Urban ‘haat’ near Nalban from Poila Baisakh

The State Fisheries Department has decided to set up a daily market (or ‘haat’) on the field beside the lake in Nalban. This venue will be used for selling fish, meat, poultry, vegetables as well as handicrafts, to be sold by the manufacturers themselves.

The handicrafts stalls will be run by women belonging to self-help groups (SHGs). These SHGs get financial aid under the State Government’s Anandadhara Scheme, which entails making and selling handicrafts and other items.

This city haat, or market, is expected to become famous the same way the Sonajhuri Haat in Santiniketan, Mangala Haat in Howrah and the Hari Sahar Haat in Shyambazar, Kolkata, have become.

The spot is ideal for a haat as it is quite near the IT hub of Sector V, where thousands come every day to work. Already a few snacks outlets and restaurants have opened up at Nalban, including by the State Fisheries Development Corporation (SFDC).

 

পয়লা বৈশাখ থেকে নলবনে ঝিলের পাড়ে বসবে শহুরে হাট

 

খোদ কলকাতায় দৈনন্দিন গেরস্থালির যাবতীয় উপকরণ নিয়ে হাট বসতে চলেছে। সৌজন্যে মৎস্য দপ্তর। এখানে একদিকে মাছ-মাংস, সব্জি তো বিক্রি হবেই, অন্যদিকে হাতের কাজের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হবেন প্রত্যন্ত গ্রামের শিল্পীরা। নলবনের জলাশয়ের পাড়ে খোলা মাঠে ঘুরতে ঘুরতে কেনাকাটা করবেন শহরের বাসিন্দারা।

শান্তিনিকেতনে সোনাঝুরির হাট, হাওড়ার মঙ্গলা হাট বা হরি সাহার হাটের মতো এখনও শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে বহু হাট রয়েছে। কিন্তু, এর অনেকগুলিরই পুরনো ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। তাই এবার সেই হাটের ঐতিহ্য এবং ব্যবসায়িক গুরুত্বকে বোঝাতেই নলবনে ভেড়ির পাশে বসবে নগরায়িত হাট। মৎস্য দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই হাট বসানো হচ্ছে।

নলবনের কাছেই তথ্যপ্রযুক্তি তালুক। এখানে প্রচুর মানুষ কাজ করতে আসে। সপ্তাহান্তে যদি তাঁরা জলাশয়ের পাশে একটু ‘স্ন্যাক্স’ খেতে খেতে জরুরি সমস্ত সামগ্রী পেয়ে যান, তাহলে অনেকেই হাটে আসতে চাইবেন। সেই কথাকে মাথায় রেখেই সপ্তাহান্তের বিকেলে এই হাট বসানো হবে। পয়লা বৈশাখ থেকে বসবে এই হাট।

প্রসঙ্গত, নলবনের ওই মাঠে ইতিমধ্যে একাধিক বাঙালি-কন্টিনেন্টাল খাবারের রেস্তরাঁ আগে থেকেই রয়েছে। পাশাপাশি নিগমের পক্ষ থেকে কাঁচা প্যাকেটজাত মাছ বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রান্না মাছের বিভিন্ন পদও বিক্রি করা শুরু হয়েছে। হরিণঘাটা থেকে কাঁচা মাংস সহ বিভিন্ন পদ বিক্রি করা হচ্ছে। সুফল বাংলাও ইতিমধ্যে দোকান দিয়েছে সেখানে। ফলে কাঁচা সব্জি থেকে আরও বিভিন্ন রান্নার সামগ্রী সেখানে বিক্রি করা হবে।
সেই তালিকায় এবার নতুন সংযোজন হাতের কাজের সম্ভার। আনন্দধারা প্রকল্পের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাদের নলবনের হাটে আনা হবে। প্রত্যেক সপ্তাহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে এসে নিজেদের হাতে তৈরি বড়ি, আচার, পাঁপড় ছাড়াও হাতের কাজের বিভিন্ন ব্যাগ, শৌখিন ঘর সাজানোর জিনিস বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে গ্রামীণ মহিলারা যেমন নিজেদের সামগ্রী বিক্রির একটা নতুন জায়গা খুঁজে পাবেন, সেই সঙ্গে শহুরে ক্রেতারাও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন নিজের হাতে দেখে নিয়ে।

সর্বোপরি জলাশয়ের পাড়ে ঘুরতে ঘুরতে একেবারে গ্রামীণ পরিবেশেই ‘হাটে’র মজা নিতে পারবেন কলকাতাবাসী।

Image Source: TripAdvisor

Kolkata brightens up for Durga Puja

West Bengal Government and Kolkata Municipal Corporation is taking huge initiative to transform Kolkata into City of Lights during the ensuing festive season. Important landmarks and crossings in the city have been illuminated.

Important crossing including Shyambazar, Dalhousie, Dorina Crossing, Park Street, Ellot Park, Rabindra Sadan, National Library, Hazra Crossing, Rashbehari Avenue, Gariahat flyover and the river front will be illuminated during the Pujas.

Important and heritage buildings will also be decorated with light chains.

 

দুর্গা পুজো উপলক্ষে সেজে উঠেছে কলকাতা

রাজ্য সরকার এবং কলকাতা পৌরসংস্থার যৌথ উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে সেজে উঠেছে শহর কলকাতা।

শহরের উল্লেখযোগ্য বিল্ডিংগুলি এবং রোড ক্রসিংগুলোও আলোর মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ রোড ক্রসিংগুলি যেমন-  শ্যামবাজার, ডালহৌসী ডোরিনা ক্রসিং, পার্ক স্ট্রিট, এলিয়ট পার্ক, রবীন্দ্র সদন, জাতীয় গ্রন্থাগার, হাজরা, রাসবিহারী অ্যাভিনিউ এছাড়া গড়িয়াহাট ফ্লাইওভার, গঙ্গার পাড় সকিছুই সাজানো হয়েছে আলোর মালায়।

উ९সবের এই কদিন সব গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বিল্ডিং গুলি চেন লাইট দিয়ে সাজনো হবে। এছাড়া সরকারি ভবনগুলি এবং হেরিটেজ বিল্ডিং গুলোও আলো দিয়ে সাজানো হবে।

 

Kolkata to brighten up for Durga Puja, buses to ply all night

West Bengal Tourism department and Kolkata Municipal Corporation (KMC) have joined hands to decorate the city with lights before Durga Puja.

All entry-exit points to the city would be decorated with light gates and important buildings and road crossings would be decorated with chain lights.

According to tourism department guidelines, the illumination would be done from October 18 to October 26 for 12 hours starting from 5.30 pm.

It’s a unique initiative on the part of the Government and KMC. Illuminating the city is something new and exciting.

Decorative light gates would be put up temporarily at Second Hooghly Bridge and Howrah Bridge. Important road crossings that would be illuminated with decorative chain lights include Shyambazar, Dalhousie, Dorina, Park Street, Elliot Park, Rabindra Sadan, National Library, Belvedre, Hazra, Rashbehari Avenue, Gariahat flyover and the riverfront.

All important and landmark buildings of Kolkata too would be illuminated with chain lights during the festive days. These buildings would include government and heritage buildings that usually attract tourists round the year.

The State Transport department has also taken decision to run Govt buses all through the night during the Puja days. Conductors and drivers will work in two shifts- day and night, to ease the worries of the pandal hoppers.