport Corporation will soon introduce smart card facilities on the lines of Metro Railway. This will be very useful for passengers. Firstly, it will be for the AC buses and then for non-AC ones.

Electronic ticketing through smart cards will provide cashless convenience to passengers with prepaid recharge options. Passengers need to swipe the smart card through Electronic Ticket Machines (ETMs) at the time of boarding buses.

Primarily, bus conductors will have hand-held ETMs which they will use to validate the card. Later on we will try to install validators at the front and rear doors of buses for passengers to swipe the cards

A passenger would be able to verify his smart card holding it close to the ETMs and its validity period, permitted origin and destinations for travel would be automatically displayed on the LCD of the machine, he said adding that ETMs would also have route details.

As these cards are open ended passes, passengers can travel in any bus up to any distance on any day till value is available in it.

 

যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ড চালু করছে পরিবহন দপ্তর

যাত্রীদের জন্য বাসযাত্রাকে আরো সুবিধাজনক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল রাজ্য পরিবহন দপ্তর। শীঘ্রই মেট্রো রেলের মত স্মার্ট কার্ড নিয়ে আসতে চলেছে পরিবহন দপ্তরটি। প্রাথমিক পর্যায়ে বাতানুকূল বাস ও পরবর্তীতে সব বাসের জন্য এই সুবিধা পাওয়া যাবে।

ইলেক্ট্ক্স টিকিটিং পদ্ধতির এই স্মার্ট কার্ডগুলি ব্যবহার করলে যাত্রীদের আর কোনো টাকা পয়সা সঙ্গে নিয়ে ঘুরতে হবে না, তারা প্রিপেড পদ্ধতিতে স্মার্ট কার্ডে টাকা ভরে রাখতে পারবে। বাসে ওঠার সময় এই কার্ডটি ইটিএম মেশিনে প্রবেশ করালেই হবে।

প্রাথমিকভাবে বাস কন্ডাক্টররা ইটিএম মেশিন নিয়ে যাত্রীদের কাছে যাবে, পরবর্তীকালে বাসের দুটি দরজাতেই এই মেশিন বসানো হবে।

এই কার্ডগুলিকে ইটিএম মেশিনের মধ্যে প্রবেশ করালেই ওই কার্ড ও তার গন্তব্য সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।  এই কার্ডগুলি ব্যবহার করে যেকোনো দিন যেকোনো রুটের বাসে যেকোনো গন্তব্যে যাওয়া যাবে যতক্ষন কার্ডটিতে টাকা বাকি থাকবে।