Nine books by Bengal CM released at the 2018 Kolkata Book Fair

Like every year, this year too Chief Minister Mamata Banerjee released her books at the 2018 Kolkata International Book Fair (KIBF). Nine of her books released this year.

With these nine, the total number of books penned by the Chief Minister would touch 79. Many of these have been translated into English and Urdu too.

Maa, Mati, Manush is a collection of her poems published in Hindi by Rajkamal Prakashan, another book written in Ol-Chiki script published by the Paschim Banga Santali Academy. The other books of the Chief Minister were published by Dey Publishing. The other book penned by the Chief Minister was Savera which is written in Urdu. My Journey is an English book written by the Chief Minister depicting the days of her struggle.

The rest five are in Bengali — Sishu Bela, a book for children, Asahishnuta, Rudraksha, a collection of her poems, Amar Naba Prajanma and Banglar Kanyashree Aaj Viswajaye, which depicts how school students have benefitted from the Kanyashree scheme, a brainchild of the Chief Minister.

Many of Mamata Banerjee’s books have been translated to English and Urdu.

 

 

বইমেলায় এবার মুখ্যমন্ত্রীর আরও ৯টি বই

বিগত কয়েক বছরের মত এবছরের বইমেলাতেও পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। ২০১৮র কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর আরও ৯টি নতুন বই। সব মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৭৯ ছুঁতে চলেছে।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি, লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ বাংলা তথা ভারতের বহু মানুষের মনে দাগ কেটেছে।

বাংলা ‘মা মাটি মানুষ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী কবিতার হিন্দী সঙ্কলন যা প্রকাশ করছে রাজকমল প্রকাশন। আরেকটা বই প্রকাশিত হচ্ছে অলচিকি হরফে যা পশ্চিমবঙ্গ সাঁওতালি আকাদেমি প্রকাশ করছে। মুখ্যমন্ত্রীর বাকি বইগুলি প্রকাশ করেছে দে’জ পাবলিশিং। মুখ্যমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলি হল, সভেরা যা লেখা হয়েছে উর্দু ভাষায়। ‘মাই জার্নি’ আরেকটি ইংরাজি বই যা মুখ্যমন্ত্রীর নিজের লেখা নিজের সংগ্রামের দিনগুলিকে নিয়ে।

বাকি পাঁচটি বই বাংলায় লেখা – শিশুদের জন্য লেখা শিশু বেলা, কবিতার সঙ্কলন অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, এ ছাড়া আমার নব প্রজন্ম, বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী, যাতে লেখা আছে স্কুল পড়ুয়ারা কীভাবে কন্যাশ্রীর মাধ্যমে উপকৃত হয়েছে যে প্রকল্পটি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, একাধিক আন্দোলনের সাফল্য যেমন তাঁর বইয়ের বিষয় হয়েছে, তেমনই নিজের একান্ত অনুভূতিগুলিকেও কখনও গদ্যে, কখনও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর এসব অনুভূতিগুলি আবারও ৯টি নতুন বইয়ের আকারে বইমেলার আকর্ষণ হতে চলেছে।

Source: Khabar 365 Din