Singur is smiling again: A triumphant Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee formally re-commenced farming on the plots of land in Singur which were given away to Tata Motors’ Nano project by the Left Front government, by sowing seeds of mustard on those plots.

The process of giving physical possession of the land in Singur to around 4,000 farmers  was also started today, with the Chief Minister handing over plots to some of the farmers. She also inaugurated the first of the 66 deep tube-well pumps that the State Government would install for proper irrigation of the 997 acres of farm land.

During her last visit to Singur on September 14, a few days after the Supreme Court verdict in favour of the farmers, Mamata Banerjee had distributed the deeds of right to the plots of land to their respective owners. The task of converting the land into cultivable form had begun within a day of the Supreme Court’s passing of the order.

In her speech after the ceremony, she said that the State Government has handed over 103 acres of land to the farmers for cultivation today, and that it will complete the handing over of “all the land to their respective owners by November 10″, adding that the work of making the land cultivable was left to done on only 65 of the 997 acres.  

Besides, the Government also handed over “seeds and agricultural equipment to farmers today”.

She stressed on the fact that her Government has strictly followed the Supreme Court order and has spared no efforts in making the land cultivable again.

She was very happy today, saying, “We have to save the greenery; Singur is smiling again”.

Underlining the pivotal place of the Singur Movement in the history of agitation for land rights, she said, “The Singur movement will become an international model for land rights”. She also said, “The Singur Movement teaches us that we should never run away from a fight”.

She thanked all the people who had helped her in bringing the land back to its original state: “I thank every officer and the local people for their help in getting the land ready for farming”. The Chief Minister also thanked “all the intellectuals, artistes and others who supported the movement”.

She also promised, “We will make a monument to commemorate the sacrifice and the hard work of the people of Singur”.

Mamata Banerjee reminded everyone, “Good governance depends on team work, transparency and fulfilling promises”.

Thousands of people from different parts of the State, including those involved with the movement, had turned up in Singur today to witness the historic moment when the Chief Minister completed the process of giving physical possession of the plots to the farmers.

 

সবুজের মাঝে সিঙ্গুরে নতুন করে হাসি ফোটাও: মুখ্যমন্ত্রী

আজ আবার জমির অধিকার ফিরে পেল সিঙ্গুরের কৃষকরা৷ প্রায় ৯ বছর আগে যে জমিতে নেমে চারা পুঁতে আন্দোলনের বীজ রোপণ করেছিলেন, লক্ষ্মীবারে সেই জমিতে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরষের বীজ দিলেন৷ মাঝে চলে গিয়েছে আন্দোলনের দীর্ঘ সময়৷ ধারাবাহিক কৃষক আন্দোলনের জয় এসেছে তাঁর নেতৃত্বেই৷ এবার তাই আইনি জয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো কারখানার অংশের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

উচ্চ আদালতের নির্দেশ ছিল, ১২ সপ্তাহের মধ্যেই কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দিতে হবে৷ নির্দিষ্ট সময়ের তিন সপ্তাহ আগেই শুরু হয়েছে প্রক্রিয়া৷

সেপ্টেম্বরের প্রথম থেকেই সিঙ্গুরজুড়ে শুরু হয়েছিল বিজয় উৎসবের আনন্দ৷ গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নিজে গিয়ে আশ্বাস দিয়েছিলেন জমি ফিরিয়ে দেওয়ার৷ সেদিন হয়েছিল কেন্দ্রীয় বিজয় উৎসব৷ আর বৃহস্পতিবার জমি ফিরে পাওয়ার আনন্দে দ্বিতীয়বার বিজয় উৎসব পালন করল সিঙ্গুরের মানুষ৷

এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আজ মোট ১০৩ একর জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হল কৃষকদের। বাকি জমি আগামী ১০ নভেম্বরের মধ্যে চাষযোগ্য করে  কৃষকদের ফেরত দিয়ে দেওয়া হবে। ৯৯৭ একর জমির মধ্যে ৬৫ একর জমির কাজ বাকি আছে।

জমি হস্তান্তরের পাশাপাশি, আজ কৃষকদের শস্যকিট ও চাষের সরঞ্জামও দেওয়া হল।

মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের আগেই কৃষকদের জমি ফেরত দেওয়া হচ্ছে চাষযোগ্য করে।

তাঁর কথায়, সবুজ জাগাও, সবুজ বাঁচাও, সবুজের মাঝে সিঙ্গুরে নতুন করে হাসি ফোটাও।

তিনি আরও বলেন, “সিঙ্গুর আন্দোলন আগামীদিনে সারা বিশ্বের মডেল হবে। সিঙ্গুর আন্দোলন আমাদের শিখিয়েছে যে লড়াই ছেড়ে কখনও পালিয়ে যেতে নেই। নিজের অধিকার আদায় করে নিতে হয়। আর সিঙ্গুরের জমি ফেরত হল সেই লড়াইয়ের এই সুফল”।

এত তাড়াতাড়ি জমি চাষযোগ্য করতে অফিসাররা ও এলাকার সকল মানুষ অনেক সহযোগিতা করেছেন, সেজন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যেসকল বুদ্ধিজীবী, শিল্পী ও সাধারণ মানুষকে যারা সিঙ্গুর আন্দোলনকে সমর্থন করেছেন তাদেরকেও মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান।

তিনি প্রতিশ্রুতি দেন যে সিঙ্গুরের আন্দোলনকারী কৃষকদের স্মরণে  একটি স্মারক তৈরি হবে। তাঁর কথায়, সুষ্ঠু প্রশাসনের প্রধান দিক হল একসঙ্গে কাজ করা, স্বচ্ছতা, কথা দিয়ে কথা রাখা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক এবং যারা সেদিন সিঙ্গুর আন্দোলনে সামিল হয়েছিলেন সকলে আজ আর একবার সিঙ্গুরের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন।

 

 

 

 

Land in Singur to be returned to farmers on Oct 20, Bengal CM to be present

Chief Minister Mamata Banerjee today announced that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days. The CM will be present in Singur on October 20, 2016 to launch the process.

She chaired a meeting in Nabanna earlier in the day to decide the date from when the process of giving “physical possession” of land to farmers can begin. She was briefed on the progress of work in Singur.

The State Government has left no stone unturned to abide by the order of the Supreme Court Division Bench. Terming the acquisition of 997 acres of land for the Tata’s Nano car project in Singur unjustified, the Division Bench had directed the present State Government on August 30 to return the land in cultivable form within 12 weeks.

 

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ২০শে অক্টোবর সিঙ্গুরে শুরু হবে জমি ফেরতের প্রক্রিয়া

প্রস্তুত সিঙ্গুর! ৮০ শতাংশ জমি চাষযোগ্য করার কাজ শেষ৷ ৯০ শতাংশ মানুষকে জমির চেক ও পরচা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২০শে অক্টোবর জমি ফেরতের প্রক্রিয়া শুরু হবে।

আজ সিঙ্গুরে জমি চাষযোগ্য করে তোলার কাজের অগ্রগতি জানতে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান সিঙ্গুরে ৮০% জমিই চাষযোগ্য করে তোলা হয়েছে।

জমি হস্তান্ততের প্রক্রিয়ার সূচনা করতে ২০শে অক্টোবর মুখ্যমন্ত্রী নিজে সিঙ্গুরে উপস্থিত থাকবেন।

 

মানুষের দাবিতেই সিলেবাসে সিঙ্গুর – পার্থ চট্টোপাধ্যায়

একজন মানুষ স্বপ্ন দেখেন বাংলার প্রতিটি মায়ের আঁচল শিউলি ফুলের সুগন্ধে ভরিয়ে দিতে। একজন মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখেন মাটির সঙ্গে নিবিড় সাহচর্যে যাঁদের জীবন, তাঁদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে লড়াইয়ের মাঠে দাঁড়িয়ে মাটির অধিকার ফিরিয়ে দেওয়ার।

তিনি এমন একজন হৃদয়বান মানুষ যিনি বাংলার সর্বস্তরের নাগরিকের জীবনে-সংসারে সুস্থিতি চান, সমৃধ্ধি চান, চান রাজ্যবাসী গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলুক, ‘জগ९সভায় বাংলা শ্রেষ্ঠ আসন পাবে’।

বাংলার ন’কোটি মানুষের সমস্ত স্বপ্ন পূরণের সেই কারিগর এবং বিশ্ববাংলা গড়ার একমবাদিত্যম মানুষ, আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিঙ্গুর বিজয় দিবসে মঞ্চ থেকে সেদিন নেত্রী ঘোষণা করলেন, চাষি ও কৃষকদের অধিকার নিয়ে তিনি বই লিখতে শুরু করছেন। সেই বই আগামীদিনে দেশ-বিদেশের মানুষের কাছে এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে ঠিকই। বাংলা তথা গোটা দেশে ভূমির অধিকার রক্ষার লড়াইয়ে নেত্রীর সিঙ্গুর আন্দোলনই যে একমাত্র জনগণতান্ত্রিক স্বীকৃতি পেয়েছে তাও ইতিহাস। সুপ্রিম কোর্ট জমি ফেরত দেওয়ার দাবিতে সিলমোহর দেওয়ার পর দেশের অন্যান্য রাজ্য এবং প্রদেশেও ‘মমতা-মডেল’ অনুসরণ করা হচ্ছে। যে প্রদীপ জ্বালিয়েছিলেন সিঙ্গুরের ধূসর প্রান্তরে, সেখানে আজ কৃষকদের প্রাণের সমারোহ। সেই উ९সবে শামিল হয়েছে ভারতবাসীও। তিনি হয়ে উঠেছেন সারা বিশ্বের ভূমি অধিকার আন্দোলনের মূল পথপ্রদর্শক। বস্তুত, শীর্ষ আদালত সিঙ্গুরের আন্দোলনের দাবি মেনে নেওয়ায় গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ই আমজনতার সর্বজনগ্রাহ্য জাতীয় নেত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন ও পাচ্ছেন।

আগামীদিনে সিঙ্গুর আন্দোলন নিয়ে দেশ-বিদেশে অনেকে গবেষণা করবেন, পিএইচডিও করবেন। যাঁরা গবেষণা করবেন তাঁদের জন্য নেত্রীর বইটি অবশ্যই প্রয়োজনীয় হয়ে উঠবে। কিন্তু নবপ্রজন্মের কাছে সহজে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস জানাতে বাংলার আমজনতা চাইছে বিষয়টিকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক। বিদ্বজ্জনেরা চাইছেন ভূমির অধিকার নিয়ে গোটা দেশের কাছে যে নয়া দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা অবশ্যই পাঠ্যবইয়ে রাখা হোক। কারণ, সেদিন বহু বামপন্থী বিদ্বজ্জনও নেত্রীর সঙ্গে সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনে পা মিলিয়েছিলেন। রাজ্যের সিলেবাস কমিটিও সেই সুপারিশই করেছে।তাই আমরা রাজ্য সরকারের তরফে শিক্ষা দফতরের তরফে আগামী শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে রাখার সিদ্ধান্ত নিয়েছি।গরিব মানুষের জন্য মুখ্যমন্ত্রীর অন্য অনেক প্রকল্প ঘোষণাকে সমর্থনের মতোই সিলেবাসে সিঙ্গুর রাখার সিদ্ধান্তকে পাহাড় থেকে সাগর, সবাই স্বতঃস্ফূর্ত সমর্থন করেছেন। আর এটাই আমাদের মা-মাটি-মানুষ সরকারের অন্যতম সাফল্য।

বিজয় দিবসের মঞ্চে সেদিন যখন সিঙ্গুরের ‘মাতঙ্গিনী’ সরস্বতী দাসকে জড়িয়ে ধরে আবেগরুদ্ধ হয়ে পড়লেন নেত্রী তখন মনে পড়ছিল দশ বছর আগের টুকরো টুকরো স্মৃতি। দশটা বছর কেটে গেলেও একটুও বিবর্ণ হয়নি সেই জমি নিয়ে উদয়াস্ত লড়াইয়ের নানা ঘটনা। শানাপাড়া, বেড়াবাড়ি, জয়মোল্লায় দিনের পর দিন আন্দোলনকারী চাষীদের সঙ্গে ঘুরেছি। প্রতিটি ঘটনাই আজও টাটকা, তাপসীর মৃত্যুর মতো বেশ কিছু ঘটনা তো যন্ত্রণাক্লিষ্ট। সেদিনও মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য মরণপণ ঐকান্তিক লড়াই করেছিলেন জননেত্রী। তিনি ছিলেন ভূমি নিয়ে মানুষের স্বপ্নপূরণের লড়াইয়ের সাধিকা। একইভাবে তিনিই নন্দীগ্রামের মানুষদের ভূমি হারানোর যন্ত্রণার প্রতিবাদ করেছিলেন। রাস্তার পাশে মঞ্চ বেঁধে সিঙ্গুরে টানা ১৪ দিন ধর্না দিয়েছেন নেত্রী। আমরা সবাই সঙ্গী। রাতের অন্ধকারে চেষ্টা হয়েছিল, লরি চাপা দিয়ে ধর্নায় অংশ নেওয়া রাস্তায় শুয়ে থাকা ঘুমন্ত কর্মীদের পিষে দেওয়ার। কিন্তু নেত্রীর সজাগদৃষ্টিতে রাতপাহারা থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিল সবাই। তবে সিপিএমের ভয়াবহ চক্রান্ত এবং হিংস্রতার হাত থেকে শত চেষ্টা করেও তাপসী মালিক বা রাজকুমার বহুলদের আমরা বাঁচাতে পারিনি। বাঁচাতে পারিনি আরও ১২জন কৃষককে।

সিলেবাসে আমরা রাখতে চাই, জীবন বিপন্ন করে মা-মাটি-মানুষের নেত্রীর টানা ২৬ দিনের অনশন-লড়াইয়ের কথা। ধর্মতলার সেই অনশনে নেত্রীর পাশে ছুটে এসেছিলেন দেশের তাবড় নেতৃত্ব। ছিলেন হাজার চুরাশির মা প্রয়াত মহাশ্বেতাদেবী। এখনো ভাবলে শিউরে উঠি। কারণ, একদিকে সিপিএম ও পুলিশ প্রশাসনের অত্যাচার অন্যদিকে টানা অনশনের ধাক্কায় নেত্রীর প্রাণ সংশয় হওয়ার উপক্রম। দু’য়ে মিলে তখন আমরা সবাই তটস্থ, শঙ্কিত। দলে দলে সবাই এসে তখন ধর্মতলায় নেত্রীর মঞ্চের পাশে উদগ্রীব হয়ে থাকতাম। সঙ্গে হাজার হাজার মানুষ। কিন্তু রাজ্যপালের উপস্থিতিতে হওয়া চুক্তিও মানেননি সেদিনের সিপিএমের দাম্ভিক মুখ্যমন্ত্রী। দম্ভ, অহংকার শেষ কথা বলে না, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণ। তাই শুধু সিঙ্গুর নয়, এবারেও বিধানসভা নির্বাচনে বিরোধী ভোট এক করার মরিয়া ব্যর্থ চেষ্টা করেও জনগণের ফু९কারে উড়ে গিয়েছে কু९সাকারী-অপপ্রচারকারীরা।

১০বছর আগের আন্দোলনের সেই ইতিহাস। সিঙ্গুরের ঐতিহাসিক মঞ্চ থেকে যখন এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কোথায় যেন তাঁর গলাটা ধরে আসছে। মনে পড়ছিলো একটার পর একটা দিনের কথা। সুপ্রিম কোর্টের রায় শুনে বলেছিলেন, এবার আমি শান্তিতে মরতেও পারি। আসলে এই আন্দোলন করতে গিয়ে তাঁর যে মৃত্যুও হতে পারত, সেকথা সেদিন আবার বলে দিয়েছিলেন। ইতিহাসকে স্মরণ রাখতে এখন থেকে প্রতি ১৪ সেপ্টেম্বর সিঙ্গুর দিবস পালন হবে। নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও তৈরী হবে স্মারক। এটাই হবে কৃষিজমি আন্দোলনের প্রতীক।

মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন ও নগরোন্নয়ন-সহ বাংলার সমস্ত ক্ষেত্রের প্রগতির সফল কারিগর। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তিনি নিয়ে এসেছেন আমূল বিপ্লব। জগতের আনন্দ থেকে সাধারণ মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থান ও পড়ুয়াদের শিক্ষার অধিকার দিয়েছেন তিনি। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি যে তাঁর গভীর ভাবনা চিন্তার ফসল তা এখন স্বীকার করছেন সবাই। একটি সাইকেল শুধুমাত্র একটি ছাত্রীর পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সামগ্রিকভাবে পারিবারিক সমন্বয়ে সাহায্য করছে মুখ্যমন্ত্রীর এই উপহার।

সরকারি স্কুলে ১০০ শতাংশ মিড্ ডে মিল চালু থেকে শুরু করে প্রাথমিকের সমস্ত ছাত্রদের জুতো বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শীতকালে সোয়েটার ও স্কুল ব্যাগ দেওয়ার বিবেচনা করা হচ্ছে। পরিবর্তনের পর থেকে প্রাথমিকে পোশাক দেওয়া শুরু হয়েছে। দুঃস্থ ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বৃত্তির পরিমাণ বাড়ানো হয়েছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে দেওয়া হয় যাবতীয় বইপত্র, খাতা। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে পোশাক পরিচ্ছদ ও সাইকেল তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। বিশেষ করে সমস্ত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য সমস্ত স্কুলে ‘Ramp’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে হত। কিন্তু মা-মাটি-মানুষ সরকার আসার পর সমস্ত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্যই সরকারই অতিরিক্ত ৪৫ মিনিট সময় বরাদ্দ করে দিয়েছে। অর্থা९ আর আগের মতো আবেদন করার কোনো দরকার নেই।

শিক্ষাক্ষেত্রে ‘কন্যাশ্রী’-নারীশিক্ষায় ও সামাজিক প্রগতিতে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছেন মা-মাটি-মানুষের নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী আমাদের রাজ্যের নারী শিক্ষার দিকবদল, শিক্ষায় যুগান্তরের সংকেত। রাজ্য ও দেশ ছাড়িয়ে বিশ্বে আমাদের নেত্রীর এই প্রকল্প শুধু প্রশংসিত হয়নি, বহু রাজ্য তথা দেশে মডেল হয়েছে। বাম শাসনে বহু বছর ধরে পিছিয়ে থাকা এই রাজ্যের নারী শিক্ষা দ্রুত ছুঁয়েছে শীর্ষস্থান। এটাও মা-মাটি-মানুষের শিক্ষায় সাফল্য।

বাম আমলে বাংলায় সংখ্যালঘু সমাজ চরম অবহেলিত হয়েছিল। আমাদের সরকার আসতেই মুসলিম সমাজের অগ্রগতির দ্বার খুলে দিয়েছে। মুসলিম ছাত্রীছাত্রীদের শিক্ষাপ্রসারে বিপুল স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য ‘বিশেষ সুযোগ’ দেওয়া হয়েছে আমাদের সময়েই। বস্তুত এই কারণেই আজ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ছায়ায় আশ্রয় নিয়েছে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা। শিক্ষাক্ষেত্রে তফসিলি জাতি-উপজাতির ছাত্রছাত্রীদের যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এবার থেকে রাজ্যের বিভিন্ন স্কুল মিলিয়ে প্রতিবছর অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত এক হাজার Virtual Classroom তৈরির সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। গ্রামীণ স্কুলগুলির পরিকাঠামো বৃদ্ধিতে বরাদ্দ একলাফে প্রায় আটগুণ বৃদ্ধি হয়েছে এবারের বাজেটে। রাজ্যে মা-মাটি-মানুষ সরকার ক্ষমতায় আসার পর দু’-দুবার বহু সংখ্যক কলেজে শিক্ষক নিয়োগ করা হয়েছে। বহু কলেজে স্থায়ী অধ্যক্ষ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। উচ্চশিক্ষার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এই রাজ্য দেশের মধ্যে আনুপাতিক হারে শীর্ষস্থানে পৌঁছেছে। উত্তরবঙ্গের প্রকৃতির স্নিগ্ধ ছায়ায় কিংবা পুরুলিয়ার রুক্ষ প্রান্তরে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়। আবার সুদূর দক্ষিনে ডায়মন্ডহারবারে সাত একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। মানুষ কল্পনাও করতে পারেন না শিক্ষায় এই সমৃধ্ধি।

স্কুল শিক্ষক নিয়োগে বহুদিন বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। তার অন্যতম কারণ সুগভীর চক্রান্ত। ষড়যন্ত্র করে মামলার মাধ্যমে টেট-এর নিয়োগ প্রক্রিয়াকে শ্লথ করে দেওয়া হয়েছিল। এইজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, আদালতের নির্দেশ পেলে সঙ্গে সঙ্গেই শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে। নেত্রীর সেই ঘোষণা আমাদের শিক্ষা দফতর অক্ষরে অক্ষরে পালন করেছে। আদালত রায় দেওয়ার এক ঘন্টার মধ্যেই টেট পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়া হয়েছে।

প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে যত দ্রুত সম্ভব ৬০,০০০ শিক্ষক নিয়োগ করা যায় তার ব্যবস্থা করছে আমাদের দফতর। প্রতিটি বিষয় ও প্রক্রিয়া যে স্বচ্ছতার মাধ্যমে করা হচ্ছে তা আমরা কাজের মাধ্যমে প্রমান করে দিয়েছি। সর্বোপরি যে সমস্ত শিক্ষিকা বাড়ি থেকে দূরে চাকরি করেন তাঁদের কাছাকাছি নিয়ে আসতে ইতিমধ্যে বদলি প্রক্রিয়া চালু করেছে আমাদের সরকার। বহু শিক্ষিকা ইতিমধ্যে বাড়ির কাছের স্কুলে বদলি হয়ে এসে পঠন-পাঠন কোর্সে অংশ নিতে শুরু করে দিয়েছেন। শিক্ষাসংক্রান্ত সমস্ত কর্মসূচিতে আমাদের

মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকরা সমাজের গর্ব, তাঁদের সম্মান দিলে তবেই সমাজ-সভ্যতা তথা বাংলা এগিয়ে যাবে। তাই তো রাজ্যে সরকার পরিবর্তনের পর শিক্ষকদের সম্মান দিয়ে প্রতিবছর ‘শিক্ষারত্ন’ সম্মাননা চালু করে শ্রদ্ধেয় শিক্ষকদের স্বীকৃতি দেওয়া শুরু হয়েছে।

আমাদের সরকার শহরের সঙ্গে গ্রাম এক লহমায় জুড়ে দিয়েছে রাস্তাঘাটের সুপরিমিত সংস্কার ও অজস্র নতুন রাস্তা তৈরী করে। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যই মা-মাটি-মানুষ সরকারের নানা প্রকল্প ও পরিকাঠামো চালু হওয়ায় আজ কল্লোলিনী, তিলোত্তমা। গঙ্গার দুই তীরও সৌন্দর্যের সৌরভে সুরভিত। কথা দিচ্ছি, শিক্ষাঙ্গনের সর্বোস্তরকে পরিপূর্ণভাবে মেধার সম্মান ও সীকৃতি দিয়ে আরো উজ্জ্বল এবং আলোকময় করা হবে। আলোয় ভোরে উঠবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রাজ্য-বাংলা। সত্যি সত্যি মেধা ও শিক্ষা সংস্কৃতিতে আরো এগিয়ে শীঘ্রই হয়ে উঠবে পরিপূর্ণ বিশ্ববাংলা।

 

Preparation for Singur Diwas programme on in full swing

The preparations for celebrating the Singur Diwas on September 14 are going on in full swing.

The state government has been working on the land survey work on a war footing following the order of the Chief Minister, who before undertaking her Europe tour had instructed the senior ministers to visit the place to inspect the progress in work.

During her absence, senior ministers had visited the spot and inspected the progress of land survey. They also reviewed the arrangements for the victory day celebration on September 14 when the Chief Minister is scheduled to take part in rally in Singur.

It may be mentioned here that Chief Minister Mamata Banerjee will hold a high level meeting with the senior ministers and the officials of the government at Nabanna to take a stock of the progress in the work.

 

সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে

আগামী ১৪ তারিখ সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে।

মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় যুদ্ধকালীন তত্পরতায় জমি পর্যবেক্ষণের কাজ চলছে, উনি ইউরোপ যাওয়ার পূর্বেই মন্ত্রিদের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গুর গিয়ে কাজের গতি সরেজমিনে পরিদর্শন করতে।

গত এক সপ্তাহে বিভিন্ন মন্ত্রীরা সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতিও তদারকি করে এসেছেন।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করবেন। সেই বৈঠকে সিঙ্গুরে জমি জরিপের কাজের অগ্রগতির খতিয়ান দেবেন আধিকারিকরা।

Bengal observes Singur Utsav

Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur (carried out by Left Front government in 2006).

Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

West Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and announced that an administrative review meeting for Hooghly district would be held at Singur on September 14, 2016, at 2 PM. On the same day a ‘Vijay Utsav’ would be held in Singur at 4 PM.

“I would expect everyone to celebrate this Singur Utsav, it’s like an invocation of the celebration to Durga Puja,” the Chief Minister had said.

 

রাজ্যজুড়ে পালিত হল সিঙ্গুর উ९সব

আজ সারা বাংলাজুড়ে ব্লকে ব্লকে পালিত হল সিঙ্গুর উৎসব। মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিরাট জয়কে পালন করলেন।

২০০৬ সালে টাটা মোটরের ন্যানো গাড়ির কারখানা স্থাপনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিএম সরকারের সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ – সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতেই এই উৎসব।

বিধানসভাতেও পালিত হো সিঙ্গুর বিজয় দিবস।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর হুগলী জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা সিঙ্গুরে অনুষ্ঠিত হবে, সময় দুপুর ২ টো। ওই দিনই বিকেল ৪ টেয় সিঙ্গুরে ‘বিজয় উ९সব’  অনুষ্ঠিত হবে।

Singur movement: A look back in time

On Wednesday, when the Apex Court of the country ordered the return of acquired land taken by the erstwhile Left Front government within 12 weeks, the chronicle of Singur beacons as the bright reminder of series of incidents. The Singur incident brought a socio-political change in Bengal.

2006

Tata Motors announced the small car factory in Singur on May 18, 2006.

Just after two months, on July 18, the Trinamool Congress chief Mamata Banerjee started protesting the issue. The ground of the protest was forceful land acquisition by an elected state government. Mamata Banerjee’s rally at Singur, as a sign of protest – started the historical movement.

The LF government acquired 997 acres of multi-crop farmland to allocate the Tata’s to construct their factory. The rule is meant for public improvement projects, and the LF government wanted Tata to build factory under this rule.

However, amidst the huge protest Tata started to set up their plant in Singur in January 21. By then, they had already promised to produce ‘Nano’ – the affordable car which would cost just above a lakh only.

Intellectuals

The protest had also turned turbulent as many of the internationally famed social activists, and Bengali luminaries had stood beside the movement led by Mamata Banerjee. The protesters – Anuradha Talwar, Medha Patkar, Arundhuti Roy, Mahasweta Devi and others were started to protest saying the location of Tata Motors site is the most fertile one in the whole of the Singur block. The local population depended on agriculture. Almost 20,000 farmers are making their livelihood from the multi-crop land.

Hunger strike

On December 3, 2006, Mamata Banerjee started her indefinite hunger strike for 26 days.

In the meantime, the rape case of Tapasi Malik had stunned the entire country. The fenced off area of the Nano-factory, which has been continuously guarded by the policemen, where allegedly guarded by cadres of the CPI (M) party as well. The girl, Tapasi malik, who was one of the protesters, was allegedly gang-raped and burnt to death by those CPI(M) cadres. Later, a CPI (M) leader, a zonal committee leader, Suhrid Dutta was arrested by CBI.

2008

On August 2008, Mamata Banerjee started indefinite dharna at Singur. Tata Motors suspended development work on Nano factory on September 2, 2008.

On September 3, 2008, then governor Gopal Krishna Gandhi agreed to play a mediator to resolve the issue between government and the Trinamool Congress but in vain.

Tata Motors decided to move out from Singur and conveyed the decision on October 3, 2008.

Maa Mati Manush government

In May 20, 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal and announced in her first Cabinet meeting that they will return the 400 acres land to the unwilling farmers for the Singur. An ordinance to that effect was promulgated but it was challenged in court.

Land in Singur will be returned within time frame set by court: Mamata Banerjee

Land in Singur will be returned within the time frame set by court, Bengal Chief Minister Mamata Banerjee said today.

The Supreme Court Wednesday set aside the land acquired the West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its plant for the Nano car. Calling it a landmark victory, Bengal Chief Minister Mamata Banerjee had said she stands vindicated.

 

A strategy meeting was held in Nabanna today to discuss the process of return of land. It was attended by various ministers, departmental secretaries, MLAs and advisors to the government.

The survey of the land in Singur will begin tomorrow and will be completed within two weeks, the Chief Minister said. She added that those who did not take the money for compensation will be given their dues, as per court verdict.

The land will be made suitable for agriculture, the Chief Minister said. “We have also decided to give possession to bargadars as per land records before acquisition,” she added.

 

Click here to read the 10 things Mamata Banerjee said on the Singur Verdict

 

সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেব: মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেওয়া হবে সিঙ্গুরে, জানালেন মুখ্যমন্ত্রী।

বুধবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ নয়। রাজ্য সরকারকে দ্রুত জমির দখল নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে।

বৈঠকে স্থির হয় যে কাল থেকে সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে যা আগামী ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যারা জমির কম্পেন্সেশন নেননি, তাদের আমরা কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেব, জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে। বৈঠকে ও ঠিক হয় যে জমি অধিগ্রহণের আগে বর্গাদারদের যেমন পসেশন ছিল, সেরম ভাবেই জমি দেওয়া হবে।

Landmark verdict, we have been vindicated: Mamata Banerjee on Singur verdict

“I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy,” this was the reaction of Mamata Banerjee after the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant.

We have been saying all along the land acquisition in Singur was illegal. We have been vindicated, she added.

 

Here are 10 things Mamata Banerjee said:

The farmers of Singur did not part with their land against all odds. We salute them.

I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy. Now I can die in peace.

We will organise a Vijay Utsav in Singur. On September 2, we will observe Singur Utsav in every block of Bengal.

We do not believe in forceful acquisition of land. We believe in negotiation.

CPI(M) committed historic suicide not ‘historic blunder’ in Singur.

People are the biggest pillars of democracy. They had given their verdict in 2011. Supreme Court has given verdict today.

We are missing Mahasweta Di today. She was a pillar of strength during Singur andolan. She would have been happy today.

Nandigram carnage happened right after Singur. Then there was Netai massacre. We salute all martyrs.

This (Singur verdict) is the first gift we got after renaming of our State. Bangla Ma is happy today.

Bengal is the final destination for industry.

 

 

ঐতিহাসিক রায়: সিঙ্গুর প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

“আজ খুব আনন্দের দিন। খুশির সাথেই চোখে জল চলে আসছে,” এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায় সম্বন্ধে।

আমরা বরাবর বলে এসেছি সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল বেআইনি। আজ সত্যের জয় হল, তিনি বলেন।

আজই সুপ্রিম কোর্ট ২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে।

 

সিঙ্গুর রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার অংশবিশেষ:

এটা গণদেবতার জয়, অনশনের জয়, মা-মাটি-মানুষের জয়।

আগামী ২ সেপ্টেম্বর সব ব্লকে ব্লকে আমরা সিঙ্গুর উ९সব পালন করব। সিঙ্গুরে আমরা বিজয় উতসব করব।

সবুজ ফসল যার অধিকার, যারা আমাদের ধান ফলায় তাদের জমি জোর করে আমরা অধিগ্রহণ করব না।

সিঙ্গুর সিপিএমের ‘ঐতিহাসিক ভুল’ নয় ‘ঐতিহাসিক আত্মহত্যা’।

গণতন্ত্রে মানুষই সব। ২০১১ সালে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আজ তাদের রায় দিলেন।

আজ আমরা মহাশ্বেতা দেবীকে মিস করছি। সিঙ্গুর আন্দোলনের সময় উনি ছিলেন আমাদের প্রেরণা।

সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের সমস্ত শহিদদের আমাদের শ্রদ্ধা জানাই।

রাজ্যের নাম বদলের পর এটি আমাদের প্রথম উপহার। বাংলা মা আজ খুশি।

বাংলাই এখন বিনিয়োগকারীদের গন্তব্য।

আমি এখন শান্তিতে মরতে পারবো।

WB CM launches Khadya Sathi Scheme

West Bengal Chief Minister Ms Mamata Banerjee launched the Khadya Sathi Scheme today.

On the occasion a colourful parade was held on Red Road.

Under the Khadya Sathi Scheme, 7 crore 49 lakh people, that is, almost 80% of the State’s population, would get rice and wheat at Rs 2 per kg each. A family can get a maximum of 35 kg of food grains per month at subsidised rates.

Recipients would include 33 lakh people of the Jangalmahal region, 12 lakh drought-affected people of Purulia district, 11.24 people, including tea garden workers and their families, 3.11 lakh Cyclone Aila-affected people, 3569 people of Singur who had lost their land, 1700 homeless people of Kolkata and the people living in the Hills region of Darjeeling.

The parade included workers of the Health & Family Welfare Department’s ASHA Scheme with their newly-given bicycles, and new mini-fire tenders, double-decker buses and commercial vehicles bought under the Gatidhara Scheme.

The Chief Minister also inaugurated Watgunge, Amherst Street, Tollygunge and Patuli women’s police stations.

 

The salient features of her speech are as follows:

  • From today, almost 7 crore people out of the 9 crore in Bengal will receive rice and wheat at Rs 2 per kg.
  • I am thankful to the farmers of Bengal for contributing to the stock of grains required for Khadya Sathi.
  • 15 lakh metric tonnes of rice have already been procured, which is more than our target of 10 lakh metric tonnes.
  • The Krishak Mandis have been instrumental in the procurement process.
  • Out of 176 Krishak Mandis, 120-130 are already up and running.
  • We have been providing the people of Singur who lost their land with help until they get their land back.
  • 16 lakh Kanyashree and 40 lakh Sabuj Sathis are part of the development we have made.
  • With Khadya Sathi Scheme, there will be people who will receive benefits from multiple programmes.
  • The Central Government has reduced the allotments for most important social programmes like ICDS.
  • The Central Government can stop them but we cannot stop the benefits being extended to the people of our State.
  • It is our responsibility towards the people, we cannot step back on that promise and commitment.
  • There are people who are busy spreading slandering the developments in Bengal. Who stopped them from working when they were in power?
  • We are aiming for all-around development, from infrastructure to transport, many in collaboration with foreign countries like Japan and Germany.
  • Today the people of the Hills are happy. We are proud of them for the hard work they do.
  • Bengal is surging ahead in medium-scale and small scale business.
  • The people who criticise us should take note of the truth and accept it and not speak without getting their facts right.
  • In four years we have completed work that cannot be normally completed in 40 years.
  • We have worked for the development of every community and caste in Bengal.
  • West Bengal is the perfect example of tolerance where Hindus, Muslims, Sikhs, Christians and others live in peace and harmony.

 

খাদ্য সাথী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে চালু হল ‘খাদ্য সাথী’ প্রকল্প। সকলের জন্য খাদ্য – আমাদের সংকল্প।

আজ রেড রোডে এই প্রকল্পের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। একটি কুচকাওয়াজের মাধ্যমে সূচনা হবে এই প্রকল্পের।

রাজ্যের ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে এই প্রকল্পের আওতায় আসছেন। এর ফলে রাজ্যের ৭ কোটির অধিক মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন।

রাজ্যের ৩৩ লক্ষ জঙ্গলমহলবাসী, পুরুলিয়া জেলায় খরা-কবলিত ১২ লক্ষ আধিবাসী, রাজ্যের সমস্ত আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষ, চা বাগানের ১১.২৪ লক্ষ শ্রমিক ও অশ্রমিক পরিবার, আয়লা-বিধ্বস্ত ৩.১১ লক্ষ মানুষ, সিঙ্গুরের ৩৫৬৯ জন জমিহারা কৃষক, কলকাতায় ১৭০০ গৃহহীন পথবাসী এবং দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের সকল আদিবাসী ২ টাকা কেজি ফরে চাল ও গম পাবেন।

উপরোক্ত গণবণ্টন ব্যবস্থার জন্য রাজ্য সরকার বছরে ৪২৮২ কোটি টাকা ব্যয় করবে।

এই অনুষ্ঠান উপলক্ষে মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্য সাথী’ প্রকল্পের ট্যাবলো।

ওয়াটগঞ্জ, আমহার্স্ট স্ট্রিট, পাটুলি ও টালিগঞ্জ এই ৪টি মহিলা থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন
  • আজ খাদ্য সাথী প্রকল্পের উদ্বোধন করা হল, আমি সকলকে অভিবাদন জানাচ্ছি
  • বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৭ কোটি লোক এসেছেন এই প্রকল্পের আওতায়
  • ৭ কোটি ৪৯ লক্ষ মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পাবেন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • ধান উ९পাদনে বাংলা সেরা
  • মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৫ লক্ষ মেট্রিক টন বাড়ানো হয়েছে
  • খাদ্য মানুষের বাঁচার প্রধান উ९স
  • ১৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে
  • শুধু জঙ্গলমহল নয় সব এলাকার আদিবাসী, তপশিলি ও গরিব মানুষ এই ২ টাকা কিলো দরে চাল ও গম পাবে
  • ১৭৬ টি কৃষক বাজার তৈরি হচ্ছে, এর মধ্যে ১২৩ টির কাজ শেষ হয়ে গেছে
  • বাম আমলে বঞ্চিত চা বাগানে বিনামূল্যে চাল দিচ্ছে রাজ্য সরকার
  • কোনও চালু প্রকল্প বন্ধ হবে না
  • ৩১ লক্ষ কন্যাশ্রী, ৪০ লক্ষ সবুজ সাথী, ১৬ লক্ষ শিক্ষাশ্রী প্রকল্পের আওতায়
  • চা শ্রমিকদের জন্য ১০০ কোটির প্যাকেজ চালু করব
  • আমি কথা কম বলে কাজ করে যাই
  • আজ বাংলায় জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, আর কি চান আপনারা?
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে
  • খাদ্য-বস্ত্র-বাসস্থান মানুষের বাঁচার অধিকার
  • নগরোন্নয়নে বিশ্বের দরবারে স্থান বাংলার
  • ধর্ম মানেন না বলে আপনারা চান উ९সব বন্ধ হয়ে যাক
  • বড় শিল্পের ক্ষেত্রে বাংলাই গন্তব্য
  • বাম আমলে স্বাস্থ্য কেন্দ্র গুলি পরিণত হয়েছিল যমালয়ে, এখন সেগুলোর প্রভূত উন্নতি হয়েছে
  • প্রায় ৯০টি থানা তৈরি হয়েছে এই ৪ বছরে
  • ৪ বছরে ৪০ বছরের কাজ করেছে এই সরকার
  • ইয়োকোহমার সাথে একগুচ্ছ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে, এর ফলে হাওড়া শহর নতুন ভাবে সেজে উঠবে
  • যারা কাজ করে তারা এগিয়ে চলে
  • সহিষ্ণুতার বড় উদাহরণ হল পশ্চিমবাংলা
  • শিল্প মানে কি মুখ ভরা গল্প?
  • জঙ্গলমহলে আর অশান্তি ছড়াবেন না
  • পরিবর্তন এসেছে, পরিসংখ্যান সেকথা বলে

 

Opposition playing cheap and mean politics with Singur: Partha Chatterjee

Trinamool Congress Secretary General Dr Partha Chatterjee, while speaking at a function commemorating the 153rd birth anniversary of Swami Vivekananda at Anandanagar in Singur came down heavily on the Opposition for playing cheap and mean politics with the Singur issue for their narrow political gains.

Dr Partha Chatterjee said that the CPI-M never wanted an industry to come up at Singur. The forcible acquiring of very fertile agriculture land by the then Left Front government was the greatest blunder, he said.

Trinamool Congress Chairperson Mamata Banerjee fasted for 26 days demanding the return of the fertile agricultural land to the unwilling farmers and then to sort out an amicable solution in favour of the Nano project at Singur, but the then adamant chief minister failed to bring about an amicable solution resulting in the withdrawal of the Nano project by the Industrial giant, Dr Chatterjee said.

Dr Chatterjee said that the CPI-M were creating unwanted hurdles to the return of agriculture land to the unwilling farmers. Dr Chatterjee also ridiculed the proposed Congress and CPI-M pact to fight the state Assembly election jointly.

He said the proposed alliance of the congress and CPM is motivated with hunger for political power. They are underestimating the good sense of the common people. The common people will go for progress and development but not for faulty politics and dictatorship once again, he said.