Trinamool MPs protest outside Parliament against interest cut in small savings schemes

Trinamool Congress today held a dharna in front of Mahatma Gandhi’s statue in the Parliament complex, protesting against the slashing of interest rates on PPF and other small savings schemes.

Party MPs from both the Houses were present, raising slogans against the Centre’s move that would hurt the common people while no action was  being taken against defaulters of NPA. The MPs demanded withdrawal of interest cut in small saving schemes by the Centre. Saugata Roy raised the issue during Zero Hour in Lok Sabha.

Bengal CM had earlier attacked the Centre on this issue and said this decision would lead to the mushrooming of chit funds. Trinamool had organised a rally against the Centre in Kolkata on April 3, 2017, on the same issue.

 

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর প্রতিবাদে সংসদে ধর্ণা তৃণমূলের

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর প্রতিবাদে সংসদে ধর্ণা দিলেন তৃণমূলের সাংসদরা। কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরব হন তারা।

সাংসদরা বলেন সাধারণ মানুষের সঞ্চয়ে সুদের হার কমানো হচ্ছে কিন্তু ব্যাঙ্কগুলির নন-পেয়িং অ্যাসেট নিয়ে কোনো পদক্ষেপ নেই কেন্দ্রের। তারা দাবি জানান অবিলম্বে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুক কেন্দ্র।

এর আগে বাংলার মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে বলেন যে এই সিদ্ধান্তের ফলে চিট ফান্ডের বাড়বাড়ন্ত হবে। ৩রা এপ্রিল এই ইস্যুতে কলকাতার বুকে এক মহামিছিল করে তৃণমূল।

West Bengal now no. 1 in small savings

In terms of small savings, after four years, the State of West Bengal has left Uttar Pradesh behind to become number one in the country.

This is a significant achievement for the State, the result of the economic policies of the Mamata Banerjee Government. As a consequence of this, the State is going to get several advantages, like the ability to borrow more money from the market for developmental purposes, and to get more foreign investment.

As per the latest data from the Ministry of Finance, after remaining second behind Uttar Pradesh for four consecutive financial years from 2011-12, in 2015-16, West Bengal toppled Uttar Pradesh to occupy the top position, with the total small savings amounting to Rs 8,362.78 crore. This amount is almost Rs 2,500 crore more than that of the second-placed Uttar Pradesh.

Over the last few years, encouraged by the people-centric policies and facilities brought in by the Trinamool Congress Government, the people of the State have been steadily increasing their investments in small savings instruments like national savings certificate (NSC), recurring deposit, Kisan Vikas Patra (KVP), etc.

According to West Bengal Small Savings Agents’ Association, the State is likely to keep up this trend in 2016-17. Already, in April and May combined, the State has accumulated Rs 200 core in small savings.

 

Image: emkayconsultancy.in

 

স্বল্প সঞ্চয়ে শীর্ষস্থানে পশ্চিম বাংলা

স্বল্প সঞ্চয়ে উত্তরপ্রদেশকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করল পশ্চিম বাংলা। প্রায় চার বছর পর এই সাফল্য অর্জন করল রাজ্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থনৈতিক নীতির এই সাফল্য নিশ্চিত ভাবেই রাজ্যের পক্ষে ইতিবাচক। ফলস্বরূপ, এই সঞ্চয়ের ওপর নির্ভর করেই রাজ্য বাজার থেকে উন্নয়নের কাজ করার জন্য ঋণ নিতে পারে। আরো কিছু বিদেশি বিনিয়োগও আসছে।

কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের পক্ষ থেকে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১১-’১২ অর্থবর্ষ থেকে ধারাবাহিক ভাবে স্বল্প সঞ্চয় ক্ষেত্রে প্রতিবার উত্তরপ্রদেশের পিছনে থাকলেও ২০১৫-’১৬ অর্থবর্ষে তাকে টপকে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে রাজ্য। ২০১৫-’১৬ অর্থবর্ষে রাজ্যের কশেত্রে এই সঞ্চয়ের পরিমান বেড়ে দাঁড়িয়েছে ৮,৩৬২,৮৬ কোটি টাকা। অর্থাৎ এই বছর রাজ্যে ২,৫০০ কোটি টাকা বেশি জমা পড়েছে।

গত কয়েক বছর ধরে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আনা বিভিন্ন নীতি ও সুযোগ-সুবিধা দ্বারা উৎসাহিত হয়ে জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি), আবর্তক আমানত, কিষাণ বিকাশ পত্রের(KVP) মত ক্ষুদ্র সঞ্চয় ক্ষেত্রে তাদের বিনিয়োগের পরিমান বৃদ্ধি করেছে।

ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের মতে ২০১৬-’১৭ অর্থবর্ষেঅ রাজ্য স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে এই প্রবণতা বজায় থাকবে। ইতিমধ্যেই এপ্রিল ও মে মাস মিলিয়ে রাজ্যে প্রায় ২০০ কোটি টাকা স্বল্প সঞ্চয় খাতে জমা পড়েছে।