SARAS Mela begins at Salt Lake

The national-level handicrafts fair, SARAS Mela, began on November 24 at Central Park in Salt Lake, to continue till December 4. The fair is organised by the Bengal Government’s Panchayats and Rural Development Department.

Handicrafts from across India are available here. People in Bengal being cultural-minded, handicrafts fairs in Kolkata are always popular. The fair has already drawn hundreds of people.

This fair will be held in Siliguri too in January.

সল্টলেকে শুরু হল সরস মেলা

প্রতি বছরের মতো এবছরেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শুরু হল সরস মেলা। মেলা চলবে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত।

এই মেলাটিতে থাকে হস্তশিল্পের বিপুল সম্ভার। এটি হস্তশিল্পের একমাত্র জাতীয় স্তরের মেলা যা কলকাতায় হয়।

সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সম্ভার নিয়ে এসেছেন শিল্পীরা।

 

 

Tourism Festival in Darjeeling in December: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an all-party meeting at Pintail Village in Darjeeling district regarding the development of Hills.

She said that the next date for an all-party meeting will be communicated to all very soon.
She addressed the media following the meeting.

Excerpts from her speech:

Peace has returned to the Hills. We are overwhelmed by the positive reply from the people. We want to congratulate everyone for restoration of normalcy in Darjeeling. Many thanks to the people.

In today’s meeting we have decided that a tourism festival will be organised by the GTA in Darjeeling in the last week of December (or early January). Darjeeling Gold Cup will also be revived.

The Sports and Youth Affairs Department will organise Vivek Festival (to commemorate birth anniversary of Swami Vivekananda), Subhas Festival (to commemorate the birth anniversary of Netaji), Chhatra-Jubo Utsab in January. Science fairs will also be organised.

We have also decided to provide compensation to the families of those who lost their lives during the protests in the Hills. Rs 2 lakh will be given to the family of deceased; the injured will receive a compensation of Rs 50,000. GTA will also provide employment to a family member of those who lost their lives.

We request all teachers to take extra classes and complete the syllabus for this session so that students do not face any difficulties. We will pay them salaries for the time period when schools were shut due to protests. Other employees will get half-day leaves for three months and extra 15 days’ leave to compensate for the period of protests.

We have decided to waive all penalties imposed during the time of protests.

The Government will develop Pintail Village. We have asked the GTA to draw up a comprehensive development plan for Kurseong and Kalimpong. They will also renovate the tourism centres in Mirik. We are building a 100-bedded hospital in Mirik.

We want peace. We want progress. We want the Hills to prosper and develop.

 

ডিসেম্বরে দার্জিলিঙে হবে পর্যটন উৎসব: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন। আজ পিনটেল ভিলেজে তিনি পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রক্রিয়া নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান খুব শীঘ্রই পরবর্তী সর্বদল বৈঠক হবে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ সহ পাহাড়ের সব রাজনৈতিক দল আমাদের সহযোগিতা করেছে। সকলকে ধন্যবাদ।

আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে GTA পর্যটন উৎসবের আয়োজন করবে। দার্জিলিং গোল্ড কাপ আবার শুরু হবে।

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর বিবেক উৎসব (বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে), সুভাষ উৎসব (সুভাষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে) ও ছাত্র-যুব উৎসবের আয়োজন করবে জানুয়ারি মাসে। বিজ্ঞান মেলারও আয়োজন করা হবে।

আজকের বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ও তাদের পরিবারের সদস্যকে গ্রুপ ডি তে চাকরি দেবে GTA। গুরুতর আহত দের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।

আমরা শিক্ষকদের অনুরোধ করেছি অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে, যাতে পাহাড়ের ছাত্রছাত্রীরা কোন সমস্যায় না পরে।  আন্দোলনের সময় যারা কাজ করেছে তাদের ১৫ দিন ছুটি দেওয়া হবে। বাকিরা ৩ মাস মেডিকেল ছুটি হিসেবে হাফ ডে পাবেন এবং ১৫ দিন বাড়তি ছুটি পাবেন। এর মাধ্যমে তারা ২ মাসের মাইনে পেয়ে যাবে।

যে পেনাল্টি ইমপোজ করা হয়েছিল তা দিতে হবে না, শুধু  ট্যাক্স দিলেই হবে।

আমরা পিনটেল ভিলেজের উন্নয়ন করব। কালিম্পং ও কার্শিয়াং এ থাকার জায়গা তৈরি হবে । মিরিকে ১০০ বেডের হাসপাতাল, বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে । মিরিকের পর্যটন কেন্দ্রগুলিরও উন্নয়ন করা হবে।

সমতল ও পাহাড় সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে । উন্নয়ন নিয়ে কোনও সমঝোতা করব না ।

 

NBSTC to launch app for booking tickets

The North Bengal State Transport Corporation (NBSTC) will soon launch a mobile app through which people across the state will be able to book bus tickets for long-distance buses to go anywhere in north Bengal.

More than 500 buses are operational under NBSTC. Cooch Behar-Kolkata and Siliguri-Kolkata are some of the popular routes for which demand is high most of the year.

NBSTC officials said the app would be specially useful for students, who want to travel to and from north Bengal on weekends and avoid harassment of ticket booking.

They also said that NBSTC is also working on updating its website. The updated website will now include details of the popular tourist destinations across north Bengal and their route of travel.

Source: Indian Express

 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে

উত্তরবঙ্গের যেকোনো জায়গায় যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের টিকিট এবার কাটা যাবে অ্যাপে। শীঘ্রই এই অ্যাপটি তৈরি করবে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ৫০০র বেশী বাস চলে। কোচবিহার-কলকাতা ও শিলিগুড়ি-কলকাতা রুটগুলিতে টিকিটের চাহিদা সারা বছর থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিকরা জানান, এই অ্যাপটি পড়ুয়াদের জন্য খুব উপকারী হবে। কারণ অনেক পড়ুয়াই সপ্তাহান্তে উত্তরবঙ্গে গিয়ে থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তাদের ওয়েবসাইটটি আপডেটেরও কাজ করছে। এবার এই ওয়েবসাইটে উত্তরবঙ্গের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গুলির বিবরণ ও সেখানে যাওয়ার রুটের বর্ণনাও থাকবে।

Bengal CM forms new boards for north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday announced the formation of new boards for north Bengal.

One of these newly formed boards is the Rajbangshi Development & Cultural Board, for which MLA Ananta Deb Adhikari has been chosen as the Chairman and Vanshibadhan Burman as the Vice Chairman. The headquarters of the Rajbangshi Development & Cultural Board will be at Cooch Behar.

Along with this, the Kamtapur Language Academy was also formed- the headquarters of which will be in Jalpaiguri. Nrisingha Prasad Bhaduri will be the President of the Academy while Atul Rai has been chosen as the Vice-President.

Moreover, a Rajbangshi Language Academy is already in existence; Jalpaiguri MP Bijay Chandra Barman is the President of this Academy.

 

রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবেঃ মুখ্যমন্ত্রী

 

রাজ্যে বিলুপ্তপ্রায় রাজবংশী ও কামতাপুরি ভাষাকে ‘অগ্রাধিকারপ্রাপ্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজ ও প্রকাশনায় অন্যান্য ভাষার মতো এই দুটি বিলুপ্তপ্রায় ভাষাও স্বীকৃতি পাবে।
গতকাল শিলিগুড়ি সফরে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পাশাপাশি তিনি রাজবংশীদের জন্য উন্নয়ন একাডেমি গড়ার কথাও ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই রাজবংশী ভাষার অ্যাকাডেমি চালু করা হয়েছিল। এবার সেই ভাষাটি রাজ্যের দপ্তরের কাজেও স্বীকৃতি পেল”।

তিনি আরও বলেন, এবার রাজবংশী ভাষার পাশাপাশি কামতাপুরি ভাষার জন্যও আলাদা অ্যাকাডেমি করা হবে। এই অ্যাকাডেমির চেয়ারম্যান হবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই অ্যাকাডেমি প্রায় হারিয়ে যাওয়া এই ভাষার উন্নয়নে কাজ করবেন। তিনি জানান শুধু স্বীকৃতিই নয়, প্রায় হারিয়ে যাওয়া ভাষাগুলোকে যাতে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে প্রতিষ্ঠিত দুই অ্যাকাডেমির পাশাপাশি কাজ করবে রাজ্য।

রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন অনন্ত দেব অধিকারী, এবং ভাইস চেয়ারম্যান হলেন বংশীবদন বর্মণ।

We want a permanent solution to the ongoing impasse in Hills: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an All-Party meeting regarding the ongoing impasse in the Hills. Terming the meeting as positive, she said the next meeting will be held on October 16. She added that the issue of tripartite meeting will be discussed in that meeting.

The CM said she wanted a permanent solution to the ongoing impasse. “We will immediately restore the public distribution system. We want the bandh to be withdrawn fully and normalcy to be restored as soon as possible. The process of dialogue will continue,” she said.

The CM announced that the Government has decided to call the owners of tea gardens immediately for a meeting to discuss pending wages, bonus for puja etc. for the workers. A GoM (Group of Ministers) will be formed for this purpose.

Mamata Banerjee further said, “Every citizen has a democratic right and prerogative to protest. We want peace and normalcy to be restored. Binay Tamang (representing GJM) had raised the demand for compensation for those who were killed (during agitation). We have agreed to that. They also demanded a high-level investigation for the police firing (during agitation). We have accepted that also.”

She maintained that the Hills are a part of Bengal and the State Government wants the well-being of the people of the Hills.

 

আমরা চাই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হোকঃ মুখ্যমন্ত্রী

আজ উত্তরকন্যায় পাহাড়ের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের বৈঠক ভালো হয়েছে। পরবর্তী বৈঠক হবে ১৬ অক্টোবর। তাঁর মতে এখনই ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। আগামী ১৬ অক্টোবরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। চা বাগানের কর্মীরা যাতে বেতন ও পুজোর বোনাস পান তাঁর জন্য একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হবে। শীঘ্রই এই মন্ত্রীগোষ্ঠী চা বাগানের মালিকদের সাথে বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই শান্তি ফিরুক। অশান্তির সময় যারা নিহত বা আহত হন তাদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন বিনয় তামাং। আমরা রাজি হয়েছি। বনধ চলাকালীন পুলিশের গুলি চালানোর জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন ওনারা। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত করব”।

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমরা চাই বনধ তুলে নেওয়া হোক, পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব শিল্প, পর্যটন, পরিবহন সব কিছু স্বাভাবিক হোক। আলোচনা প্রক্রিয়া চলবে। পাহাড় বাংলার অংশ। আমরা চাই পাহাড়ের ভাই বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক”।

I want the Hills to prosper: Mamata Banerjee in Kurseong

Chief Minister Mamata Banerjee today inaugurated the sixth edition of Uttar Banga Utsab. The inaugural ceremony was held at Kurseong.

The CM inaugurated the 100-bedded ESI Hospital at Siliguri, HDU at Kurseong sub-divisional hospital, SNCU at Darjeeling hospital, and the newly-renovated blood bank at Siliguri District Hospital. The CM also launched the tiger safari at Bengal Safari Park in north Bengal.

Speaking on the occasion, she said: “We want Hills to prosper. We want peace. Violence will bear no fruit. GTA Board and local municipalities are not run by us or else we could have done much more work for the people.”

She added, “We have already formed 12 development boards in the Hills. Three more (Gurung, Khas and Hill Minority) will be set up. We have allotted Rs 264.78 crore to the various boards for carrying out developmental work. I will come back to the Hills again. I want my brothers and sisters in the Hills to be happy.”

She will also be holding the administrative review meeting for the district on January 24 where she will take a stock of the progress of the development works undertaken by the state government. She will return to Kolkata on January 25.

 

আমি পাহাড়ের উন্নতি চাইঃ কার্শিয়াঙে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গে ষষ্ঠতম উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান হয় কার্শিয়াঙে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমি পাহাড়ের উন্নতি চাই, পাহাড়ে শান্তি বজায় থাকুক। জিটিএ এবং স্থানীয় পুরসভা আমাদের হাতে থাকলে আমরা মানুষের জন্য আরও কাজ করতে পারতাম”।

তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনি বিভিন্ন জনজাতির জন্য ১২টি উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছেন। আজ আরও ৩টি উন্নয়ন বোর্ডের ঘোষণা করলেন। সেগুলি হল – গুরুং ডেভেলপমেন্ট বোর্ড, খস হিতকারি ফাউণ্ডেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড ও পাহাড়িয়া মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড। তিনি বলেন, আমি আবারও পাহাড়ে আসব। আমি চাই আমার পাহাড়ের ভাই-বোন খুশি থাকুক।

রবিবার সন্ধ্যেবেলায় তিনি দার্জিলিং পৌঁছবেন। প্রতি বছরের মত এবারও ২৩ জানুয়ারি দার্জিলিং ম্যালে নেতাজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষের জনসমাগম হবে এই অনুষ্ঠানে।

পাহাড়ের জাতীয় এবং রাজ্য সড়ক সংস্কারের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গল মহলের মতোই পুলিশের হিমাল, তরাই ডুয়ার্স স্পোর্টসের বিভিন্ন খেলায় জয়ীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আগামী ২৪ জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী সেখানে জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা হবে। আগামী ২৫ জানুয়ারি তিনি কলকাতা ফিরবেন।

Bengal Safari Park to roll out Tiger Safari soon

Bengal Safari Park in north Bengal will soon roll out the much-awaited Royal Bengal Tiger safari by the end of January. Two Royal Bengal tigers brought from Odisha have already arrived at the park.

Two tigers – a male and a female – are being kept in isolation for at least three weeks before being put inside the enclosure and put up for public viewing. Park authorities have already constructed a tiger enclosure over 20 hectares.

The park is the biggest jungle safari in the state and is fast emerging as a major tourist attraction. The park is spread over 297 hectares of natural forest land consisting of sal and other trees. The park will have four large safaris like mixed herbivore safari (91 ha) and tiger safari (20 ha).

The mixed herbivore safari is already doing brisk business while the tiger safari would add to the attraction. Visitors are taken to these safaris in specially designed vehicles.

Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are displayed in large enclosures in the park here.

Night shelters, pavilions and gardens will be created for the tigers. Artificial hills and streams will also be created to give the park a completely natural look. Visitors would be able to watch tigers from a separate enclosure. A hospital for injured tigers is almost ready too.

 

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ খুব শিগগিরি চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’; জানুয়ারী মাসের শেষেই এর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যা থেকে দুটি রয়াল বেঙ্গল টাইগার হয়েছে এই সাফারি পার্কে।

লোকসমক্ষে আনার আগে বাঘ দুটিকে তিন সপ্তাহ ‘আইসোলেশনে’ রাখা হবে। এর জন্য একটি ২০ হেক্টরের ‘টাইগার এনক্লোজার’ বানানো হয়েছে।

এই পার্কটি রাজ্যের সবচেয়ে বড় জঙ্গল সাফারি পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতিও অর্জন করেছে বেঙ্গল সাফারি পার্ক। ২৯৭ হেক্টরের এই পার্কটি তৈরী হয়েছে প্রাকৃতিক জঙ্গলেই। টাইগার সাফারি ছাড়াও এই পার্কে থাকছে তৃণভোজী প্রাণীর সাফারি। বিশেষ গাড়ি করে এই সাফারিতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের।

বাঘ ছাড়াও এখানে রয়েছে অন্যান্য বিড়াল প্রজাতির পশু, কুমির, ঘড়িয়াল ও নানা প্রজাতির পাখি। তৈরী হচ্ছে বাঘেদের জন্য নাইট শেল্টার। কৃত্তিম পাহাড় ও ঝর্ণা তৈরী করার পরিকল্পনাও রয়েছে। বিশেষ ‘এনক্লোজার’ থেকে বাঘ দেখতে পারবেন পর্যটকরা।

Hills must keep smiling: Mamata Banerjee at Kalimpong

On her third trip to north Bengal since she was re-elected as chief minister, Mamata Banerjee, welcomed as ‘Pahari Ma’, spoke of “development for the hills”.

“We have always wanted development for the hills. Previous governments have failed in this, but our government’s focus is clear — development for the hills. Hills must keep smiling,” said Mamata Banerjee as she reached Kalimpong last evening.

The chief minister met representatives of different tribes in the hills after her arrival. People from all walks of life gathered on the way to welcome her. Banners, festoons and hoardings were put up at every street corner in her honour.

 

পাহাড়ের হাসি অটুট থাকুক: মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তৃতীয় উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী বললেন পাহাড়ের উন্নয়ন আগামীদিনেও চলবে।

“আমরা চিরকাল পাহাড়ের উন্নয়নের পক্ষে ছিলাম। আগের সরকার সেটা করতে ব্যর্থ হয়েছিল কিন্তু আমাদের একটাই লক্ষ্য – উন্নয়ন। পাহাড়ের হাসি অটুট থাকুক,” তিনি বলেন।

এদিন বিকেলে কালিম্পঙ পৌঁছে মুখ্যমন্ত্রী নানা গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে দেখা করেন। ওনাকে অভ্যর্থনা করতে রাস্তার মোড়ে মোড়ে মানুষের ঢল নেমেছিল।

 

Youths and students will make Bengal the best in future: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today distributed bicycles under Sabuj Sathi project among the students of class IX in Siliguri.

During the event the Chief Minister said that the youths and students of today will build a new society in future; they will make Bengal the best.

“We want the students to stand on their feet in future. Never allow negative thoughts to fill your minds,” she told students at the rally.

The Chief Minister added, “35 lakh girls have been registered under Kanyashree. It is the No. 1 project for empowerment of girl child. We have increased the financial assistance under Sikkhashree scheme. We have allocated Rs 200 Cr for a merit cum means scholarship named after Swami Vivekananda.”

The BCW department has taken up a unique scheme to train up to 3000 local youths belonging to SC and ST to maintain and repair the bicycles that had been distributed. This will help them to become financially self reliant.

The Chief Minister hoped the current generation of students will produce more stalwarts like Rabindranth, Netaji or Acharya Jagadish Chandra Bose.

 

ছাত্র-যুবরাই বাংলাকে সেরা বানাবেঃ মুখ্যমন্ত্রী

আজ শিলিগুড়িতে সবুজ সাথী প্রকল্পের অধীনে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে শিলিগুড়ি মার্গারেট সিস্টার নিবেদিতা হাই স্কুলের ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকার পরিচালিত স্কুলগুলির নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এই প্রকল্পের অধীনে ৮০০ কোটি টাকা খরচ করে মোট ৪০ লক্ষ সাইকেল দেওয়ার পরিকল্পনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ২৫০০০ সাইকেল বিতরণ করেছে।

এদিন প্রায় ১০০০০ সাইকেল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। শিলিগুড়ি মহকুমায় মোট ১৮৫৪৬ সাইকেল বিতরণ করা হবে। পুজোর আগেই যতটা সম্ভব সাইকেল বিতরণ করা হবে।

সভা মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন আজকের ছাত্র ও যুবসমাজ আগামীদিনের সমাজকে তৈরি করবে, তারাই বাংলাকে বিশ্বসেরা তৈরি করবে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা চাই ছাত্রছাত্রীরা নিজেদের পায়ে দাঁড়াক। তারা যেন কখনোও মনে খারাপ চিন্তাকে দানা বাঁধতে না দেয়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রায় ৩৫ লক্ষ ছাত্রী কনাশ্রী প্রকল্পে আওতাভুক্ত হয়েছে। মেয়েদের ক্ষমতায়নের জন্য এটি দেশের এক নম্বর প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্পে আমরা আর্থিক অনুদান বৃদ্ধি করেছি। স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত স্কলারশিপে জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ২০০ কোটি টাকা”।

অনগ্রসর কল্যাণ বিভাগ প্রায় ৩০০০ তপসিলি জাতি ও উপজাতির যুবকদের জন্য একটি প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে, এর মাধ্যমে তাদের বাইসাইকেল সারানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা সম্ভব হবে।

তিনি আশা করেন, বর্তমান ছাত্র সম্প্রদায় থেকে আরেকজন নেতাজি, রবীন্দ্রনাথ, আচার্য জগদীশ চন্দ্র বসু উঠে আসবে।

 

WB CM to visit north Bengal today

West Bengal Chief Minister Mamata Banerjee will start for north Bengal to hold the administrative review meeting of three districts – Malda, North and South Dinajpur.

The administrative review meeting of the three districts will be held at Islampur in North Dinajpur on Tuesday.

The West Bengal Chief Minister will leave the city on Monday evening for Bagdogra from where she will go to Sukana and the next day she would head towards the venue of the administrative review meeting.

After the meeting, she would be returning to Siliguri from Islampur. The Chief Minister will return to the city on August 24. The meeting is a crucial one as she will take stock of three districts at a time.

Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.

The Chief Minister will be inaugurating several projects and lay stone of some after the administrative review meeting on Tuesday. An elaborate security arrangement has been made to ensure that no untoward incident takes place in the area in the next two days.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

উন্নয়নে আরও গতি আনতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের তিন জেলায় – মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা হবে। সময় বিকেল তিনটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে যেখানে তিনি শুকনা যেতে হবে এবং পরের দিন তিনি প্রশাসনিক পর্যালোচনা সভার ভেন্যু দিকে আগাইয়া হবে বাগডোগরা জন্য সোমবার সন্ধ্যায় শহর ছেড়ে চলে যেতে হবে.

এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি যাবেন শুকনায় এবং পরের দিন তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামী ২৪ আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।

সব অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভা মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলার  সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পের সূচনা ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে বেশ কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।