Common people denied loans while some getting crores: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today expressed her anguish at the denial of loans to common people by banks, while some special people were getting crores of rupees.

In a tweet, the CM said: “Those who have Kisan Credit Cards and are entitled to loans are being denied loans. And yet some VIP bank customers are looting this country.”

She added that the self-help groups, those who run small businesses, and other commoners, are deprived of loans. And yet, special people are being given thousands of crores of rupees.

“Why this fraud? Why this fraud?” she commented.

 

 

সাধারন মানুষ ঋণ পাচ্ছে না, কেউ কোটি কোটি টাকা আত্মসাৎ করছেঃমমতা বন্দ্যোপাধ্যায়

 

পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের বিপুল দুর্নীতি নিয়ে আজ আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ ঝাড়গ্রাম জেলার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন, যে সাধারন মানুষ ব্যাঙ্ক থেকে সহজে ঋণ পাচ্ছে না।

তিনি বলেন, “মানুষকে ঋণ দিচ্ছে না, চাষিকে ঋণ দিচ্ছে না, স্বনির্ভর গোষ্ঠীগুলি ঋণ পাচ্ছে না, যদিও ব্যাঙ্ক এই ঋণ ফেরত পাবে। (কিন্তু) এমন এমন (লোককে) ঋণ দিচ্ছে, (যারা) টাকা গুলো মেরে দিয়ে চলে যাচ্ছে… হাজার হাজার কোটি টাকা। এটাকে পারস্যু করতে হবে, ব্যাঙ্কারদের মিটিংয়ে আবার তুলতে হবে ব্যাপারটা।”

প্রসঙ্গত, গতকাল তিনি বেলপাহাড়ির জনসভায় পিএনবি দুর্নীতি ইস্যুতে বলেন, এর তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷ পিএনবিতে সাড়ে এগারো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে৷ কেলেঙ্কারির তদন্ত করতে হবে৷ কে ঋণ দিল? কে নিল? সামনে আনতে হবে৷ তদন্ত না করা পর্যন্ত ছাড়ব না৷